Mysterious
Part -26
Romoni
ইফান ভাই চেয়েছিলো আমাদের পাওয়ার আমাদের কাছ থেকে একটু একটু করে নিজের কাছে নিয়ে গিয়ে, আমাদের দুর্বল করে দিবে, আর তারপর আমায় নিজের দাস বানিয়ে রাখবে, আর আপনাকে বিয়ে করে নেবে।
হঠাৎই ইয়ান এর কথার মাঝে তায়াশা ইয়ানকে থামিয়ে দিয়ে বলে, ইফান ভাই মানে?
এতোদিন তো আপনি ইফানকে নাম ধরেই ডাকতেন, তাহলে আজ এখন হঠাৎ ইফান কে ভাই শব্দটা দ্বারা সম্বোধন করলেন কেনো,ইয়ান স্যার?
তায়াশার প্রশ্নে ইয়ান তাচ্ছিল্যের হাসি হেঁসে বলে, ভাইকে তো ভাই-ই বলবো তাই না?
–মানে?(তায়াশা)
— মানে ইফান আমার বড় ভাই হয়।
আসলে খুব ছোট থেকেই দেখতাম ইফান ভাইকে ড্যাড আমার থেকে বেশি ভালোবাসে, আমার থেকে বেশি প্রাধান্য দেয়, আর বেশির ভাগ সময়ই ড্যাড নিজের সাথে রাখত ইফান ভাইকে।
প্রথম প্রথম ড্যাড এর এই ধরনের আচরন আমার খারাপ লাগলেও ধীরে ধীরে আমি মেনে নেই, নিজেকে বুঝিয়ে নেই যে সবাই যে সবাইকে একই রকম প্রাধান্য দেবে তা নয় বা সবাই যে সবাইকে একই ভাবে ভালোবাসবে তাও নয়, সে সম্পর্ক যা-ই হোক না কেনো।
তবে আমায়,যে ভালোবাসতো না বা প্রাধান্য দিতো না তাও নয়, তবে ইফান ভাইয়ের থেকে কম,কিন্তু ইফান ভাই আর আমার সম্পর্কটা ছোট থেকেই খুব ভালো ছিলো,খুব ভালোবাসতো ইফান ভাই আমায়, মাঝে মাঝে বোঝাতো যে ড্যাড এর উপর যেনো রাগ না করি, ড্যাড এর আমার প্রতি করা ব্যাবহারের জন্য।
আর ইফান প্রায়সই বলতো ড্যাড তোকে আমার থেকে কম ভালোবাসে তো কি হয়েছে, আমি তোকে অনেক ভালোবাসি, তাই মন খারাপ করবি না।
আর ড্যাড এর আমার প্রতি এহেন ব্যাবহারের জন্য মাঝে মাঝে মমও রেগে যেতো ড্যাড উপর,কিন্তু তাতে ড্যাড এর মধ্যে কোনো পরিবর্তন আসতো না।
আর আমি ইফান ভাইকে বেশির ভাগ সময় নাম ধরেই ডাকতাম,তাই এতোদিন নাম ধরেই ডেকেছি।
আস্তে আস্তে আমরা বড় হতে থাকি,আর আমার এবং ইফান এর সম্পর্কে একটু একটু করে দুরত্ব সৃষ্টি হতে থাকে, আর এই দুরত্বটা ইফান এর দিক থেকেই সৃষ্টি হয়, আর ইফান এর এভাবে দূরে সরে যাওয়ায় আমার খুব কষ্ট হতো,কিন্তু তবুও নিজেকে সামলে নিয়েছিলাম।
আর যেহেতু ইফান ভাই আমার থেকে বয়সে বড় ছিলো সেহেতু ইফান ভাই আমার আগেই নিজের ইনভিসিবল পাওয়ার পেয়ে গেছিলো, কিন্তু সেই ইফান সেই পাওয়ার এর ব্যাবহার করার বদলে অপব্যাবহার করতে শুরু করে, আর ইফান এর এই বদলে যাওয়া এবং বিপথগামী হওয়ার প্রধান কারন ছিলো ড্যাড।
ড্যাড নিজের সাথে সাথে ইফানকেও এই বিপথে নিয়ে গেছে,অধিক পাওয়ার আর্ন করার প্রলোভন দেখিয়ে গেছে সেই ছোট বেলা থেকেই ইফানকে।
আর ড্যাড এর এহেন কর্ম ইফান এর ছোট্ট মনে অনেক বড় একটা খারাপ প্রভাব ফেলেছিলো, যার পরিনাম আজকের ইফান।
হঠাৎ একদিন ইফানের এইসব কাজের হদিশ মম পেয়ে যায়, আর সেদিন মম ইফানকে অনেক বুঝিয়েছে, বারবার জিগ্যেস করেছে ইফান কেনো এই ধরনের কাজ করছে,কেনো এই ডেভিল পাওয়ার আর্ন করতে চাইছে, আর কে-ই বা ওকে এসবের দিকে অগ্রসর হতে সাহায্য করেছে?
