Mysterious
Part -25
Romoni
স্পষ্ট ভাবে ভেসে ওঠে।
দেয়াল মধ্যবর্তী স্থানে অবয়ব দুটো তৈরি, চারিপাশে শুভ্র রঙা দেয়াল দিয়ে আবৃত,তবুও যেনো জীবন্ত লাগছে অবয়ব দুটো কে,অবয়ব দুটি চোখ বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে।
এদিকে অবয়ব এ ভেসে ওঠা ব্যাক্তি দু’জন এর প্রতিচ্ছবি দেখে তায়াশার চোখ থেকে দুই ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে।
তায়াশা যেনো এক নিষ্প্রাণ পাথরের ন্যায় এক স্থানে স্থির হয়ে গেছে, অজস্র শব্দ যেনো উচ্চারণ করার আকাঙ্খা কাতরাচ্ছে তায়াশার মনে, তবে কোনো শব্দ উচ্চারণ করার ক্ষমতা যেনো হারিয়ে ফেলেছে তায়াশা এই মুহুর্তে।
ইয়ান এর ডাকে তায়াশা সম্মতি ফিরে আসে,ইয়ান তায়াশার দিকে তাকিয়ে এক আস্বস্ততার হাসি প্রতিস্ফুটিত করে নিজের ঠোঁটের কোনে।
তায়াশা বিস্ময় কন্ঠে ইয়ানের দিকে তাকিয়ে বলে, মা বাবা আপনার কাছে ছিলো?
–হ্যা। (ইয়ান)
— তাহলে, এতোদিন আমায় বলেন নি কেনো? (তায়াশা)
— সব কিছুরই একটা নির্দিষ্ট সময় কাল আছে তায়াশা, আমি যদি আগেই আপনাকে সব কিছু বলে দিতাম তাহলে আপনার মা বাবার ক্ষতি হতে পারতো, আর আমিও তাদের আড়াল করে সুরক্ষিত রাখতে পারতাম না,কেনোনা ইফান এখনো আপনার মা বাবাকে খুঁজে চলেছে, আর কোনো ভাবে যদি ইফান জানতে পারতো যে তারা এখনো জীবিত তাহলে ইফান কোনো না ভাবে তাদের ক্ষতি করার চেষ্টা করতো, আর এখন তাদের অস্তিত্ব একেবারে মুছে ফেলার পথ একবারে সহজ, এখন কোনো রকম ইনভিসিবল পাওয়ার এর সামান্য ক্ষতি কারক আঘাতও তাদের উপর ভয়ঙ্কর বিপদ বয়ে নিয়ে আসবে।
কারন এখন তারা সম্পূর্ণ নিঃশক্তি অবস্থায় আছেন, কারন ইফান তাদের সমস্ত পাওয়ার নিজের আয়ওে নিয়ে নিয়েছে, আর কার এক্সিডেন ঘটানোর সময় তাদের সাধারন মানব হিসেবে যতটুকু ক্ষমতা ছিলো, সেটাও নিস্তেজ করে দেয়।
সময়টা ছিলো আপনার মা বাবার মৃত্যুর এক বছর আগে।
ইফান আঙ্কেল আন্টিকে মানে আপনার মা বাবাকে বলেছিলো যে আপনার সমস্ত পাওয়ার যেনো তারা ইফানকে দিয়ে দেয়, কিন্তু তারা রাজি হয় নি।
আপনার পাওয়ার ইফানকে প্রদান করায় তাদের আপওি থাকায় ইফান কোনো রকম জোড় করে নি বা রাগ প্রকাশ করে নি।
এতে আঙ্কেল আন্টি খুব অবাকও হয়ে ছিলো,তবে ইফানকে এই বিষয় কোনো প্রশ্ন করে নি, তারা ইফানে সেদিন সেখান থেকে চলে যেতে বলেছিলো।
তবে ইফান তাদের কথা অমান্য করে বলেছিলো যে, আপনার পাওয়ার যদি না দেয় তাহলে আঙ্কেল আন্টি নিজের পাওয়ার যেনো ইফান কে প্রদান করে দেয়, তাহলে ইফান আর আপনার পাওয়ার নিয়ে নেবে না, তবে আঙ্কেল আন্টি ইফান কে বিন্দু মাএ বিশ্বাস করতো না, কারন তারা ইফান সম্পর্কে খুব ভালো করেই জানে, তারা বুঝতে পারছিলো যে ইফান মিথ্যে বলছে, তাই তারা ইফান এর এই প্রস্তাবেও অসম্মতি জানিয়েছেন।
