Mysterious Part 14

0
275

Mysterious
Part -14
Romoni

নিজের ভ্যাম্পায়ার রুপ ধারন করতে পারেন নি,এমনকি কখনো জানতেও পারেন নি যে আপনি একজন ভ্যাম্পায়ার প্রিন্সেস।

–এতোদিন তাহলে এটা কোথায় ছিলো?
আর আপনি এটা কোথায় পেলেন? (তায়াশা)

–এতোদিন এটা কিং এর কাছে সংরক্ষিত ছিলো,কিং চেয়েছিলেন যে কিং নিজের মৃত্যুর আগে, বাবা কে সমস্ত Invisible island এর কিং এবং মাকে কুইন হিসেবে আখ্যায়িত করবেন।
আর আপনাকেও আপনার প্রিন্সেস লকেট আর আপনার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেবেন।
কিন্তু বাবা শুধু ইনভিসিবল আর্থ এরই নয়,রাফিম হিন এর মতো সমস্ত ইনভিসিবল আর্থ এবং সমস্ত ডেভিল ইনভিসিবল আর্থ এর পাওয়ার একাই অর্জন করতে চেয়েছিলেন, তাই তার প্রাপ্য অধিকার থেকেও কিং তাকে বিতারিত করেছেন।(ইয়ান)

(তায়াশার বাবা এবং ইয়ানের বাবা ছিলেন দুই ভাই, সেই সূত্রে ইয়ান এই ইনভিসিবল আর্থ এর প্রিন্স, আর তায়াশা প্রিন্সেস।)

তায়াশা আর কথা না বাড়িয়ে প্রিন্সেস লকেটটা পড়ে নেয়।
তায়াশা ভ্যাম্পায়ার প্রিন্সেস লকেটটা পড়ার পর ধীরে ধীরে একজন ভ্যাম্পায়ার এ পরিনত হয়ে যায়।
আর পুরো ঘরের আলো হঠাৎ নিভে গিয়ে ইয়ান আর তায়াশার গলায় থাকা লকেট দুটো এর থেকে এক কৃত্রিম রশ্মির উৎপত্তি ঘটে, কৃএিম রশ্মির প্রতিফলনের সাথে সাথে হঠ্যাৎ কোথাও থেকে এক ঝাঁক বাদুড় এসে পুরো ঘর জুড়ে উড়তে থাকে, উড়তে উড়তে হঠ্যাৎই আবার অদৃশ্য হয়ে যায়।
তারপর দুজন কিঞ্চিৎ বাঁকা হেঁসে পারি দেয় নিজেদের গন্তব্য স্থান Devil Island এ।
,All invisible Earth এবং All invisible devil Earth থেকে ডেভিলদের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য এবং সমস্ত ডেভিল আর্থ গুলোকে ধ্বংস করার উদ্দেশ্য।

(কোনোভাবে যদি ইফান বা অ্যাফিন(ইয়ানের বাবা) সব পাওয়ার নিজেদের আয়ওে নিয়ে আসে তাহলে সমস্ত ইনভিসিবল আর্থ এ নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার, যেখানে কোনো আলোক রশ্নির দেখা মিলবে না।
আর অল পাওয়ার অর্জিত কিং এর অনুগত্য করতে হবে ইনভিসিবল আর্থ এর সব সদস্য কে।
আর সব শক্তি একজনের ক্ষমতায় আনার প্রধান উৎস গুলোর মধ্যে একটি হচ্ছে ডেভিল পাওয়ার, এই ডেভিল পাওয়ার কেউ যদি নিজের মধ্যে আনতে পারে, তাহলে অন্য পাওয়ার গুলো নিজের কাছে আনার একটা পাওয়ারফুল উৎস পেয়ে যাবে।
তাই এই ডেভিলদের ধ্বংস করে দিলে যারা অল ইনভিসিবল আর্থ এবং অল ইনভিসিবল ডেভিল আর্থ এর পাওয়ার নিজের আয়ওে আনতে চায় তাদের ক্ষমতায় ঘাটতি ঘটবে।)

কাল রাতে,

কাল রাতে তায়াশা সেন্সলেস হওয়ার পর ইয়ান সবটা স্বাভাবিক করে, তায়াশাকে জাগ্রত করতে যাবে ঠিক তখন কিং এর ডাক আসে, তাই ইয়ান তায়াশার উপর sleeping Hole প্রয়োগ করে lone island এ চলে যায়।
.
.
.
কিং আর ইয়ান দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে, দুজনেই নিশ্চুপ।
ইয়ান নিজেই নিরবতা ভেঙে বলে, দাদু তুমি ডেকেছো কেনো?

