বিরহ শ্রাবণ পর্ব ৮

0
971

#বিরহ_শ্রাবণ
#পর্ব_৮
#লেখিকা:সারা মেহেক

অভ্র ভাই কয়েক সেকেন্ড সময় নিলেন। পেলব দৃষ্টিতে আমার দিকে একনজর চেয়ে মেঘে ঢাকা অর্ধ চন্দ্রের পানে দৃষ্টিপাত করে বললেন,
” আছে একজন, যে আমার মনে রাজত্ব করে।”

আমি বিস্ময়াভিভূত হলাম। চক্ষুজোড়া স্বাভাবিকের তুলনায় বৃহদাকার ধারণ করলো। অভ্র ভাইকে জিজ্ঞেস করলাম,
” সত্যিই আপনার গার্লফ্রেন্ড আছে! কই আগে কখনো বলেননি তো। ”

অভ্র ভাই দৃষ্টি হটিয়ে আমার পানে চাইলেন। ভ্রুজোড়া কুঁচকে শুধালেন,
” গার্লফ্রেন্ডের কথা কে বললো?”

” কেনো, আপনিই তো বললেন, আপনার মনে রাজত্ব করে। ”

” হ্যাঁ আমি তাই বলেছি। কিন্তু গার্লফ্রেন্ডের কথা বলিনি৷ সে তো আমার গার্লফ্রেন্ড না। ”

” তাহলে কে সে?”

অভ্র ভাই বোধহয় সুখময় চিন্তার রাজ্যে হারিয়ে গেলেন। উনার ঠোঁটের কোনে ফুটে উঠলো মুগ্ধময় হাসি। নিশ্চয়ই মেয়েটিকে নিয়ে চিন্তায় মগ্ন তিনি!
অভ্র ভাই আমার পানে চেয়ে প্রগাঢ় গলায় বললেন,
” মেয়েটি আমার মন কুঠিরে ঠাই নেওয়া তৃতীয় নারী। মা আর অনামিকার পরে আমার হৃদয়ে স্থান করে নেওয়া মেয়েটি দেখতে ঠিক যেনো চাঁদের মতো৷ যাকে দেখলে মুগ্ধতায় সর্বাঙ্গ শিউরে উঠে। যাকে দেখলে আলতো করে ছুঁয়ে দিতে মন চায়। যার দুষ্টুমি দেখলে তাকে আরো তীব্রভাবে ভালোবাসতে মন চায়। যাকে দেখলে মনে আকাঙ্খা জাগে, তার হৃদগহীনের একমাত্র ব্যক্তি হবো আমি৷ যে আমি-হীনা অসম্পূর্ণ হবে। আর আমি সে-হীনা অপূর্ণ হবো। ”

অভ্র ভাইয়ের প্রতিটা কথা মুগ্ধ হয়ে শুনলাম। এই ভেবে খানিক বিস্মিত হলাম, ছোট হতে দেখে আসা চুপচাপ এই মানুষটিও কাউকে এভাবে ভালোবাসতে পারে! কাউকে নিয়ে এতো স্নিগ্ধ ভাবনা ভাবতে পারে! আমার বিশ্বাস, অভ্র ভাই যে মেয়েকে ভালোবাসেন সে পৃথিবীর অন্যতম ভাগ্যবতী একটা মেয়ে। তবে সেই কখন হতে কৌতূহলী মন আমার ভাগ্যবতী মেয়েটার নাম জানতে চাইছে। অভ্র ভাইয়ের এ কথার দরুণ আমার কৌতূহল পূর্বের তুলনায় বেড়ে দ্বিগুণ হলো। ফলে নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পেরে উনাকে জিজ্ঞেস করলাম,
” মেয়েটার এতো প্রশংসা করলেন। এবার তার নামটাও বলুন। জানতে চাই, কে সেই ভাগ্যবতী মেয়ে যাকে আপনি এভাবে ভালোবাসেন?”

