রঙিন খামে বিষাদের চিঠি পর্ব ২

0
346

#রঙিন_খামে_বিষাদের_চিঠি
#পর্বঃ০২
#আর্শিয়া_ইসলাম_উর্মি

৩,
বেলা বেশ গড়িয়েছে, রিয়ানার আজ ঘুম থেকে উঠতে দেরিই হয়ে গেলো। মোবাইল হাতে নিয়ে সময় দেখে, দশটা বাজতে চলেছে। ঘুম থেকে উঠেই রায়াদের বোন রোজা কলেজে গেছে কিনা! দেখার জন্য ড্রইং রুমে এসেই সোফায় নিজের বোন আয়াতকে বসে থাকতে দেখে চমকালো রিয়ানা। ফাতেহা খানম এবং উনার স্বামী ইয়াসিন শাহনেওয়াজের সঙ্গে বসে হেসে গল্প করতে ব্যস্ত আয়াত। রায়াদ আর রোজা হয়তো ক্লাস করতে চলে গেছে তাদের কলেজ এবং ভার্সিটিতে তার দিকে দৃষ্টি স্থির রিয়ানার। সে এক-পা দু-পা করে এগিয়ে বোনের সামনে দাড়ালো। আয়াত কথার মাঝেই রিয়ানাকে দেখতে পেয়ে উঠে দাড়ালো। রিয়ানার বিস্ময় কাটছেনা। বারবার মনে হচ্ছে সে এখনও ঘুমোচ্ছে, আর ঘুমের ঘোরে আয়াত এসেছে, সেই স্বপ্ন দেখছে সে। আয়াত বোনকে রিয়ানা কিছু বুঝে উঠার আগেই জড়িয়ে ধরে। নম্র স্বরে জিগাসা করে,

“কেমন আছিস রিয়ু!”

“যেমন রেখে গেলে! তুমি এসেছো আমার বিশ্বাস হচ্ছে না। সত্যিই এসেছো?”

আয়াত ফোঁস করে শ্বাস ফেললো। রিয়ানকে ছেড়ে গালে হাত রেখে বললো,

” হ্যাঁ সত্যি এসেছি। তোর ঘুম ভাঙার অপেক্ষায় ছিলাম। তোর তো নিজে ঘুম থেকে না উঠলে কেউ উঠালেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এজন্য জাগাইনি।”

ফাতেহা খানম দু-বোনের কথার মাঝে বললেন,

” রিয়ু তুই ফ্রেশ হয়ে আয়। আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। টেবিল সাজাই, ব্রেকফাস্ট করবি আয়।”

আয়াত উনার কথা শুনে চট করে বললো,

” আন্টি আমি একটু সাহায্য করি! ও তো ফ্রেশ হতেই যাবে। আপনি একা কাজ করার বদলে আমি একটু হাতে হাতে এগিয়ে দিই?”

ফাতেহা বেগম মুচকি হাসলেন। মানা করলেন না। দুজনে পা বাড়ালো কিচেনের দিকে। ওরা চলে যেতেই ইয়াসিন সাহেবের উদ্দেশ্যে রিয়ানা বললো,

” গুড মর্নিং আংকেল।”

” গুড মর্নিং মামনি।”

” রাতে লেইট করে ঘুমানোর ফলে লেইট হলো উঠতে। আপনি তো এই সময় কাজে থাকেন! আজ বাসায় যে?”

” ঐ তো তোমার আব্বু ফোন করে বললো, আয়াত মা আসবে। এজন্য তাকে সাথে নিয়ে বাসায় আসলাম। তুমি ফ্রেশ হও গিয়ে।”

“জি আংকেল।”

রিয়ানা ইয়াসিন সাহেবের সাথে কথা শেষ করে তার জন্য বরাদ্দকৃত বর্তমানের নিজের রুমের দিকে অগ্রসর হয়। এদিকে কিচেনে ফাতেহা খানমের হাতে হাতে নাস্তা সাজিয়ে টেবিলে এনে রাখছে আয়াত। সবার লাস্টে ফাতেহা খানমের সাহায্যে বোনের জন্য তার হাতের বানানো প্রিয় একটা আইটেম বানানোর কাজে লেগে পরে আয়াত। সপ্তাহে দুদিন আয়াতের হাতের বানানো আইটেম-টা খাবেই রিয়ানা। অথচ এক সপ্তাহ হলো! বোনকে চোখের দেখাও দেখতে না পেয়ে তার ছুটে আসা। রিয়ানার জন্য আয়াত চিকেনের একটা আইটেম করছে, সেটা ঢাকনায় ঢেকে দিয়ে দাড়াতেই ফাতেহা খানম আয়াতের উদ্দেশ্যে বললেন,

