আঠারো_বছর_বয়স পর্ব-৩১

0
962

আঠারো_বছর_বয়স পর্ব-৩১
#লেখনীতে-ইশরাত জাহান ফারিয়া

রৌদ্রকরোজ্জ্বল মিষ্টি বিকেল। প্রকৃতিতে মৃদু শীতের আমেজ । বাতাসে কেমন মিষ্টি ঘ্রাণ। বাসা ভর্তি মেহমান। তার মাঝে সেজেগুজে বসে আছে রুহি। আজ ওর গায়ে হলুদ। কাঁচা হলুদ শাড়ি আর ফুলের গয়নার ওকে দারুণ দেখাচ্ছে। শরীর দুর্বল বলে তাড়াহুড়ো করেই অনুষ্ঠানটা শেষ করা হলো। ছবিটবি তুলে, যা যা নিয়মটিয়ম পালন করার সেসবই করা হলো। যদিও রুহি চায়নি এসব করতে। কিন্তু সবাই বলল,এই মুহূর্তগুলো খুব আনন্দের, তাইনা! স্মৃতি হিসেবে রেখে দিতে সমস্যাটা কী? এরকম বিভিন্ন কথা শুনে রুহিকে বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। রাত দুটোর সময় ফ্রেশ হয়ে বিছানায় গা লাগাতেই ইভা এসে ওর ফোনটা হাতে দিয়ে ধমকে বলল,

‘তোর ফোন বন্ধ দেখে তোর বর আমাকে ফোন দিয়ে জ্বালাতন করছে। বেচারাকে ঠান্ডা কর। আমি গেলাম।’

রুহি ক্লান্ত গলায় বলল,

‘হ্যালো।’

‘হুম, বলো।’

‘আমি কী বলব? আপনি ফোন দিয়েছেন আপনি বলুন।’

‘ভালোবাসি।’

‘এটা বলতেই ফোন করেছেন?’

‘হুঁ।’

‘ভালোবাসি টু। রাখেন এবার।’

‘ওয়েট ওয়েট। আর কিছু বলবেনা?’

‘আর কী বলব?’

‘এই যে, হলুদ কেমন কাটলো? ভালো আছি কিনা, কি করছি এসব?’

রুহি হেসে উঠলো। বলল,

‘ঠিক আছে। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেই ফেলি! তা ডাক্তার সাহেব, আপনার হলুদ কেমন কাটলো?’

বিভোর ক্ষীণ কন্ঠে বলল,

‘মোটামুটি। আমাকে সবাই হলুদ ভূত বানিয়ে দিয়েছে। আর জানো, আমার চশমা ভেঙ্গে দিয়েছে। কিছুই তো এখন দেখতে পাচ্ছিনা…’

রুহি ঠোঁট টিপে হাসলো। বলল,

‘শেষমেশ বিয়ে করবো কানা ডাক্তার? নো ওয়ে।’

বিভোর হুমকি দেওয়া গলায় বলল,

‘কানা হই ল্যাংড়া হই, বিয়ে আমি তোমাকেই করবো। করবো কেন বলছি, করেই তো বসে আছি! চাইলেও দূরে যেতে পারবেনা।’

‘এ্যাহহ। শখ কত রে..’

‘ইশ। কী চমৎকার কন্ঠ আমার বউটার। তা বউ আপনার শরীর কেমন এখন?’

‘ভালোই।’

‘খেয়েছেন তো?’

সেরেছে। এবার কী উত্তর দিবে? হলুদের নিয়মনীতি পালন আর ফ্রুট, কেকটেক খেয়ে তো ওর পেট ভরে গিয়েছে। নাদিরা, ইভার অনেক জোড়াজুড়ি স্বত্তেও এক লোকমা ভাত সে মুখে দেয়নি। এটা জানতে পারলে বিভোর এখন রেগে আগুন হয়ে যাবে। নাহ, জানতে দেওয়া চলবেনা। আবার মিথ্যা বলতেও খারাপ লাগছে। রুহি অনেক কষ্টে মিনমিন করে বলল,

‘হুঁ।’

বিভোর গম্ভীর গলায় প্রশ্ন করলো,

‘কী খেয়েছেন? আর আন্সার দিতে এতো লেইট হচ্ছে কেন?’

‘খেয়েছি। ভাত-মাছ।’

‘তাই? সত্যি তো?’