অভ্র ভাই হাসলো। তবে উনার হাসিটা স্বাভাবিক হাসি বোধ হলো না। কিছুটা রহস্যমিশ্রিত লাগলো সে হাসি। উনি বললেন,
” নামটা অজানাই থাকুক। সঠিক সময় আসলে আমি নিজেই তোমাকে তার নাম বলবো। ”

অভ্র ভাইয়ের এ কথা শুনে মুহূর্তেই আমার কৌতূহলী মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো। আমি ঠোঁট উল্টে মৃদু অভিমানী স্বরে বললাম,
” এটা ঠিক না অভ্র ভাই। আপনার মনে মেয়েটার প্রতি অনুভূতি জানিয়ে নাম না বলে এভাবে মাঝ নদীতে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। আপনি মানুষটা বড্ড খারাপ৷ ”

অভ্র ভাই হাসলো। নিঃশব্দ হাসি। বললো,
” হতে পারে আমি খারাপ। তবে আমি নিশ্চিত, আমার মনে রাজত্ব করা স্বপ্নচারিণীর কাছে আমি ভালো হবো। ”

” আপনার তার নাম বুঝি স্বপ্নচারিণী?”

অভ্র ভাই পুনরায় হাসলেন। আকাশ পানে চেয়ে বললেন,
” হ্যাঁ। আমার কল্পনা রাজ্যে বিচরণ করা রমনীর নাম স্বপ্নচারিণী। কারণ সে রোজ আমার স্বপ্নে এসে তার হাসি দিয়ে মুগ্ধ করে আমায়। তার প্রতি আরো ভালোবাসা জাগায়। তাকে নতুন করে ভালোবাসতে শেখায়।”

অভ্র ভাইয়ের ব্যগ্রতায় আকুল কণ্ঠ শুনে আমি আবেগী হয়ে পড়লাম৷ মুহূর্তের জন্য হারিয়ে গেলাম উষ্ণ অনুভূতির রাজ্যে। উনাকে জিজ্ঞেস করলাম,
” খুব ভালোবাসেন আপনার স্বপ্নচারিণীকে?”

” হুম, খুব ভালোবাসি। ”

” সে-ও কি আপনাকে ভালোবাসে?”

” বোধহয় না। ”

” তাহলে স্বপ্নচারিণীর প্রতি আপনার ভালোবাসা একতরফা? ”

” উমম, সেটাই ভেবে নাও৷ ”

” কখনো বলবেন না তাকে? ”

” হ্যাঁ বলবো তো। শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। ”

” সে সঠিক সময় কখন?”

” জানা নেই আমার। ”

” আচ্ছা? আপনার অনুভূতি, ভালোবাসা প্রকাশ করার পর আপনার স্বপ্নচারিণী যদি আপনাকে ফিরতি ভালোবাসা না দেয় তাহলে?”

” তাহলে আর কি?”

” মন খারাপ করবেন? কষ্ট হবে?”

” কষ্ট, তা তো হবেই। ভালোবাসা কষ্ট ছাড়া কল্পনা করা অসম্ভব। ”

” মেনে নিতে পারবেন এটা?”

” মেনে নিতে কষ্ট হবে। তবে মেনে নিবো আমি। এমনটা না যে, আমি তাকে ভালোবাসি বলে সে-ও অবশ্যই আমাকে ভালোবাসবে। থাকুক না একতরফা ভালোবাসা। সে আমার ভাগ্যে না থাকলেও আমি সারাজীবন তাকে ভালোবেসে যাবো। ”

” আপনার স্বপ্নচারিণী অনেক ভাগ্যবতী অভ্র ভাই। দোয়া করি, সে-ও যেনো আপনাকে এমনভাবেই ভালোবাসে। ”

