সোহাগী পর্ব ১০

0
351

#সোহাগী
#পর্ব :১০
Lutful Mehijabin

— কোন সুখের কথা কইতেছিস তুই? মাইয়াডার জীবনের সবচেয়ে বড়ো সুখ কাইড়া নিয়ে কোন সুখের কথা কস! মাইয়া গো জীবনের সবচেয়ে বড়ো সুখ হইতেছে নিজের পেটের বাচ্চা। বাচ্চা ছাড়া মাইয়া গো জীবন ভরাট হয় না। সুখ তো দূরে থাক ‘মা’ ডাক না শুনলে শান্তি ও থাকে না জীবনে। মাইয়ার আরেক রুপ হইতেছে মা। আর তুই ওর কাছ থাইকা এই সুখ কাইড়া নিলি?

আমেনার কথা শুনে এবার বেশ ক্ষিপ্ত হয়ে উঠেন সোহানা। দ্রুত তীক্ষ্ণ দৃষ্টিপাত ফেলেন আমেনার মুখপানে। রুঢ় কন্ঠে বলে উঠেন,

— কিরা বলছে আমি ওর সুখ কাইড়া নিতেছি? বিয়াডা আগে হইতে দেও তারপর দেইখো ওর খারাপ করলাম না ভালো। খালি কয়ডা দিন যাইতে দাও সংসার কেমনে করতে হয় ওরে আমি শিখাই দিমু। তুমি হুদাই বাচ্চা বাচ্চা কইরা শুধু শুধু পাগল হইতেছো।

আমেনা ম্লান মুখে সোহানার দিকে তাকিয়ে। ইতোমধ্যে ক্রোধের বশে তার ঘাড়ে চিনচিন ব্যথা করতে শুরু করছে। অস্থির লাগছে মেয়েটার চিন্তায়! যার ফলে ঘাড়ে হাত দিচ্ছেন বারংবার। সোহানা মায়ের পরিস্থিতি বোধগম্য করতে সক্ষম হলেন। হঠাৎ শোয়া থেকে উঠে বসলেন। আমনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন,

— দেখো আম্মা, তুমি চিন্তা কইরো না। সোহাও একদিন মা হইবো। আমি কথা দিতেছি ও নিজের বাচ্চার মা ডাক শুনবো। বিয়ের পর তোমার নাতিন যখন বোঝমান হইবো তখন জামাই বাবারে বুঝাইবো। ওর শাশুড়ি শর্ত দিছে তো কী হইছে! একসময় এর কোনো দাম থাকবো না। সোহার পেটে যদি বাচ্চা আহে তাইলে ওরা নিজেগো বংশধর ফেলাইবার পারবো না। ভুঁইয়া বাড়ির মানুষ হইলো দয়ালদার। গ্রামের সবার উপকার করে। তারা কখনোই নিজের বংশের বাতি নষ্ট করবার পারবো না। বুঝতেছাও?

সোহানার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন আমেনা। কথাগুলো যুক্তি আছে বলে বলতে হবে! বিয়ের পর সোহাগী যদি একবার অন্তঃসত্ত্বা হয় তাহলে নিশ্চয়ই আমিরুলের পরিবার ফেলে দিতে পারবে না। এমনকি বাচ্চার পরিচয় দিতে অস্বীকার করবে না। এতোটাও নিচু মন মানসিকতার নয় তারা! মুহূর্তেই আমেনার ঘাড়ে ব্যথা উধাও হয়ে গেলো। তার ঠোঁটের কোণে ফুটে উঠে মৃদু হাসি। সত্যিই তার নাতি রাজরানী হবে।

— আগে ভাইবা দেখি নাই রে মা। এতক্ষণ মনের মধ্যে কেমন যানি খুঁত খুঁত করতেছিলো। কিন্তু এখন মনে হইতেছে তুই যা করতেছিস ঠিক করছিস। কিন্তু সোহার বাপ জানার পর কী হইবো ভাবছিস? ও যদি খাইপে তোরে সংসার থাইকা বাইর কইরা দেই?

