আমি শুধু চেয়েছি তোমায়
পর্ব ৫
(৪ পর্বের পর থেকে)
ফোনের ওপাশ থেকে যা বললো,, তা শুনে আমার পা থেকে মাটি সরে গেলো,,,,,
কারণ আমার আব্বু মির মুহাম্মদ খুব অসুস্থ আমাকে তাড়াতাড়ি ঢাকায় যেতে হবে,,,,, আমি
ফোনটা রেখে দিয়ে নিলাকে বললাম ,,,,
আমি : এই নিলা আমাকে ইমার্জেন্সি ঢাকা যেতে হবে,,,মা কে বলে দিস,,,,
নিলা কিছু বলতে যাবে তার আগেই আমি ওখান থেকে চলে আসলাম,,,,এসেই দেখি হেলিকপ্টার এসেছে,, আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছে,,,
তারপর একটা লোক আমার কাছে এসে বললো,,
লোকটি : স্যার আপনি তাড়াতাড়ি হেলিকপ্টার এ উঠুন,,,
আমি ও লোকটির কথা মতো হেলিকপ্টার এ উঠলাম,,, তারপর হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওনা হলো,,, কিছু খন পরে ঢাকা শহরে চলে এলাম,,,, তারপর একটা বড় বিল্ডিং এ হেলিকপ্টার টি ল্যান্ড করলো,,,, তারপর একটা লোক এসে বললো,,
লোকটি : Welcome Mr. সুলতান,, welcome
আমি : আব্বু কোথায়,,,,???
লোকটি : তোমার আব্বু এখন নিচে রুমে বিশ্রাম করছে,,,
আমি : তাহলে চলুন,,
লোকটি : আপনি আমার সাথে সাথে আসুন,,,
আমি : ওকে,,,,
তারপর আমরা আব্বুর রুমে প্রবেশ করলাম,,,
আব্বু আমাকে দেখেই উঠে বসতে চেষ্টা করলো কিন্তু পারলো না,,,
আমি : আব্বু থাক তোমাকে আর উঠতে হবে না,,,,(তারপর আব্বু শুয়ে আছে এবং আমাকে তার কাছে যেতে বলে ,,, আমি আব্বুর কাছে গিয়ে বললাম)
আমি : এখন বলো আব্বু তোমার শরীর কেমন আছে,,,
আব্বু : এইতো বাবা আগের থেকে এখন একটু ভালো লাগছে,,,
আমি : খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো,,,??
আব্বু : হুম,,,, তোর সাথে আমার কিছু কথা ছিলো,,
আমি : হ্যাঁ আব্বু বলো,,,,
আব্বু : নাছিম এর পরিচয় নিয়ে আর কত দিন এভাবে ঘুরবি,,,,
আমি : মানে,,,??
আব্বু : দেখ বাবা আমার বয়স ও তো অনেক হয়েছে,,,, আমি এখন ভাবছি তোকে সব কাজ বুঝিয়ে দিয়ে আমি একটু বিশ্রাম নেবো,,,,,
আমি : কিন্তু বাবা,,,
আব্বু : কোনো কিন্তু নয় কালকে থেকে তুই অফিস সামলাবি ,,,,
আমি : ওকে আব্বু,,,,,,
কি আর করবো হ্যাঁ বলে দিলাম,,, কারণ আমার আব্বুর শরীর খুব খারাপ,,,তাই আমাকেই ব্যবসা সামলাতে হবে,,,,, তারপর বাড়িতে ফোন করলাম,,,
আমি : হ্যালো মা,,,,
মা : হ্যাঁ বাবা বল,,,,
আমি : মা,,, আমি কিছু দিন আর বাড়িতে ফিরতে পারবো না,,,,
মা : কেন,,,বাবা
আমি : মা আমার আব্বু খুব অসুস্থ তাই আমাকে ব্যবসা প্রতিষ্ঠান সামলাতে হবে,,,
মা : আচ্ছা তাহলে কিছুদিন পরে আসবি কিন্তু,,
আমি : আচ্ছা মা তাহলে এখন রাখি,,,
মা : আচ্ছা রাখ,,,,,
টুট টুট টুট ফোন কেটে দিলাম তারপর ঘুমিয়ে পড়লাম,,,,
ওদিকে,,
নিলা ভাবছে নাছিম কেনো এখনো বাড়িতে ফিরছে না,,, ভাবতে ভাবতে রাত হয়েগেছে কিন্তু এখনো নিলা নাছিম এর অপেক্ষায় করছে,,
কিছু খন পরে ফুফি এসে বললো
ফুফি : কি রে নিলা মা তোর মন খারাপ কেন,,??
আমি : কোই ফুফি কিছু না,,,(চমকে উঠে বললো)
তুমি কি কিছু বলবে,,,
ফুফি : আচ্ছা তাহলে খেতে আয়,,, তোর ফুফু তোর জন্য অপেক্ষা করছে,,,
আমি : ওকে ফুফি তুমি যাও আমি আচ্ছি,,,(এরপর ফুফি চলে গেলো)
আমি ও কিছু খন পরে খেতে গেলাম,,,
আমি খাবার দেবিলে বসে আছি কিন্তু কিছু খাচ্ছি না শুধু নাছিম এর কথা মনে পড়ছে,,, হঠাৎ ফুফি বলে উঠলো ,,,
ফুফি : কিরে নিলা কিছু খাচ্ছিস নে কেন,,,??
আমি : ফুফি নাছিম কোথায়,,ও খাবে না,,,
ফুফি : নাছিম তো ঢাকায় গিয়েছে,,,কবে আসবে ঠিক নেই,,,
আমি : কেনো ,,, কোনো কাজ আছে নাকি,,, ওর ওখানে
ফুফি : হ্যাঁ রে মা ওর আব্বু মির মুহাম্মদ অসুস্থ তাই ওর আব্বুর ব্যবসা সামলাতে হবে ,,,,
আমি : ফুফি আমি নাছিম কে ছাড়া থাকতে পারছি না,,,, কেমন জানি একা একা অনুভব করছি,,,,
ফুফি : তাহলে তোর আব্বুর বলে,,আর নাছিম এর আব্বুর বলে তোদের বিয়ে ঠিক করে ফেলি,,,,
আমি : সত্যি ফুফি ,,,, সত্যি (ফুফি কে জড়িয়ে ধরে বললাম)
ফুফি : হ্যাঁ রে মা সত্যি সত্যি সত্যি,,,
আমি : তাহলে নাছিম কে এসব ব্যাপারে কিছু বলো না,,, ওকে সারপ্রাইজ দিবো,,,
ফুফি : ওকে মা ওকে,,,
লেখক
মোঃ নাছিম উদ্দিন নীল
(এরপরের পর্ব পেতে কমেন্ট করুন এবং গল্পটা কেমন হয়েছে বলবেন)