Ragging To Loving ? Part:38

0
825

 

? Ragging To Loving ?
Part:: 38
Writer:: Ridhira Noor

অপেক্ষা করতে করতে অবশেষে আফরান এলো। নূর শুধু রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না। খালি রাগে ফুঁসছে। নূরের চেহারা দেখে আফরান ভয়ে ঢোক গিলল। জোর পূর্বক হাসি দেওয়ার অযথা চেষ্টা করছে। কিন্তু মুখ দিয়ে হাসি বের হচ্ছে না। দুজনেই নিরব হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর সিমারাও এলো। নূর কিছু বলল না তাদের দিকেও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা ভয়ে ধাক্কাধাক্কি করে আফরানের গাড়ির পিছনের সিটে বসে পড়ল। অথচ জায়গা হচ্ছে না। তবুও তারা পাঁচজন গাদাগাদি করে একে অপরের কোলে বসল।

আফরানঃঃ- চ…চ…চ… (তোতলাচ্ছে। ভয়ে মুখ দিয়ে কথা বেরুচ্ছে না)

নূরঃঃ- চচচচ কি? (রেগে বলল)

আফরানঃঃ- চ…চল। মা…মা…মায়মুনা অপেক্ষা করছে।

নূরঃঃ- তা আপনার এখন জানা হলো? মায়মুনা অপেক্ষা করছে। আমি যে এতক্ষণ ধরে রোদে পুড়ে অপেক্ষা করছি সেই খেয়াল কি কারো নেই?

গাড়ির জানালা দিয়ে উঁকি মেরে তারা বলতে লাগলো। “সরি নূর।”
রাগে নূর কিছু বলল না। গিয়ে সামনের সিটে বসল। আফরানও দীর্ঘ নিশ্বাস ছেড়ে ড্রাইভিং সিটে বসল। নূর দুই মুড়িয়ে গাল ফুলিয়ে বাইরে তাকিয়ে আছে। আফরান নূরের দিকে তাকিয়ে আবার আয়নায় পিছনে থাকা পুষ্পদের দিকে তাকাল। তারাও অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আফরানের দিকে। কিছু সময় পর তারা পৌঁছে গেল আফরানের বাড়িতে। আফরানের বাড়ি বিশাল বড়। গেইট দিয়ে ঢুকতে লম্বা সরু রাস্তা। দুইপাশে ছোট ছোট ফুলের গাছ। রাস্তার দুইপাশে বাড়ির সামনে বড় খোলা জায়গা। চারপাশে সাজানো হচ্ছে। বাড়ির মুখোমুখি বড় একটি ঝর্ণা। আফরান তাদের নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। চারপাশে সেই কি হৈচৈ। সবাই কাজে ব্যস্ত। কেউ এদিক দৌড়াচ্ছে তো কেউ ওদিক। তাদের দেখে রিহান ওয়াসিম আহিল আরিফ ইয়াশ এগিয়ে এলো। তাদের কথার মাঝেই মায়মুনা দৌড়ে এসে নূরকে টেনে নিয়ে গেল। তার পিছে মেয়েরাও গেল।

মায়মুনাঃঃ- সে কবে থেকে অপেক্ষা করছি। আমার মাথায় কিছুই আসছে না। তোরা হেল্প কর আমাকে। (তাদের নিজের রুমে নিয়ে গেল। রুমে যেতেই সবার চোখ কপালে। পুরো রুমের এদিক সেদিক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে।) কোন জামাটা পড়ব সিলেক্ট করে দে।

তারা একেকজন একেকটা জামা নিল। সব জামা বেশ সুন্দর। তারা নিজেরাই কনফিউজড হয়ে গেল।

সিমাঃঃ- লাল জামাটা পর।

মায়মুনাঃঃ- লাল? না আমার লাল পছন্দ না।

আমরিনঃঃ- গোল্ডেনটা নে।

মায়মুনাঃঃ- (আয়নার সামনে দাঁড়িয়ে দেখল) এএএ আমাকে কেমন যেন মোটা মোটা লাগছে। এটা না।

মেহেরঃঃ- বেগুনিটা নে। এটা ভালো লাগবে।

মায়মুনাঃঃ- আমাকে বেগুন বেগুন লাগবে।

পুষ্পঃঃ- তাহলে করবি কি তুই? এক কাজ কর যেমনে আছিস তেমনই বসে যা। এই ছাড়া কোন উপায় দেখছি না।

মায়মুনাঃঃ- ধুরর। এমনিতে প্রচুর টেনশনে আছি। (ধপ করে বেডে বসে গেল। একটু পরই দরজায় নক করল। মায়মুনা উঠে গিয়ে দরজা খুলল।) কি হলো মামুনি?

