নীল বেনারশী পর্ব ২

0
1915

#নীল_বেনারশী
#মেঘাদ্রিতা_মেঘা
#২য়_পর্ব
মায়ান আমাকে অবাক করে দিয়ে চেঁচিয়ে বলে উঠে,
_এই মেয়ে এই!
ছোঁবেনা আমায়,একদম ছোঁবেনা।
আমার বুকটা ধক করে উঠে,
আমি মনে মনে ভাবতে লাগলাম,
এ আমি কোথায় এসে পড়লাম আল্লাহ!

আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালাম।
দাঁড়াতেই মায়ানের চোখে চোখ পড়লো আমার।
মাশাআল্লাহ!ছেলেটার চোখ দুটো কত্ত সুন্দর।
আমি তো কল্পনায় এমন একটা মানুষের ছবিই এঁকে রেখেছি।মনে হচ্ছে চোখ দুটো আমার কতই না চেনা।
মায়ান আমার থেকে অনেক টা লম্বা।
উজ্জ্বল শ্যামলা ওর গায়ের রঙ।
চোখ দুটো মাশাআল্লাহ!

আমি তাকিয়ে তাকিয়ে মায়ানকে দেখছিলাম।
খেয়াল করলাম মায়ানও আমার দিকে তাকিয়ে পলক ফেলছে না।

হঠাৎ কিছুক্ষণের নিরবতা ভেঙে মায়ান বলে উঠলো,
_কি করছিলে তুমি হ্যাঁ?
আমি আঁতকে উঠে উত্তর দিলাম,
_না মানে,সবাই বলে বাসর ঘরে নাকি বরকে সালাম করতে হয়।
তাই আরকি,
_কোন দরকার নেই এসবের।।আর শোন,আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই,কিন্তু কখনো তুমি স্ত্রীর অধিকার নিয়ে আসবেনা আমার কাছে।কোন দিন না।
_আপনি কি আমার সাথে মজা করছেন?
_কেন?তুমি কি আমার বেয়াইন লাগো?যে আমি তোমার সাথে মজা করবো?
_তাহলে যদি সত্যি সত্যিই বলে থাকেন কথা গুলো,তাহলে বলবো আমাকে বিয়ে করলেন কেন তাহলে?
_বিয়ে করেছি শোকেসে সাজিয়ে রাখতে।
_শোকেসে তো জায়গা হবেনা আমার।
_চুপ!আবার মুখে মুখে কথা বলে।
_আপনি আমার সাথে এমন কেন করছেন?
_চুপ আবার ন্যাকা কান্না কাঁদে।
আমার সামনে একদম নেকামি চলবেনা।

মায়ানের ধমকে আমি চুপ হয়ে যাই।
মায়ান রুমে ঢুকে খাটে গিয়ে একটা বালিশ নেয় আর একটা কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে।

_আপনি নিচে কেন শুলেন?আপনি উপরেই তো শুতে পারতেন।
আমি না হয় নিচে শুতাম।
_আহারে আমার ঢং।
এত ঢং করতে হবেনা।
আর শোনো,আমাদের সম্পর্ক টা যে শুধু মাত্র নামেই স্বামী স্ত্রী,এটা যেন বাইরের কেউ না জানে।
_কিন্তু আপনি আমার সাথে এমন কেন করছেন বলবেন একটু?

মায়ান আমাকে ধমক দিয়ে বলে,
বলেছিনা বেশি কথা না বলতে?
আমি কৈফিয়ত দিতে একদম পছন্দ করিনা।
অনেক রাত হয়েছে চুপচাপ ঘুমাও।

মায়ান শুয়ে পড়ে।
আমিও আমার চোখ মুছতে মুছতে খাটে গিয়ে শুয়ে পড়ি।
কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে যাই,টেরই পাইনা।