‘হ্যাঁ। মিথ্যা বলবো কেন?’

বিভোর এক ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দিলো। রুহি কেঁপে উঠলো। বিভোরের রাগী কন্ঠ, যেন সামনে পেলে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। বলছে,

‘আমাকে বোকা ভাবো তুমি? ইভা আমাকে সব বলেছে। আর তুমি আমার সাথে মিথ্যা বলো..আমার সাথে? পিচ্চিকালে তোমাকে বিয়ে করেছি, তোমার হাবভাব-কথার ধরণ আর গলার স্বর শুনেই আমি এখন সব বুঝতে পারি। নিজেকে খুব চালাক ভাবো তাইনা? আমি একজন ডাক্তার। আর তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। এই দশদিনে যে দু’কেজি ওয়েট কমিয়েছেন সেটাও জানি। গলার হাড় ভেসে উঠেছে, হাতের রগ দেখা যায়, সেদিনের দুর্ঘটনার পরেও আপনি সচেতন হননি। শিক্ষা হয়নি এখনো? নাকি কানের নিচে কয়েকটা দিলে শিক্ষা হবে?’

রুহি চুপ। চোখে পানি। বিভোর ফোনের ওপাশ থেকেই বুঝতে পারছে। কিন্তু ওর প্রচুর রাগ হচ্ছে। রক্তজবা সবসময় এরকম করে। ও কি জানেনা ওর কিছু হলে বিভোর বাঁচতে পারবেনা, মরে যাবে। জানেনা মেয়েটা? এতো বয়স হলে কি হবে বাচ্চামো যায়নি এখনো। এই বয়সে কি ওকে মেরে মেরে খাওয়াতে হবে নাকি! চেহারার কি হাল হয়েছে এই ক’দিনে৷ বিভোরের কথা না ভাবুক অন্তত নিজের কথাটা তো ভাববে! খাওয়াদাওয়া যদি ঠিকসময় না করে তাহলে চলবে কীভাবে! কোনো উত্তর না পেয়ে বিভোর ধমকের সুরে বলল,

‘মুখে কথার বুলি ফুটছে না এখন? বোবার মতো চুপ করে আছেন কেন? নাকি আমি এসে খাইয়ে দিব? তখন কিন্তু এমন টাইট দিব সারাজীবনেও ভুলবেনা না খেয়ে থাকার কথা। বুঝলে?’

এবারও উত্তর না পেয়ে বিভোর ক্ষ্যাপাটে গলায় বলে উঠলো,

‘ওকে। জাস্ট ওয়েট এন্ড সি মিসেস চৌধুরী। চাপকিয়ে দাঁত ফালিয়ে যদি না খাওয়াতে পারি তবে আমিও বিভোর না। আসছি আমি।’

রুহি অবাক হয়ে বলল,

‘আসছি মানে? কোথায়?’

‘আপনার কাছে। ঘাড় ধরে খাওয়াবো, মজা বুঝবেন তখন!’

রুহি চমকে ওঠলো। বিয়ের আগেরদিন এরকম কান্ড করলে আত্মীয়স্বজনরা সবাই হাসাহাসি করবে। কি বিশ্রি কান্ড! রুহি বলল,

‘আসবেন কীভাবে? আপনার তো চশমা ভেঙে গেছে।’

‘প্রবলেম হবেনা। আমি পারবো।’

রুহি তাড়াহুড়ো করে বলে উঠলো,

‘বলছিলাম কি আপনার আসার দরকার নেই।’

‘কেন?’

‘আমিই খেয়ে নিচ্ছি।’

‘তাই? তা কি খাবেন? একটা কলা আর রুটি?’

আবারও ধরা পড়ে গেলো রুহি। মিনমিন করে বলল,

‘না না। ভাত খাবো।’

বিভোর নিজেকে সামলিয়ে গম্ভীর গলায় বলল,

‘আমি প্রুফ পাবো কীভাবে?’

