#তার_শহরে
পার্ট : ১৫&১৬
লেখা : ইসরাত সিনহা
‘
‘
চোখ লাল করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ,হাত মুষ্টিবদ্ধ করে তারপর দেয়ালে একটা ঘুষি মেরে হনহন করে ছাদ থেকে চলে যায় …!!
‘
‘
অজ্ঞাত ব্যক্তিটি আনিতার মুখ চেপে ধরায় সে কোনো চিৎকার দিতে পারছে না । আর অজ্ঞাত ব্যক্তিটি লাইটের অল্প আলোয় আনিতার দিকে এক নজরে চেয়ে আছে ।
যেন অনেক বছর ধরে দেখেনি আনিতা কে।আনিতা কি করবে ভয়ে তার শরীর কাঁটা দিয়ে উঠছে । আনিতা না পেরে অজ্ঞাত ব্যক্তির হাতে কামড় বসিয়ে দেয় , যে হাত দিয়ে আনিতার মুখ চেপে ধরে ছিল ।
সাথে সাথে লোকটি আউচ ! বলেই হাত সরিয়ে নিল । আনিতা লোকটির কন্ঠ শুনে স্তব্দ হয়ে গেল ..!
লোকটি আনিতার দিকে কটমট চোখে তাকিয়ে দাঁতেদাঁত চেপে বলল ,
-এতো জোড়ে কেউ কামড় দেয় ডেম ইট !
আনিতা ভয়ে ভয়ে উত্তর দিলো ,
-আমি কি জানি আদিল ভাইয়া আপনি এখানে থাকবেন , আমি তো ভয় পেয়ে গিয়ে ছিলাম । আনিতা এখানো ভয়ে কাঁপছে সেটা আদিলের চোখ এড়ায়নি ।
আদিল আর এক মিনিট ও লেট না করে আনিতা কে টান দিয়ে তার বুকে জড়িয়ে নিলো । আদিল আনিতা কে বুকে নিয়ে সে এক প্রশান্তি অনুভব করছে । আচমকা ভাবেই আনিতা আদিল কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
আদিল হতবাক নয়নে চেয়ে আছে আনিতার দিকে । তখনি আনিতা তীব্র রাগ নিয়ে বলে উঠল ,
-আপনি নিজে কে কি ভাবেন বলুন তো ? যখনি ইচ্ছা বুকে টেনে নিবেন , যখনি ইচ্ছা টর্চার করবেন । আপনার এ সবের মানে কি আদিল ভাইয়া ? আমাকে কারো সাথে মিশতে দেন না এমন কি আপনার আপন ভাইয়ের সাথেও না , কেন ?
আদিল আনিতার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে , এটা কি সেই আনিতা যে আদিলের ভয়ে কাঁপতো ?
আনিতা আরো কিছু বলতে যাবে তখনি আদিল আনিতার ঠোঁট দু টো তার দখলে নিয়ে নিল ।
আদিলের কাছ থেকে ছুটার জন্য আনিতা আদিলের বুকে অজস্র কিল ঘুষি মারছে , কিন্তু সে দিকে আদিলের কোনো ভ্রক্ষেপ নেই । সে তার কাজে ব্যস্ত , আনিতাও হাল ছেড়ে দিয়ে রোবটের ন্যায় দাঁড়িয়ে রইল ।
কিছু সময় বাদে আদিল নিজে আনিতা কে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়াল । আনিতা ছাড়া পেয়ে জোড়ে জোড়ে কয়েকটা নি:শ্বাস ফেললো ।
তারপর আনিতা কাঁদো কাঁদো গলায় বলল ,
-আপনি এমন করেন কেন আদিল ভাইয়া , আমি কি আপনার খুব বড় ক্ষতি করেছি ?
