পাওয়া না পাওয়া সুখ পর্ব ৪

0
189

আমি শুধু চেয়েছি তোমায়
পর্ব ৪
(৩ পর্বের পর থেকে )

এরপর ফুফি যা বললো ,,, আমি শুনে তো পুরো অবাক ,,
ফুফি : নাছিম কোনো সাধারণ ছেলে নয়,,,
আমি : তাহলে কে এ নাছিম,,,???
ফুফি : নাছিম হলো বাংলাদেশের সব থেকে বড় ব্যবসায়ী এবং ডন ,,,,মির মুহাম্মদ এর ছেলে সুলতান,,,,
আমি : তাহলে তোমার ছেলে নাছিম কোই ,,,??
ফুফি চুপ করে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে,,,,
আমি : ফুফি তুমি কাঁদছো কেন,,,,???
ফুফি : না মানে এমনি ,,,??
আমি : তাহলে বলো নাছিম কোথায়,,,,??
ফুফি : নাছিম আর নেই এই দুনিয়ায়,,,,
আমি : মানে,,,??
ফুফি : হ্যাঁ রে মা নাছিম মারা গেছে,,,,
আমি : কি ভাবে,,,??
ফুফি : নাছিম যখন স্কুলে পড়তো,,, তখন ওই স্কলে মির মুহাম্মদ এর ছেলে সুলতান ভর্তি হয় ,,,
কেউ জানতো না এটা মির মুহাম্মদ এর ছেলে,,, সবাই জানতো কোনো গরিব ঘরের ছেলে হয়তো সুলতান,,,, কারণ সুলতান তার পরিচয় লুকিয়ে এই স্কুলে ভর্তি হয়েছে,,,,,
আমি : তারপর,,,,,,,
ফুফি : তারপর সুলতান এর সাথে আমার ছেলের খুব ভালো বন্ধুত্ব হয়,,,,,, আমার ছেলে মাঝে মাঝেই সুলতান কে নিয়ে আমাদের বাড়িতে আসতো,,,,,এই ভাবে সুলতান এর সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো হয়,,, সুলতান এর মা না থাকায় আমি ওকে মা বলে ডাকতে বলেছিলাম আমাকে,,,,, এরপর থেকে ও আমাকে মা বলেই ডাকতো,,,,এই ভাবেই আমাদের দিন কাটতে লাগলো,,,,,, তারপর হঠাৎ একদিন,,,( বলেই ফুফি চুপ করে কাঁদতে লাগলো )
আমি : ফুফি বলো তারপর কি হয়েছে,,,,,(অনেক টা আগ্রহ নিয়ে জিগ্গেস করলো)
ফুফি চোখের পানি মুছে বললো

ফুফি : তারপর হঠাৎ একদিন কেউ একজন দূর থেকে বন্ধুক হাতে নিয়ে সুলতানকে মারার চেষ্টা করছে,,,,সেটা আবার নাছিম এর চোখে পড়ে যায় ,,, এবং নাছিম দৌড়ে গিয়ে সুলতান কে ধাক্কা মেরে ওখান থেকে ফেলে দেয়,,,আর সেই গুলি টা এসে নাছিম এর মাথায় লাগে,,, এরপর
আমি : এরপর কি ফুফি,,,??
ফুফি : এরপর নাছিম ওখানেই মারা যায়,,, তারপর সুলতানের লোকজন সব জায়গা ঘিরে ফেলে এবং যে গুলি করেছে তাকেউ মেরে ফেলে,,, ,, তারপর থেকে সুলতান আমাদের সাথেই থাকে,,,,, আমাদের ছেলে হয়ে,,,ওর পরিচয় এখন একটাই ও আমাদের ছেলে আর ওর নাম নাছিম,,,,

আমি এগুলো শুনে সুলতান এর কথা,,, ভাবছিলাম,,, ঠিক তখনই,,, ফুফি ডাক দিলো,,
ফুফি : কিরে নিলা একটা কথা বলবো,,,,??
আমি : হ্যাঁ ফুফি বলো কি বলবে,,,,
ফুফি : তুই কি সুলতান মানে নাছিম কে ভালবাসিস ,,,,??
আমি : না মানে হ্যাঁ ফুফি ,,,???
ফুফি : তাহলে তো ভালোই হলো,,,,
আমি : মানে,,,,,??
ফুফি : নাছিম ও তোকে ভালোবাসে কিন্তু বলে না কারণ,,,
আমি : কি কারণে বলে না ফুফি,,,,??
ফুফি : নাছিম ভাবতো যদি তুই ওর আসল পরিচয় জেনে যাস তখন তুই ওকে আর ভালো বাসবি না,,, কারণ তুই শুধু ওকে নাছিম ভেবে ভালোবেসেছিস ,,,,, এই কারণে
আমি : ,,,,,,,,
ফুফি : কি হলো কিছু বল,,,
আমি : আচ্ছা ফুফি তুমি থাকো,,, আমি একটু ঘুরে আসি,,,,
ফুফি : নাছিম এর কাছে যাচ্ছিস তাই না,,,

কথাটা শুনে নিলা একটু লজ্জা পেলো তারপর দৌড়ে আমার রুমে চলে আসলো,,, আমি তখনও ঘুমাচ্ছিলাম,,,,
নিলা : ওই নাছিম উঠো,,,উঠো না নাছিম (আমাকে ঝাকাতে ঝাকাতে বললো,,)
আমি : কিরে কি হয়েছে,,,,,??

নিলা : না মানে,,থাক পরে বলবো,,( বলেই নিলা চলে যেতে লাগলো,,আর আমি নিলার হাত ধরে টেনে বললাম)
আমি : আমার সাধের ঘুম ভেঙ্গে দিয়ে বলছিস পরে বলবো ,,,তা হবে না,,,যা বলার এখনি বল,,,,,,,
নিলা : না মানে আসলে মানে,,,,
আমি : কি আসলে মানে মানে করছিস,,,যা বলার তাড়াতাড়ি বল,,,
নিলা : আমি তোমাকে ভা,,,,( বাকি টুকু আর বলতে পারলো না কারণ আমার ফোনে তখন কল বেজে উঠলো,,,,)
আমি : এই নিলা আব্বু ফোন দিয়েছে আব্বুর সাথে কথা বলে তোর কথা শুনছি,,,,
নিলা : ওকে,,,,,
আমি একপাশে গিয়ে ফোনটা রিসিভ করলাম,,,
আমি : হ্যালো আব্বু কেমন আছো,,,,,
ফোনের ওপাশ থেকে যা বললো,, তা শুনে আমার পা থেকে মাটি সরে গেলো,,,,,

লেখক
মোঃ নাছিম উদ্দিন নীল

( পরের পর্ব পেতে কমেন্ট করুন ধন্যবাদ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here