অনুরক্তি অন্তরিক্ষ পর্ব ৭

0
945

#অনুরক্তি_অন্তরিক্ষ [৭ পর্ব]
তাসনিম তামান্না

আমাদের কোনো প্রিয় জিনিস বা প্রিয় মানুষ হারিয়ে গেলে বা দূরে চলে গেলে আমরা মন খারাপ করি কাঁদি। আবার সময়ের সাথে সাথে সেটা ভুলে যায় কিংবা আমাদের আগের পাগলামি কমে যায়। নিজেকে বুজতে শিখি। কিংবা পাগলামি গুলো কোনো অজানা দূর দেশে হারিয়ে যায়। নিজে ধীরে ধীরে পাথর মানবে কিংবা যান্ত্রিক মানবে পরিনত করে।

শানের জন্য কাঁদতে কাঁদতে জারার আবার জ্বর চলে আসলো আগের চেয়ে এবার জ্বরটা বেশি ধরেছে জারাকে জ্বরের ঘোরে পাগলের প্রলাপ উল্টো পাল্টা বকতে লাগলো বাসার সবাই দিসে হারা জ্বর কিছুতেই কমে না দিন দিন জারার শরীর খারাপের দিকে যাচ্ছে। জারা শুধু বলছে

-‘ শান ভাইয়া তুমি আমাকে একটুও ভালোবাসো না আমাকে শুধু বকা দাও বড় হয়ে আমি ও তোমাকে বকা দিবো দেখো’

খুলনা থেকে জারার ছোট মামা চলে আসবো ভাগ্নের অবস্থা দেখে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করলো। জারা ক দিনে সুস্থ হলো। জ্বরে ঘোরে শানকে নিয়ে নানান কথা বলায় বাসায় সবাই হতভম্ব হয়ে গেলো। জারার জ্ঞান আসতেই ইশা জারারকে এটা নিয়ে খেপালো। জারা লজ্জায় শেষ কাউকে মুখ দেখাবে কি ভাবে সেটাই বুঝতে পারছিল না। পারলে এখনি মাটি ফাঁক হয়ে যাক সেখানে ডুকে যাক। জারাকে বাসায় আনা হলো। জারা সন্ধ্যায় নিজের রুমে বসে বই পরছিল আর একমাস পরে এসএসসি পরিক্ষা জারা নিজেও জানে না কিভাবে পরিক্ষা দিবে এবছরে তার প্রচুর প্রেশার গেছে মেন্টাল সাপোর্ট, প্রিপারেশ কোনোটাই ভালো না। জারা আনমনে বইয়ের পাতায় তাকিয়ে ছিলো শান্তি এসে কখন যে জারার পাশে বসলো জারার নিজেও জানে না।

-‘ বইয়ের পাতা খুলে আপনি কোন ভাবনায় ডুবে আছেন মা ‘

জারা চমকালো শান্তিকে দেখে সোজা হয়ে বসে বলল

-‘ তোমার ছেলের চিন্তায় গো তোমার ছেলে আমাকে পাগল বানিয়ে রাখছে ‘

-‘ আমার ছেলের চিন্তা করলে হবে? না-কি নিজের খেয়াল রাখতে আর পড়া শোনাটাও করতে হবে? ‘

-‘ পড়াশোনায় মন বসে না মনি তোমার ছেলের কাছে পাঠিয়ে দাও আমাকে ‘

-‘ আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া যখন তুই নিজের ওপরে ডিপেন করে চলতে পারবি তখন তুই চাইলে আমি শানের কাছে পাঠাবো ‘

-‘ তার আগে কেন না? ‘

-‘ তার আগে কেন না? তুই জানতে চাস? আমার মতে প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত কারণ তাকে যেন কেউ দূর্বল না ভাবে তাকে যেন টোকা দিয়ে উড়িয়ে না দিতে পারে ‘

-‘ আচ্ছা তাহলে আমার সাথে ভাইয়ার এতো তারাতাড়ি বিয়ে কেনো দিলে? বড় হলে নিজের পায়ে দাঁড়ালে তখন দিতে পারতে ‘

-‘ হুম কারণ আছে বলে দিয়েছি ‘

-‘ কি কারণ বল না আমায় ‘

-‘ উম একটা কারণ না কয়েকটা কারণ আছে কিন্তু এখন বলবো না সময় হলে তোকে আর শানকে একসাথে বলব ‘

-‘ এখন বললে কি? ‘

-‘ কারণটা তোদের দুজনকে নিয়েই। তোদের দু’জন একসাথে হলে যদি তোরা দু’জন দুজনকে ভালোবাসিস সেদিন বলবো। আমি জানি শান আমার ওপরে মনে মনে অভিমান করে আছে এই বিয়েটা নিয়ে। কিন্তু কি বলত মা-বাবা কখনো সন্তানের খারাপ হয় এমন কিছুই করবে না ‘