রুহি হতাশ কন্ঠে বলল,

‘ভিডিও কল দিন। দেখাচ্ছি।’

একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো বিভোর। মেয়েটার এসব খামখেয়ালিপনা ওর একদম ভালো লাগেনা। ফোন কেটে হোয়াটস অ্যাপে কল দিলো।

বিভোরের রাগের কথা মাথায় রেখে রুহির মনটা ভীষণ খারাপ হয়ে গেলো। পেট ভর্তি হাবিজাবি খাবারে। এখন আবার ভাত! ওফ,, কি যন্ত্রণা। ডাক্তার বরের খাদ্য নিয়ে এই অত্যাচার সইবার চেয়ে দিনমজুরের বউ হওয়া অনেক ভালো ছিলো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন আড়াইটা বাজে। রুহি পা টিপে টিপে ঘর থেকে বেরুলো। ইভার ঘরের আলাও জ্বালানো। অন্যসব ঘরে আলো নেই, সবাই ঘুমাচ্ছে। রান্নাঘরে পা বাড়ালো। ফ্রিজ থেকে খাবার বের করে চুলায় গরম বসালো। গরম তরকারি আর ভাত প্লেটে নিয়ে সব গুছিয়ে নিজের ঘরে চলে গেলো। ফোনটা বিছানার উপর রাখা। ভাইব্রেট করছে। রুহি খাবারগুলো নিয়ে বসলো। কল রিসিভ করতেই বিভোরের চেহারা দৃশ্যমান হলো। ওর চোখমুখ ফোলাফোলা। ফর্সা গালে লালচে আভা। সদ্য ঘুম থেকে জাগা আদুরে বেড়ালের মতো লাগছে ওকে। রুহিকে বলল,

‘খাবার রেডি? আমি দেখবো।’

‘হুম।’

বলেই খাবারের আইটেম সব দেখালো। অনিচ্ছাস্বত্ত্বেও সব খেতে হলো। বিভোর বালিশে হেলান দিয়ে বুকের ওপর ল্যাপটপটা রেখে মেয়েটার খাওয়া দেখছে। বাচ্চাদের মতো ছোট লোকমা দিতে দেখে ঘর কাঁপিয়ে হেসে উঠলো। রুহি খাওয়া থামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল,

‘কী হয়েছে?’

‘কিছুনা। খাও।’

‘আমার খাওয়া দেখে হাসছেন, তাইনা?’

বিভোর মুচকি হেসে বলে,

‘হুম৷ বাচ্চা একটা। আমার বউ যে বোঝাই যায়না। আচ্ছা, আমাদের বেবিরাও কী তোমার মতোই হবে? আই মিন এমন বাচ্চাবাচ্চা টাইপ স্বভাব আজীবন থাকবে৷ এরকম কোনো বেবি হওয়ার চান্স আছে কী?’

রুহির চোখদুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বিষম খেলো। কাশি থামাতে পানির গ্লাস তুলে ঢকঢক করে খেলো। বিভোর আহত চোখে ওর দিকে তাকিয়ে রইলো। বলল,

‘দুঃখিত বউ।’

রুহি রাগ এবং লজ্জ্বামিশ্রিত কন্ঠে বলে উঠলো,

‘শুভ রাত। ঘুমান।’

ফোন রেখে খাবারদাবার গুছিয়ে বিছানায় শুয়ে পড়লো। বেশ রাত তখন। নিশুতি প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে। আজ রাতটাই নিজের এই ঘরটাতে ঘুমাবে, এরপর হয়ে যাবে অন্য বাড়ির বউ। পার্মানেন্ট থাকার ব্যবস্থা হবে বিভোরের বাড়িতে। প্রিয় এই বিছানার কথা ভেবেই ওর চোখে জল এলো। যদিও মাঝেমধ্যে আসা হবে। নাদিরা একা হয়ে যাওয়ায় ইভা নিজের কাছে নিয়ে যাবে, ইচ্ছে হলে বিভোরের বাসায়ও যাবে। ওর তো নিজের খালাই হয়। এদিক দিয়ে স্বস্তি পেলো রুহি। কাল অনেক ধকল যাবে, তাই দ্রুত ঘুমানোর চেষ্টা করলো।

_____

সারা বাড়িতে সাজ সাজ রব। বিভিন্ন অর্কিড আর গোলাপ দিয়ে সাজানো বিভোরদের বাড়ি। সব ফুল বাবর চৌধুরীর বাগানের আর অর্কিডগুলো অর্ডারের। মালি রতনের মন খারাপ। সে গেইটের কাছে ফুলগুলো ককশীটের ভেতর গেঁথে দিচ্ছে। বাবর চৌধুরী ওর মুখ ফোলানো দেখে জিজ্ঞেস করলেন,

‘কী রে? মন খারাপ?’