আদিল বাঁকা হাসি দিয়ে বলে উঠল ,
-হ্যাঁ , আনি তুমি আমার খুব বড় ক্ষতি করেছো । একথা বলেই আদিল আনিতার কাছে গেল , গিয়ে নরম সুরে বলল ,
-আই এম সরি , হোয়াইট এন্জেল । রাগের সময় আমার মাথা কাজ করে না , সরি আনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য ।
আনিতা জড়ো পদার্থের মতো ঠায় দাঁড়িয়ে আছে , আর চোখ থেকে অঝর ধারায় জল গড়িয়ে পরছে । সে বুঝার চেষ্টা করছে একটু আগে তার সাথে কি হলো ..! যখন বুঝতে পারলো আনিতা কান্না মাখা মুখেও লজ্জায় লাল হয়ে উঠল , তার কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে ।
‘
‘
আদিল আনিতার চোখের জল সহ্য করতে পারে না । আনিতার একদম কাছে গিয়ে তার ঠোঁট দিয়ে আনিতার চোখের জল মুছে দিল।
আদিলের এমন স্পর্শে আনিতা কেঁপে উঠল। তারপরই আদিল আনিতা কে পাজোঁ কোলে তুলে নিয়ে , ছাদের কোণায় রাখা বেতের সোফার মধ্য বসল ।
আনিতা এখনো ঘুরের মধ্যে ডুবে আছে । আনিতা যেন কথা বলার বাঁক শক্তি হারিয়ে ফেলেছে ।
আদিল ভাইয়া এমন করছেন কেন , উনি আমার এতো কাছে আসায় আমার ধম বন্ধ হয়ে আসছে । উনার শরীরের পারফিউমের ঘ্রাণ টা ও আমার নাকে এসে লাগল, কেমন ঘুর লাগানোর মতো ।
আদিল আনিতা কে কোলে নিয়ে সোফায় বসে আছে কোনো কথা বলছে না ।
কিছুক্ষণ নিরবতার মধ্যদিয়ে কাটল । প্রথমে আদিলই নিরবতা ভেঙ্গে বলল ,
-আনি এই ঠান্ডার মধ্য তোমার গায়ে সাল নেই কেন ? আদিলের করা প্রশ্ন যেন আনিতার কর্ণপাত হলো না , সে এক গভীর ভাবনার মাঝে চলে গেছে ।
আদিল এইবার ঝাঁজালো গলায় বলে উঠল ,
-এই মেয়ে কথা কানে যায় না , কি এতো রাজ্যের ভাবনা ভাবছো শুনি ?
আদিলের ঝাঁজালো গলা শুনে আনিতা তার ভাবনার জগত থেকে বের হয়ে এলো ।
ভয়ার্ত কন্ঠে জিজ্ঞেস করলো ,
-আপনি আমায় কোলো নিয়ে বসে আছেন কেনো আদিল ভাইয়া ? আমার অস্থিত্ব লাগছে , নামান প্লিজ আমি রুমে যাবো ।
আনিতার এমন কথায় আদিলের রাগটা সপ্তম আকাশে উঠে গেল , আদিল তার রাগ কে কন্ট্রোল করার জন্য কয়েক টা লম্বা শ্বাস নিল । আদিল চায় না এখন আনিতার সাথে কোনো রুড বিহেভ করতে ।
তাই আদিল ঠান্ডা কন্ঠে আনিতা কে বলল ,
-তোমার ঠান্ডা , ভয় দুটোই লাগছিল আনি,তার জন আমার কোলে নিয়ে বসে আছি , দেখো তোমার শরীর টা কেমন বরফ হয়ে গেছে ?
আনিতা ও উপলব্ধি করতে পারছে তার শরীর কেমন হিম শীতল হয়ে আছে । আনিতা মনে মনে ভাবছে তাড়াহুড়া করে আসতে গিয়ে আমার গায়ের সাল’টা রুমেই ফেলে আসছি । বাহিরে যে এতো ঠান্ডা পরেছে সেদিকে তো আমার খেয়ালই ছিল না , রুমের ভেতর গরম হিটার থাকায় ঠান্ডা বেশ একটা বুঝা যায় না ।
আনিতার ভাবনার মাঝেই আদিল নরম সুরে ডাক দিল ,
-আনি , এতো রাতে ছাদে কেন এসে ছিলে ?
আদিল ভাইয়ার কথায় আমি খানিক টা অপ্রস্তুত গলায় বললাম ,
-ইয়ে , মানে আমার ঘুম আসছিলো না তখনি কারো গিটারের সুর শুনলাম , শুনে ইচ্ছে হচ্ছিল কে গিটার বাজায় দেখতে । অনুমান করলাম আওয়াজ টা ছাদ থেকে যাচ্ছে তাই ছুটে আসলাম দেখতে , কিন্তু আমি আসতেই সুর টা গায়েব হয়ে গেল । তাই তো ভয়ে চলে যেতে ছিলাম আর আপনি আটকে দিলেন । কি ভয়টাই না পেয়ে ছিলাম , ভাব ছিলাম এই বুঝি শেষ আমি .!
আমার কথায় উনি উচ্চ শব্দে হেসে উঠলেন , আমি জিজ্ঞাসা চোখে তাকালাম উনার দিকে । আমি কি কোনো জোকস বলছি না কি যে অতো জোড়ে হেসে উঠলেন।
আনিতা গাল ফুলিয়ে বসে রইল ,
আদিল আনিতা কে আরেকটু শক্ত করে বুকের সাথে জড়িয়ে বললো ,
-এই পাগলি মেয়ে এতো ভয় পাওয়ার কি আছে , আদিল মেহবুব ছাড়া তোমাকে কেউ ছুতেঁও পারবে না । এ কথা বলেই উনি আমার কপালে গভীর ভাবে একটা চুমু একেঁ দিলেন , উনার এমন স্পর্শে আমি আবারও কেঁপে উঠলাম ।
আজ উনার কি হয়েছে বুঝতে পারছি না ।
উনার বুকে আমার নিজে কে খুব নিরাপদ মনে হয় , খুব শান্তি লাগে । উনার প্রস্তুত বুকে আমাকে যেন এক খরগোশের বাচ্চার মতো লাগছে । ইচ্ছে করছে এই বুকে এভাবে মাথা রেখে শত শত যুগ পাড় করে দেই ।
আমার ভাবনার মাঝে আদিল ভাইয়া ঠান্ডা মিশ্রিত কন্ঠে জিজ্ঞেস করলেন ,
-আনি তোমার কি গিটারের সুর ভালো লাগে ?