আফরানের মাঃঃ- (একটা বড় বাক্স হাতে দিল) এই নে। নিহালের বাড়ি থেকে তোর জন্য জামা আর কিছু গয়না পাঠিয়েছে। সন্ধ্যায় এগুলো পরবি। (বলে চলে গেল।)

মায়মুনা খুশিতে আত্মহারা হয়ে পিছনে ফিরতে দেখে সবাই কোমরে হাত দিয়ে রাগী লুক দিয়ে দাঁড়িয়ে আছে।

নূরঃঃ- অসভ্য অভদ্র বেয়াদব নির্লজ্জ বেহায়া ফকিন্নি। এতক্ষণ আমাদের মাথা খেয়েছিস। সকাল থেকে জ্বালিয়েছিস। আমাকে রোদে দাঁড় করিয়েছিস। আর এখন সব সমস্যায় সমাধান হয়ে গেল।

মায়মুনাঃঃ- আমি কি জানতাম এমন হবে।

অবশেষে বাক্স খুলে দেখতে লাগলো। গোলাপি রঙের বারবি গাউন। বেশ সুন্দর গাউনটা। মায়মুনা গাউনটা জড়িয়ে ধরে কিছুক্ষণ ঘুরল।

সন্ধ্যায়_____________________________
পুরো বাড়ি বেশ সুন্দর করে সাজিয়েছে। অর্কিড ফুল দিয়ে চারপাশে সাজানো হয়েছে। তার সাথে চারপাশে হালকা গোল্ডেন কালারে পর্দা ঝুলানো। মাঝ বরাবর বড় ঝাড় বাতি ঝুলানো। ধীরে ধীরে মেহমান আসতে শুরু করল। সব ছেলেরা ফরমাল ড্রেসআপ নিয়ে তৈরি হয়েছে। আর মেয়েরা গাউন পরেছে। নূর চারপাশে ঘুরে দেখছিল হঠাৎ তার চোখ পড়ে সামনে। আফরান সাদা শার্ট, ব্লাক কোট, ব্লাক প্যান্ট পরা। এক হাত পকেটে দিয়ে অন্য হাতে ফোন নিয়ে কথা বলছে। চুল স্পাইক করা। এমনিতে সাদা চামড়া তার উপর ব্লাক গেটআপে অনেক হ্যান্ডসাম লাগছে। আর যেই স্টাইলে ফোনে কথা বলছে যে কেউ ফিদা হয়ে যাবে। তার উপর ঠোঁটের কোণে হাসি হায়…. মেয়েরা ক্রাশ না খেয়ে যাবে কই। নূর শুধু এক ধ্যানে তাকিয়ে আছে আফরানের দিকে। আশেপাশের কোন খেয়ালই নেই। চোখের পলকও ফেলছে না। বেহায়ার মতো তাকিয়ে আছে তার দিকে। আফরান ফোনে কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ল নূরের দিকে। নূর সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। একটু অপ্রস্তুত হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। নিজের এমন কান্ডে নিজেই লজ্জিত হলো। আফরান কথা বলতে বলতে নূরের চোখ পড়ল। সেও বেহায়ার মতো তাকিয়ে আছে নূরের দিকে। নূর পরনে হালকা ফিরোজা রঙের লং গাউন। মাঝখানে সিঁথি করে চুল ছেড়ে দেওয়া। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক চোখে গাঢ় কাজল দেওয়া। এরই মধ্যে অসাধারণ লাগছে দেখতে। আফরান কানে ফোন দিয়ে অপলক ভাবে তাকিয়ে আছে। ফোনের অপর পাশ থেকে হ্যালো হ্যালো করছে সেদিকে তার ধ্যান নেই। হঠাৎ ঝাকুনিতে তার ধ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখে পান্না।

পান্নাঃঃ- কি হলো তোমার সেই কবে ডাকছি শুনছ না। কানে মোবাইল দিয়ে অন্যদিকে তাকিয়ে আছ। কি দেখছ এভাবে?

