Mysterious
Part -29
Romoni
আমিহার কথা মতো তায়াশা পুনরায় বইটা পড়তে আরম্ভ করে।
.
.
.
সন্ধ্যাবেলা,
কায়রানা এবং তায়াশার মা বাবা ড্রয়িং রুমে বসে বসে গল্প করছে, সেই সময় তায়াশা বই খাতা নিয়ে গেছে কায়রানা’র কাছে,পড়তে বসার জন্য, তায়াশার মুখে বিরক্তি স্পষ্ট।
তায়াশার এই বিরক্তির প্রধান কারন, তায়াশা কিছু সময় হলো মাএ, নিজের মা বাবাকে পেয়েছে, তায়াশা চেয়েছিলো তাদের সাথে আজ অনেক্ক্ষণ সময় কাটাবে, কিন্তু ইয়ান তা হতে দিলো না।
কেনোনা তায়াশার পরীক্ষার খুব একটা দেরি নেই, আর এই কয়েকদিনের এতো সব ঘটনার কারনে তায়াশার লেখা পড়ার বেশ অনেকটাই ক্ষতি হয়েছে, তায়াশা ঠিক করে পড়তে পারেনি, এছাড়াও তায়াশা বেশ অমনোযোগী ছাএী, তাই বিশেষ করে ইয়ান এখন তায়াশার পড়া শোনার বিষয় একটু বেশিই খেয়াল রাখছে।
|
|
|
ইয়ান দাঁড়িয়ে আছে একটা নদীর কিনারায়, জায়গাটা একদম নিরবতায় পূর্ণ, ইয়ান এর চারপাশে ঝোপঝাড় এ ভর্তি, নদীর ওপার এ জ্বলতে থাকা মৃদু আলো এই ঝোপঝাড় এর মাঝ দিয়ে প্রবেশ করছে।
এদিকে ইয়ান সামনে ভয়ার্ত মুখ নিয়ে বসে আছে একজন অতি পরিচিত সিরিয়াল কিলার।
আর যাকে তার কর্ম ফল এর পরিণতি বোঝানোর জন্যই এখানে আনা।
— অন্যের ক্ষতি করার আগে একবার নিজের পরিবার এর কথা কি মাথায় আসে না?
তোদের মতো মানুষ এর মুখোশ ধারীদের জন্য কতো শত পরিবার ক্ষুদার্ত জীবন যাপন করে, এক বেলা খেতে পারলে অন্য বেলা পায় না।
সামান্য কিছু টাকার জন্য মানুষকে অযথাই মেরে ফেলিস।
কেনো হাত পা সবই তো আছে, কাজ করে খেতে পারিস না? (ইয়ান)
— মানুষ খুন কি শুধু আমি একাই করি?
তুই করিস না?
তখন তোর মনে পড়ে না, তাদের পরিবার এর কথা, যে সে মানুষটা মরে গেলে তার পরিবার এর কি হবে?
লোকটি মনে ভয় চেপে রেখে কথা গুলো বলে,কিন্তু নিজের ভয় এর বহিঃপ্রকাশ করে না ইয়ান এর সামনে।
লোকটির কথা শুনে ইয়ান, হালকা হেঁসে বলে,আমি কোনো মানুষ কে খুন করি না, আমি তো মানুষ এর মুখোশ ধারী অমানুষদের কে খুন করি।
যাদের জন্য বহু মানুষ এর জীবন নষ্ট হয়ে গেছে।
আর এমন একজন এর মরে যাওয়াই ভালো, যার জন্য একাধিক মানুষ এর বেঁচে থাকা কঠিন হয়ে ওঠে, যার জন্য একাধিক পরিবার কে মরতে হয়, তাও আবার বিনা দোষে।
আর তাদের পরিবার এর কথা তোকে ভাবতে হবে না, কারন তাদের মেরে ফেলার পর, আমি তাদের পরিবার এর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেই,আর সেটাও সেই পরিবার এর মানুষ গুলোর অগোচরে।
তবে আজ তোকে আমি একেবারে মেরে ফেলবো না, তোকে তো একটু একটু করে মারবো।
