শেষ বিকেলের প্রণয় পর্ব ১০

0
691
Made with LogoLicious Add Your Logo App

#শেষ_বিকেলের_প্রণয়
#আলো_ইসলাম
১০

— বন্ধু হতে পারবো না আমি বর্তমান তাশরিফ খানের! এতটাই অযোগ্য আমি? ছুটির কথায় তাশরিফ বিমুঢ় দৃষ্টিতে তাকিয়ে বলে সহ্য করতে পারবে না জীবনের পরিসংখ্যান। অনেক জটিল যে সে পরিসংখ্যান। তাই আমি আর কাউকে রাখতে চাইনা জীবনে। একান্ত আমাকেই আমার প্রয়োজন কথাগুলো বলে চলে যায় তাশরিফ। ছুটি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তবে তাশরিফের কথার মধ্যে একটা রহস্য ছিলো যেটা তাশরিফ কথা দ্বারা হয়তো বোঝাতে চেয়েছে কিন্তু ছুটি বুঝতে পারেনি। ছুটির একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছুই বিদ্যমান থাকে না।

– কাটে দুদিন এইভাবে। ছুটি তাশরিফের ঘরে গিয়ে ওই কাগজ টা খোঁজার চেষ্টা করেছে অনেক কিন্তু কোথাও পাইনি৷ তাশরিফ হয়তো কাগজ টা কাবার্ডে লক করে রেখেছে৷ কিন্তু ওইটা কিসের কাগজ ছিলো দেখতে হবে ছুটিকে৷ ছুটি আবছা যতটা দেখেছিলো তাতে বুঝতে পারে তাশরিফের গান নিয়ে কিছু একটা।

–ছায়া আসে আজ আবারও৷ তবে আজ ছায়া নিজ ইচ্ছেতে নয় রোহান আসতে বলেছে তাকে। কিন্তু কেনো আসতে বলেছে সেটা জানায়নি। বলেছে আসলে বলবে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই আবিরের সাথে দেখা হয় ছায়ার৷ এই সময় ছায়াকে দেখে আবির একটু অবাক হয়৷ ব্যাপার টা স্বাভাবিক নিয়ে কৌতুহলী হয়ে বলে তুই এই সময় এখানে? যদি আসারই হয় তো আগে আসতে পারিস না৷ সন্ধ্যার পরেই কেনো আসতে হয় তোকে। কিছুটা রাগ প্রকাশ পাইও।
– আমার যখন ইচ্ছে হবে তখনই আসবো আপনার কি তাতে? মুখ বাকিয়ে বলে ছায়া।
– আমি তোর সাথে ফাজলামি করছি না ছায়া। জানিস দিনকাল কত খারাপ হয়ে গেছে৷ একা মেয়ে এইভাবে সন্ধা-রাতে বেরোনো উচিত না৷

– হয়েছে জ্ঞান দেওয়া এখন আমি উপরে যায়, আচ্ছা রোহান ভাইয়া আছে তো? ছায়ার কথায় আবির ভ্রু কুচকে বলে রোহানের সাথে তোর এত কিসের পিরিত?
– ছিহ আবির ভাইয়া এইসব কি কথা। চোখ মুখ কুচকে বলে ছায়া।

— কেন ভালো লাগলো না শুনতে। এসে পর্যন্ত দেখি রোহানের পেছনে পড়ে আছিস৷ তোদের মধ্যে কি চলছে বলতো? এত গায়ে পড়া স্বভাব কেন তোর? ছেলে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে তাই না? আবিরের কথায় ছায়া রেগে গিয়ে বলে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এবার।।
– আবির রেগে ছায়ার দিকে তেড়ে যায়। হাত ধরে পিছু ঘুরিয়ে নেয়। ছায়ার পিঠ আবিরের বুকের সাথে লেগে, ছায়া ব্যথায় কুঁকড়ে উঠে।

— একদম সহ্য হয়না তোদের এই আদিখ্যেতা। সব সময় চিপকে থাকিস দুজন কেনো? যেদিন থেকে পরিচয় হয়েছে তোদের সেদিন থেকে দেখছি বিষয়টা। রোহানের সাথে এত কিসের আলাপ তোর? এত কিসের হাসাহাসি? কই আমার সাথে তো কখনো হেসে কথা বলিস না৷ আমার কাছে আসিস না৷ ছায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে অনবরত। ব্যথা পাচ্ছে সাথে আবিরের কটু কথা।