কিন্তু ইফান সেদিন ড্যাড এর নাম বলে নি, অবশ্য বলবেই বা কিভাবে ড্যাড ইফানকে আগেই বলে দিয়েছে এই বিষয় যদি কেউ প্রশ্ন করে আর ইফান যদি ড্যাড এর নাম কাউকে বলে দেয়, তাহলে ইফানকে ড্যাড এই ডেভিল পাওয়ার আর্ন করতে কোনো সাহায্য করবেন না, আর তাছাড়াও ইফান এরও লোভ ছিলো ওই ডেভিল পাওয়ার এর প্রতি।
আর মম ইফান এর মাইন্ড রিড করেও কোনো কিছু জানতে পারে নি, কারন মম ইফান এর মাইন্ড রিড করার আগেই ড্যাড ইফান এর মাইন্ড এর থেকে ড্যাড এর ভাবনাটা সম্পূর্ণ ভাবে মুছে দেয়, আর তাই মমও কিছু বুঝতে পারে না।
আর মম এসব জেনে যাওয়ার পরের দিনই ইফান আমাদের সবাইকে ছেড়ে দিয়ে কোথাও একটা চলে যায়, আর যাওয়ার আগে বলে দিয়ে গেছিলো যেনো ওকে কেউ কোনো কিছুতে বাঁধা না দেয়, আর ইফানকে বাড়ি থেকে বেরিয়ে যেতেও যেনো কেউ বাঁধা না দেয়।
কিন্তু মম শোনেনি মম বার বার ইফানকে বাঁধা দিচ্ছিলো বাড়ি থেকে যেনো না যায়, কিন্তু ইফানও নিজের সিদ্ধান্তে অটল ছিলো।
তার মাঝেই ড্যাড মমকে ইফানের কাছ থেকে সরিয়ে নিয়ে আসে, আর ইফান চলে যায়।
তারপর ড্যাড মমকে বুঝিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে বলে, ভাইকে ফিরিয়ে আনবে, আর মমও ড্যাডকে বিশ্বাস করে ড্যাড এর কথা মেনে নেয়, কিন্তু প্রায় অনেকদিন পার হয়ে গেলেও ইফান আর ফিরে আসে না, ড্যাডকে কিছু বললে ড্যাড শুধু বলে ফিরিয়ে আনবে,শুধু সঠিক সময়ের অপেক্ষা করো,আর মমও নির্বাক হয়ে মেনে নিতো।
আর ড্যাড এর প্রতি মম এর এতোটাই বিশ্বাস ছিলো যে ড্যাডকে কখনো মম সন্দেহ করতে পারে নি।
এভাবে চলতে চলতে একদিন ড্যাড এর আসল রুপটাও আমাদের সামনে চলে আসে, তবে মম ড্যাড এর ব্যাপারে জানার আগে আমি ড্যাড এর বিষয় জেনেছিলাম, আমার পাওয়ার আমি পেয়ে যাওয়ার পরে ড্যাডকে একদিন ইফান এর সাথে ডেভিল পাওয়ার সমন্ধে কথা বলতে শুনে নেই, সব সত্যিটা সেদিন আমার কাছে স্পষ্ট হয়ে যায়,তবে ড্যাড বা ইফান আমার উপস্থিতি তখন বুঝতে পারে নি।
আর তারপর আমি মমকেও সব জানাই, কিন্তু মম বিশ্বাস করে না।
অতঃপর একদিন মমও ড্যাড এর বিষয় সব জেনে যায়, অবশ্য সে বিষয় মম আপনাকে বলেওছিলো,যেদিন আপনি প্রথম আমাদের বাসায় যান, সেই কুঁড়েঘর এ।
তায়াশা ইয়ানের কথা শুনে নির্বাক হয়ে তাকিয়ে আছে ইয়ান এর দিকে, এরপর তায়াশা বলে, আর কি কি সত্যি আছে যা আমি জানি না?