আফরানঃঃ- (তড়িঘড়ি কানে মোবাইল দিল) হ্যা…হ্যালো। সরি একটু বেখেয়ালি হয়ে গিয়েছিলাম। জ্বি। জ্বি। আচ্ছা ঠিক আছে। বাই। (ফোন পকেটে রেখে দিল। তারপর পান্নার উদ্দেশ্যে বলল) ওই আসলে একটু ডেকোরেশন দেখছিলাম তাই ধ্যান ছিল না। তা কি বলছিলে তুমি?

পান্নাঃঃ- তেমন কিছু না। জাস্ট এমনি। বাই দ্যা ওয়ে আজ তোমাকে ভীষণ ড্যাশিং লাগছে।

আফরানঃঃ- থ্যাংকস। তোমাকেও বেশ সুন্দর লাগছে।

নূর কেন জানি পান্না আর আফরানকে একসাথে দেখে মন খারাপ করে আছে। পান্না আফরানের তারিফ করায় সে রেগে গেল।

নূরঃঃ- ড্যাশিং না ছাই। পেঙ্গুইনের মতো লাগছে মাথা থেকে পা অবধি সাদা কালো পরে আছে। হুহ্। (ভেঙচি কেটে চলে গেল।)

মায়মুনা সারা রুমে এদিক ওদিক পায়চারি করছে। আর কাউকে বারবার ফোন দিচ্ছে। ফোন রিসিভ না করায় বিরক্ত হচ্ছে। অবশেষে ফোন রিসিভ করল।

মায়মুনাঃঃ- তুমি এখনো আস নি কেন? প্রায় সব মেহমান চলে এসেছে।
————————-
মানে কি? কেন আসবে না? আমি এতো কিছু জানি না। তুমি আসবে মানে আসবে। না আমি কিছু শুনব না। আস……. হ্যালো? হ্যালো? ফোন কেটে দিল। (রেগে মোবাইল বেডের উপর ছুড়ে মারল। রেগে বাইরে গেল। সবার চোখের আড়াল হয়ে বাইরে বেরিয়ে গেল। গাড়ির চাবি নিয়ে দরজা খুলতেই কেউ তার হাত ধরে ফেলে। মায়মুনা মাথা উঠিয়ে দেখে রিহান।)

রিহানঃঃ- কোথায় যাচ্ছিস তুই?

মায়মুনাঃঃ- কিছু জরুরি কাজ আছে।

রিহানঃঃ- জরুরি কাজ মানে? কি জরুরি কাজ? ঘর ভরতি মেহমান। আর একটু পরই নিহাল স্যার আর তার পরিবার চলে আসবে। কি এমন জরুরি কাজ আমাকে বল আমি করে দিচ্ছি।
_______________________________

নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে সোহেল। এক ধ্যানে আকাশের পানে তাকিয়ে আছে। মেঘমুক্ত কালো আকাশ ঝিকিমিকি তারা। আকাশের পানে তাকিয়ে দীর্ঘ নিশ্বাস ফেলল।