– আমার লাগছে আবির ভাইয়া কান্নারত কন্ঠে বলে ছায়া। এর মধ্যে ছুটি আসে সেখানে।
– ছায়ার হাত ছেড়ে দাও আবির। ছুটির কন্ঠস্বর পেতেই আবির ছায়াকে ছেড়ে দেয়। ছায়া হাত ধরে কান্না করতে থাকে। ছুটি একজনকে ডেকে বলে বরফ নিয়ে আসতে। আবির অপরাধী চোখে তাকায় ছুটির দিকে।
– ভালোবাসাটা অপরাধ নয়, কিন্তু ভালোবাসার কথাটা ভালোবাসার মানুষকে বলতে না পারাটা অপরাধ। ছায়ার মনে তোমার নামে অভিমান,অভিযোগ সৃষ্টি হওয়ার আগেই মনের কথা বলে দিও। নয়তো অনেক দেরি হয়ে যাবে। আবির অবাক চোখে তাকায় ছুটির দিকে। ছুটি কি বোঝাতে চেয়েছে তার বুঝতে বাকি নেই৷ তার মানে ছুটি সব জানে, সব বুঝে গিয়েছে?

— ছায়াকে নিয়ে ঘরে যায় ছুটি। ছায়া এখনো কান্না করছে। হাতে ব্যথাও করছে৷ এমন শক্ত করে ধরেছে যে জায়গাটা লাল হয়ে আছে।

– কান্না থামা বোন। ঠিক হয়ে যাবে একটু পর দেখিস। ছুটি বলে ছায়ার চোখের পানি মুছে দিয়ে।

– তুই উনাকে কিছু বললি না কেনো আপাই? আমার অনেক ব্যথা লেগেছে জানিস তুই! আর আমাকে অনেক বাজে বাজে কথাও বলেছে রোহান ভাইয়াকে নিয়ে। আমি নাকি উনার গায়ে পড়ি গিয়ে। ছায়া কথা গুলো বলে আবার কেঁদে দেয়। দরজার আড়ালে আবির দাঁড়িয়ে আছে৷ খুব খারাপ লাগছে তার এমন করার জন্য। রাগের মাথায় ছায়াকে কষ্ট দিয়ে ফেলেছে সে।

— আচ্ছা আবির কেনো এমন করলো? ছুটির কথায় ছায়া বলে আমি কি করে বলবো কেনো করলো! আমি বললাম রোহান ভাইয়া আসতে বলেছে আমাকে আর তখনই রেগে গেলেন আর এইসব কথা শুনিয়ে দিলেন।
-ছায়া মুচকি হেসে বলে, আমি ভেবেছিলাম আমার বোনটা অনেক বড় হয়ে গেছে। তাই তো আমাকে সামলায় আমাকে জ্ঞানের কথা বলে কিন্তু না। আমার বোন টা সেই ছোটই রয়ে গেছে দেখছি। ছুটির কথায় ছায়া বিস্ময় নিয়ে বলে মানে?.

– মানে অনেক কিছু৷ আগে চোখের পানি মুছ তারপর বলবো।
– আমি সত্যি তোর কথা বুঝতে পারছি না আপাই?

– আবির তোকে ভালোবাসে ছায়া! ছুটির ছোট বাক্য ছায়ার কর্ণধার হতেই শীতল হয়ে আসে শরীর। অবিশ্বাস চাহনি রাখে সে ছুটির দিকে।
– এই যে আবির তোর পেছনে লাগে, তোকে রাগায় তোর সাথে কথা বলার বাহানা খুঁজে কেনো জানিস? কারণ ভালোবাসা! আবির আড়ালে তোকে আগলেও রাখে যেটা তুই দেখতে পাসনা। তাই তো আবির রেগে যায় রোহানের কথা শুনে। কারণ, প্রিয় মানুষের পাশে যে কাউকে সহ্য করা যায়না ছায়া। একান্ত নিজের করে রাখতে চাই সবাই। আবির মুচকি হাসে ছুটির কথা শুনে। কেন জানি মনে শান্তি লাগছে তার।

– ছায়া কি বলবে বুঝতে পারছে না৷ সত্যি আবির তাকে ভালোবাসে? কিন্তু কই কখনো বলেনি তো আর না মনে হয়েছে৷ আপাই কেনো বলছে তাহলে এইসব কথা?
– উনি কি তোকে এইসব কথা বলেছে আপাই? ছায়ার কথায় ছুটি মুচকি হেসে বলে সব কথা কেনো বলতে হবে। কিছু কথা না বলেও প্রকাশ করা যায় বুঝলি।

— ছায়া লজ্জা পাই। লালাভ আফা ফুটে উঠে বদন জুড়ে।
– আচ্ছা তোর মনে আবিরের জন্য কি অনুভূতি? ছুটির কথায় ঘাবড়ে তাকায় ছায়া।
– ঘাবড়ে গেলে চলবে না বনু, সঠিক সময়ে সঠিক মানুষ কে আঁকড়ে না ধরলে যে পরে আর সেটা পাওয়া হয়না। ছুটির আক্ষেপ প্রকাশ পাই কথাটাই।

– আমি জানি না আপাই, আমার মনে উনার জন্য কি অনুভূতি। তবে ভালো লাগে উনাকে, পছন্দও করি। উনি যে আমাকে জ্বালাতন করে আমার সাথে দুষ্টামি করে সব কিছু ভালো লাগে কিন্তু, তাহলে কি এটাই ভলোবাসা আপাই? নাকি শুধু ভালো লাগা?