আমি উনার কোলে আরেকটু গুটিশুটি হয়ে বসে উত্তর দিলাম ,
-হুম খুব ভালো লাগে, বিশেষ করে আজ যে গিটার বাজাচ্ছিল ওই সুর টা খুব ভালো লেগে ছিল । কিন্তু কে বাজালো দেখতে পেলাম না । আচ্ছা আপনি কি জানেন কে গিটার বাজাচ্ছিল ? আপনি তো ছাদেই ছিলেন ..!!
‘
‘
‘
আদিল আনিতা কে দেখে গিটার বাজানো বন্ধ করে দিয়ে ছিল ,
আনিতার করা প্রশ্নে আদিল কিছুটা বিব্রত বোধ করে উত্তর দিলো ,
-হ্যাঁ , জানি !
আমি উনার বুক থেকে মাথা তুলে উনার মুখের দিকে চেয়ে খুব আগ্রহ নিয়ে বললাম ,
-কে বাজাচ্ছিল…!!
আদিল ভাইয়া মুচকি হাসি দিয়ে বললেন ,
-গিটার টা আমি’ই বাজাচ্ছিলাম আনি ।
উনি বাজাচ্ছিলেন শুনে আমি বিস্ময়ে হা হয়ে গেলাম । উনি এতো সুন্দর গিটার বাজাতে পারেন তা আমার জানা ছিল না ..!
আমি বিস্ময় কাটিয়ে উনার দিকে তাকিয়ে বলে উঠলাম ,
-আদিল ভাইয়া আপনার তো অনেক গুন দেখছি ..!
আমার কথায় আদিল ভাইয়া কিছু টা অবাক হওয়ার ভান করে বললেন ,
-তা আমার কি কি গুন আনি একটু বলতো দেখি ,
উনার বলা কথায় আমি থতমত গলায় বললাম ,অনেক গুনই আছে ।
আদিল ভাইয়া একটু হেসে বললেন ,
-বলো না শুনি কি গুন আছে ?
এবার আমি একটু বিরক্তি ভাব নিয়ে বললাম ,
-কারো সামনা সামনি তার প্রশংসা করা মানে তাকে জ্যান্ত জবাই করা । কাজেই কারো প্রশংসা করতে হলে তার আড়ালে করতে হয় , আপনার গুনটাও একটা প্রশংসা তাই সেটা আড়ালে করাই শ্রেয় ।
আদিল আনিতার কথা শুনে বললো ,
-বাহ ! মেডাম দেখি অনেক কিছুই জানেন দেখছি ,
আনিতা আদিলের মুখে তার নিজের প্রশংসা শুনে লাজুক হাসি দিল ।
আদিল আনিতা কে আবার প্রশ্ন করলো ,
-আনি তুমি এই কথা কোন বইয়ে পরেছো ?
উনাকে বললাম ,
-এই কথা টা (হযরত আলী রা.) বলেছেন ।
উনি এবার বললেন ,
-অহ , ঠিক আছে মানার চেষ্টা করব ।
মনে মনে ভাবছি উনাকে একটা কথা জিজ্ঞেস করবো , কিন্তু সাহস পাচ্ছি না । অনেক ভাবনার পর কিছুটা সাহস নিয়ে জিজ্ঞেস করলাম ,
-আচ্ছা আদিল ভাইয়া আপনার গিটারে আজ এতো বিষাদের সুর ছিল কেন ?
উনি মৃদু হেসে বললেন ,
-মন ভালো ছিল না , আমার মন ভালো না থাকলে আমি প্রায়ই গিটার বাজাই ।
ভাবছি উনার এতো মন খারাপের কারণ কি হতে পারে ..! এর মাঝেই উনি বলে উঠলেন ,
এই আনি তোমার ভয় করছে না এই ভাবে যে আমার কোলে বসে আছো , যদি উল্টা পাল্টা কিছু করে বসি ?