রতন মাথা দুলিয়ে বলল,

‘জে স্যার। আম্মারে কইয়া আসলাম, আমারও বিয়া ঠিক করতে।’

‘বাহ। ভালো তো। যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই ভালো।’

রতন হতাশ হয়ে বলল,

‘হুঁ।’

‘তুই কিন্তু রেডি থাকিস সময়মত। বর‍যাত্রী যেতে হবে।’

‘আমি যামুনা।’

ধমকে উঠলেন বাবর চৌধুরী।

‘আমার বাড়ির একটা লোকও বাদ যাবেনা, সবাইকে যেতে হবে। নইলে খুব খারাপ হবে। আর কোনো কথা শুনতে চাইনা। বিভোরের চশমা এনেছিলি?’

রতন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারপর পকেট থেকে বিভোরের চশমাটা হাতে দিয়ে বলে,

‘বিয়ার দিনও কী চশমা পড়বো? মাইনসে কানা জামাই বলব!’

বাবর চৌধুরী বিরক্ত গলায় বললেন,

‘বললে বলুক। ছেলে তো এটা ছাড়া ক্লিয়ার করে কিছু দেখতে পারেনা, বউ দেখবে কীভাবে? ওর তো অধিকার আছে ওর বউ দেখার। আচ্ছা, তুই কাজ সেরে রেডি হ। আমি ওকে এটা দিয়ে আসি।’

বলতে বলতে ওনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। নাসিমা আর কয়েকজন মহিলা রান্নাঘরে সব গুছিয়ে রাখছেন। বাবুর্চিদের সব বুঝিয়ে দিচ্ছেন৷ বাবর চৌধুরী নাসিমাকে ডেকে কিছু জরুরি কথা শেষ করে বিভোরের ঘরের দিকে গেলেন। ও তখন সদ্য গোসল সেরে টাওয়াল পরে বসে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। বাবর চৌধুরী ঘরে ঢুকে ধমকে উঠলেন। বিভোর চমকে জিজ্ঞেস করলো,

‘কী হয়েছে?’

‘তোর মাথা। তুই কী খালি গায়ে টাওয়াল পরে বিয়ের পিঁড়িতে বসবি?’

‘আমি কি তা বলেছি?’

ওর হাতে চশমাটা দিয়ে ওনি ঠোঁটে হাসি এঁকে বললেন,

‘তুই বরং এভাবেই যা। টাওয়াল পরে বিয়েতে বসবি আমি তোর ফটো তুলে পোস্ট করবো। সবাই দেখবে তোর সিক্স প্যাকওয়ালা বডি। মুহূর্তেই ভাইরাল বনে যাবি। বল, আইডিয়াটা কেমন?’

বিভোর চশমাটা পরে নিলো। বাবার কথা শুনে ভ্রু কুঁচকে বলল,

‘আইডিয়া মন্দ নয়৷ তবে তুমি যদি এভাবে পুত্রের বিয়ে খেতে যাও, তাহলে আমিও যেতে রাজি। বাপ-ছেলে মিলে ইতিহাস সৃষ্টি করবো। অবশ্য আমার বউ লজ্জ্বায় তখন নীল হয়ে যাবে। আর তোমার এই উটকো আইডিয়া ইউজ করে হাজব্যান্ড হয়ে আমি ওকে নীল রঙা বউ বানাতে পারিনা। তাইনা?’

ছেলের বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্যহারা হলেন বাবর চৌধুরী । তারপর মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে যাবার আগে হুংকার দিয়ে বলে উঠলেন,

‘অতি দ্রুতই নাতিনাতনির মুখ দেখতে চাই। নইলে চাপকিয়ে তোর দাঁত ফালিয়ে বাড়ি থেকে বের দিবো। অবশ্য এসবে আমার মেয়ের দোষ থাকবেনা আমি জানি, তাই কখনো ওর উপর কোনো দোষ কখনো চাপানোর চেষ্টা করবিনা। যা গরু, এবার রেডি হয়ে নে।’

বিভোর ঘোলাটে দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকলো। ওর বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা আরম্ভ হয়েছে।

মন্তব্য জানাবেন আশা করি। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

চলবে…ইনশাআল্লাহ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here