Mysterious Part 30 last prat

0
740

#Mysterious
Part -30
Romoni

সবাই নিচের লেখাগুলো পড়ে যাবেন, ধন্যবাদ।

— হ্যা মানবো আপনার কথা, কিন্তু কি হয়েছে সেটা তো বলুন, আর আমায় এখানে কেনো ডেকেছেন?
আপনিই বা এমন মুখ ভার করে এখানে কেনো বসে আছেন?(তায়াশা)

ইয়ান তায়াশার কোনো প্রশ্নের উওর না দিয়ে তায়াশাকে নিয়ে যেখানে প্রধান ডেভিল দ্বীপটা ছিলো সেখানে যায়।
তায়াশা সেখানে গিয়ে দেখে সম্পূর্ণ দ্বীপ যেনো ধূলিসাৎ হয়ে গেছে, আর দ্বীপটির মধ্যবর্তী স্থানে ইফান একটা মাঝারী আকার পাথর এর উপর মাথা নিচু করে বসে আছে, আর ইফান এর পাশে রয়েছেন অ্যাফিন, দু’জনের মুখেই বিষন্নতার ছাপ,দুজনকেই খুব দুর্বল মনে হচ্ছে।

তায়াশা ইফান এর এমন করুন অবস্থা দেখে ইয়ান এর দিকে একবার দৃষ্টিপাত করে ইফান এর দিকে এগিয়ে গিয়ে, ইফান কে জিজ্ঞেস করে, কি হয়েছে?

ইফান তায়াশার কন্ঠ শুনে তায়াশার দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি এখানে তায়াশা?

–এটা আমার প্রশ্নের উওর নয় ইফান। (তায়াশা)

— এখনো কি তোমার অজানা তায়াশা যে, কি হয়েছে? (ইফান)

— তোমাকে আমি পাল্টা প্রশ্ন করতে বলি নি, যা বলছি তার উওর দাও। (তায়াশা)

— ইয়ান কে প্রশ্ন করো কি হয়েছে। (ইফান)

তায়াশা ইফান এর কথা শুনে ইয়ান এর দিকে তাকায়, আর ইয়ান সে সমস্ত বাঁধা সরিয়ে দেয়, যে বাঁধা গুলোর কারনে তায়াশার কাছে অনেক কিছুই অজানা হয়ে থাকতো।
অতঃপর ইয়ান বাঁধা গুলো সরিয়ে দেওয়ার পরে, তায়াশার মাইন্ড এ ইফান এবং অ্যাফিন এর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পৌঁছাতে থাকে, আর তায়াশা বুঝতে পারে ইফান এবং অ্যাফিন এর সব পাওয়ার ইয়ান তাদের থেকে সরিয়ে দিয়েছে, যার দরুন তারা দু’জনই আজ ইনভিসিবল পাওয়ার থেকে বঞ্চিত।
আর এই বিষয়টার সম্পর্কে অবগত হয়ে তায়াশার মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে।
তায়াশা ইফান এর উদ্দেশ্য বলে, যেমন কর্ম ফল তো তেমনই হবে তাই না রাফিম হিন।

তবে এরপর আরো একটা বিষয় তায়াশার মাইন্ড এ পৌঁছানোর পর তায়াশার মুখে নেমে আসে একরাশ বিষন্নতা, কিন্তু তায়াশা ভেঙে পড়ে না, নিজেকে সামলে নেয়, কেনোনা ইয়ান কে যে সে প্রতিশ্রুতি দিয়েছে, সে ভেঙে পড়বে না, নতুন ভাবে নিজেকে সজ্জিত করবে।

তায়াশা ইফান এর উদ্দেশ্য বলে, কেনো এই মিথ্যা ভালোবাসার অভিনয় করলে আমার সাথে ইফান?

— দেখো তায়াশা আমি প্রথমে ভেবেছিলাম আসলেই আমি তোমায় ভালোবাসি, কিন্তু বেশ অনেকটা সময় পরে বুঝতে পারি, তোমার প্রতি আমার কোনো ভালোবাসা ছিলো না, যেটা ছিলো সেটা মোহ। (ইফান)

ইফান এর উওর শুনে তায়াশা তাচ্ছিল্যের হাসি হেঁসে বলে,তোমায় ভালোবেসে ভুল আমি করেছি ঠিকই, তবে এই ভুল আমি শুধরে নেবো, নতুন ভাবে নিজের জীবনটাকে শুরু করবো।
এতোদিন যে মন থেকে আমায় ভালোবেসে এসেছে তাকে আমি তার ভালোবাসার প্রাপ্য অধিকার দিতে পারি নি, অথচ যে আমায় কখনো ভালোই বাসেনি তার জন্য আমি নিজেকে কাঁদিয়েছি, তবে আর নয়।
ইয়ান স্যার কে হয়তো আমি কখনো ভালোবাসতে পারবো না, কিন্তু আমি শুধু তার হয়ে থাকবো।
কেনোনা ভালোবাসা হারানোর কষ্টটা আমি খুব ভালো করেই জানি, আর সেই কষ্টটা আমি ইয়ান স্যারকে দিতে চাই না, এতোদিন তাকে অনেক কষ্ট দিয়েছি, আর নয়।