আনিতার ভাবলেশহীন জবাব ,
-নাহ , ভয় করছে না , উল্টা পাল্টা কিছু যদি করতে চাইতেন তবে সেদিন’ই করতে পারতেন । যেদিন রাতে আপনার রুমে একা গিয়ে ছিলাম , সে সময় যখন কোনো কু চিন্তা মাথায় আনেনি তবে এখনও আনবেন না আমার বিশ্বাস ।
আনিতার এতো বিশ্বাস দেখে খুশিতে আদিলের মন ভরে গেল । তাহলে সে সঠিক মানুষকেই বাচাই করছে , তার জীবন সঙ্গী হিসেবে একথা ভাবতেই আদিলের এক আনন্দের ঢেউ বয়ে গেল সারা হৃদয় জোড়ে ।
কারণ যে কোনো সম্পর্কের বিত্তিই হলো বিশ্বাস । যেখানে “বিশ্বাস” নামক ছোট শব্দটা নেই , সেখানে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না । “বিশ্বাস” শব্দটা ছোট হতে পারে কিন্তু এই একটা শব্দই যে কোনো সম্পর্কের মূল চাবিকাঠি ।
আনিতা আদিল কে একমনে ভাবতে দেখে বলে উঠল ,
-কি এতো ভাবছেন আদিল ভাইয়া ?
আদিল আনিতার কথায় তার সম্মতি ফিরে পেয়ে বললো ,
-কিছু না আনি , রাত অনেক হয়েছে চলো এবার ঘুমাতে যাবে । কাল তো তোমার ভার্সিটি আছে । রাত যতো হবে ততো ঠান্ডাও বাড়বে , পরে ঠান্ডা লেগে যেতে পারে ।
আনিতা মাথা নেড়ে সম্মতি দিলো , আদিল আনিতা কে ওইভাবেই কোলে নিয়ে আসতে চাইলে আনিতা বাঁধা দিয়ে বলে ,
-না , আদিল ভাইয়া আমাকে নামিয়ে দিন । আমি হেঁটে যেতে পারব , যদি কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে বলুন তো ?
আমার কথায় মূর্হতেই উনার রূপ পাল্টে ফেললেন যেন , রাগে উনার নাক লাল হয়ে গেল । আমি ভয়ে একটা শুকনো ঢুক গিললাম । এই জল্লাদটাকে বুঝা বড় মুশকিল , এই রোমান্টিক মুডে চলে যানতো , এই উনার ভিলেন রূপে ফিরে আসেন , আজব এক্কান চিজ ব্যাটা বজ্জাত।
মনে মনে এইসব কথাই আওড়াচ্ছিলাম , তখনি শুনতে ফেলাম উনি কাটকাট গলায় বললেন ,
-কে কি ভাবলো আমি পরয়ো করি না আনি , কোলে করে যেতে তোমার কোনো প্রবলেম হলে বলো নামিয়ে দেই ।
উনার এই রাগ দেখে আমি ভয়ে উনার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম আমার দুহাত দিয়ে , বলাতো যায় না যদি নিচে ফেলে দেন।ভয়ে ভয়ে বললাম ,
-না , না আমার কোনো প্রবলেম নেই চলুন।
ছাদ থেকে আসার আগে আমাকে নিয়ে ছাদের রেলিং এর কাছে গেলেন,তারপর একটা গিটার দেখিয়ে বললেন ,
-গিটার টা হাতে নাও , আমি নিতে পারবো না তোমায় ধরে আছি । গিটার নিতে গেলে তুমি পরে কোমর ভাঙ্গবা , বলেই উনি বাঁকা হাসি দিলেন । আমি আর কিছু না বলে উনার গিটার নিয়ে শক্ত হাতে ধরে রইলাম ।
‘
কিছুক্ষণের মধ্যে সিঁড়ি বেয়ে উনি আমার রুমে আমাকে নিয়ে চলে আসলেন । উনি আমাকে নামিয়ে দিয়ে গুড নাইট বলে উনার গিটার নিয়ে আমার রুমের দরজা অব্দি চলে গেলেন । তারপর আবার কি মনে করে ফিরে এসে বললেন ,
-আজ হোয়াইট গাউনে তোমায় একদম পরির মতো লাগছিল ।ঠিক যেমনটা কল্পনা করছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছিল । বলেই বাঁকা হাসি দিয়ে চলে গেলেন ।
আর আমি অপলক চোখে তাকিয়ে আছি উনার যাওয়ার দিকে ।
আজ এক অন্যরকম ভালো লাগা কাজ করছে , আমি আমার প্রশ্ন গুলোর উত্তর একটু হলেও পেয়েছি । আদিল ও মুখে বাঁকা হাসি রেখেই ভাবছে , আমি অনেকটাই নিশ্চিত আনিতার ব্যাপারে , সে দুর্বল হয়ে গেছে আমার প্রতি ।
রাতের শেষ দিকে কিছু একটা ভাঙ্গার শব্দে জেনির ঘুম ভেঙ্গে গেল । জেনি এখনো আদিলদের বাড়িতেই আছে , কয়েক দিন থাকবে বলে এসেছে ।
জেনি কান কাড়া করে অনুমান করার চেষ্টা করছে শব্দটা কোথা থেকে আসলো ।
সে ধীর পায়ে উঠে রুমের বাহিরে আসলো , হ্যাঁ তার অনুমানই সঠিক শব্দটা সাহিলের রুম থেকেই আসছে । জেনি লেট না করে দ্রত পায়ে হেঁটে গেল সাহিলের রুমের দিকে ।
দেখলো সাহিলের রুমের দরজাটা হাল্কা ফাঁক করা । তাই সে দরজার সামনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো সাহিল কি করছে , সাহিল কে দেখেই জেনি চিৎকার দিয়ে রুমের ভেতর ঢুকে বলে উঠল ,
-ব্রো তোর কি হয়েছে , এভাবে হাত দিয়ে রক্ত ঝরছে কেন ? আনসার মি , ব্রো !…
(চলবে)
।
#তার_শহরে
পার্ট : ১৬
লেখা : ইসরাত সিনহা
‘
‘
-ব্রো তোর কি হয়েছে , এভাবে হাত দিয়ে রক্ত ঝরছে কেন ? আনসার মি , ব্রো !.
