#দুইটা_পয়তাল্লিশ ??
লেখকঃ Parvez Rana
কি ভাবছেন! এটা লাস্ট পার্ট? আসলে লাস্ট পার্ট না। দুইটা পয়তাল্লিশ নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। অসংখ্য মানুষ এই গল্পটার প্রশংসা করেছে। আমি হয়তো এতোটা প্রশংসার যোগ্য ছিলাম না। যেমন অনেকে প্রশংসা করেছিল তেমনি অনেকে কিছুটা আমার উপরে রাগও করেছিল। এর মূল কারণ হচ্ছে আমি গল্পটা সম্পূর্ণ না লিখেই সমাপ্তি টেনেছিলাম। এর জন্য অত্যন্ত দুঃখিত। যাই হোক অনেকে অনেকের মন্তব্য প্রকাশ করেছে। আজ নিজের মন্তব্য প্রকাশের জন্য এই পোস্ট করা। হঠাৎ এক রাত দুইটা পয়তাল্লিশ এ আমার নিজের ঘুম ভাঙার মধ্য দিয়ে গল্পটা লিখা শুরু করা। আসলে রাত দুইটা পয়তাল্লিশ এ নওরিন বা শুভ্রের ঘুম ভাঙে নি। ঘুম ভেঙেছিল আমার মানে পারভেজ রানার। দুইটা পয়তাল্লিশ লেখা শুরু করার আগে আমি একটা পূর্ণাঙ্গ উপন্যাস লিখেছিলাম। এটা আমি এখনও ফেসবুকে পোস্ট করিনি। কখনো বোধহয় করবও না। উপন্যাসটা লেখা শেষ হওয়ার পরেই কিছুদিন বিরতি নিয়ে দুইটা পয়তাল্লিশ লেখা শুরু করি। শুরুতে দুইটা পয়তাল্লিশ সায়েন্স ফিকশন বানানোর ইচ্ছা ছিল। কিন্তু এক বন্ধুর সাথে চ্যালেঞ্জ করায় সেটাকে রোমান্টিক বানাতে হয়েছিল। যদিও ভালোমতো হয়তো রোমান্টিক বানাতে পারিনি। অনেক চেষ্টায় সেটাকে প্রায় শেষ পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। আর একটা অসমাপ্ত সমাপ্তি টেনেছি। অনেক পাঠক অনেক বার অনেক ভাবে রিকুয়েষ্ট করেছে যেন আমি এরপরের কাহিনিটা লিখি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি #দুইটা_পয়তাল্লিশ এর সম্পূর্ণ সমাপ্তি পর্যন্ত লিখব। আর দ্রুতই পরবর্তী পর্ব পোস্ট করব। কারণ #দুইটা_পয়তাল্লিশ এ কিছু রহস্য এখনও রয়ে গেছে। যেমন, শুভ্র চাইলে নওরিনকে স্বপ্নে না নিয়ে বাস্তবে দেখা করে সব কিছু বলতে পারত। কিন্তু সে নিজের ক্ষতি হবে জেনেও নওরিনকে স্বপ্নে নিয়ে যায়। কেন নিয়ে যায়? এইটার সমাধান এখনো দেয়া হয়নি। এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর সমাধান নিয়ে আসছে #দুইটা_পয়তাল্লিশ_2.0। আর এটার সাথে ক্রসিং ওভার ঘটবে আমি যে উপন্যাসটা #দুইটা_পয়তাল্লিশ লেখার আগে লিখেছি সেটার সাথে। সেটাকে আমি আপনাদের সাথে পরিচিত করিয়ে দেয়ার জন্য। কারণ যদি আমাকে রেটিং করতে দেয়া হয় তাহলে আমি দুইটা পয়তাল্লিশকে যদি ১০ এ ৬ দেই। তাহলে সেই উপন্যাসটাকে দিব ১০ এ ৮৷ সত্য বলতে উপন্যাসটা আমার মন ছুয়ে গেছে। উপন্যাসের পরবর্তী কাহিনি আর #দুইটা_পয়তাল্লিশ_2.0 এর কাহিনি হবে একই রকম হতে চলেছে। শেষমেষ বলছি এই যে #দুইটা_পয়তাল্লিশ এর পরের পার্ট আসছে। সবার প্রতীক্ষার সমাপ্তি ঘটিয়ে আসছে #দুইটা_পয়তাল্লিশ_2.0। আর মাঝে যে #ডার্ক_ডাইমেনশন লিখা শুরু করছিলাম সেটা এ বছরের জন্য ড্রপ করতে হচ্ছে। ২০২০ থেকে পুরো দমে সেই গল্পটা চলবে ইনশাআল্লাহ। গল্পের ভেতর সবকিছু গুছিয়ে বলতে পারলেও এখন নিজের কথাগুলো গুছিয়ে বলতে কেমন যেন আটকে যাচ্ছি।
ধন্যবাদ এতোক্ষণ সাথে থাকার জন্য। আশা করি সামনেও থাকবেন। আর যদি কোন অভিযোগ থাকে সেটা জানাবেন।
ধন্যবাদ