সোহানা আমের কথা শুনে খিলখিল করে হেসে উঠেন। হাস্যরত অবস্থায় বলেন,

— ওসব নিয়ে ভেবো না। তোমার জামায়ের কলিজায় এতো সাহস নাই। আর একবার বিয়া হয়ে গেলে মাইনা নিতে বাধ্য। আমার শুধু চিন্তা একটাই।

আমেনা খানিকটা উত্তেজিত হয়ে বলেন,

— কী চিন্তা?

— তোমার নাতির বুঝলেই হইলো। সোহা যদি না চিরকাল বোকা থাকে তাইলে কচু ও হইবো না। নিজের জিনিস নিজের বুইঝা নিতে হইবো। বাচ্চার জন্য ওরে চালাক হইতে হইবো।

সোহানার প্রত্যুত্তরে আমেনা মনমরা হয়ে বলেন,

— হ হাছা কইছোস। আমি এখন যাই দেহি তোর মাইয়া কী করে! মুরগির ঝোল দিয়া পোলাও খাওয়ার আশাই যে মাইয়া নামাজ কামাই দিতো না। হে আজ পোলাও সামনে পাইয়া ও খাওয়াল না। সেই সকাল থাইকা না খাওয়া।

— আরে আম্মা এতো চিন্তা কইরো না যে শরীর বানাইছে ওই শরীরে দুই বেলা খাউন না দিলে কিছুই হইবো না। এখন ওর না খাইয়া থাকা উচিত। যে মোটা হইতেছে! ত্যাড়ামি কইরা ছুইটা বাড়াই গ্রেরাম ভইরা। বিয়া দিবার পাড়লে আমি বাঁচি। বিয়া হইলে সব ভুত বাইরায়আ যাইবো।

— তাই যেন হয় রে। আমি এহন উঠি। ঘরে যাই। শরীরডা ম্যচম্যাচ করতেছে।

আমেনা আর কোন কথা বললেন না। হ্যারিকেনের ঝাপসা আলোর পথ ধরে পা চালান সোহাগীর ঘরের উদ্দেশ্যে। যাওয়ার পূর্বে সোহানার ঘরের দরজায় খিল দিয়ে বলেন,

— তোর ছাওয়াল আইজ আমাগো ঘরে থাক। সোহাগীর মুনাই ওর ঘুম পাড়াই দিছে।

— আচ্ছা রাহো। দেইখো আবার খাটে মুইতে না দেয়। ছাওয়াল টা বড়ো হইছে কিন্তু এহনো রাইতের বেলা ঘুমের মাঝে মুতে।

সোহানা বাক্য গুলো শেষ করে কাঁথা মুড়ে শুয়ে পড়লেন। আমেনা বের হতে দীর্ঘশ্বাস ফেলেন। রাশেদ নেই ছেলে নেই ঘর জুড়ে তার রাজত্ব! মুচকি হেসে কিছু একটা বিরবির করে চোখ বন্ধ করে ফেললেন।
____________________

জানালার গ্রিল এর সাথে মাথা ঠেকিয়ে বসে রয়েছে সোহাগী। গ্রামের প্রায় মানুষ জানার সাথে ঘেঁষে চৌকি পাতেন। সোহাগীদের বাড়িতে ও ব্যতিক্রম নয়। সেই সকল থেকে একের পর এক ঘটনা তাকে বিমূঢ় করে তুলছে। চট্পটে মেয়েটা নিরব হয়ে সেই সন্ধ্যা থেকে জানালার পানে তাকিয়ে রয়েছে। নেই কোন ক্লান্তি, নেই কোন নিদ্রা। তার শুধু একটাই চিন্তা আব্বা কোথায়? আজ বড়ো একফালা চাঁদ উঠেছে ওই আকাশে! পূর্ণিমার রাত। চারপাশের গাছপালা, ঝোর ঝাঁপ গুলো আবছা দৃশ্যমান হচ্ছে। প্রকৃতি সেঁজে উঠেছে আপন মনে! এই রুপ তিক্ত বিষাদের চিন্তা হয়ে থাকবে চিরকাল সোহাগীর হৃদয় মনে। তার জীবনের এতো বড়ো সিদ্ধান্ত অথচ বাবা পাশে নেই!