এই বলে আমি অভ্র ভাইয়ের উপর হতে নজর হটিয়ে চায়ের কাপে মনোযোগী হলাম৷ অভ্র ভাই এতোক্ষণ অন্তরীক্ষ পানে একদৃষ্টিতে চেয়ে ছিলেন। এখনও সেদিকে চেয়ে আছেন।
হঠাৎ আমার সময়ের কথা মনে হলো। হাতে থাকা ফোনের স্ক্রিন অন করে দেখলাম এখানে প্রায় আধঘণ্টা সময় পার করে দিয়েছি। ঘড়ি দেখার পর সময় জ্ঞান হতেই আমি দ্রুত চায়ের কাপ রেখে হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে পড়ি। ভীষণ ব্যস্ত হয়ে বলি,
” অভ্র ভাই, অনেক সময় কাটিয়ে দিয়েছি এখানে। আজ বাড়ি গেলে আর রক্ষা নেই। আমি আসি। ”
এই বলে আমি অভ্র ভাইদের বাড়ির প্রধান গেটের উদ্দেশ্যে পা বাড়ালাম। হাঁটার গতি করলাম স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। পিছন হতে অভ্র ভাই আমার পিছে আসতে আসতে বললেন,
” ধীরে হাঁটো চন্দ্রিমা। বৃষ্টির কারণে উঠোন পিছলে হয়ে আছে। পড়ে যেতে পারো কিন্তু। আমি আসছি৷ একটু দাঁড়াও। ”

অভ্র ভাইয়ের কথার তোয়াক্কা করলাম না আমি। দ্রুত হাঁটতে হাঁটতে বললাম,
” পড়বো না আমি। আপনার আসার দরকার নেই অভ্র ভাই। ”
বলার কয়েক সেকেন্ডের মাঝেই উঠোনে পা পিছলে উবু হয়ে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গেই হাতের তালুসহ হাঁটু হতে নিচ পর্যন্ত কাঁদায় মাখামাখি হয়ে গেলাম। ভিজে কাঁদার ফলে হাঁটুর নিচে যাচ্ছেতাই অবস্থা হয়ে গেলো। নিজের এ করুণ অবস্থা দেখে নিজের প্রতিই নিজের প্রচণ্ড রাগ হলো। কোনো সন্দেহ নেই আজ, মামি আর প্রোজ্জ্বল ভাইয়ের নিকট সর্বোচ্চ পর্যায়ের হুমকিধামকি শুনবো। বিশেষ করে প্রোজ্জ্বল ভাই তো আমাকে পড়ার টেবিল ছেড়ে উঠতেই দিবেন না! কি এক মহাযন্ত্রণা!
আমি কাঁদায় মাখোমাখো হাত দুটো মাটি হতে উঠিয়ে একনজর তাকালাম। একদম বিতিকিচ্ছিরি অবস্থা! কোনোমতে হাটুঁ ও হাতের তালুয় ভর দিয়ে মাটি ছেড়ে উঠে দাঁড়ালাম। অমনিই দেখলাম আমার একদম নিকটে প্রোজ্জ্বল ভাই দাঁড়িয়ে আছেন। অকস্মাৎ উনাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। ফলস্বরূপ কয়েক কদম পিছিয়ে এলাম৷ তবে পিছিয়ে যেতেই ওদিকে ধাক্কা খেলাম অভ্র ভাইয়ের সাথে। উনার সাথে ধাক্কা খেতেই তৎক্ষনাৎ পাশে সরে এলাম আমি। দৃষ্টি তুলে চাইলাম অভ্র ভাই ও প্রোজ্জ্বল ভাইয়ের দিকে। দুজনে আমার সামনে দুদিকে দাঁড়িয়ে আছেন। উনাদের দাঁড়ানোর ভঙ্গি কিছুটা একই। তবে চাহনি ভিন্ন। প্রোজ্জ্বল ভাইয়ের চাহনিতে স্পষ্ট আগ্নেয়গিরির ন্যায় ক্রোধ। অপরদিকে অভ্র ভাইয়ের চাহনিতে স্পষ্ট কৌতুকাবহ আমেজ। নিশ্চিত আমার এ অবস্থা দেখে হাসছেন অভ্র ভাই।

প্রোজ্জ্বল ভাই একবার অভ্র ভাইয়ের দিকে চেয়ে দৃষ্টি হটিয়ে আমার দিকে চাইলেন। অকস্মাৎ একটা ধমক দিয়ে বললেন,
” সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে মরছি, আর ম্যাডাম চাঁদ, চন্দ্রিমা এখানে!”