আমার যখন ঘুম ভাঙে তখন বাজে সকাল ১০ টা।
এত বেলা হয়ে গেছে,আর আমি একটুও টের পাইনি।

এখন আমি ভাবীকে কিভাবে ডাকবো শাড়ী পরিয়ে দিতে।
ভাবতে ভাবতে হঠাৎ করে শাশুড়ী আম্মু ডেকে বলেন,
বউমা!
উঠেছো তোমরা?
নাস্তা খেতে আসো।
কিছু ক্ষণ পর বাসায় মেহমান আসবে।
আমি দরজা না খুলেই বললাম,
_আম্মু,ভাবীকে একটু ডেকে দিবেন?
দরকার ছিলো একটু।
_ও তো মাত্রই বাইরে গেলো।
ওকে একটু বাইরে পাঠিয়েছি।আসতে দেরি আছে।কিছু লাগবে তোমার?
_না মানে আম্মু।
_ওই দেখো তোমার দেবর ডাকছে আমায়।
তোমরা এসো হুম।
আমি যাই তাহলে ও আবার খেয়ে একটু বাইরে যাবে তো।
আমি ওকে খেতে দেই।
_আচ্ছা আম্মু।

আমি ফ্রেশ হয়ে নিলাম।
ফ্রেশ হয়ে ওয়ারড্রব থেকে একটা শাড়ী বের করলাম।ভাবী রাতে বলে গিয়েছিলো তিন টা শাড়ী রাখা আছে আমার জন্য।
শাড়ী তিন টাই অনেক সুন্দর।
কে কিনেছে এত সুন্দর শাড়ী,মায়ান?
সে আবার এত সুন্দর শাড়ী কিনবে?তাও আবার আমার জন্য।এটা চিন্তা করাও ভুল।

কি করবো এখন,
শাড়ী কিভাবে পরবো।
ভাবতে ভাবতে মায়ান উঠে যায় ঘুম থেকে।

_এভাবে হাঁটাহাটি করছো কেন সারা ঘরে?
এখনো রেডি হয়ে আম্মুর কাছে যাওনি?
এত দেরি করে বাড়ীর বউ ঘুম থেকে উঠে?

_সরি!অনেক ক্লান্ত ছিলাম তো।
যাও এবার, রেডি হয়ে গিয়ে আমায় উদ্ধার করো।
_আসলে হয়েছে কি,আমি না শাড়ী পরতে পারিনা।
কি করবো এখন?
_আচ্ছা তুমি কি সত্যিই মেয়ে?
_কিহ?
আপনার কি আমাকে ছেলে মনে হয়?
_কোন মেয়ে শাড়ী পরতে পারেনা হ্যাঁ?
সব মেয়েরা শাড়ী পরতে পারে।
আজ প্রথম শুনলাম কোন মেয়ে শাড়ী পরতে পারেনা।
ও না,এর আগে একবার শুনেছিলাম।
_কার কাছে?
_আবার প্রশ্ন করে,আমি না মুখে মুখে কথা বলতে না করেছি?

আমি চুপ হয়ে গেলাম।

_এদিকে এসো।
_কেন?
_দেখি শাড়ী টা হাতে দাও আমার।

আমি শাড়ীটা মায়ানের হাতে দিলাম।

_এবার চুপচাপ শাড়ী খুলো,
_কিহ?
_শাড়ী না খুললে এটা পরবে কি করে?
_আপনি শাড়ী পরাতে জানেন?
_আবার প্রশ্ন করে।
_আচ্ছা আপনি চোখ বন্ধ করুন।
_হুম করলাম।

মায়ান আমাকে খুব সুন্দর করে শাড়ী পরিয়ে দেয়।
আমি অবাক হয়ে যাই।
ও ছেলে হয়ে এত সুন্দর শাড়ী পরাতে পারে।
আর আমি মেয়ে হয়ে শাড়ী পরতে পারিনা।