আজ তোর এতটা করুন অবস্থা করবো যে, তোর বেঁচে থাকার ইচ্ছেটাই চিরতরে হারিয়ে যাবে, শুধু একটা কথাই বারবার বলবি তুই, এভাবে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়াই ভালো ছিলো, কিন্তু আফসোস তুই যেনো মরতে না পারিস সেই ব্যাবস্থাও আমিই করবো।
আর যেনো তুই নিজেকে সুস্থ করে তোলার জন্য কোনো ব্যাবস্থা না নিতে পারিস সেই দিকেও বিশেষ ভাবে খেয়াল রাখবো।
এই মুহূর্তে ইয়ান এর চোখে মুখে স্পষ্ট রয়েছে অতি মাএায় ক্রোধ।
কথা গুলো বলে ইয়ান একটা হকিস্টিক নিয়ে নেয়, আর সিরিয়াল কিলারটি উঠে দাঁড়িয়ে ইয়ানকে বাঁধা দিতে গেলেই গার্ডসরা তাকে ধরে ফেলে এবং মুখ বেঁধে দেয়।
এরপর ইয়ান লোকটিকে খুব নিষ্ঠুরভাবে মারতে শুরু করে, একে একে লোকটির হাত পা ভেঙে ফেলে।
লোকটি এতোটা আঘাত এর তীব্রতা সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে।
তারপর ইয়ান হকিস্টিক হাত থেকে নিচে ফেলে দিয়ে গার্ডসদের বলে, লোকটিকে হসপিটালে ভর্তি করাতে, তবে কোনোদিনও যেনো হাঁটতে না পারে এবং হাত এর ব্যাবহার না করতে পারে এবং সারাজীবন যেনো পরনির্ভরশীল হয়ে বাঁচতে হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলে দেয়।
অতঃপর গার্ডসরা ইয়ান এর কথা অনুযায়ী কাজ শুরু করে।
এরপর ইয়ান সেখান থেকে চলে যায় Lone island এ।
ইয়ান গিয়ে কিং মাহশাদ (প্রাক্তন কিং) এর সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকে।
রাত ১২.০০ টা,
কিং মাহশাদ দাঁড়িয়ে আছেন তার প্রসাদ এর ছাদে, ঠোঁটের কোনে রয়েছে এক রহস্যময় হাসি।
কিং এর এই হাসির কারন হচ্ছে ইয়ান এর করা পরিকল্পনার পরিনতি।
–দাদু আমাদের উদ্দেশ্য সফল হওয়ার আর বেশিক্ষণ বাকি নেই,আর মাএ কিছু সময় বাকি, তারপরেই এই জঘন্য গেমটা বন্ধ হবে।
আমি এখানে আসার আগে ডেভিল কিংডম এ গেছিলাম, আর তখন দেখি ইফান এবং ড্যাড এর পাওয়ার কোনো ভাবেই কাজ করছে না।
দুজনেই নিজেদের পাওয়ার সচল করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো।
তবে তারা দুজন আজ নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে, লোভের তীব্রতায় তারা এতোটাই নিমজ্জিত ছিলো যে এটাই ভুলে গেছিলো, অমাবস্যার সময় ডেভিল পাওয়ার অচল হয়ে পড়ে, আর এই ডেভিল পাওয়ার এর সাথে নিজেদের স্থায়িত্ব ভ্যাম্পায়ার পাওয়ার এর মিশ্রণ এর ফলে ভ্যাম্পায়ার পাওয়ার এর ক্ষমতা অমাবস্যার কারনে ডেভিল পাওয়ার এর প্রতিক্রিয়ায় বিকৃত হয়ে এতোটাই দুর্বল হয়ে গেছে যে, তা আর কোনো কাজেই আসছে না।
আজ ড্যাড এর এই বিপথ অবলম্বন এর কারনে ইফান এর এই অবস্থা, যদিও দোষ ইফান এরও আছে, কেনোনা ইফান এর তো যথেষ্ট বোঝার ক্ষমতা রয়েছে, কোনটা ভালো আর কোনটা খারাপ?