আর তখনও ইফান সম্পূর্ণ শান্ত রুপে ছিলো, কিন্তু তখন ইফান এমন এক দৃশ্য আঙ্কেল আন্টির সামনে প্রতিস্থাপন করেছিলো যে তারা তাদের পাওয়ার ইফানের হাতে সমর্পণ করতে বাধ্য হয়।
আপনি তখন স্কুলের ছাএী, সেদিন আপনার ক্লাস এইট এর বার্ষিক পরীক্ষার শেষ পরীক্ষা ছিলো, আর আপনি সেদিন পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরছিলেন, আর আপনাকে অনুসরণ করছিলো কিছু ইনভিসিবল ডেভিল সৈন্য, ইফান এর আদেশ ছিলো যদি আঙ্কেল আন্টি পাওয়ার প্রদান করতে রাজি না হয়, তাহলে আপনাকে যেনো ডেভিল সৈন্য দের ইফান আপনাকে মেরে ফেলার অনুমতি দেওয়ার সাথে সাথে মেরে ফেলে।
আর তখন আপনার কাছে এমন কোনো পাওয়ার ছিলো না যে, আপনি নিজেকে তাদের হাত থেকে রক্ষা করতে পারবেন, আপনি হয়তো তাদের দেখতে পারবেন বা তাদের অস্তিত্ব অনুভব করতে পারবেন।
কারন তখন আপনি এই মানব পৃথিবী থেকে নিজের আসল দুনিয়ায় প্রবেশ করতে পারেন নি এবং নিজের সমস্ত পাওয়ার নিজের মধ্যে আনতে পারেন নি।
তবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পাওয়ার এর ছোঁয়া আপনার মধ্যে ছিলো।
আর তাই আঙ্কেল আন্টি তখন বাধ্য হয়ে নিজেদের পাওয়ার ইফান এর মধ্যে প্রবেশ করাতে।
কেনোনা তখন আপনাকে সেই ডেভিল সৈন্যদের কাছ থেকে বাঁচানোর চেষ্টাও খুব ঝুকিপূর্ণ ছিলো, কোনো ভাবে যদি আপনাকে বাঁচাতে গিয়ে সামান্য অসাবধানতা হয়ে যায়, তাহলে আপনার মৃত্যু নিশ্চিত ছিলো।
আর তখন আমার কাছেও কোনো পাওয়ার ছিলো না, কারন তখন আমিও এই মানব পৃথিবী থেকে আমার নিজের দুনিয়ায় প্রবেশ করতে পারিনি আর নিজের পাওয়ার নিজের কাছে আনতে পারি নি।
তবে যদি একটা বছরের ব্যাবধান না থাকতো, তাহলে আজ আঙ্কেল আন্টি সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকতো।
–কিসের ব্যাবধান?(তায়াশা)
— আমার পূর্ণ বয়স সম্পন্ন হওয়ার।
যদি তখন আমার কাছে আমার পাওয়ার থাকতো তাহলে আমি আঙ্কেল আন্টি কে এমন কঠিন পরিস্থিতির স্বীকার হওয়া থেকে বাঁচাতে পারতাম।
তবে সেদিন যখন ইফান আঙ্কেল আন্টিকে মেরে ফেলার জন্য গাড়ির নিয়ন্ত্রণ নিজের করে নিয়ে নেয় এবং নিজের উদ্দেশ্য সফল করার অর্ধেক কার্য সম্পন্ন করে ফেলে, গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আঙ্কেল আন্টি কে ব্রিজের নিচে ফেলে দেয়, তখনই এক lone island এর সদস্য ওরফে মম এর গুপ্তসংবাদদাতা গিয়ে মম কে এই বিপর্যয় এর কথা জানায়, আর মম এসে আঙ্কেল আন্টিকে উদ্ধার করে আনে এবং এখানে এই Protected walls এ আবদ্ধ করে দেয়।
