#তার_শহরে
পার্ট : ১৩
লেখা : ইসরাত সিনহা
‘
‘
আমাকে কেউ পাজোঁ কোলে করে নিয়ে চলে যাচ্ছে যার জন্য মনে হচ্ছে আমি শূন্যে ভাসছি ..!
‘
‘
কে আমায় নিয়ে যাচ্ছে দেখার জন্য আমি উক্ত ব্যক্তিটির দিকে তাকালাম ,তাকিয়ে দেখি আদিল ভাইয়া ! উনাকে দেখে আমি শুকনো একটা ঢুক গিললাম । বিস্ময়ে আর ভয়ে চাপা চিৎকার দিয়ে উনাকে জিজ্ঞেস করলাম ,
-আদিল ভাইয়া আমাকে কোলে নিয়েছেন কেন ? প্লিজ নামান বলছি ।
আমার কথায় যেন আগুনে ঘি ঢালার মতো দাউদাউ করে আদিল ভাইয়ার রাগ জ্বলে উঠল । উনি অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন ,
-আনি চুপচাপ বসে থাকো , নয়তো কোল থেকে ফেলে দিব । আমি যা বলি তাই করে দেখিয়ে দেই ।
উনার এমন ভয়ংকর গলা শুনে আমার বুক অজানা ভয়ে কেঁপে উঠল । আমি কি আজ কোনো বড় ভুল করেছি যার জন্য উনি এমন আগুন হয়ে আছেন ? কই আমার তো মনে পরছে না । আদিল ভাইয়া অন্য সময়ের তুলনায় আজ যেন একটু বেশি রেগে গেছেন । এর কারণ কি হতে পারে , আর উনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ? আমাকে মেরে ফেলবেন না তো ? উনি যা রেগে আছেন এটাও করতে পারেন । ভয়ে আমার মুখ রক্ত শূন্য হয়ে আছে । এর মাঝে উনি আমাকে নিচে নামিয়ে দিয়েছেন ।
আমাকে নিচে নামাতেই যেন আমার প্রাণ পাখি ফিরে ফেলাম । ভালোকরে তাকিয়ে দেখি এটা আমার নিজের রুম । বুঝতে পারছিনা পার্টি থেকে এখানে নিয়ে আসার মানে কি ? ভয়ে ভয়ে উনার দিকে তাকালাম,তাকিয়ে দেখি উনি পকেটের ভেতর হাত ঢুকিয়ে আমার দিকে অগ্নি চোখে চেয়ে আছেন । উনার এমন ভয়ংকর চাহনি দেখে ভয়ে আমার হৃৎপিন্ড টা যেন ট্রেনের গতিতে ছুটছে ।
আস্তে আস্তে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন , আর আমি পেছনে পিছাতে লাগলাম । এভাবে পিছাতে পিছাতে এক সময় আমার পিঠ দেয়ালে ঠেকে গেল ।
আদিল ভাইয়া উনার দু হাত দেয়ালের দু পাশে রাখলেন ,উনার দু হাতের মধ্যকানে আমায় আবদ্ধ করে নিলেন । উনার চোখের দিকে তাকাতে পারছি না , রাগে লাল হয়ে আছে । ভয়ে জড়সড় হয়ে নিচের দিকে চেয়ে আছি । তখনি আদিল ভাইয়া শান্ত কন্ঠে বললেন ,
-আনি তোমাকে না করে ছিলাম না সাহিল থেকে দূরে থাকবে ? সাহিলের সাথে মিশবে না ।
মনে মনে ভাবছি, আরে উনি দেখলেন কি ভাবে সাহিল ভাইয়ার সাথে যে কথা বল ছিলাম ? উনি তো কোথাও ছিলেন না ..!এর মধ্যে আদিল বেশ ঝাঁজালো গলায় বলল ,
-স্পিক আউট ডেম ইট ,আনসার মি , কেন তুমি সাহিলের সাথে কথা বলেছো ? আর সাহিল কেন তোমায় জড়িয়ে ধরলো ? শুধু জড়িয়ে ধরেনি হাতও ধরেছে , কেন আনি কেন ? আদিল এখন ভয়ংকর ভাবে রেগে গেছে ।
উনার এমন হিংস্র রাগ দেখে আমার শরীর কাঁপছে , প্রচন্ড পানির তৃষ্ণনা পেয়েছে । ভয়ে গলা শুকিয়ে কাট হয়ে আছে । তারপর ও কাঁপাকাঁপা গলায় বললাম ,
-আসলে সাহিল ভাইয়া আমার পিছন দিকে এসে জড়িয়ে ধরে ছিলেন আমি দেখতে পাইনি ।
আনিতার কথা শুনে আদিল আরো রেগে বলল ,
-ও তোমার হাত ধরে যখন কথা বলছিল তখন কি ওর হাতও দেখতে পাওনি ?