“আচ্ছা আয়াত মা, তোমায় কিছু কথা জিগাসা করি! যদিও বা এটা পারসোনাল কথা। তবুও জানার জন্য আগ্রহ হচ্ছে।”

আয়াত ফাতেহা খানমের দিকে ফিরে তাকালো উনার কথা শুনে। সম্মানের সহিত মাথা নাড়িয়ে বললো,

“জি বলুন আন্টি, সমস্যা নেই। ”

” তোমরা দেশে ফিরে এয়ারপোর্ট থেকে সোজা রিয়ুকে এখানে রেখে গেলে! এ ক’দিনে যা বুঝলাম, ও ভীষণ মিশুক মেয়ে সাথে ভালো মনের একজন মানুষ। তোমার বাবা মানে হানিফ ভাইও তোমার আংকেলের কাছে রিয়ুকে রেখে বলে গেলেন একটু মানুষ বানিয়ে পাঠাতে! জার্মানিতে থেকে অমানুষ হয়েছে রিয়ু। বাড়িতে সবার মাঝে নিয়ে গেলে কথা শুনতে হবে! এমন কিছুই বলেছিলেন তোমার বাবা৷ কোথায়! ওর মাঝে তো এমন কিছু রিয়ুর মাঝে পেলাম না! রায়াদ শুধু একবার ওর ড্রেসআপ নিয়ে চেচামেচি করায় পরে রোজার ড্রেস ও শান্ত মেয়ের মতোই পরে নিলো। পরে তোমার আংকেল আলাদা ভাবে ওর জন্য ড্রেসও এনেছে। ওগুলোই পরে। ঠিকমতো খাওয়া দাওয়া করে। আমার সাথে কি সুন্দর মিশে গেছে। তাহলে ওর মাঝে কিসের এতো খামতি যে, তোমার বাবা নিজের মেয়েকেই সবার মাঝে নিয়ে যেতে লজ্জায় এখানে রেখে গেলেন?”

৪,
আয়াত আন্দাজ করেছিলো এমন কিছু কথার সম্মুখীন হতে হবে। সে দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রাই-প্যানের ঢাকনা উচিয়ে রিয়ানার জন্য বানানো খাবারটা নাড়াচাড়া করে দেখলো হয়েছে কিনা! হয়ে যেতেই নামিয়ে নিলো। সার্ভিং বোলে ঢেলে নিয়ে ফ্রাই প্যান ক্লিন করতে ব্যস্ত হয়ে গেলো। ফাতেহা খানম নিজেই এবার অসস্তি পরলেন। কথাগুলো না জিগাসা করেও থাকতে পারছিলেন না! আবার জিগাসা করেও আয়াতের উত্তর না পেয়ে কেমন একটা অসস্তি পরলেন। আয়াত হাতে কাজ শেষে ফাতেহা খানমকে ইশারা করলো ডাইনিং টেবিলে যাওয়ার উদ্দেশ্যে। ফাতেহা খানমও ইশারা বুঝে আয়াতের সাথে হাঁটা ধরলেন। দুজনে ডাইনিং টেবিলে এসে সবার খাবার সার্ভ করে দিলো। এরমাঝেই আয়াত বললো,

“আপনার কথাগুলোর উত্তর একান্তই আপনার সাথে বসে দিতে হবে আন্টি। কথা বলার সময় রিয়ুর কানে গেলে মেয়েটা কষ্ট পাবে। ”

“তোমরা কি নিয়ে কথা বলছো?”