–আইহান আমি চাই এবার এই সমস্ত ইনভিসিবল আর্থ এর দায়িত্ব তুমি নেও।
আমার অনেকটা বয়স হয়ে গেছে, আমার এবার এসবের থেকে মুক্তি চাই,এই অল ইনভিসিবল আর্থ এর দায়িত্ব আমার একার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না।
এরপর কিং নিজের গলা থেকে কিং লকেট খুলে ইয়ানের গলায় তুলে দেন।

ইয়ান শুধু নির্বাক হয়ে দেখছে, অল ইনভিসিবল আর্থ এর দায়ভার এখন ইয়ানের, এতো বড় দায়িত্ব কিং বিশ্বাস করে ইয়ানকে দিয়েছে,এতোটা ভরসা তার ইয়ানের উপর ভাবতেই ইয়ান আরো বেশি বিস্মিত হচ্ছে।
ইয়ান লকেটটা একবার স্পর্শ করে কিং কে জড়িয়ে ধরে,তারপর কিং এর থেকে দূরে সরে এসে সেখান থেকে অদৃশ্য হয়ে তায়াশার কাছে চলে আসে।
.
.
.

–এতো তাড়া কিসের আইহান?
আমাদের মেরে ফেলার ইচ্ছে তোমার কখনোই পূর্ণ হবে না, তাই শুধু শুধু বৃথা চেষ্টা কোরো না।
পেছন থেকে ইফানের কন্ঠ শুনে, ইয়ান আর তায়াশা পেছনে তাকিয়ে দেখে ইফান সম্পূর্ণ আলাদা রুপে দাঁড়িয়ে আছে।

পিঠে দুটো লাল রঙের ডানা, সম্পূর্ণ শুভ্র রঙের পোশাক শরীরে, চুলগুলো ঘাড় পর্যন্ত লম্বা, হাতে একটা তলোয়ার আর কাঁধের উপর একটা বিদঘুটে কালো বর্নের কাক বসে আছে।
ইফান একজন ডেভিল রুপে আছে এখন।
ইফানকে দেখা মাএই ইয়ানদের সামনে অবস্থান রত সকল ডেভিল সৈন্যরা একসঙ্গে বলে ওঠে,
Welcome King Young in this war.

ইয়ান হালকা হেঁসে সামনের দিকে অগ্রসর হয়ে সব ডেভিল সৈন্যদের সামনে এসে ইয়ানদের দিকে মুখ করে দাঁড়ায়।

তায়াশা ইফানকে এভাবে দেখে তাচ্ছিল্যের সুরে বলে, তাহলে নিজের উদ্দেশ্যর অর্ধেকাংশ পূরন করেই ফেলেছো কিং রাফিম হিন।

–বাধ্য হলাম করতে, তোমরা তো আমার অন্য পথ বন্ধ করে দিয়েছিলে, তাই বাধ্যগত ভাবে ডেভিল কিং কে মেরে নিজেকে কিং এর আসনে বসাতে হলো।(ইফান)

(ইফানের Lone island এর সাথে যুদ্ধ করার জন্য অনেক বেশি পাওয়ারের প্রয়োজন ছিলো, আর যে পাওয়ার অর্জন করার দুইটা পথ ছিলো।
৩০১ জন শিশুর তাজা রক্ত পান করা, আর নয়ত ডেভিল কিং কে মেরে ফেলে তার কিং লকেট নিজের গলায় পড়ে ভ্যাম্পায়ার এ পরিনত হওয়া।
প্রথমে ইফানের উদ্দেশ্য ছিলো , ইফান তিনশত একজন শিশুর তাজা রক্ত পান করবে, কিন্তু ইফান পুতুলকে মেরে ফেলার পরে ইয়ান ইফানের সেই রাস্তাটাও বন্ধ করে দেয়।
ইয়ান যখন তায়াশাকে নিজের মায়ের কাছে রেখে ঘর থেকে বেরিয়ে গেছিলো, তখন ইয়ান গিয়ে প্রতিটি শিশুর উপর প্রটেক্ট হোল তৈরি করে দেয়, যাতে ইফান কোনো বাচ্চাকে আর মেরে ফেলতে না পারে।