— নিজের মনকে সে প্রশ্ন কর, বুঝতে চেষ্টা কর। ঠিক উত্তর পেয়ে যাবি৷ এখন বল তো উকিল সাহেব কেনো আসতে বলেছে তোকে?
– জানি না, বলেছে আসলে বলবে। এর মধ্যে রোহান হাজির সেখানে৷ রোহানকে আসতে দেখে আবির সরে যায়। রোহানের হাতে বেশ কিছু খাবারের প্যাকেট।

– এইগুলা কি? ছুটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে।
– এখানে সব খাবার আছে, প্যাকেট গুলো রাখতে রাখতে বলে রোহান। নজর যায় ছায়ার দিকে।
– কি ব্যাপার ছায়া তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেনো? মনে হচ্ছে কান্না করেছো, তোমার কি শরীর খারাপ?
– ছায়া, ছুটি দুজনেই কিছুটা নড়েচড়ে উঠে।
– তেমন কিছু না৷ বাইরে থেকে এসেছে তো হয়তো ধুলোবালি পড়েছে চোখে তাই এমন দেখাচ্ছে। তুই যা তো ছায়া ফ্রেস হয়ে আয়।

– ছুটির কথা মতো ছায়া ওয়াশরুমে যায় চোখ মুখে পানি দিতে।

-হঠাৎ এতসব খাবার, কি উপলক্ষে উকিল সাহেব? ছুটির প্রশ্নে রোহান লম্বা একটা হাসি রেখে বলে গেস করো।
– I have no idea! ছুটি বলে এক কথায়।

– ভাবলে তবে না আইডিয়া পাবে৷ যাই হোক আমি কোর্টের পারমিশন পেয়ে গেছি কেসটা লড়ার জন্য। রোহানের কথায় ছুটি উত্তেজিত কন্ঠে বলে সত্যি? যাক অবশেষে একটা ভালো খবর শুনলাম।

– জ্বি ম্যাম” তাই তো সবাইকে নিয়ে এই মুহুর্তটা এনজয় করতে চাই। তুমি তো বাইরে যাবে না খেতে তাই ভাবলাম খাবার টা বাসায় নিয়ে আসি। সবাই মিলে খাওয়া দাওয়া হবে একদিন। এই জন্য ছায়াকেও আসতে বলেছি। রোহানের কথায় ছুটি ছোট করে ওহ বলে।

–আড়াল থেকে সব শুনে আবিরের খারাপ লাগে৷ শুধু শুধু ছায়াকে বাজে কথা শুনিয়েছে সে।

— আবির, বাইরে কেনো দাঁড়িয়ে আছো ভেতরে এসো! ছুটির কথায় হকচকিয়ে উঠে আবির৷ ছায়ার চোখ সে ফাকি দিতে পারলো না এবারও।

– আবির আড়াল থেকে বেরিয়ে হাসার চেষ্টা করে বলে না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই..থেমে যায় আবির৷ ছায়া ফ্রেস হয়ে বের হয় ততখনে।

– আরে আবির এসো এসো৷ আমি তোমাকেও ডেকে পাঠাইতাম। ব্রোর কেসটা লড়ার জন্য আমি পারমিশন পেয়ে গেছি৷ এখন শুধু প্রমাণ কালেক্ট করা বাকি।

– বাহ এটা তো ভালো খবর আবির বলে হেসে।

— আবির আড়ে আড়ে ছায়ার দিকে চায়। ছায়া একবারও আবিরের চোখে চোখ রাখে না৷ লজ্জা,বিশেষ এক অনুভূতিতে সব গিলে খেয়েছে।

— সে সময় টা সবাই মিলে ভালোই কাটায়। আবির সরি বলে নেয় ছায়াকে। ছায়া ভেবেছিলো আবির তার মনের কথাসহ বলবে। কিন্তু আবির শুধু সরি বলে তাকে।

— দুদিন ছুটি তাশরিফের ঘরে যায়না সকালে কফি নিয়ে। তাশরিফের হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে সে সময়। এই সময় ছুটি এসে তাকে ডেকে তুলতো। তাশরিফ ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে ছুটি কে খুঁজে কিন্তু পাইনা। টেবিলে কফির কাপও নেই। একটা দীর্ঘশ্বাস ছাড়ে তাশরিফ। দুদিনেই অভ্যাস খারাপ হয়ে গেছে তার।