আয়াতের কথা ফুরোতেই রিয়ানা এসে দাঁড়িয়েছে ডাইনিং টেবিলের কাছে। টেবিলের একমাথায় চেয়ারে হাত রেখে দুজনকে কথা বলতে দেখে প্রশ্ন করে। আয়াত বোনের দিকে দৃষ্টি মেলতেই অবাক হওয়ার পাশাপাশি মুগ্ধ হয়ে যায়। রিয়ানা হালকা কমলা রঙের সুতির একটা থ্রিপিস পরেছে৷ রঙটা রিয়ানার ফর্সা শরীরে দারুণ ভাবে ফুটে উঠেছে। আয়াত অবাক হয়েছে কারণ এই প্রথম বার রিয়ানাকে থ্রিপিস পরতে দেখলো সে। এ যাবত তো শুধু, জিন্স, টপস, শার্ট, টিশার্ট, পাতলা সোয়েটার, জ্যাকেট এসব পরতেই দেখেছে। সে শতো চেষ্টা করেও কখনও বাঙালি কাপড় পরাতে পারেনি আয়াত। তার বোন-টা আপাদমস্তক পুরোটাই বিদেশী চালচলনে চলেফিরে বড়ো হয়েছে। সেখানে থ্রিপিস পরা অবস্থাতে দেখে সে অবাক না হয়ে পারলোনা। বোনের দিকে এগিয়ে এসে দুগালে হাত রেখে মুগ্ধ কণ্ঠে বললো,

“মাশাল্লাহ, তোকে তো দারুণ লাগছে রিয়ু। ”

“রাখ তোর দারুণ লাগা আপু। ওরনা বারবার স্লিপ কেটে পরে যায়। এাব ড্রেস মেয়েরা হ্যান্ডেল করে কি করে! হাউ?”

রিয়ানা বিরক্তিমাখা কণ্ঠে কথাটা বলে। আয়াত হালকা হেসে বললো,

“হ্যান্ডেল করতে পারিস না তবে পরলি যে! তোর তো কিছুতে কমফোর্ট ফিল না হলে কিছুতেই সেটা সহ্য করিস না। তাহলে থ্রিপিস পরে আছিস যে!”

“বাবা তো এটাই চায়! তাইনা? একটু মেয়েলি ভাব আসুক আমার মাঝে। যেনো চাচ্চু, ফুফুমনি, খালামনিদের মাঝে বুক ফুলিয়ে বলতে পারেন মেয়েদের ভীনদেশেও মানুষের মতো মানুষ করতে পেরেছেন! অথচ সময় দেওয়ার বেলায়!”

“থাম তুই, আমার কথার উত্তর না দিয়ে কথা অন্যদিকে টানছিস!”

আয়াত রিয়ানার হাতে চাপড় মেরে কথাটা বললো। ফাতেহা খানম নিরবে দাড়িয়ে দুবোনের কথা শুনছিলেন। এরমাঝেই উনি ফোঁড়ন কেটে বললেন,

“রায়াদ ওর ড্রেসআপ দেখতে পারেনা বললাম না তোমায়! সেজন্যই থ্রিপিস পরেছে হয়তো।”

রায়াদ আর রোজা আংকেল আন্টির ছেলেমেয়ে, এটা জানে আয়াত। আার পরও বেশ কয়েকবার উনাদের কথার মাঝে দুজনেরই নাম শুনলো আয়াত। এখন আবার রায়াদ নামক মানুষটিকেও রিয়ানা এতো ভয় পেয়েছে যে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে বাঙালি ড্রেস পরছে! রায়াদ নামক মানুষ-টা কেমন! দেখার জন্য মনের মাঝে উশখুশ বোধ হতে শুরু করলো আয়াতের। রিয়ানা আয়াতকে চুপ করে দাড়িয়ে থাকতে দেখে ঝাঁকি দিয়ে বললো,

“কিরে আপু! কোথায় হারালি?”

আয়াত রিয়ানার ঝাঁকিতে সম্বিত ফিরে পেয়ে থতমত খেয়ে উত্তর দিলো,

“না কোথাও না। বোস, আগে ব্রেকফাস্ট সেরে নে। এরপর দুবোনে একটু শপিং এ যাবো। তোর পছন্দ ছাড়া কিছু কিনতে ইচ্ছে করেনা রিয়ানা।”

রিয়ানা দীর্ঘশ্বাস ছাড়ে আয়াতের কথায়। চুপটি করে বসে পরে খেতে। সে বসতেই ফাতেহা খানম বললেন,

“তুমিও খেতে বসে পরো আয়াত।”

“আংকেল কে ডাকলেন না!”