সোহেলঃঃ- কেন এত কষ্ট হচ্ছে আমার? কেন? এত দিন পর দেখা হলো একটু ভালো মন্দ কিছুই বলা হলো না। সত্যিই কি তুই একবারও আমাকে তোর বন্ধু ভাবিস নি? আমার কথা নাহয় বাদ দিলাম। কিন্তু আমার বাবা মা তো তোকে আমার চেয়েও বেশি ভালবেসে ছিল। এখনো বাসে। তাদের দিকে তাকিয়ে একটি বার বলতে পারলাম না তারা যাকে নিজের ছেলের মতো করে ভালবাসে সে শুধু তাদের সামান্য কর্মচারী ছাড়া কিছু ভাবে না। তোকে নিয়ে বাবা আমাকে কত কথা শুনালো। কিন্তু তোর বিরুদ্ধে একটা কথা শুনতেও তিনি নারাজ। তুই আমাকে পান্নার কাছে ছোট করার জন্য ওসব বলেছিস। তুই যদি একটি বার বলতি আমি নিজ থেকে সরে যেতাম। আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার বাবা মার অপমান কখনো না। আমি একাই মাথার ঘাম পায়ে ফেলে নিজের পরিশ্রমে এই কোম্পানি তৈরি করেছি। তিন বছরের মধ্যে এই কোম্পানি এত বড় করেছি। তোর বাবার কোম্পানির বরাবরে দাঁড়িয়েছি। যাতে তুই বলতে না পারিস তোর আর তোর বাবার দয়ায় আমি আর আমার পরিবার বেঁচে আছে। তিন বছর কম না। পড়াশোনার পাশাপাশি রাত জেগে পরিশ্রম করেছি। নিজ যোগ্যতায় নিজের পরিচয় তৈরি করেছি। তোর মতো বাবার সম্পদ আহরণ করিনি। ইসহাক খানকে দ্বিগুণ টাকা দিয়ে তোর কোম্পানির পার্টনারশিপ কিনেছি। যাতে তোর কাছে প্রমাণ করতে পারি আমার যোগ্যতা। চেয়েছিলাম তোর কোম্পানি মার্কেটে ডুবিয়ে দিতে কিন্তু না। তা আমি পারব না। হাজার হোক শরীফ আংকেল দীর্ঘ পরিশ্রম করে এই কোম্পানি তৈরি করেছে। আমার বাবাও এই কোম্পানিতে চাকরি করেছে। কিন্তু তার মানে এই নয় যে আমি সব ভুলে যাব। কখনো না। তোর দেওয়া সব দয়া আমি তোকে ফিরিয়ে দিব।

সোহেল চোখ বন্ধ করে জোরে জোরে নিশ্বাস ছাড়ছে। হঠাৎ গাড়ির হর্ণের আওয়াজে চোখ খুলে তাকাল। গেইটের বাইরে গাড়ি থেকে একটি মেয়ে নামলো। দেখে মনে হচ্ছে গাড়িতে থাকা কাউকে ধমক দিচ্ছে। কিছুক্ষণ পর সে গাড়ি নিয়ে চলে গেল। আর মেয়েটি ভেতরে এলো। আবছা অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না। বাতির আলো তার উপর পড়তেই তার চেহারা দেখা গেল। সোহেল এক মূহুর্ত অপেক্ষা না করে দৌড়ে নিচে নেমে এলো। মেয়েটির সামনে এসে দাঁড়াল। তার চোখের পানি ছলছল করছে।

সোহেলঃঃ- মায়মুনা তুই এখানে কি করছিস? তোর আজ এনগেজমেন্ট। তুই ওসব ছেড়ে এখানে চলে এলি।

মায়মুনাঃঃ- তুমি এলে না কেন?

সোহেলঃঃ- তোকে আমি আগেও বলেছি তার কারণ। আমি পারব না যেতে।

মায়মুনাঃঃ- বাবা মা নেই। মামা মামনিদের কাছেই মানুষ হয়েছি। আপনজন বলতে তোমরাই আছ। আমি তো কখনো তোমাকে রিহান ভাই আর আফরান ভাই থেকে কম ভালবাসি নি। তারা যেমন আমার ভাই তোমাকেও ছোট থেকে ভাই ভেবে এসেছি। ছোট থেকে আমার কোন কষ্ট হলে তুমি তাদের আগে এগিয়ে আসতে। আর আজ? ওহ আমি তো তোমার আপন বোন না তাই হয়তো….

সোহেলঃঃ- মায়মুনা তুই ভালো করেই জানিস আমিও তোকে আপন বোনের চেয়ে বেশি ভালবাসি।

মায়মুনাঃঃ- তাই আমাকে এভাবে একা করে দিলে।

সোহেলঃঃ- একা কোথায়? সেখানে সবাই আছে।

মায়মুনাঃঃ- তুমি তো নেই।

সোহেলঃঃ- দেখ জেদ করিস না। চলে যা তুই। সবাই তোর অপেক্ষা করছে।

মায়মুনাঃঃ- জেদ? আমার জেদ তো আমি এখনো করিনি। এবার আমিও জেদ ধরে আছি। যাব না আমি। তুমিই আমাকে নিয়ে যাবে নাহলে আমি এখানেই থাকব। হবে না কোন এনগেজমেন্ট। ক্যান্সেল করে দিব সব। আর আমার জেদ সম্পর্কে তুমি জানোই।