– তাশরিফ আজ যেনো তাড়াতাড়ি উঠে পড়েছে। এত সকালে কি করবে ভেবে না পেয়ে ছাদের দিকে যায়। অনেক দিন পর তাশরিফ ছাদে যায় আজ।
– ছাদের কিনারায় ছুটি দাঁড়িয়ে আছে। তাশরিফ জানতো না এখানে আসলে সে ছুটির দেখা পাবে।

– কারো পায়ের ভাঁজ পেয়ে ছুটি পিছু ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। তাশরিফ এই সময় ছাদে বিশ্বাসই হচ্ছে না। সকালের ফুরফুরে বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে।

– তুমি এখানে, এত সকালে উঠেছ যে? ছুটির কথায় তাশরিফ প্রকৃতির দিকে চোখ রেখে বলে ঘুম ভেঙে গেলো হঠাৎ তাই আসলাম। তুমি এখানে কি করছো?

– আমি তো প্রতিদিনই আসি। প্রতিদিন সকালে ছাদে না আসলে আমার ভালোই লাগেনা৷ দেখো, হাওয়া বয়ছে কি সুন্দর।
– তাশরিফ কিছু বলে না আর তবে ছুটিকে আজ কেমন প্রানোবন্ত লাগছে।

– মন খারাপ? হুট করে বলে উঠে ছুটি! তাশরিফ ভ্রু কুচকে বলে আমাকে বলছো?
– এখানে আপনি ছাড়া আর কেউ আছে বলে আমার জানা নেই৷ আপনি কাউকে দেখছেন? হেয়ালি নিয়ে বলে ছুটি। তাশরিফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ভেতরে তো মনই নেই তাহলে মন খারাপের প্রশ্ন আসে কোথা থেকে?

– মন আছে বলে আপনি এতটা কষ্ট বয়ে বেড়াচ্ছেন তাশরিফ ভাইয়া। ছুটির কথায় তাশরিফ ভ্রু কুচকে তাকায়।

– আচ্ছা ছুটি, একটা কথার জবাব দেবে আমায়? তাশরিফের কথায় ছুটি সন্দিহান হয়ে বলে চেষ্টা করবো।

– তুমি কেনো এত কিছু করছো আমার জন্য?

তাশরিফের কথায় ছুটি না জানার ভান ধরে বলে কি করছি?
– এই যে আমাকে নির্দোষ প্রমান করতে চাও, স্বাভাবিক লাইফ দিতে চাও। কেনো? কি লাভ তোমার তাতে?

– লাভ ক্ষতির হিসাব করে যদি জীবন চলতো তাহলে হয়তো সবার জীবনে লাভটাই বেশি প্রাধান্য পেতো৷ ক্ষতির সাক্ষাৎকার কেউ করতো না। ছুটির জটিল কথা বোধগম্য হয়না তাশরিফের।

– শুধু এতটুকু জেনে রাখো আমি তোমার জন্য কিছুই করছি।
– সত্যি কি তাই? বন্ধুত্বের জায়গাটা তাহলে নেই বলছো? আমি তো ভেবেছিলাম বন্ধু হিসেবে আমার জন্য লড়াই করছো তুমি! ছোট ছোট চোখ করে তাকায় ছুটি তাশরিফের কথায়। কি বলতে চাইছে তাশরিফ?

— ভিত্তিহীন কথাবার্তা না বলাই ভালো, তাই নয় কি?

তিন বছর আগের সম্পর্ক টা আর ফিরে পাওয়া সম্ভব নয়। না তোমার দিক হতে না আমার। তুমি যেমন পারছো না আমাকে সম্পুর্ণ রুপে বন্ধু হিসেবে গ্রহণ করতে তেমন আমারও কিছু বাধ্যবাধকতা আছে। আমি তো এইসব করছি শুধু মাত্র রানীমার কথা ভেবে। ছোট থেকে দেখে আসছি মানুষটাকে। মায়ের মতো আদর স্নেহ দিয়ে গেছেন সব সময়। তাই উনার কষ্ট সহ্য করতে পারছি না৷ এতকিছুর পরও কিছু আশা নিয়ে পথ চলছেন তিনি আর তারই সঙ্গ দেওয়ার চেষ্টা করছি মাত্র ছুটি বলে আবেগ নিয়ে।

– আজও মনের কথাটা বলতে পারলে না ছুটি…

চলবে…

,❌কপি করা নিষেধ ❌ভুলক্রুটি মাফ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here