আয়াতের কথায় ফাতপহা খানম ইয়াসিন সাহেবকেও ডাকলেন। অতঃপর চারজনে একত্রে বসে খাওয়াদাওয়া শেষ করে নেয়। এরপর ড্রইং রুমে সোফায় বসে আয়াত, ফাতেহা খানম, ইয়াসিন সাহেব নিজেদের মতো টুকটাক বাসার সবার খোজ খবর নেওয়ার কথাবার্তার আলোচনা শুরু করতেই ইয়াসিন সাহেব জিগাসা করেন আয়াতকে,

“হানিফ তো তোমার বিয়ের জন্যই দেশে ফিরেছে! সেই বিয়ের খবর কতোদূর মা?”

নিজের বিয়ের কথা নিজের মুখে বলতেই কেমন একটা লজ্জা লাগছিলো আয়াতের। সেজন্য সে ছোট্ট করে জবাব দেয়,

“আপনি বরং বাবার সাথেই একবার কথা বলে নিয়েন আংকেল।”

ফাতেহা খানম, ইয়াসিন সাহেব বুঝলেন আয়াত হয়তো লজ্জা পাচ্ছে। উনারা দুজনই আয়াতের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। রিয়ানা গেছে ড্রেস পাল্টাতে। স্কার্টের সাথে তবু ওরনা গলায় পেচিয়ে রাখা যায়। থ্রিপিসে সেভাবে রাখলে দেখতে তো ভালো লাগেই না, আবার নরমাল ভাবে রাখলে দুমদাম ওরনার একমাথা ফ্লোরে গড়াগড়ি খাবার যোগার। এজন্য ড্রেস পাল্টাতে গেছে সে। ড্রেস পাল্টে ড্রইং রুমে এসে বোনকে উদ্দেশ্য করে রিয়ানা বলে,

“আপু চল, আমি রেডি। ”

আয়াত এবং ইয়াসিন সাহেব উঠে দাড়ায়। তিনজনই যাবে একসাথে। ইয়াসিন সাহেবের কাপড়ের দোকান থেকেই কাপড় কিনবে আয়াত। মার্কেটে উনার নিজস্ব তিনটা দোকান আছে কাপড়ের, সাথে একটা জুয়েলারী শপও আছে উনার। এসবই দেখাশোনা করে জীবনটা স্বচ্ছন্দে চলে যাচ্ছে ইয়াসিন সাহেবের৷ ফাতেহা খানম দরজা আটকে দিতে ওদের পিছু পিছু আসলো। কিন্তু রিয়ানা দরজা খুলতেই মুখোমুখি হয় রায়াদের। রায়াদকে আচমকা দেখে ঘাবড়ে যায় সে। দরজা থেকে সরে দাড়ায়। ইয়াসিন সাহেব ছেলেকে হঠাৎ করে দেখে প্রশ্ন করেন,

“তুমি তো ভার্সিটিতে গেলে, এই অসময়ে বাসায় আসলে যে!”

রায়াদের তার বাবার বলা কথাগুলো কর্ণগোচর হলো না। তার দৃষ্টি আঁটকে আছে রিয়ানার পাশে অবস্থানরত আয়াতের দিকে। আয়াতও রায়াদকে একপলক দেখে দৃষ্টি নামিয়ে নিয়েছে। তখনই হন্তদন্ত হয়ে রায়াদের পাশে এসে দাড়ায় এক যুবক। ইয়াসিন সাহেব আর ফাতেহা খানমকে দেখতে পেয়ে জোড় গলায় বলে,

“আসসালামু আলাইকুম আংকেল, আন্টি। ভালো আছেন আপনারা? ”

রিয়ানা যুবকটির দিকে তাকিয়ে ভ্রুকুটি করে তাকিয়ে আনমনে ভাবে,

“এ আবার কোন পাগল! দেখতে তো পাগলদের সর্দার ছাড়া কিছু মনে হচ্ছে না।”

চলবে?

ভুলত্রুটি মার্জনীয়, আসসালামু আলাইকুম। একটু রেসপন্স করবেন প্লিজ!😮‍💨

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here