উনার ধমকের প্রত্যুত্তরে আমি কিছু বললাম না৷ উনি পুনরায় বললেন,
” ছোটবেলায় কাঁদা দিয়ে খেলে শখ মিটেনি? এই বুড়ো বয়সে আবার কাঁদা দিয়ে খেলছিস! ”

প্রোজ্জ্বল ভাইয়ের এভাবে খোঁচা মারায় ভীষণ রাগ হলো আমার। একে তো অনিচ্ছাপূর্বক হুটহাট কাঁদায় ভরপুর জায়গায় ধাপ করে পড়লাম। তারপর আবার উনার এ খেলা নিয়ে খোঁচা! এ কারণে ভীষণ রাগ ও বিরক্তি নিয়ে বললাম,
” আমি খেলার জন্য কাঁদায় পড়িনি। বৃষ্টির কারণে উঠোন পিছলে ছিলো বলেই পড়েছি।”

” চুপ! চোরের মুখে বড় বড় কথা! এখানে কি করছিস হ্যাঁ?”

আমি জবাবে কিছু বলতে যাবো কিন্তু এর পূর্বেই অভ্র ভাই প্রোজ্জ্বল ভাইকে বললেন,
” এতো বকছিস কেনো মেয়েটাকে? ওকে আমিই ডেকেছিলাম চা খেতে। একা চা খেতে ভালো লাগে না। তোকে তো খুঁজে পাওয়া মুশকিল। এজন্যই চন্দ্রিমাকে ডেকেছি।”
এই বলেই অভ্র ভাই চোখের ইশারায় আমায় চলে যেতে বললেন। উনার ইশারা বুঝা মাত্রই আমি দৌড়ে প্রোজ্জ্বল ভাইকে পাশ কাটিয়ে চলে গেলাম। ওদিকে প্রোজ্জ্বল ভাই আমায় উদ্দেশ্য করে উচ্চস্বরে বললেন,
” বাড়িতে গিয়ে পড়তে বস। আজ সারারাত পড়বি। খবরদার, তোকে যদি উঠতে দেখেছি!”

আমি প্রোজ্জ্বল ভাইয়ের কথা আধো আধো শুনলাম৷ তবে নিশ্চিত হলাম, উনি পড়া নিয়েই বলছেন আমাকে। যদিও উনি না বললেও আমি বাড়িতে গিয়ে পড়তে বসতাম। এ নিয়ে যেতে যেতে নিজেকে ওয়াদাও করলাম,আজ কি, আগামী সাতদিনও পড়ালেখা ছাড়া সময় কাটানোর কথা চিন্তাও করবো না আমি! এ ওয়াদায় বদ্ধ পরিকর হলাম আমি৷

————–

একটা কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করে আমার ভবিষ্যত জীবনের কলকাঠি নাড়িয়ে আসলাম আজ। প্রশ্ন মোটামুটি হয়েছে বলে ১০০ টা প্রশ্নের মধ্যে প্রায় ৯০টা দাগিয়ে আসলাম৷ দাগানো সব প্রশ্নই আমার জানা, হাতে গোনা অল্প কয়টা ছাড়া। এখন এই জানা অজানার মাধ্যমেই নির্ধারিত হবে, আমার ভাগ্যে আদৌ মেডিকেলে পড়া আছে কি না।

