#অদ্ভুদ_ভালোবাসা
#সুমাইয়া_সুমু
পার্টঃ০৬
,
পানি ঠেলে দিতেই উনি সাথে সাথে উঠে গেলেন।আর আমার দিকে রাগি চোখে তাকিয়ে থেকে বললেন-
,
মুরাদঃএটা কি হলো? আমার উপর পানি কেনো ঠাললে।
আমি ডোন্ট কেয়ার ভঙ্গিতে বল্লাম,
হায়াতঃআপনাকে সুন্দর মতো ঢেকে ছিলাম আপনি উঠে ছিলেন,
মুরাদঃ এর জন্য তুমি পানি ঠালবে?
হায়াতঃহু
,
কথাটা বলতেই উনি আমাকে টান দিয়ে উনার ওপর ফেলে দিলেন। আমি উঠার চেষ্টা করতেই আমাকে শক্ত করে চেপে ধরলেন।
,
মুরাদঃ উফ্!! আজ আমার বউ কে কত সুন্দর লাগছে?
হায়াতঃ ছারুন কেউ এসে পড়বে!
মুরাদঃ তোমার সমস্যা কোথায় তোমকে ধরে রেখেছি নাকি?
হায়াতঃ আপনার মাথা খারাপ নাকি?
মুরাদঃ হু আমার বউ কে দেখে আমি পাগল হয়ে গেছি।
,
কথাটা বলে আমার ঠোঁটে চুমু দিলেন। (ইসস আমার বলতে লজ্জা করছে?) আর আমি বেআক্কল এর মতো ওনার দিকে তাকিয়ে আছি। উমি উঠে ওয়াশরুমে চলে গেলেন। আর আমি সেখানে এখন ও দাড়িয়ে আছি। আগে কথাটা টা মাথায় আসতেই লজ্জায় লাল হয়ে গেলাম। “উম আমি কোনো লজ্জা পাচ্ছি আমি তো উনাকে ভালোবাসি না তাহলে আমি বাধা দিলাম না কেনো উনাকে” কথাটা ভাবতে ভাবতে নিচে চলে এলাম। নিচে এসে দেখি মাহিম ভাইয়া নাস্তা করছে আর মামনি উনাকে নাস্তা বেরে দিচ্ছেন। এখন নিজের প্রতি নিজের অনেক রাগ হচ্ছে। আজ এই বাড়িতে প্রথম দিন আর আজ কিনা এতো দেরি হলো আসতে। অবশ্য এতে আমার কোনো দোষ নেই। সব ওনার দোষ উনি তখন এস না করলে দেরি হতো না। তখন কার কথা মনে আসতেই আবার লজ্জায় মথা নিচু করে নিলাম। আমাকে লজ্জা পেতে দেখে মামনি বললো-
,
মামনিঃ কিরে মা এতো লজ্জা পাচ্ছিস কেনো রে?
হায়াতঃ ও কিছু না মামনি।
,
আমার এরুপ উত্তর শুনে মামনি আর কিছু বললেন না। তারপর সিড়ির উপর দিকে তাকিয়ে দেখি উনি নিচে নামছেন। নিচে এসে সোজা মামনি কে বললেন-
মুরাদঃ মা খাবার দেও! অনেক খুদা লাগছে।
মামনিঃ হ্যা দিচ্ছি এই নেও,
,
অতপর মাহিম ভাইয় আর উনি নাস্তা করে অফিসের দিকে চলে গেলো। বাবা নাই দেখে যেতে হচ্ছে তা নাহলে অফিসের দিক কে সামলানে উনি ঘরে থাকলে।
,
এভাবে সারাদিন মামনির সাথে মজা করতে করতে কেটে গেলো এর মাঝে মামনি একবা বাবা কে ফোন দিয়ে সব বলেছেন। শুনে প্রথমে রাগ করলেও আমাকে দেখে রাগ চলে গেছে। মামনি বলেছে-
,
মামনিঃ বাবা আসলে আমাদের বউ ভাত অনেক বড় করে করাবে।
,
আমি কিছু বলি নাই শুধু মাথা নাড়িয়েছি। তারপর উনারা রাত ১০ টায় বাড়ি ফিরলেন।
,
চলবে,,,,,,,,
“প্লিজ আর কেউ বইলেন না ছোট লেখছি শুনলে কষ্ট লাগে??। নাম নিয়ে কোনো ভুল হলে ক্ষমা করবেন। কারন আমি কোনো নাম মনে রাখতে পারিন। আর প্লিজ একটু সুন্দর করে কমেন্ট কইরেন?”।