স্বল্প ভরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন আমেনা। সোহাগী এখনো একই ভাবে বসে রয়েছে। পরনে তার সেই শাড়ি! দরজার মৃদু আওয়াজ শুনেও সোহাগীর কোন সাড়া। সোহাগীর পায়ের নিচে এক কোণে গুটিশুটি মেরে শুয়ে রয়েছে তার ছোট ভাই। ছেলেটা গভীর ঘুমে মগ্ন। আমেনা দীর্ঘশ্বাস ফেলে ধীর পদে সোহাগীর পাশে এসে দাঁড়ালেন। আস্তে করে হাত রাখলেন সোহাগীর পিঠের উপর।

— কী হইছে সোনা? মন খারাপ করিস না। সব ঠিক হইয়া যাইবো।

আমেনার কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো সোহাগীর। তার চোখের কোণে অশ্রু চিকচিক করছে। বুকটা ভারি হয়ে আসে। নানির এই শান্তনা বানী মধুর সুর তার হৃদয় হাল্কা করলো। ভেঙে পড়লো সোহাগী। জমে থাকা বেদনা কান্না হয়ে বেরিয়ে এলো বাগযন্ত্র বেরিয়ে এলো। তৎক্ষণাৎ আমেনা কে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেললো সোহাগী। কান্নারত কন্ঠে বলে উঠলো,

— নানী গো আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? আমি এই বিয়ে করবো না নানী। তুমি মাকে বোঝাও।

আচমকা সোহাগীর আক্রমনে আমেনা ভরকে গেলেন। কি বলবে তিনি? কী উত্তর দিয়ে মেয়েটা কে শান্তনা দিবেন তা ভেবে পেলেন না। নিশ্চুপ থেকে হাত দিয়ে আগলে ধরলেন সোহাগী কে।

__________________

রাতের আঁধার কেটে চারপাশ আলোকিত হয়ে উঠছে। সূর্যি মামা মুখ তুলে চেয়েছেন খানিকক্ষণ আগে। আজ যেন প্রকৃতি মনমরা হয়ে রয়েছে। বাতাস থমকে রয়েছে। আকাশে স্বল্প কালো মেঘ। সব মিলিয়ে মনে হচ্ছে সূযি মামার বুঝি মারাত্মক মন খারাপ!

কোমরে আঁচল গুঁজে সাত সকালে কাজে লেগে পড়েছেন সোহানা। আজ বাদে কাল মেয়েটার বিয়ে ঘরবাড়ি পরিস্কার তো করতেই হবে। দু এক জন আত্মীয় স্বজন সকাল সকল চলে আসবে। তাছাড়া গ্রামের প্রায় সবাই জেনে গিয়েছে এ সম্বন্ধে। ভুঁইয়া বাড়ির ছেলের বিয়ের বলে কথা!

আমেনা সকালে উঠে উনুন চা ধরিয়েছেন। সারা রাত সোহাগীর কান্নাকাটি তার আর ভালো লাগছে না। মাথা ব্যাথা চটে বসেছে। সোহানা রান্না ঘরের সামনে ঝুঁকে ঝাঁরু দিচ্ছেন এবং মুচকি মুচকি হেসে চলছেন। এমন সময় হঠাৎ টিনের গেইট দিয়ে কেউ প্রবেশ করলো। সোহানা মুখ তুলে তাকলো। রফিক এবং তামিম এসেছে ব্যাগ কাধে ঝুলিয়ে। মুহূর্তেই বিরক্ত ছেয়ে গেলো সোহানার মুখে।

রফিক সোহার মায়ের মুখ দেখে শুকনো ঢোক গিললো। এই সাত সকালে তার উপস্থিতি মোটেও পছন্দ করেন নি।

— কাকি মা সোহাগী কোথায়? ওরে একটু ডাইকা দিবেন।

রফিকের কথা শুনে বিরক্ত মাখা কন্ঠে সোহানা উত্তর দিলেন,

— ওরে ডাকা যাইবো না। তোরা যা এখান থাইকা। কাল ওর বিয়া। তখন আসিস কইডা খাইয়া যাইছ।

সোহাগীর বিয়ের কথা শুনে চমকে উঠলো রফিক এবং তামিম। বাকরুদ্ধ হয়ে থাকলো মিনিট কয়েক। অতঃপর তামিম বললো,