দীর্ঘ এক ঘণ্টা ভাগ্যের উপর নির্ভর করে পরীক্ষা দিয়ে বের হলাম আমি। আমার ভর্তি পরীক্ষার সিট পড়েছিলো আমাদেরই এলাকার মেডিকেলে। এ কারণে প্রোজ্জ্বল ভাই-ই আমাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়েছিলেন।
পরীক্ষার হল থেকে বের হয়ে দেখলাম শত শত মানুষ প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই আমার সাথে আসা পরীক্ষার্থীদের অভিভাবক। এতো বিপুল সংখ্যক অভিভাবকের ভীড় দেখে গেটের কাছে কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে রইলাম আমি। এতো মানুষের মধ্যে প্রোজ্জ্বল ভাইকে কোথায় পাবো আমি! কোথাও তো দেখছি না উনাকে।
আমি গেটের কাছেই দাঁড়িয়ে রইলাম। অস্থির চাহনি দিয়ে তন্নতন্ন করে প্রোজ্জ্বল ভাইকে খুঁজলাম। অকস্মাৎ কে যেনো ভীড়ের মধ্যে থেকে আমার হাত ধরে টেনে গেটের কাছ থেকে ভীড়ের মাঝে নিয়ে এলেন আমাকে। অজ্ঞাত ব্যক্তিটি আমার হাত ধরে ভীড় ঠেলে নিয়ে যাচ্ছে আমাকে। প্রথম কয়েক সেকেন্ড অজ্ঞাত ব্যক্তিটি কে তা চিন্তা করতেই গলা শুকিয়ে আসছিলো আমার৷ কিন্তু যখন প্রোজ্জ্বল ভাইয়ের কণ্ঠে শুনলাম,
” আমার হাত ছাড়িস না চন্দ্রিমা। শক্ত করে ধরে রাখ। না হলে হারিয়ে যাবি কিন্তু।!”
তখন নিশ্চিত হলাম, অজ্ঞাত ব্যক্তিটি আর কেউ নয় বরং প্রোজ্জ্বল ভাই।

প্রোজ্জ্বল ভাই ভীড় ঠেলে আমাকে নিয়ে অপেক্ষাকৃত কম ভীড়সম্পন্ন একটা খালি জায়গায় এসে দাঁড়ালেন। দেখলাম, সেখানে আগে থেকেই অভ্র ভাই উপস্থিত ছিলেন। আমায় দেখে এক গাল হেসে জিজ্ঞেস করলেন,
” পরীক্ষা কেমন হলো চন্দ্রিমা?”

আমি বললাম,
” এই তো মোটামুটি ভালোই হয়েছে। ”

” কত মার্ক এন্সার করেছো?”

” ৯০। তার মধ্যে কিছু কিছু তেমন শিওর না। ”

” আচ্ছা। ও নিয়ে চিন্তা করো না। আল্লাহ ভরসা। হয়ে যাবে মেডিকেলে।”
এই বলে উনি প্রোজ্জ্বল ভাইয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন,
” তোর কি মনে হয়?”

প্রচণ্ড রোদে ভ্রুজোড়া অত্যধিক পরিমাণ কুঁচকে রেখেছেন প্রোজ্জ্বল ভাই। অভ্র ভাইয়ের প্রশ্নে উনি আমার দিকে চেয়ে আশ্বস্তমূলক কণ্ঠে বললেন,
” চন্দ্রিমাও চেষ্টা করেছে। আমিও চেষ্টা করেছি। এখন বাকিটা আল্লাহর উপর। দেখা যাক উনি ভাগ্যে কি রেখেছেন। ”

অভ্র ভাই বললেন,
” আচ্ছা। পরীক্ষা নিয়ে এখন আলোচনা বাদ দেই। চল তিনজনে মিলে একটু ডাবের পানি খেয়ে আসি। ”

” চল। ”

আমরা তিনজনে একটু দূরে এক ডাবওয়ালার কাছ থেকে তিনটা ডাব নিলাম। তিনটা স্ট্র দিয়ে তিনজনে তৃপ্তি সহকারে ডাবের পানি খেলাম। তীব্র গরমে ডাবের পানিই ঠাণ্ডা পানির ন্যায় মনে হলো।
ডাবের পানি খাওয়া শেষে অভ্র ভাইকে জিজ্ঞেস করলাম,
” আপনার কি ডিউটি নেই অভ্র ভাই? ”

” আছে তো। এখন ওয়ার্ডে রোগী নেই তেমন। আর আধ ঘণ্টার জন্য আমার এক ফ্রেন্ডকে রোগী রিসিভ করার দায়িত্ব দিয়ে এসেছি।
তুমি মেডিকেলের ভিতর ঘুরবে?”