— আমাদের সম্পূর্ণ পাওয়ার প্রায় ইফান নিয়েই নিচ্ছিলো ইফান, ওই আপনার গলায় থাকা প্রিন্সেস লকেটটা নিয়ে নেওয়ার সময়,কিন্তু আপনি সঠিক সময় সেটা রক্ষা করে নেন।
আপনার প্রিন্সেস লকেট এর মধ্যেই রয়েছে ব্ল্যাক পেপার, আপনার দৃষ্টি অগোচরে আপনার প্রিন্সেস লকেট এ আমি ব্ল্যাক পেপারটা invisible cave থেকে এনে রেখে দিয়েছিলাম,কেনোনা এতে আপনার প্রিন্সেস লকেট এর পাওয়ার আরো অধিক বৃদ্ধি পাবে, আর ার সাথে আপনার পাওয়ারও।
আর আমি ইচ্ছাকৃত ভাবেই সেদিন সেই ব্ল্যাক পেপার এর উপস্থিতি যে আপনার প্রিন্সেস লকেট এ আছে, সে বিষয় ইফান এর মাইন্ড এ ট্রান্সফার করি, তবে এই তথ্য যে আমিই ইফান এর মাইন্ড এ ট্রান্সফার করেছি সেটা যেনো বুঝতে না পারে সে বিষয় এ যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই কাজটা করি।
আর এই সতর্কতা অবলম্বন করার কারন ইফান এর আমার উপর সন্দেহ হতে পারত যে, আমি কেনো ইচ্ছা কৃত ভাবে এমন একটা সিক্রেট তথ্য ইফান কে দেবো?
আর আমাদের যুদ্ধের জন্য সময় দেওয়ার প্রধান কারনই ছিলো যেনো ইফান আমাদের দৃষ্টি অগোচরে আমাদের সব পাওয়ার নিজের করে নিতে পারে।
আর ড্যাড এর জন্য যে আপনি এতোটা চিন্তা করেন, সেটা নিতান্তই ড্যাড এর কাছে অবহেলিত।
কারন ড্যাড আর ইফান সেদিন ডেভিল কিংডম এ নিজেদের পরিকল্পনা মাফিক কাজ করেছিলো।
ইফান ড্যাডকে বন্দী করে রাখেনি, বরং ড্যাডই ইফান এর কাছে বন্দী হওয়ার মিথ্যা অভিনয় করছে।
আর আপনাকে সেদিন বলেছিলাম যে, ইফান একজন ডেভিল পাওয়ার কলার, আর আমিও ইফান এর বিশ্বাস অর্জন করে ইফান এর কে বুঝিয়েছি যে আমিও তার মতই একজন।
এই সম্পূর্নটা মিথ্যা ছিলো, আর এই মিথ্যার কারন একটাই, আপনার আর ইফান এর সম্পর্ক টা যেনো নষ্ট না হয়ে যায়, ইফান এর আসল সত্যিটা জেনে।
এসব জেনে যদি আপনি আমার উপর রাগ করে থাকেন, তাহলে আমি সত্যিই দুঃখিত, আমি চেয়েছিলাম আপনাদের সম্পর্কটা ঠিক করতে, কিন্তু আমার চাওয়াতে কি হবে?
যদি দুজন এর মধ্যে একজন সম্পর্ক ঠিক করতে না চায়।
To be continue…