— কাকি একবার সোহারে একটু ডাইকা দাও না।

তামিমের কথা শুনে সোহানা এবার তেতে উঠেলেন। চিৎকার করে বললেন,

— তোরা যাবি নাকি মারাই দেওয়া লাগবো। বিয়াদপ পোলাপান।

আর এক মুহূর্তেও অপেক্ষা করলো না তারা। অপমানে থতমত হয়ে বেরিয়ে এলেন বাড়ি থেকে। সোহাগীর কাল ওমন আচরনের কারণ এখন পরিস্কার তাদের কাছে। বিয়েতে রাজি নয় বলেই কী কাল সোহাগী কেঁদে ছিলো! তার জন্যেই কী তাদের কাল উপেক্ষা করে চলে যেতে বলেছিলো?
_______________________

উদাসীন হৃদয় নিয়ে বসে রয়েছে জুবায়ের। কাল সারারাত একটি বারের জন্যও সে চোখের পাতা এক করতে পারে নি। ভুঁইয়া বাড়ি থেকে প্রস্থান করতেই মাথার ভেতত তীব্র ব্যথা শুরু হয়। রাতভর ব্যথায় ছটফট করে শরীরটা নিস্তেজ হয়ে পড়েছে। ব্যথা শুধু মাথায় সীমাবদ্ধ ছিলো না। বুকের ব্যথাও পাল্লা দিয়ে তাকে আষ্টেপিষ্টে ধরেছিলো। যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে শুয়ে ছিলো সে। বুকের বা পাশটাতে হাত রেখে বারংবার নিজেকে প্রশ্নে করেছে।

— আচ্ছা, বুকের বা পাশটাতে এমন অদৃশ্য অদ্ভুত ব্যথা করে কেন! আমার কী কোন কঠিন ব্যাধি হয়েছে?

প্রধান শিক্ষকের অফিস রুমে বসে কথাগুলো আপন মনে ভেবে চলছে জুবায়ের। বেশ কিছুদিন যাবৎ রোগ শয্যায় ভুগছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্য অন্য শিক্ষকের তুলনায় প্রধান শিক্ষকের অনুপস্থিতে জুবায়েরের দ্বায়িত্ব দ্বিগুণ বেড়ে গিয়েছে। সামনে মাসে মাধ্যমিক পরীক্ষা। এই অবস্থা প্রিয়ার পরিস্থিতি করুন!

বহু বড়ো ঝামেলার স্বীকার হয়েছে জুবায়ের। সে যেখানে যাক বা যাই করুক না কেন প্রিয়ার চিন্তা যেন তার মস্তিষ্ক থেকে মুছে না। এক মুহূর্তেও প্রিয়াকে ভুলে থাকতে পারে না সে। এমন পরিস্থিতি সত্যিই অভাবনীয়!

— স্যার আসবো?

হঠাৎ কারো কন্ঠস্বর পেয়ে নড়েচড়ে বসলো জুবায়ের। মুহূর্তেই তার মনে পড়লো বিদ্যালয়ের দপ্তরীর কথা। দুটো ছেলে নাকি তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলো। কিন্তু ক্লাসের বেল পড়াতে ছেলেগুলো চলে যেতে বাধ্য হয়েছে। দপ্তরীর বলেছিলো, ছেলে দুটো নাকি মহা নাছোড়বান্দা। ঘন্টা পড়া সত্যেও যেতে চাই নি। বারবার বলেছে বিশেষ গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে জুবায়ের সাথে, মাস্টার মশাই না আসা অবধি যাবে না তারা। অবশেষে দপ্তরীর বকুনি খেয়ে শ্রেণী কক্ষে যেতে বাধ্য হয়েছে। যাওয়ার পূর্বে বলে গিয়েছে, তারা ছুটির পর আসবে। পইপই করে বলেছে মাস্টার মশাই দপ্তরী যেন তাদের আগমনের সংবাদ মাস্টার মশাই কে জানাই।