আনিতা কে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিল আনিতার হাত চেপে ধরল।
উনার এমন হাত ধরায় আমি ব্যাথায় চিৎকার দিয়ে উঠে বললাম ,
-আদিল ভাইয়া প্লিজ ছাড়ুন আমার লাগছে। আমার কথা যেন উনার কান অব্দি পৌঁছালো না , উনি আমাকে ওয়াশরুমের দিকে টেনে নিয়ে যেতে লাগলেন । ওয়াশরুমের ভেতর গিয়ে আমাকে শাওয়ার এর নিচে দাঁড় করালেন , তারপর শাওয়ার ছেড়ে দিয়ে বাহিরে চলে গেলেন । উনার করা কান্ডে আমি থ বনে গেলাম ।
শাওয়ারের পানি পরছে আমার উপরে আমি ভিজে একাকার । সাথে চোখের পানিও অবিরাম ধারায় ঝরছে । উনি আমার সাথে এরকম করেন কেন ? উনাকে কেন আমি এতো ভয় পাই , কেন কিছু বলতে পারিনা ?
‘
‘
‘
এদিকে আদিল আনিতার রুম থেকে বাহিরে এসে তার নিজের রুমে গিয়ে চিৎকার করে বলছে ,
-আই এম সরি মায়াকুমারী তোমাকে এতো কষ্ট দেওয়ার জন্য । আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই , সাহিলই তোমাকে জড়িয়ে ধরেছে । আমি চাইনা আমি ছাড়া ,আমার মায়াকুমারীর শরীরে আর কারো স্পর্শ লাগোক তাই তো তোমার সাথে এরকম টা করলাম । তোমার ভয়ে কাঁচুমাচু হয়ে যাওয়া মুখটা দেখে বিষণ মায়া হচ্ছিল।ইচ্ছা করছিল আমার বুকে জড়িয়ে নেই , অশান্ত মন কে শান্ত করি । কিন্তু রাগের জন্য পারিনি । এভাবে আর চলতে দেওয়া যাবে না ,তোমাকে আমার নিজের করে চাই আনি। আজ মম-পাপার ৩২তম এনির্ভাসারি । এনির্ভাসারির দিনটা তাদের কাছে বিশেষ দিন । এনির্ভাসারির দিনে তারা খুশি হয়ে আমরা তিন ভাইকে কিছু চাইতে বলেন । যা তারা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন । কিন্তু আমি কখনই কিছু চাইনি , সাহিল নেহাল বরাবরই চেয়ে এসেছে । আদিল গম্ভীর কন্ঠে বলল , এবার ঘটবে তার ব্যতিক্রম । আমি চাইব …!
‘
‘
‘
এনজেলা আমি তোমার কাছে কিছু চাইব , দেবে ? রাদিফের মাম্মি মিসেস এনজেলা কে বলছেন । মিসেস এনজেলা উনার স্বভাব অনুযায়ী হেসে বললেন ,
-জি আপা বলেন , আমার সাধ্যের ভেতরে থাকলে দেওয়ার চেষ্টা করব । রাদিফের মা বললেন ,
-আনিতা কে আমার খুব পছন্দ হয়েছে এনজেলা । আনিতাকে আমার একমাত্র ছেলে রাদিফের বউ বানাতে চাই ।
মিসেস এনজেলা একটু অপ্রস্তুত গলায় বলে উঠলেন ,
-কোন আনিতা আপা ? কার কথা বলছেন ?
রাদিফের মা বললেন ,
-ওই যে আনিতা বাংলাদেশ থেকে এসেছে ।
মিসেস এনজেলা এবার বুঝলেন উনি কার কথা বলছেন । মিসেস এনজেলা মৃদু হেসে বললেন ,
-ওহ আপা বুঝেছি কার কথা বলছেন । আনিতা আমার ননদের মেয়ে । আনিতা তো এখানে পড়া লেখা করতে এসেছে , ওঁকে বোধহয় এখন বিয়ে দেবেন না । পড়ালেখা শেষ হলে ওর পছন্দ মতো ছেলে দেখে বিয়ে দিবে আনিতার বাবা-মা , এরকম টাই বলেছেন উনারা । রাদিফের মা তারপর ও মিসেস এনজেলা কে বললেন ,
-এনজেলা তুমি একটু আনিতার বাবা-মার সাথে কথা বলে দেখো তো উনারা কি বলেন। আর আনিতার মামার সাথেও কথা বলো । মেয়েটা কে আমার বেশ ভালো লেগেছে , মোট কথা আমার রাদিফ আনিতা কে পছন্দ করে । মিসেস এনজেলা একটু চিন্তিত ভাবে বললেন ,
-ঠিক আছে আপা আপনি এত করে যখন বলছেন , আমি আনিতার মামার সাথে এই বিষয় নিয়ে কথা বলবনে ।
রাদিফের মা বলে গেলেন ঠিক আছে আমাকে জানিয়ও ।
রাদিফের মা যাওয়ার পরই মিসেস এনজেলা একটা রহস্যময় হাসি দিলেন ।
‘
‘
ইতিমধ্যে পার্টি শেষ হয়ে গেছে , গেস্ট’রা চলে গেছে । বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে । তখনি মিসেস এনজেলার মনে পড়ল
-আনিতা কোথায় , ওঁকে তো অনেক্ষণ হলো দেখছি না । তিনি চিন্তিত ভঙ্গিতে আনিতার রুমের দিকে পা বাড়ালেন ।
আনিতার রুমের সামনে য়েয়ে মিসেস এনজেলা বললেন ,
-মামনি ভেতরে আসব ?