-‘ কিন্তু আমার এখনই শুনতে ইচ্ছে করছে মনি ‘

-‘ পাগলি মেয়ে পড়াশোনা কর না করলে আমি তোমাকে পিটানি দিবো বুঝলে? ‘

-‘ বুঝলাম ‘

-‘ শুধু বুঝলে হবে না কাজেও করে দেখাতে হবে বল বড় হয়ে কি করার বা কি হওয়ার ইচ্ছা তোর? ‘

-‘ আব্বুর মতো এ্যাডভোকেট আর তোমার আর আম্মুর মতো বিচক্ষণ ‘

জারার কথা শুনে শান্তির চোখ মুখে আধার নেমে এলো শান্তি ভায়র্ত চোখে বলল

-‘ নাহ ‘

জারা ভ্রু কুচকে বলল

-‘ কেনো না? এতো ভয় পাচ্ছো কেনো? ‘

-‘ না এসব করার দরকার কি এমনিতেই তুই সাইন্স নিয়ে পরছিস ডক্টর হ ইন্জিনিয়ার হ সচারাচর সবাই এমনটাই হতে চাই ‘

-‘ আমি আব্বুর মতোই হবো তাদের শাস্তি দেওয়া বাকি যে আমি দিবো তাদের শাস্তি ‘

-‘ জারা এসব ভুত মাথা থেকে ঝেড়ে ফেল এতে তোর বিপদ আর আমি এটা কখনো চাই না ‘

-‘ কিছু হবে না তুমি এতো ভয় পেও না মনি তুমি আমাকে এতো সাহস দাও তুমি যদি এভাবে ভয় পাও তাহলে আমি কি করবো? ‘

_____________________

দিন যায় দিন আসে। শান ফোন দিলে জারা সামনে বসে শানের কন্ঠ শুনে ১ম দিন একবার ফোনে কথা বলার জন্য হ্যালো বলতেই শান ওপাশ থেকে ফোন কেটে দিয়েছিল সেদিন খুব কেঁদেছিল জারা তার পর থেকে জারা আর কখনো শানের ফোনে কথা বলে চায় নি। শানও কখনো জারার সাথে কথা বলতে চায় না। জারার এসএসসি পরিক্ষা এসে গেছে স্কুলে ক্লাস করে না তার দরুন কোনো ফেন্ড ও নাই সেদিন খুব ভয় লাগছিল জারার নিজেকে খুব একা মনে হচ্ছিল আগের ফেন্ডের কথা খুব মনে পরছিল বিষন্ন মনে পরিক্ষা দিল ১ম পরিক্ষা খারাপ হল জানা জিনিসও ভুল লিখে আসছে বাসায় এসে খুব কান্না করল শান্তিকে বলল

-‘ আমি আর পরিক্ষা দিবো না মনি আমার পরিক্ষা খারাপ হয়েছে জানি ফেল করবো তুমি আমাকে জোর করবে না প্লিজ’

শান্তি ধমকে উঠে বলল

-‘ প্রথমটা খারাপ হয়েছে বলে কি পরে গুলো খারাপ হবে না-কি হলে হক ফেল করলে করবি তাও পরিক্ষা দিবি এতো নরম হলে চলে নিজেকে শক্ত বানাতে শেখ ‘

শানের বাবা আসলাম বলল

-‘ আহ শান্তি তুমি মেয়েটাকে বকছ কেনো? ভাবরে গেছে বেচারি তুমি শুধু শুধু বকছ তুমি চুপ থাকো আমি কথা বলছি’

আসলাম জারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল

-‘ কি হয়েছে আম্মু তুমি কি আপসেট?’

জারা ওপর নিচ মাথা নাচালো যার অর্থ হ্যা।

-‘ কি সেটা বলবে আমাকে?’

-‘ আমার ওখানে কোনো ফেন্ড নাই আমার কেমন হয় আমার আগের ফেন্ডদের কথা খুব মনে পরে খুব মিস করি ওদের’

-‘ তাই বলে পরিক্ষা দিবে না? এটা কোনো কথা? তারাও ভালো করে পরিক্ষা দিচ্ছে জীবন তো থেমে থাকে না জীবনে বেঁচে থাকলে আরও ফেন্ড আসবে যাবে আর যদি তুমি বল তাহলে এক্সাম শেষ হলে তাদের সাথে দেখা করাতে নিয়ে যাবো ওকে?’

জারা মাথা নাড়ালো।আসলাম, শান্তি, ইশা জারাকে অনেক বোঝালো জারার ছোট মামাও ফোন দিয়ে জারাকে সাহস জোগালো। জারা যেনো মনে সাহস পেলো। পরের এক্সাম গুলো জারা দিলো খারাপ না হলেও মোটামুটি দিয়েছে। জারার রেজাল্টের দিন ধরেই নিয়ে ছিল যে ফেল আসবে আসা অনুরূপ রেজাল্ট আসলো এ গ্রেট জারা অবাক হলো ও তো ভেবেছিল ফেল আসবে তার চেয়ে অন্তত ভালো হয়েছে।

চলবে ইনশাআল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here