‘
‘
‘
জেনি এক নাগারে সাহিল কে প্রশ্ন করেই যাচ্ছে , কিন্তু এতে সাহিলের কোনো ভাবান্তর নেই । সাহিল রক্ত চোক্ষু নিয়ে চেয়ে আছে ফ্লোরের দিকে । জেনি এবার বাজকাই গলায় সাহিল কে বলল ,
-কি হয়েছে সাহিল বলবি তো , না বললে বুঝব কেমনে ? আর এভাবে হাত কেটে ঘরের জিনিসপত্র ভাংচুর করে দেব দাস হয়ে বসে আছিস কেন ?
সাহিল এবার মুখ খুলে বললো ,
-আমার জগের পানি শেষ হয়ে গিয়ে ছিল , তাই পানি আনতে আমি নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হই । তখনি দেখলাম আনিতা তার রুম থেকে বাহির হয়ে ছাদের দিকে পা বাড়ায় । আমি ভাবলাম ও এতো রাতে ছাদের দিকে যাচ্ছে কেন ? দেড়ি না করে নি:শব্দে আমিও আনিতার পিছু নিলাম। আমার কানে ভেসে আসছিল ভাইয়ার গিটারের সুর , আরেকটু আগ্রহ নিয়ে আনিতার পিছু পিছু যাই । আনিতা যখন ছাদে উঠে তখনি ভাইয়া গিটার বাজানো বন্ধ করে দেয় । গিটারের সুর না পেয়ে আনিতা হয়তো ভয় পেয়ে ছিল । তাই সে ছাদ থেকে চলে আসার জন্য উদ্বেত হলেই , ভাইয়া এসে আনিতা কে জড়িয়ে ধরে ।
জেনি বললো ,
-আর তুই সে দৃশ্য দেখে রেগে রুমে চলে এসে ভাংচুর শুরু করেছিস না ?
জেনি সিস ভাইয়া আর আনিতা কে আমি এক সাথে সহ্য করতে পারি না , সাহিল বললো ।
জেনি রোষপূর্ণ গলায় বললো ,
-ব্রো এই মেয়ে আমার আদিল কে ও আমার কাছ থেকে কেড়ে নিল । আমি একটা ব্যাপার ভেবে আশ্চর্য না হয়ে পারছি না সাহিল , যে আদিল কোনো মেয়ে কে ধার কাছ ঘেঁষতে দিতোনা সে আনিতা কে আজ জড়িয়ে ধরেছে । প্রচন্ড রাগ নিয়ে জেনি বললো , এই মেয়ের মধ্যে তোর ভাই দেখেছে টা কি ? যা আমার মাঝে নেই ? আমি তো ওই মেয়ে থেকেও অনেক গুন সুন্দরি ।
সাহিল জেনির উদ্দেশ্য বললো ,
-আমি কিছু জানি না সিস , আমার আনিতা কে চাই । আর আজ আরেকটা কান্ড করেছে ভাইয়া , তুমি তখন তোমার রুমে ছিলে । তুমি বা আনিতা তোমরা কেউই এই ব্যাপারে জানো না ।
জেনি অতি আগ্রহী হয়ে বললো ,
-আদিল কি করেছে , সাহিল ?
সাহিল কিছু সময় নিরব থেকে উত্তর দিল ,
-ভাইয়া মম-পাপা কে বলেছে তার আনিতা কে চাই । রাদিফ ব্রো ও আনিতা কে পছন্দ করে তার মায়ের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়েছে মমের কাছে । একথা বলে সাহিল থামল , সাহিল থামার সাথে সাথে জেনি অবাক কন্ঠে বলল ,
-ব্রো এত কিছু ঘটে গেছে আর তুই আমাকে এখন বলছিস , হোয়াই সাহিল হোয়াই ?