তায়াশার বলা কথাগুলো শুনে ইফান এবং ইয়ান দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে তায়াশার দিকে।
কেউই যেনো এই বাস্তবতাকে মেনে নিতে পারছে না, সবটাই একটা ড্রীম এর মতো লাগছে।

অতঃপর তায়াশা ইয়ান এর দিকে এগিয়ে এসে বলে, ইয়ান স্যার সরি!
আমি আপনাকে সেদিন বলেছিলাম আমাকে পাওয়ার ইচ্ছেটা আপনার কখনো পূর্ণ হবে না, কিন্তু আজ আমিই আপনাকে বলছি, আমি শুধু আপনার।
তবে আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, কেনোনা এই বিশ্বাস ভালোবাসা শব্দ গুলোর প্রতিই আমার বিশ্বাস নেই আর।
আর আপনি এসব মেনে নিয়ে যদি আমার সাথে সারাজীবন কাটানোর সিদ্ধান্তে স্থির হতে পারেন, তাহলেই আমাদের সম্পর্কটা আরো দূর এগিয়ে যাবে, নয়তো না।
আর আমি খুব ভালো করেই জানি, আপনি আমায় না পেলে এক না পাওয়ার অসহ্য দহনে দগ্ধ হবেন।
এবার আপনিই বলুন আপনি কি করবেন?

তায়াশার কথার প্রেক্ষিতে ইয়ান এর ঠোঁট জোড়া বেশ প্রশস্ত হয়, আর ইয়ান তায়াশাকে বলে, আমি আপনাকে ভালোবাসি তায়াশা, আর আপনার সাথে জড়িয়ে থাকা সব কিছুকে আমি আমার নিজের করে নিতে চাই সারাজীবন এর জন্য, আর আপনি আমায় ভালো বাসুন অথবা নাই-বা বাসুন, তাতে আমার কোনো সমস্যা নেই, শুধু আপনি আমার হয়ে যান,ব্যাস আর কিছু চাই না আমি।
আমি কখনো আপনাকে জোড় করবোনা আমায় ভালোবাসতে, শুধু আমিই না হয় আপনাকে ভালোবেসে যাবো, তাতে ক্ষতি কি?
দুজন এর মধ্যে একজন এর হৃদয় এ তো অপর জনের প্রতি ভালোবাসা আছে, তাতেই চলবে।

“রইলো না হয় এক পাক্ষিক এক ভালোবাসার অপূর্ণতা।”

.
.
.
.

তায়াশা, এই তায়াশা কি হলো তোমার?
কি এতো ভাবছো?
চলো সবাই তো অপেক্ষা করছে আমাদের জন্য।

আচ্ছা তায়াশা তুমি আবার সেই সপ্নটাকে নিয়ে মগ্ন হয়ে আছো?
আরে তুমি এতো বেশি কেনো সিরিয়াস হচ্ছো সেই সপ্নটাকে নিয়ে, সেটা শুধু একটা সপ্ন, আর কিছুই না।
আর আজ এসব নিয়ে একটুও ভাববে না, আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী, আজ তো আমাদের আনন্দের দিন, এখন এসো আমার সাথে কেক কাটবে,সবাই তোমাকে খুঁজছে।

কিন্তু ইয়ান আমাদের বিবাহ বার্ষিকীর আগেই কোনো আমি এই সপ্নটা দেখি, আর সেখানে আমি আর তুমিই কেনো আছি?
আর ইয়ান সেখানে একজন ভ্যাম্পায়ার প্রিন্সেস রূপেও আমি থাকি এবং #Mysterious বইটার পাঠিকাও আমিই থাকি।
আর ভ্যাম্পায়ার প্রিন্স ইয়ান যদি Ione island সদস্য না হয়, তাহলে কে সে?
আর ইফান এর আসল পরিচয়ই বা কি?
আমিহা এবং সেই লাইব্রেরীতে থাকা বৃদ্ধ লোকটাই বা কে?
আর #Mysterious বইটা পড়লে কি এমন বিপদ হবে?
ইফান আর অ্যাফিন এর শেষটা কি হলো?
তারা কোথায় আছেন এখন?

আর ইয়ান জানো এই গল্পে এমন আরো অনেক রহস্য রয়েছে যা উন্মোচন করা নেই, অনেক অজানা কথা রয়েছে?
জানিনা কবে সব কিছু জানতে পারবো, কবে এই সপ্নের সম্পূর্ণ তথ্য জানতে পারবো?
আর কবেই বা এই সপ্ন আমার পিছু ছাড়বে?
কি লেখা আছে সেই বই এর শেষ পৃষ্ঠায়?
.
.
তায়াশা এবং ইয়ান এর কথা বলার সময়, কোনো এক অবয়ব আড়ালে দাঁড়িয়ে ওদের দুজনের কথা শুনছিলো, আর তখন সেই অবয়বটি তায়াশার ইয়ান কে করা প্রশ্ন গুলো শুনে আনমনে বলে ওঠে,
“অন্তিম অধ্যায় নেই এই গল্পের, ছাড়বেনা পিছু আপনার এই অতৃপ্ত কাহিনী ”
অতঃপর কথাগুলো বলে, সেই অবয়বটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।

সমাপ্ত

যারা চ্যাপ্টার ২ পড়বেন কমেন্ট করবেন একটু কষ্ট করে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here