#গল্পকথারা
ওয়েডিং প্ল্যানার
6
ঈশান শুধু সেইদিন নয় এরপরে বিয়ের বাকি মার্কেটিংয়েও নীতিকে সময় দিতে পারলো না । সামনেই তাকে বিজনেস ট্রিপের জন্যে আবার লন্ডন যেতে হবে । তাই সে আরো ব্যস্ত এখন । লন্ডন থেকে ফিরে এক বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ঈশান আর নীতির এনগেইজমেন্টের জন্যে । সেই পার্টিতে বিয়ের অফিসিয়াল ডেট ঘোষণা হবে ।
নীতি বিয়ের কিছু শপিং তার বাড়ীর লোকেদের সাথে করলো । এবারে সে আর বৈভবের সাথে গেলো না । বাকি আর কিছু শপিং সে ইশানের সেক্রেটারী অদ্যুতের সাথে করলো । বিয়ের ড্রেস ট্রায়ালের দিন ইশানের আসার কথা ছিল কিন্তু সে আসতে পারলো না । অদ্যুত আর নীতি শপিংমলে গেল । অদ্যুত মলে এসে নীতিকে সামনে দাঁড়াতে বলে গাড়ী পার্ক করতে গেল । নীতি আজ একটু অন্যমনস্ক ছিল । কেন জানিনা তার মনে হচ্ছে বিয়েটা হচ্ছে ঠিক কিন্তু ঈশান আর তার লাইফস্টাইলে আকাশ পাতাল পার্থক্য । ঈশান আকাশের তারার মতো আর নীতি মাটিতে পা রেখে চলা সবুজ ঘাসের মতো । তাদের কি করে মিল হবে !
এইসব ভাবতে ভাবতে নীতি সামনে হাটঁছিল সে খেয়ালই করেনি কখন তার সামনে একটা কার প্রচন্ড স্পীডে এসে পড়েছে । হঠাৎ পিছন থেকে একজন এসে তাকে জড়িয়ে ধরে সেই চলন্ত কারের সামনে থেকে সরিয়ে দিলো । তখন নীতি সম্বিৎ ফিরে দেখলো বৈভব তাকে ধরে আছে । বৈভব ব্যাকুল ভাবে নীতির দিকে তাকালো কিন্তু পরক্ষণে কড়া ভাষায় তাকে বললো
‘ ‘ একটু দেখে চলবে তো ! ‘ ‘
ততক্ষণে ঈশানের সেক্রেটারী অদ্যুত সেখানে এসে পড়েছে । সে নীতিকে দেখলো , বৈভব তাকে প্রায় জড়িয়ে ধরে আছে । অদ্যুতকে দেখতে পেয়ে বৈভব নীতিকে ছেড়ে দিলো । অদ্যুত নীতিকে জিজ্ঞেস করলো
‘ ‘ ম্যাম ! আপনি ঠিক আছেন ! ‘ ‘
‘ ‘ হ্যা । তুমি এখানে কেন ! ‘ ‘
পরের প্রশ্নটা নীতি বৈভবকে করতে বৈভব বললো
‘ ‘ তোমার হবু হাসবেন্ড কল করে আমাকে বললো তোমার ওয়েডিং ড্রেস সিলেক্ট করার সময় থাকতে । আমি আমার ডিউটি পালন করতে এসেছি ! ‘ ‘
নীতি আর কিছু না বলে শপিংমলের ভিতরে গেল । বৈভব তার সাথে সাথে চললো । আর তাদের পিছনে পিছনে চললো ঈশানের সেক্রেটারী অদ্যুত । সে যেতে যেতে বারবার পিছনে ফিরে দেখতে লাগলো আর কোনো গাড়ী আসছে কি না !