সাহিল মাথা চুলকাতে চুলকাতে বলল ,
-সরি সিস আর হবে না , আর তুমি তো পার্টি শেষে রুম থেকে বাহির হওনি তাই বলার সুযোগ পাইনি ।
জেনি কি যেন ভাবল তারপর সাহিল কে বলল এদিকে শুন ,
-তর চাই আনিতা কে , আমার চাই আদিল কে । তাহলে সেই অনুযায়ী প্লান করতে হবে , মাইন্ড ইট .. যাতে সাপও মরে লাঠি ও না ভাঙ্গে । বলেই একটা শয়তানি হাসি দিল জেনি ।
জেনির কথার কোনো মানে সাহিলের মাথায় ঢুকল না , তাই সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাল জেনির দিকে , জেনি সাহিলের তাকানোর মানে বুঝতে পেরে বলল ,
-বুকা ছেলে তর এতো বুঝতে হবে না , তুই শুধু আমার প্লান মতো কাজ করবে । তাহলেই কেল্লা ফতে , বলেই আরেকটা শয়তানি হাসি দিল । জেনি সাহিলের কার্বাড থেকে ফাস্ট এইড বক্স নিয়ে সাহিলের হাত ব্যান্ডেজ করে দিল । সাহিল এক মনে ভেবেই যাচ্ছে ,
-সিস কি করতে চাইছে , আর কিসের প্লান এর কথাই বা বলল ? সাহিল আবার খানিক বাদে জেনি কে বলল , সিস একটা ইম্পর্ট্যান্ট কথা বলি ?
জেনি মাথা নাড়িয়ে বলল ,
-হুম , বল ”
সাহিল কিছুটা ভয়ার্ত চেহারা করে বলল ,
-সিস তুমি যা ই প্লান করো না কেন , একটু ভেবে চিন্তে করবে । তুমি তো ভাইয়া কে চিনও ভাইয়া কি ভয়ংকর রাগি ? যদি কিছু টের পায় তো আমরা শেষ । জেনিও চিন্তিত ভঙ্গিতে বলল ,
-হ্যাঁ , সাহিল আমি সে বিষয় মাথায় রেখেই কাজ করব । আদিল কে আমিও বিষণ ভয় পাই যা রাগি ও , জেনি সাহিল কে আশ্বাস দিল সে কোনো কাঁচা কাজ করবে না । সাহিল শান্তনা ফেলেও ভেতরে ভেতরে বেশ ভয় পাচ্ছে , আদিল খুব চতুর তাকে ফাঁকি দেওয়া অতোসোজা না ।
জেনি সাহিলের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলল ,
-ব্রো তুই ঘুমিয় পর , ভোর হতে বেশি সময় বাকি নেই । সকালে কথা হবে , এতো ভাবিস না আনিতা তরই হবে । বলেই জেনি সাহিলের রুম ত্যাগ করল ।
জেনি রুমে এসে ভাবছে ,
-এই মেয়েটা কে তো আমার রাস্তা থেকে সরাতে হবে , এট এনি হাউ , এনি কস্ট ।
সাহিল টা ও খুব বোকা তার গার্লফ্রেন্ড গুলোই তো ভাল ছিল , কেন যে এই মোয়েকে ভালবাসতে গেল ? এই বাঙ্গালী মেয়ের মধ্যে এরা দুই ভাই কি এমন দেখলো যে , দুই ভাই পাগল দেওয়ানা হয়ে গেল ? উফ গড’ই ভাল জানেন ।
আদিলের কোনো মেয়েকেই তার ভাল লাগত না তাই সে পাত্তাই দিত না , তিনি এখন আনিতার প্রেমে মজনু হয়ে গেছেন । আর উপর জন ডজন খানেক গার্লফ্রেন্ড রেখে এই আনিতার নেশা পেয়েছে। এই দু ভাই কি পেয়েছে কি এই বাঙ্গালী মেয়ের মাঝে , যা এই দেশের মেয়েদের মধ্যে নেই ? জাস্ট অসহ্য..! আবার রাদিফও চায় আনিতা কে , কি অসহ্য । পৃথিবীর সব মেয়ে কি মরে গেছে নাকি , যার জন্য এক জন কে নিয়ে তিনজন টানা হেঁচড়া শুরু করছে ? সব দোষ এই মেয়ের ওঁকে আমি দেখে নিব , জেনি তীব্র রাগে ফেটে পরছে যেন ।
‘
‘
‘
মিসেস এনজেলা আদিল কে বলছেন ,
-কি হচ্ছে আদিল নাস্তা করছো না কেন ? আদিল অপ্রস্তুত কন্ঠে বলল ,
-হ্যাঁ , মম নাস্তা করছি ।
মিসেস এনজেলা বুঝতে পারলেন ছেলের অপ্রস্তুত ভাব , আর সাথে এ ও বুঝলেন আদিল কেন নাস্তা করছে না । তাই তিনি উচ্চ আওয়াজে ডাক দিলেন ,