তাই ইফানকে দ্বিতীয় পথটা অবলম্বন করতে হয়, ইফান ডেভিল কিং এর কাছে বার্তা পাঠায় যে,ডেভিল কিং এর এর সাথে ইফান এর খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং ইফানের বলা তথ্যে যদি ডেভিল কিং অনুসরণ করেন তাহলে এতে ডেভিল কিংডম এরই লাভ।
নয়তো ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এই ডেভিল দ্বীপ এর, আর ইফান এটাও বলে দেয় যে ইফান কিং এর সাথে একান্তে দেখা করতে চায়, কোনো তৃতীয় ব্যাক্তি উপস্থিত থাকতে পারবে না, কেনোনা তথ্য গুলো খুবই ব্যাক্তিগত।

কিং ইফানের কথা প্রথমে বিশ্বাস করতে চায় নি, কারন কিং খুব ভালো করেই জানে যে ইফান অল ইনভিসিবল আর্থ এর এবং অল ইনভিসিবল ডেভিল আর্থ এর কিং হতে চায়, তাই ইফানের এমন হঠাৎ পরিবর্তন এর কারনটা কিং কে বেশ ভাবিয়ে তোলে।
কিন্তু ডেভিল দ্বীপ এর সুরক্ষার কথা ভেবে এবং ইফানের এমন হঠ্যাৎ পরিবর্তন এর কারন জানতে কিং ইফানের সাথে একান্তে দেখা করতে রাজি হয়।
.
.
.
কিং এবং ইফান দাঁড়িয়ে আছে কিং এর কামরায়।
কিং ইফান আসা মাএই ইফানের মাইন্ড রিড স্টার্ট করে, তবে ইফানের মাইন্ড সম্পূর্ণ ফ্রেশ ছিলো, তাই কিং ও আর ইফানের উপর সন্দেহ করে না, সে ভাবে হয়তো বা ইফান আসলেই বদলে গেছে।
তবে কিং সেই মুহূর্তে সব থেকে বড় ভুলটা করে ইফানকে দুর্বল ভেবে, কিং ভেবেছিলো ইফান তার রাজ্যে এসে তার কি ক্ষতি করবে।
আর শএু পক্ষকে কখনো দুর্বল ভাবতে নেই, এই কথাটা কিং নিজের দম্ভের প্রবনতায় একপ্রকার ভুলেই গেছিলো।

আর কিং এর ইফানের মাইন্ড ফ্রেশ পাওয়ার কারন ছিলো, ইফানের প্রতি কিং এর সন্দেহ হওয়ার কোনো ক্লু ইফান নিজের মাইন্ড এ রাখে নি, নিজের পরিকল্পনার সব ডেটা ইফান নিজের মাইন্ড থেকে ডিলিট করে দিয়েছে ।

কিং ইফানকে অতিক্রম করে কিছুটা সামনের দিকে এগিয়ে যায়, ইফান এখন কিং এর পেছনে দাঁড়িয়ে আছে।
কিং বলে, এবার বলো রাফিম কি তথ্য দেওয়ার আছে তোমার।
ইফান সামান্য হেসে কিং এর পেছনে এসে কিং এর কাঁধে হাত রাখে, হঠাৎ স্পর্শে কিং পেছনে ঘুরতেই, ইফান আচমকা কিং এর গলা থেকে ডেভিল কিং লকেট ঝুলন্ত চেইনটা একটানে খুলে ফেলে, আর কিং কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ পাওয়ার আগেই ইফান কিং এর বুকে একটা ছুড়ি গেঁথে দিয়ে কিং এর কামরায় silence hole তৈরি করে দেয়, যাতে ভেতরের কোনো শব্দ বাহিরে প্রবেশ না হয়।
এরপর ইফান একের পর এক আঘাত করতে থাকে কিং এর উপর।
কিং লকেট কিং এর গলায় না থাকায়, আবার তার ওপর বুকে ছুরিকাঘাতের ফলে কিং দুর্বল হয়ে পড়ে, তাই কিং ইফানের করা একের পর এক আঘাত আটকাতে সক্ষম হয় না, আর সেখানেই ডেভিল কিং এর মৃত্যু হয়।

To be continue…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here