আনিতা বেডের একোণে গুটিশুটি মেরে বসে কাঁদছিল , মিসেস এনজেলার গলার আওয়াজ পেয়ে আনিতা চোখ মুছে বলল ,
-মামিমা এসো ভেতরে এসো । মিসেস এনজেলা রুমে ঢুকে আনিতা কে বলে উঠলেন ,
-কি হয়েছে মামনি তোমায় দেখছি না যে অনেক্ষণ হলো ?
শরীরঠিক আছে , চোখ মুখের এমন অবস্থা কেন মামনি কি হয়েছে ?
মামিমার এমন হুটহাট শ্রশ্ন করায় আমি একটু ভরকে গেলাম ,এখন কি বলবো ?তারপর একটু অপ্রস্তুত গলায় জবাব দিলাম,
-মামিমা আমার প্রচুর মাথা ব্যাথা করছিল তাই পার্টির ওকান থেকে চলে এসেছিলাম ।
মামিমা সন্দিহান চোখে চেয়ে বললেন ,
-সত্যিই কি তাই মামনি !
মামিমার কথায় ভেতরে ভেতরে বেশ ভয় করছে , মামিমা কি বুঝে ফেললেন না কি কিছু ? না , না বুঝতে দেওয়া যাবে না এতে প্রবলেম হতে পারে । তাই বললাম , না মামিমা সত্যিই মাথা ব্যাথা করছে । মামিমা আমাকে ডিনার করার জন্য বললেন,আমি খাব না বলে না করে দিয়েছি । উনি চলে গেলেন , আর আমি আমার রুমের বেলকোনির দিকে পা বাড়ালাম ।
‘
‘
‘
আদিল , সাহিল , নেহাল তিন জন বসে আছে তাদের মম-পাপার সামনে । জনাব আলী মেহবুব বললেন ,
-তোমরা নিশ্চয়ই জানো তোমাদের তিন ভাই কে কেন ডাকা হয়েছে ?
তিন জনই একসাথে বলে উঠল , জি জানি।
জনাব আলী মেহবুব আবার বললেন ,
-তোমরা তিন ভাইয়ের মধ্যে নেহাল সব ছোট তাহলে নেহালই প্রথম বলুক ,তার কি চাই ? বলো নেহাল ,
নেহাল হেসে বলল ,
-আমার আর কি চাই তা তোমরার অজানা নয় পাপা ? ভালো ব্রানডের ঘড়ি , আর দামি ফোন হলেই আমার হবে । নেহালের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল । মিসেস এনজেলা হাসি থামিয়ে সাহিলের উদ্দেশ্য বললেন ,
-সাহিল তোমার কি চাই তা তো আমাদের জানা , তোমার ট্যুরে যাওয়ার জন্য টাকা লাগবে তাই তো ? তুমি তো এটাই চাও প্রতিবার , ওকে পেয়ে যাবে ।
সাহিল তার মম কে বলল ,
-না মম এবার আমার অন্যকিছু লাগবে ।
‘
‘
সাহিলের অন্যকিছু চাই কথা টা শুনে আদিলের বুক এক অজানা আশংকায় কেঁপে উঠল ।
‘
এরমধ্যে জনাব আলী মেহবুব আদিল কে বললেন ,
-তোমার কি কিছু চাই আদিল ?
আদিল হ্যাঁ সুচক মাথা নাড়াল । সবাই যেন আদিলের হ্যাঁ শুনে বিস্ময়ে অবাক হলো .!
বিস্ময় কাটিয়ে জনাব আলী মেহবুব অধীর আগ্রহে বলে উঠলেন ,
-তোমার কি চাই আদিল বলো , তাড়াতাড়ি বলো…!!(চলবে)
।
গতকাল ব্যস্ততার কারণে ১২ নাম্বার পার্টটা রিভিশন দিতে পারিনি । তাই একটা টাইপিং মিস্টেক ছিল দেখতে পাইনি ,৩২তম এর জায়গায় ৫০তম বসে ছিল ।আমি কিছু স্থানে ঠিক করে দিয়েছি,আর কিছু স্থানে ঠিক করতে পারিনি ।তার জন্য আমি আন্তরিক ভাবে দু:ক্ষিত । ইন শাহ্ আল্লাহ পরির্বতীতে এমন হবে না , সেদিকে খেয়াল রাখব ।