-মামনি তুমি কই , তোমার হলো নাস্তা কখন করবে ? তাড়াতাড়ি নিচে আসো তো ওয়েট করছি ।
আদিল লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে , মনে মনে ভাবছে ,
-মম জানলেন কিভাবে আমি যে , আনি’র জন্য ওয়েট করছি ? আনি’র মুখ না দেখে সকালে নাস্তা করতে ভাল লাগে না তাই ওয়েট করে আছি । আজ ঘুম থেকে উঠতে লেট করছে হয়ত কাল রাতে দেড়িতে ঘুমিয়েছে বলে ? নাকি আনি কাল রাতের ঘটনার জন্য লজ্জায় আসতে পারছে না আমার সামনে ? বলা যায় না উনার তো আবার অনেক লজ্জা , লজ্জাবতী লতা । এর মাঝেই জেনির কন্ঠ শুনা গেল ,
-হেই , গুড মর্নিং এভরি বডি । বলেই জেনি আদিলের পাশে একটা কালি চেয়ারে বসল ।
আনিতা তাড়াহুড়া করে নিচে আসল এসেই বলল ,
-আই এম সরি মামিমা , ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে । আনিতা মিথ্যা বলেছে কারণ সে কাল রাতের কথা মনে করেই লজ্জায় আসতে চাইছিল না আদিলের সামনে । এখনও লজ্জায় আদিলের দিকে তাকাতে পর্যন্ত পারছে না সে ।
সাহিল বলল ,
-ঠিক আছে আনিতা এখন নাস্তা করতে বসো । তোমার জন্য ওয়েট করে আছি সেই কখন থেকে । সাহিল ডাহা মিথ্যা বলছে , আনিতার এটেনশন পাওয়ার জন্য । আনিতা আসার আগে সাহিল কয়েক পদের নাস্তা করে নিয়েছে । সাহিলের এই ডাহা মিথ্যা কথা শুনে আদিলের চোয়াল শক্ত হয়ে গেল । রাগ নিয়ে সে নিচের দিকে চেয়ে আছে , সে চায় না কোনো সিনক্রিয়েট করতে । আনিতা সাহিলের দিকে চেয়ে ভদ্রতা রক্ষার খাতিরে নম্র হেসে বলল ,
-সরি , সাহিল ভাইয়া এখন খাওয়া শুরু করুন । আনিতা আদিলের অপোজিট চেয়ারে বসল , এখনও সে তাকাতে পারছে না আদিলের দিকে ।
সবাই যে যার মতো খাচ্ছ , আনিতা মুখ তুলে দেখল আদিল একমনেই খেয়ে চলছে ।
তার দিকে চোখ তুলেও তাকালো না , এতে আনিতার মনক্ষুন্ন হলো । আদিলের পাশে জেনি কে বসা দেখে আনিতার রাগ হলো জেনির উপর । আনিতা মনে মনে বলল ,
-এই মেয়ের দেখি ল্জ্জা শরমের কোনো বালাই নাই , কিভাবে গা গেষে বসে আছে উনার পাশে ।
জেনি আদিল কে বলে উঠল ,
-কি ব্যাপার আদিল খাচ্ছ না কেন , এভাবে মুড অফ করে আছো কেন ?
আদিল জেনির দিকে না তাকিয়েই বলল ,
-আমার মুড ঠিক আছে জেনি , তুমি তোমার খাওয়াতে মন দাও আমাকে নিয়ে ভাবতে হবে না । বলেই আদিল নাস্তা করতে শুরু করল । আর জেনি চাপা রাগ নিয়ে বলে উঠল ,
-হোয়াট’স ইউর প্রবলেম আদিল , তুমি আমাকে সবার সামনে অপমান করছো কেন ? আমি কি এমন বললাম যে তুমি এতো রিয়েক্ট করলে ?
জনাব আলী মেহবুবও জেনির কথার সাথে তাল মিলিয়ে বললেন ,
-সত্যিই তো আদিল তুমি জেনির সাথে এরকম রুড বিহেভ করছো কেন ? জেনি তো খারাফ কিছু বলছে না । আদিল নম্র শব্দে বলল ,
-পাপা জেনির সাথে আমার রুড বিহেভ করার অনেক গুলো রিজন আছে , যা আমি তোমাদের কাউকে বলতে চাই না । একথা বলেই আদিল আনিতার দিকে দৃষ্টি দিল , এবং সাথে সাথে দুজনের চোখা চোখি হলো।
আনিতা চোখা চোখি হতেই দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল লজ্জায় । মিসেস এনজেলা সন্দেহের চোখে তাকিয়ে , আদিলের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন ,
-জেনি কি করেছে আদিল , আমাকে বলো ?