অভ্র ভাইয়ের এহেন প্রস্তাবে আমি তৎক্ষনাৎ রাজি হয়েছিলাম। কিন্তু প্রোজ্জ্বল ভাই ক্লান্ত স্বরে আমাদের বললেন,
” আজ না রে। আজ আমার শরীরটা ভালো লাগছে। প্রচণ্ড গরমে অস্থির লাগছে। চন্দ্রিমা, তোকে অন্য একদিন নিয়ে আসবো। আজ বাসায় চল।”
প্রোজ্জ্বল ভাইয়ের অসুস্থার কথা শুনে ঘুরার ইচ্ছা ত্যাগ করতে হলো। অগত্যা উনার অসুস্থতার দরুন বাসায় ফিরে আসতে হলো আমাদের।

.

পরীক্ষার দুদিন বাদে বিকেলের দিকে রেজাল্ট দিলো। সারাদিন উৎকণ্ঠা ও অস্থিরতায় কাটিয়ে দিনশেষে যখন রেজাল্ট হাতে পেলাম, তখন আমার কিছুতেই বিশ্বাস হলো না যে আমি মেডিকেলে চান্স পেয়েছি। সেটাও আবার আমার মন মোতাবেক মেডিকেলে! আমাদের শহরের মেডিকেলে! এ যেনো মেঘ না চাইতেই বৃষ্টি। এভাবে ভাগ্য গুণে এই মেডিকেলে চান্স পেয়ে যাবো তা কল্পনার বাইরে ছিলো।
রেজাল্ট বের হওয়ার পর বাড়ির সবার খুশি দেখে কে! বিশেষ করে প্রোজ্জ্বল ভাইয়ের খুশি ছিলো দেখার মতো। খুশিতে উনি রীতিমতো সোফায় উঠে কোমড় দুলিয়েছেন! অত্যধিক খুশিতে উনি আমায় নিজ পকেট হতে তৎক্ষনাৎ হাজার টাকা বকশিসও দিয়েছেন। পাশাপাশি নানু, মামা, মামি, প্রত্যাশা আপুও আমাকে আদর স্নেহ করেছে। আমার উপর খুশি হয়ে বকশিসও দিয়েছে। কিন্তু এই বাঁধভাঙা খুশির মহলে আমার খুশি ধীরে ধীরে উবে যেতে লাগলো। আমার আপন মানুষগুলোর কথা মনে পড়ে। আজ যদি তারা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই খুশিতে আমাকে কোলে নিয়ে নাচতো। মজা করতো। অজস্র চুমুতে আমার গালদুটো ভড়িয়ে দিতো। কিন্তু আজ তারা নেই। তারা চলে গিয়েছে আমার ধরাছোঁয়ার বাইরে। যাদের চাইলেও কখনো ফিরিয়ে আনতে পারবো না।

———–

মেডিকেল ভর্তি হওয়ার দিন মামা ও প্রোজ্জ্বল ভাইয়ের সাথে মেডিকেলে এলাম। মামা ভর্তির মূল কার্যক্রম শেষে উনার স্টুডেন্টদের ক্লাস নিতে চলে যান। আর আমি ও প্রোজ্জ্বল ভাই মিলে ভর্তির বাকি কার্যক্রম শেষ করি।

ভর্তির ঝইঝামেলা শেষে প্রোজ্জ্বল ভাই আমাকে মেডিকেল ঘুরে দেখালেন। প্রথমত দেখালেন, আমাদের ক্লাস কোথায় হবে, ক্যান্টিন কোনটা, কমনরুম কোনটা। অতঃপর আমাকে নিয়ে এলেন ওয়ার্ডে। দুটো ওয়ার্ড ঘুরা শেষে আমরা দুজনে চলে এলাম সার্জারি ওয়ার্ডে। যেখানে বর্তমানে অভ্র ভাই কর্মরত আছেন৷
স্বাভাবিকভাবে ওয়ার্ডে ঢুকেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলাম আমরা। দেখলাম অভ্র ভাই………..
®সারা মেহেক

#চলবে
( সবার মন্তব্য আশা করছি❤️)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here