মায়মুনার চোখ লাল বর্ণ ধারণ করে আছে। সোহেল অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ সে জানে মায়মুনা কতটা জেদি। যা একবার বলবে তা করেই ছাড়বে।
_______________________________

মেহমানদের কিছু বুঝতে না দিয়ে সবাই মিলে মায়মুনাকে সারা বাড়ি খুঁজছে। নিহাল তার পরিবারকে নিয়ে চলে এলো। সবাই বারবার মায়মুনার কথা জিজ্ঞেস করছে তারা কোন না কোন বাহানা দিয়ে এড়িয়ে চলছে। তখনই আফরান দেখল রিহান বাইরে থেকে আসছে। সে রিহানের কাছে গেল।

আফরানঃঃ- তুই আবার কোথায় গিয়েছিলি? আচ্ছা সেসব পরে মায়মুনাকে দেখেছিস? সবাই সে কখন থেকে তাকে খুঁজছে।

রিহানঃঃ- মায়মুনা….. সোহেলের কাছে গিয়েছে। তাকে আনতে। আমি নিজেই এখন তাকে সোহেলের বাসায় দিয়ে আসলাম। আর সে বলল আমাকে চলে আসতে সে সোহেলের সাথে আসবে।

আফরানঃঃ- কি? কিন্তু…. সোহেল তো আসবে না। সে….. (আর কিছু বলতে পারল না। এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। আফরানকে এভাবে দেখে রিহানও পিছন ফিরে দেখে সোহেল আর মায়মুনা আসছে।)

মায়মুনা ভেতরে আসতেই সবাই তাকে ঘিরে ধরল। সে কোথায় গিয়েছিল? কেন গিয়েছিল? নানান প্রশ্ন করতে লাগলো। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। সোহেলকে দেখে আফরানের মা এগিয়ে এলো।

আফরানের মাঃঃ- সোহেল। (তার মাথায় হাত বুলিয়ে দিল) সে কবে ছেড়ে চলে গিয়েছিলি আমাকে। এত বছরে একবারও আমার কথা মনে হলো না তোর? একটি বার দেখতেও এলি না। (সোহেল কিছু বলছে না। নিরবে দাঁড়িয়ে আছে।) আচ্ছা এতদিন পর যখন এসেছিস তাই অনেক।

সোহেলঃঃ- (কি করব বল? আমার তো আর এত ধৈর্য্য ছিল না যে এত কিছুর পরও এইখানে আসব। আজ মায়মুনার জেদের কারণে আসতে হলো। এই ঘরে এক শুধু তুমিই আমাকে নিঃস্বার্থ ভাবে ভালবেসেছ। আমি এত বছর তোমার কাছে না আসায় তুমি নিজে আমাদের বাড়ি যেতে। আর তোমাকে দেখে আমি আড়ালে চলে যেতাম। কারণ তোমাকে দেখলে আমি নিজেকে শক্ত রাখতে পারতাম না। পারতাম না নিজেকে প্রমাণ করতে। ক্ষমা কর আমাকে।)

তারা ভেতরে গেল। মায়মুনাকে নিহালের পাশে বসানো হলো। বাকিরাও তাদের সাথে বসলো। সবাই মিলে দুষ্টুমি করছে। সোহেল চারপাশে ঘুরে দেখছে। অনেক দিন পর এলো এখানে। কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে। আফরানের সাথে খেলা করা, খাওয়া-দাওয়া, দুষ্টুমি। অতীতে এতই হারিয়ে গেল যে বর্তমানের খেয়াল নেই। না দেখে হাটাই খেল এক ধাক্কা। ধাক্কা খেয়ে মাথা ঢলছে। সামনে তাকিয়ে দেখে নূর। সেও না দেখে হাটছিল। যার কারণে দুজনেই একসাথে সরি বলল। আলিফার ডাকে নূর সেদিকে গেল। সোহেল আবারও চারপাশে দেখছে। তাদের এসব দূর থেকে লক্ষ্য করছিল পান্না। সোহেলকে দেখে আতংকিত হয়ে পড়ল।

পান্নাঃঃ- সোহেল এখানে কি করছে? সে যদি আফরানকে সব বলে দেয়। না না না। ওয়েট এ মিনিট সোহেল আর নূর? (কিছু একটা ভেবে ডায়নি মার্কা হাসি দিল।)

.
.
.

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here