সাহিল , নেহালও তাকিয়ে আছে আদিলের দিকে । জেনি ভয়ে জড়সড় হয়ে বসে আছে চেয়ারে , যদি আদিল সেদিনের ঘটনা বলে দেয় আন্টিকে । নিশ্চয়ই আন্টি কষিয়ে কয়েকটা চড় দিবেন আমার গালে , আন্টিরও আদিলের মতো রাগ । জেনি ভয়ে চেয়ে রইল আদিলের দিকে আদিল কি বলে।
আদিল তার মম কে বলল ,
-মম বাদ দাওতো ওসব , ও ছোট মানুষ তাই ভুল করে ফেলেছে আমি ক্ষমা করে দিয়েছি ।
মিসেস এনজেলা গম্ভীর কন্ঠে বললেন ,
-তদের নিজেদের মধ্যে মিটমাট করে নিলেই ভালো । আর মনে মনে বললেন , এই জেনিকে আমি ছোট থেকেই চিনি ও কোন ধাঁচের মেয়ে । জেনি খুব হিংসুটে আর লোভী টাইপের । না জানি এখন আবার কি করে , ভালোই ভালোই কয়েক দিন থেকে চলে গেলেই বাঁচি ।
জেনি যেন ভয়ংকর এক বিপদ থেকে রক্ষা পেলও ।
তারমধ্যে আনিতা নাস্তা করে দাঁড়িয়ে পরল ভার্সিটিতে যাওয়ার জন্য । জনাব আলী মেহবুব আনিতাকে বললেন ,
-আনিতা দাঁড়িয়ে গেলে কেন ? নাস্তা শেষ করো । আনিতা মৃদু হেসে বলল ,
-মামা আমার খাওয়া শেষ , ভার্সিটি যেতে লেট হয়ে যাচ্ছে । আনিতার মামা বললেন ,
-তুমি কি একাই যাবে ভার্সিটি ?
-হ্যাঁ , মামা আজ একাই যাবো । আদিল আনিতার কথা মধ্যেই বলল ,
-আনি তোমার একা যেতে হবে না , নেহালের সাথে যাও । আমার একটা কাজ আছে তাই ড্রপ করে দিতে পারব না । আনিতা আর বাঁধা দিল না , সেও একা যেতে ভয় পায় । এখনও কানাডার অতো কিছু তার জানা নেই । সাহিল , জেনি তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু । আনিতা , নেহাল বিধায় নিয়ে বেড়িয়ে পরল ।
আদিলও বেড়িয়ে গেল তার অফিসের উদ্দেশ্য ।
‘
‘
নেহাল ধীর গতিতে ড্রাইব করছে । আনিতা কাল রাতের ঘটনা মনে করে লজ্জায় লাল হচ্ছে । এগুলো মনে হতেই তার শির ধারা দিয়ে এক শীতল শ্রোত বয়ে গেল । এরমাঝে নেহাল বলে উঠল ,
-আপু তুমি জেনি সিস থেকে সাবধানে থেকও । জেনি সিস কিন্তু খুব একটা সুবিধার না ।
আনিতা নেহালের দিকে ভ্রকুচকে বলল ,
-কেন নেহাল , আমি জেনির কি করেছি ?
নেহাল হাল্কা হেসে বলল ,
-সময় হলে বুঝবে তুমি কি করেছ সিস এর ..! তবে ভাইয়া যতো দিন আছে সিস তোমার কিছুই করতে পারবে না ।
নেহাল কি বলতে চাইছে , আনিতা অল্প হলেও বুঝেছে । আনিতা চিন্তিত ভাবে বসে রইলো , জেনির কথা ভাবছে ।
‘
‘
কিছু সময় বাদে তারা এসে পৌঁছালো ভার্সিটি । নেহাল কে বাই জানিয়ে ভার্সিটির ভেতর চলে এলো আনিতা ।
আনিতা ভার্সিটি এসে চার্লস , চার্লি কে খুঁজ ছে । অবশেষে ওরা দুজন কে খুঁজে পেল আনিতা । চার্লি আনিতা কে দেখেই দৌঁড়ে এসে জড়িয়ে ধরলো , আর বলল ,
-আনিটা কেমন আছো ? আনিতা হেসে বলল ,
-হুম , ভালো আছি চার্লি । তুমি কেমন আছো ? চার্লি আনিতা কে ছেড়ে দিয়ে বলল ,
-আমিও ভালো আছি ডিয়ার , চার্লস আনিতার দিকে হাত বারিয়ে দিয়ে বলল ,
-হোয়াট’স আপ আনিটা ?
আনিতাও হ্যান্ডশেক করে বলল ,
-ফাইন , এন্ড ইউ ?
চার্লস একটু হেসে বলল ,
-ফাইন ,
তারপর তারা ক্লাসের দিকে চলল ।
আনিতা যখনি ক্লাস রুমে ঢুকতে যাবে তখনি একটা পরিচিত কন্ঠ শুনে থমকে গেল , পেছন থেকে কেউ ডাকদিল ,
-হেই , দাঁড়াও ..!
আনিতার মুখ বির্বণ হয়ে গেছে ভয়ে । তার পা অল্প কাঁপছে । আনিতা তাকানোয় চার্লস , চার্লিও তাকালো সে দিকে .,,
. (চলবে)
#এখন থেকে একদিন পর পর গল্প পাবেন ।