কিন্তু ইফান খারাপ দিকটাকেই বেছে নিয়েছে।
আর দাদু আমি ইফান এবং ড্যাড এর সমস্ত পাওয়ার তাদের থেকে নিয়ে এই লকেট এ বন্দী করে দিয়েছি।
ইয়ান কিং মাহশাদ এর সামনে একটা লকেট বের করে বলে।
আর সমস্ত ডেভিল পাওয়ার আমি বিনষ্ট করে দিয়েছি।
কথাগুলো বলা শেষ করে ইয়ান একটা দীর্ঘ শ্বাস ফেলে কিং এর সামনে থেকে চলে যায়।
কিং মাহশাদ কথা গুলো ভাবতে ভাবতেই নিজের কক্ষের ভেতরে চলে যায়।
|
|
ইয়ান এর আজ এই দীর্ঘ শ্বাস এর কারনটা অতিব ভয়াবহ, কারন আজ তায়াশা আরো এক কঠিন বাস্তবতার সম্মুখীন হবে, যার পরিনাম হয়তো বা তায়াশার জন্য খুবই নিষ্ঠুরতম হবে।
তায়াশা কি মেনে নিতে পারবে এতো বড় সত্যি?
সহ্য করে নিতে পারবে নিজের প্রতি হওয়া এতো বড় অন্যায় এর সত্যতা?
নতুন ভাবে নিজের জীবন কে আরো একটা সুযোগ দেওয়ার মতো ক্ষমতা কি থাকবে তায়াশার অন্তরাত্মার গভীর এ?
এই প্রশ্ন গুলো যেনো ইয়ান এর মনটাকে বারং বার অশান্ত করে তুলছে।
নিজের প্রেয়সীর এতোটা করুন অবস্থাও তাকে সচক্ষে দেখতে হবে, তা ভাবতেই যেনো ইয়ান এর অস্থিরতার মাএা আরো কয়েক গুন বেড়ে যাচ্ছে।
ইয়ান কিং মাহশাদ এর কাছ থেকে এসে একটা গাছের নিচে চুপচাপ বসে আছে, পাশে রয়েছে ইয়ান এর রাজকীয় তলোয়ার।
ইয়ান এর সম্পূর্ণ ভাবনা জুড়ে এখন বিরাজ করছে তায়াশা।
হঠ্যাৎই ইয়ান এর ভাবন বিচ্ছেদ ঘটিয়ে কেউ একজন ইয়ানকে ডাক দেয়।
ইয়ান ঘাড় ঘুড়িয়ে পাশে তাকিয়ে দেখে তায়াশা দাঁড়িয়ে আছে, তায়াশাকে দেখা মাএই ইয়ান এর মুখের বিষন্নতার ছাপ আরো প্রবল মাএায় স্পষ্ট হতে থাকে।
ইয়ান তায়াশার সাথে কোনো কথা না বলে, তায়াশার দিক থেকে মুখ ফিরিয়ে মাথা নিচু করে বসে থাকে।
ইয়ান এর এমন কাজে তায়াশা কপাল খানিকটা কুঁচকে ইয়ান এর পাশে এসে বসে এবং ইয়ানকে পুনরায় সম্মোধন করে।
আর ইয়ান তায়াশার ডাকে চোখ বন্ধ করে নিয়ে হাত দুটোকে মুষ্টি বদ্ধ করে নেয়।
তায়াশা কিছু না বলে শুধু ইয়ান এর কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে।
কিছুক্ষণ পরে ইয়ান তায়াশার দিকে তাকিয়ে বলে, আপনাকে কিছু জানানোর আছে তায়াশা।
— হ্যা বলুন। (তায়াশা)
–যা হবে তার জন্য নিজেকে প্রস্তুত করুন তায়াশা।
আর আগে আপনি আমায় কথা দিন, আপনি কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়বেন না, আপনার নিজের জন্য এবং আপনার মা বাবার জন্য আপনাকে ভালো থাকতে হবে, একজন এর জন্য নিজের জীবনটাকে আপনি ভিওিহীন ভাববেন না, এক অন্ধকার অতীত থেকে নিজেকে বের করে এনে, নিজের বর্তমান কে সুন্দর ভাবে উপভোগ করবেন, বলুন আমার কথা গুলো মানবেন আপনি? (ইয়ান)
To be continue…
আগামী পর্বেই সমাপ্তি হবে এই গল্পের