_শুনুন
_হুম বলো
_আচ্ছা আপনি আসলেই কি ছেলে?
_হুয়াট?কি বলতে চাও তুমি?
_না আপনি না বললেন সব মেয়েরা শাড়ী পরতে পারে।আপনিও তো পারেন।তাই জিজ্ঞেস করলাম আরকি।
হি হি হি
_অনেক সাহস বেড়ে গেছে না?
চুপ, আবার হাসে।
_যাও এবার আম্মুর কাছে যাও,আমি ফ্রেশ হয়ে আসছি।
_আচ্ছা ঠিক আছে।
একটা প্রশ্ন করি?
_নাহ কোন প্রশ্ন না।
_না করিনা প্লিজ
_হুম বলো,
_আপনি শাড়ী পরা শিখেছেন কিভাবে?
_কারো জন্য শিখেছিলাম।
_কার জন্য?
_তা তোমার জানতে হবেনা।
যাও এখান থেকে।

আমি আর কোন কথা না বলে চলে আসলাম।
আমার কেন যেন মনে হয় মায়ান কাউকে ভালবাসে বা বাসতো।
আর তাই আমাকে ও মেনে নিতে পারছেনা।
কিন্তু মানতেই যদি না পারবে,তাহলে আমাকে বিয়ে কেন করলো।

মায়ানও ফ্রেশ হয়ে এসে পরেছে।
আম্মু, আমি, মায়ান এক সাথে নাস্তা করলাম।
_মা শোনো,আজ দুপুরে কিছু মেহমান আসবে বাসায়।
তোমাকেই দেখতে আসবে।
আমাদের আত্মীয় স্বজনই।বাইরের কেউ না।
একটু সুন্দর ভাবে রেডি হইও।আর সবার সাথে হাসি মুখে কথা বলো কেমন?
কেউ যেন মন্দ না বলতে পারে।

_আচ্ছা আম্মু।

দুপুরে ভাবী আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসে।আম্মু আনতে বলেন।
তারপর ভাবী আমাকে সুন্দর করে সাজিয়ে দেন।

মেহমান রা এসে সবাই আমার প্রশংসা করে।
তারপর খাওয়া দাওয়া করে আবার সবাই চলে যান।
শুধু থেকে যায় মায়ানের এক কাজিন।
ও নাকি বেড়াবে কিছু দিন এ বাসায়।

মেয়েটাকে প্রথম দেখায়ই কেন যেন আমার ভালো লাগেনি।
ও আমার দিকে এমন ভাবে তাকিয়েছিলো,মনে হচ্ছিলো না জানি ওর সাথে আমার কত দিনের শত্রুতা।
আমি তবুও হাসি মুখে কথা বলেছিলাম ওর সাথে।
কিন্তু ও যেন আমায় পাত্তাই দিলোনা।

যাইহোক সবাই চলে গেছে রাতও হয়ে গেছে।
আমি আর মায়ানও আমাদের রুমে চলে এসেছি।

দরজা আটকে বসতেই দেখি দরজায় নকের আওয়াজ।

_কে?
_আমি দিশা।দরজা খোলো।
দিশাই হচ্ছে মায়ানের কাজিন।
আমি দরজা খুলে দিলাম।
দিশা এসে খাটে গিয়ে বসলো।

_তোমাদের সাথে গল্প করতে আসলাম।
তারপর কি অবস্থা মায়ান?
_এইতো আছি,তোমার কি অবস্থা?
_আছি,যেমন রেখেছো,যেমন দেখছো।
তো এইভাবে হুট করে বিয়েটা করে ফেলবে তুমি কোন দিনও ভাবিনি।
_করে ফেললাম আরকি।

আমার কাছে মেয়েটার কথার ধরণ একদম ভালো লাগছিলোনা।
মায়ানের সাথেই মেয়েটা কথা বলে যাচ্ছে শুধু।
প্রায় ১ ঘন্টা হয়ে গেছে যাবার আর নাম নেই।

এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি বললাম,
দিশা!
আমি ঘুমাবো,কাল সকালে আবার কথা বলি আমরা?
অনেক রাত হয়েছেতো সকালে উঠতে হবে আবার।
_দেখেছো মায়ান!মেঘা আমায় চলে যেতে বলছে।
_আচ্ছা মায়ান কি তোমার ছোট?
_না।
_তাহলে তুমি আমাকে নাম ধরে কেন বলছো?
আমি মায়ানের ওয়াইফ।
যেহেতু মায়ান তোমার বড় ভাই,তুমি আমাকে ভাবী বলবে।
মনে থাকবে?