জুবায়েরের একবার হাত ঘড়ির দিকে তাকলো। বললো,

— এসো ভেতরে এসো।

তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো রফিক এবং তামিম। বিচ্ছু দুটোকে চিনতে মোটেও অসুবিধা হলো না জুবায়েরের। এ বছর ওদের কোন ক্লাস পাই নি সে। কিন্তু পূর্বের টাটা দু বছর এদের গণিত ক্লাস নিয়েছে। এরা দুজন পড়াশোনা না করে দিনভর গ্রাম ঘুরে বেড়ায়। ওদের দু জনের সঙ্গে সবসময়ই সোহাগী থাকে। কিন্তু সোহাগী গ্রাম ঘুরে বেড়ালেও পড়াশোনা বেশ এগিয়ে। যার দরুন জুবায়েরের প্রিয় শিক্ষার্থীর তালিকায় সর্বোউদ্ধে সোহাগীর অবস্থান। মাঝে মাঝে বিদ্যালয় ছুটির পর গণিত বুঝতে জুবায়েরের কাছে আসে সোহাগী। অবাক-কান্ড হচ্ছে সে যেদিন ছুটির পর তার কাছে পড়তে আসতো তখন এই বিচ্ছু দুটো চুপচাপ পাশে বসে থাকতো। কিন্তু আজ সোহাগী কে ওদের সাথে না দেখতে বেশ খটকা লাগলো জুবায়ের। সে ভ্রূ কুঁচকে রফিকের মুখপানে তাকালো। বললো,

— কীরে কি হয়েছে? তোরা তো পড়া বুঝতে আসিস নি নিশ্চয়ই! সোহাগী কোথায়?

রফিক এবং তামিম একবার নিজেদের দিকে তাকলো। অতঃপর মাথা নিচু করে ফেললো। রফিক বলে উঠলো,

— ও আর আইবো না মাস্টার মশাই। ওর বিয়া ঠিক হয়েছে। কালকে বিয়া।

সোহাগীর বিয়ে! আকস্মিক বিষ্ময়ের ছেয়ে গেলো জুবায়ের মুখশ্রী। মাথাটা যেন চট করে ব্যথা করে উঠলো। একে তো প্রিয়ার চিন্তা এখন আবার নতুন দুঃসংবাদ! স্কুলের মধ্যে মেধাবী মেয়ের এতো কম বিয়সে বিয়ে মানতে নারাজ সে। এ তো গুরুতর অপরাধ! ১৯২৯ সালে সর্ব প্রথম ‘বাল্যবিবাহ নিধোর আইন’ প্রণীত করা হয়। যেখানে মেয়েদের নূন্যতম বয়স ১৪ করা হলো পরবর্তীতে ১৯৮৪ সালে এই আইন সংশোধন করে মেয়েদের বিয়ের নূন্যতম ১৮ বছর নির্ধারন করা হয়। তখন ১৮ বছরের নিচের বয়সী মেয়েদের বিয়ে কে শিশু বিয়ে হিসেবে গণ্য করা হয়। যার মোতাবেক সোহাগী এখনো বিয়ের জন্য অপ্রাপ্তবয়স্ক! মুহূর্তেই জুবায়ের ক্ষিপ্ত হয়ে উঠলো। ক্রোধের বসে। চেয়ার থেকে দাঁড়ালো। উত্তেজিত কন্ঠে বলে উঠলো,

— বাল্যবিবাহ আইন সংশোধন করা হয়েছে তবুও এ যেন কমার নাম নেয় না। সোহাগী রাজি তো?

রফিক জুবায়েরের কথার প্রত্যুত্তরে কান্নারত কন্ঠে বললো,

— না মাস্টার মশাই সোহা রাজি না। আইজ সকালে ওগো বাড়িতে গেছিলাম। ওর মাই আমাগো খেদায় দিছে। ও আমাগো দেইখা কাইন্দা দিয়া ঘরে ঢুইকা গেছে।

(চলবে)

[দেরি করার জন্য অনেক অনেক দুঃখিত। একটু প্রে করবেন যেন লেগুলার দিতে পারি। পরবর্তী পর্বে ছোট একটা চমক দিব। কেমন হয়ছে জানাবেন। আগোছালো, বেখাপ্পা হয়েছে।রিচেক দেই নি।ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here