বিয়ের ড্রেসে নীতি নিজেই নিজেকে দেখে যেন চিনতে পারলো না ! যেই মেয়েটি তাকে ড্রেস পরতে সাহায্য করছিল সে বাইরে থেকে বৈভবকে ডেকে এনে বললো
‘ ‘ দেখুন আপনার হবু বউকে কি সুন্দর লাগছে ! ‘ ‘ এবারে নীতি ও বৈভব দুজনেই অপ্রতিভ বোধ করলো । তাদের দুজনেরই তখন তাদের বিয়ের শপিং মনে পড়ে গেল । সেইদিনও বিয়ের ড্রেস ট্রায়াল দিতে গিয়ে ঠিক এমনি সুন্দর লাগছিল নীতিকে । আর সেদিন নীতিকে দেখে শোরুমের মেয়েটা এইভাবেই বৈভবকে বলেছিল
‘ ‘ দেখুন আপনার হবু বউকে কি সুন্দর লাগছে ! ‘ ‘
সেদিন বৈভব তার হবু বউ নীতিকে দেখে বলেছিল
‘ ‘ সত্যি একসেলেন্ট ! ‘ ‘
আজ বৈভব বললো
‘ ‘ উনি আমার হবু বউ নন ! ‘ ‘
শোরুমের মেয়েটি তাড়াতাড়ি সরি বলে নিজের কথা শুধরে নিয়ে এবারে বৈভবের পাশে দাঁড়ানো ঈশানের সেক্রেটারী অদ্যুতকে দেখে নিয়ে ওই এক ডায়লগ দিলো
‘ ‘ আপনার হবু স্ত্রীকে কি সুন্দর লাগছে এই ড্রেসে দেখুন ! ‘ ‘
এবারে অদ্যুতের চরম অপ্রস্তুত অবস্থা । সে সেই অবস্থা কাটাতে তাড়াতাড়ি বললো
‘ ‘ উনি আমার বসের হবু স্ত্রী । স্যারকে ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি ম্যাম , আপনি একটু এদিকে এসে দাঁড়ান । ‘ ‘
অদ্যুত নীতির ফটো তুলে ঈশানকে পাঠিয়ে দিলো । সারাদিনেও ঈশান সময় পেলো না সেই ছবি দেখার । কালকে ভোরের ফ্লাইটে তাকে লন্ডন রওনা হতে হবে তাই সে খুব ব্যস্ত । অদ্যুত নীতিকে বাড়ীতে পৌঁছে দিয়ে অফিসে এসে ঈশানকে ফটো গুলো দেখালো । ঈশান এরপরে নীতিকে কল করে বললো
‘ ‘ তোমাকে অসাধারণ লাগছে বিয়ের ড্রেসে । ‘ ‘
নীতি ফোনের অপর প্রান্ত থেকে একটু শুকনো হাসলো মাত্র । ঈশান অনেকবার সরি বললো । শেষে বললো
‘ ‘ নীতি কালকে আমি লন্ডন যাচ্ছি । আমাকে যাতে মিস না করো কালকে একটা জিনিষ অদ্যুতের হাত দিয়ে পাঠাবো । সেটা তোমাকে আমার কথা মনে করাবে । ‘ ‘
মোবাইল রাখতে রাখতে নীতি মনে মনে বললো
‘ ‘ তোমাকে সেইভাবে পেলাম কই ! তোমার সাথে একান্ত ব্যক্তিগত মুহুর্ত কাটালাম কই ঈশান যে তোমার অনুপস্থিতি মিস করবো ! ‘ ‘
সেদিন রাতে খুব মুড খারাপ হয়ে গেল নীতির । ওই রাতে আরেকজনেরও মুড খারাপ হয়ে গেল । এতো মুড খারাপ হয়ে গেল তার যে তার মা তার দ্বিতীয় বিয়ের জন্যে কিছু মেয়ের ফটো দেখাতে এলে বৈভব তার মাকে রেগে যা তা বলে বকে দিলো ।
চলবে ……..
……….
#bengalistory #bengali #golpokothaara #kindle #kobobooks #kobo #amazonkindleunlimited #amazonkindlebooks #stories #bengalistyle #bengaliliterature #bengalis #shortstory #ShortStoryCollection #shortstorywriting #ebook #ebookreader #ebookpdf #ebooksale #pratilipibengali
………..