একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি পর্ব ৫

0
118

একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি -৫

চ্যানেল সেভেনের লাইভ সেশন৷ দর্শকের প্রশ্নে অমিত রাজ!
অমিত পৌছাতেই প্রোডিউসার জিয়াউল বললেন, অমিতকে রেডি করতে হবে৷ মনে হয় ফ্লোর থেকে সরাসরি চলে এসেছে।
অমিত মেকাপ নিয়ে চুল সেট করে নিলো। দর্শকের প্রশ্ন আসছে কিন্তু মূল প্রশ্ন নেওয়া হবে যেগুলো স্ক্রিপ্টেড।
অমিত স্ক্রিপ্ট দেখে নিয়েছে।
অভিনয়, হিট প্রজেক্ট, দিনকাল, শ্যুটিং সব প্রশ্নের পরে অমিত রাজ কবে বিয়ে করবেন, এটা সামনে এলো।

স্ক্রিপ্টে ছিল, এখনো বছর পাঁচেক পরে।
কিন্তু অমিত উত্তর দিলো, পছন্দ মত পাত্রী পেয়ে গেলে বিয়ে করে ফেলব।

তাহলে পছন্দ মত কেউ কি আছে- হোস্টের প্রশ্নে অমিত একটু সময় নিয়ে ভেবে বলল, মনে হয় আছে!

সে কি আমাদের পর্দার কেউ?

না, একেবারেই না। আমি চাইনা পর্দার কেউ আমার জীবনসঙ্গী হোক, আমার পার্টনার হবে একদম ঘরোয়া, ছিমছাম, বউ ম্যাটেরিয়াল। যে আমাকে ভালোবাসবে।
আমার জন্য রান্না করবে শখ করে, আমার সবকিছু গুছিয়ে রাখবে নিজ হাতে।
এখন ফেমিনিস্টরা আমার উপর এটাক করতে পারে, কিন্তু আমি বউকে বউ হিসেবেই চাই।

অমিত রাজ চাইলে যে কোনো মেয়েই তার জন্য সব করবে, তাই নয় কি?

হ্যা, হয়তো তাই, কিন্তু এমন কেউ যে জানবেই না অমিত রাজ কে? পর্দার হিরোর বাইরে যে একজন প্রেমিক ঘরোয়া পুরুষ আছে, তাকে যে মেয়ে আবিস্কার করতে পারবে, আমি তাকেই চাই।

ব্যস, আর কই যায়! সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইউটিউব সব ভরে গেল, প্রেম করছেন অমিত রাজ?
কেমন বউ চাইলেন অমিত রাজ?
কে সেই ভাগ্যবতী রমনী? পর্দার কেউ নাকি বাইরের?

★★★★

নওরিন মেসে ফিরেছে। ক্লান্ত লাগছিল। ভাইভার জন্য পড়তে ইচ্ছে করছিল না। বইয়ের পাতার আজ আর চোখ বুলাতে ইচ্ছে করল না।

পাশের রুমের পিংকি এসে ডাকল, নওরিন আপু, একটু আসবা? একটা ঘটনা হয়েছে!

নওরিন ক্লান্ত স্বরে বলল, কি হয়েছে?

দুপুরে মুরগি দিলো না, সিক্তা দুই বাটির মুরগি নিজের বাটিতে ঢেলে নিয়েছে।

কেন?

সেটাই তো। জুবেদা আপা ফায়ার হয়ে আছে।

এখন আমার মুরগি নিয়ে ঝগড়া দেখতে ইচ্ছে করতেছে না। খেলে খাইছে৷ বাদ দে তো।

আরো আসো না, মজা দেখি।

নাহ, যা ভাগ।

মেসের ম্যাট্রোন জুবিদা বিচারে বসেছে। অভিযুক্ত সিক্তা বলল, সে আগের দুদিন মাংস পায় নি। তাই দুদিনের মাংস একদিনে নিয়েছে।

নওরিনের মাথা ঝিম ঝিম করতে লাগল। জুয়েনা বলে মেয়েটা বারান্দায় বসে প্রেম করছে, ওর প্রেম প্রেম কথা গুলো একদম কানে আসছে, অদ্ভুত তো৷ জান সোনা কতকিছু বলছে।

নওরিন ফোন হাতে নিয়ে ফেসবুকের নিউজফিড ওপেন করল।
ভাইরাল টপিক, প্রেম করছেন অমিত রাজ!
স্ক্রল করতে করতে চোখ আটকে গেল লাইভে। যে অমিতের সাথে গতকাল আলাপ হলো আর আজ দেখা হলো, তার কথা মনে হলো।
ইনিও অমিত, তবে শুধু অমিত নয়, অমিত রাজ। চিত্রনায়ক। আগে কখনো খেয়াল করা হয় নি।
যে অমিত তার সঙ্গে দেখা করল, সে বেশ ঝামেলা করে তার ফোন নম্বর জোগাড় করেছে, কেন করল কে জানে! বেশ এলেম আছে বলতে হবে!

নওরিন লাইভ দেখতে দেখতে অমিতকে ফোন করল। অমিতের সেক্রেটারি রিয়াজুল, নম্বর দেখে সাইলেন্ট করে ফোন রেখে দিলো।

চলবে

শানজানা আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here