আর এই Protected walls এ যদি কেউ আবদ্ধ থাকে, তাহলে তার সন্ধান পাওয়া কোনো ইনভিসিবল পাওয়ার স্থায়িত্ব বা প্রাপ্ত কেউ জানতে পারবে না, শুধু সে জানবে যে এই প্রটেক্টেড ওয়ালস এ কাউকে আবদ্ধ করেছে, আর সে ব্যাক্তি যদি এ বিষয় কাউকে জানায় তাহলে শুধু মাএ অন্য কেউ জানতে পারবে।
আর আমি পূর্ণ শক্তি ফিরে পাওয়ার পর মম আমায় আঙ্কেল আন্টির বিষয়টা জানান এবং তাদের দায়িত্ব আমার হাতে সমর্পণ করেন।
আর তখন আঙ্কেল আন্টি কে মমও কোনো রকম সাহায্য করতে পারেনি কারন মম প্রথমে যে গুপ্তসংবাদদাতা কে পাঠিয়েছেন আঙ্কেল আন্টির সুরক্ষার বিষয়ে খেয়াল রাখার উদ্যেশ্যে, তার উপস্থিতি কোনো ভাবে ইফান বুঝতে পেরে যায় আর তাকে মেরে ফেলে, আর মম যখন বুঝতে পারে যে মম এর গুপ্ত সংবাদদাতা কে ইফান মেরে ফেলেছে, তখন মম দ্বিতীয় জনকে পাঠায়, আর তাকে যখন মম পাঠায় ঠিক তখনই আঙ্কেল আন্টির এই বিপর্যয় ঘটে।
ইফানের কথাগুলো শুনে তায়াশা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে আজ আমায় বাবা মায়ের সন্ধান দিলেন কেনো?
–কারন আজ পূর্নিমা, আর আজ সারাদিন এবং সারারাত মানে পূর্ণিমা শেষ হওয়া অব্ধি ডেভিলদের পাওয়ার প্রায় বেশির ভাগটাই দুর্বল থাকবে, আর তারা নিজের পাওয়ার এর ব্যাবহার যদি কোনো কাজে ব্যাবহৃত করতে চায়, তাহলে তাদের পাওয়ার আরো বেশি দুর্বল হয়ে পড়বে।
আর এতো দিন আপনাকে আঙ্কেল আন্টির বিষয় সন্ধান না দেওয়ার কারন ছিলো যে, আপনার মাইন্ড রিড করে যেনো কেউ আঙ্কেল আন্টির জীবিত থাকার বিষয়টা জানতে না পারে, কেনোনা ইফান সর্বক্ষণ আপনার মাইন্ড রিড এর চেষ্টা চালায়, তবে আজ আর তা পারবে না, আর আপনার মাইন্ড রিড করার চেষ্টা করলেও আপনি তা তৎক্ষনাৎ বুঝতে পারবেন, কিন্তু অন্য সময় হলে এই বিষয় বুঝতে আপনার কিছুটা হলেও সময় লাগত, তাই আজ বলে দিলাম।
আর আজই হয়তো বা ইফান এর, কথাটা বলেও ইয়ান থেমে যায়।
–কি হলো থেমে গেলেন কেনো? কি আজ ইফান এর (তায়াশা)।
–কিছুনা, সময় হোক জেনে যাবেন, এখনও তো আরো অনেক কিছু জানা বাকি আছে আপনার, আগে না হয় সেগুলো জেনে নিন। (ইয়ান)
–কি জানার আছে আর? (তায়াশা)
— আপনি জানেন ইফান কেনো আমায় সেদিন যুদ্ধ ক্ষেএ থেকে আসার সময় কোনো জটিলতা সৃষ্টি করে নি বা এতোটা সময় আমি ইফান এর কাছ থেকে চাইলাম আর ইফান আমায় এতো সময় কেনো দিয়ে দিলো? (ইয়ান)
–কেনো?(তায়াশা)
–কারন……………
To be continue….