_ভাবী মাই ফুট।
এ কথা বলে রাগে গড়গড় করতে করতে দিশা চলে যায়।

_তুমি ওর সাথে এইভাবে কেন কথা বললে মেঘা?
_কারণ আমার ওর কথা বার্তা ভালো লাগছিলোনা।
কেন কোন সমস্যা?
_হ্যাঁ সমস্যাই তো,তুমি তো আমার কাজিনের সাথে এমন করতে পারোনা।
_আজব কি এমন করলাম আমি?
আর আপনি সব সময় আমার দোষ কেন ধরেন?

আমি কি আপনার পছন্দ না?
যদি পছন্দই না হই তাহলে কেন বিয়ে করেছিলেন আমায়?
করুণা করেছেন আমায়?করুণা?
কেন আপনি আমায় বউ এর স্বীকৃতি দিচ্ছেন না?আমার সাথে যা তা ব্যবহার করছেন?
কেন কেন কেন?
_কারণ আমি অন্য কাউকে ভালবাসি,পাগলের মত ভালবাসি।
আমার সব ভালবাসা শুধু মাত্র তার জন্য।
তার জন্য তার জন্য তার জন্য।

এই কথা বলেই মায়ান বাইরে চলে যায়।

আর আমি ধুপ করে খাটের উপর বসে পড়ে কাঁদতে থাকি।

আর ভাবতে থাকি,
আমি আজীবন ঠকেই গেলাম,
কল্প!যাকে মন প্রাণ উজাড় করে ভালবাসলাম।সে কিনা শেষমেস আমাকে ছুড়ে ফেলে দিলো।পালিয়ে গেলো আমাকে একা ফেলে।ওর স্মৃতিও আমি এখনো ভুলতে পারিনি।আর না পারবো কোন দিন ভুলতে।কারণ ও আমার প্রথম ভালবাসা।আমার সত্যিকারের ভালবাসা,আর সত্যিকারের ভালবাসা কোন দিনও ভোলা যায়না।কিন্তু ও আমায় ছেড়ে পালালো।
আব্বু আম্মু বিয়ে ঠিক করলো একজনের সাথে,সে বিয়ের দিন না করে দিলো।
যেই না এত কষ্ট,এত দুঃখ বুকের মধ্যে চেপে রেখে, নিয়তি মেনে নিয়ে মায়ানকে মেনে নিতে চাইলাম,সেও অন্য কাউকে ভালবাসে।
আমাকে স্ত্রী হিসেবে কোন দিন স্বীকৃতি দিবেনা সে।

আল্লাহ আমার সাথেই কেন এমন করছেন?
কেন আমার সাথেই এমন হয়?
কি দোষ করেছি আমি?
কি অপরাধ আমার?
আমিই কেন বার বার ঠকে যাই?

এসব ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে যখন আমার দম বন্ধ হয়ে আসছিলো,ঠিক সেই মুহূর্তে
আমার ফোনের মেসেঞ্জারে তিন চার টা মেসেজের আওয়াজ।
ফোন টা হাতে নিতেই দেখি,
কল্প’র মেসেজ।

_মেঘা!
আমি তোমার সাথে একটু কথা বলতে চাই।
প্লিজ আমার মেসেজ সীন করো।
প্লিজ তোমার সাথে আমার অনেক কথা আছে।
প্লিজ সীন করো আমার মেসেজ,প্লিজ সীন করো মেঘা।

চলবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here