হেলোসিনেশন,পর্ব:১

0
750

ছোট গল্প — হেলোসিনেশন
~ সবুজ আহম্মদ মুরসালিন

১.
রুমের দরজা জানালা সব বন্ধ। বাইরে থেকে কোনো বাতাস রুমে প্রবেশ করতে পারছে না। বাতাসের একমাত্র উৎস ফ্যান। ফ্যান ঘুরছে৷ তবুও রাসেলের প্রচন্ড গরম লাগছে। কিছুক্ষণ আগেই প্রচন্ড শীতের কারণে কম্বল জড়িয়েছে গায়ে। ৫ মিনিট না যেতেই এখন আবার তার প্রচন্ড গরম লাগছে। সে দুইদিন ধরে অসুস্থ। ভীষণ অসুস্থ। এই প্রচন্ড ঠান্ডা আবার কিছুক্ষণ পরেই প্রচন্ড গরম লাগছে তার। কম্বল সড়িয়ে উঠে বিছানার উপর বসলো। বসতেই ফোন বেজে উঠলো। আনিকার মেসেজ দেখে তাৎক্ষণিক মন ভাল হয়ে গেলো রাসেলের। এই কয়দিন অসুস্থতার মধ্যে আনিকার মুখ বারবার ভেসে উঠেছে চোখের পাতায়৷ ফোন হাতে নিয়ে লক খুলতেই চোখের সামনে আনিকার মেসেজ ভেসে উঠলো।

— কেমন আছেন?

রাসের উত্তর দিলো,
— শরীর খুব খারাপ তবে আমি খুব খুশি।

আনিকা কিছুটা অবাক হলো। সাথে সাথেই জিজ্ঞাসা করলো,
— কি হয়েছে আপনার?

রাসেল উত্তর দিলো,
— খুব জ্বর হয়েছে।

আনিকা অবাক হলো। কৌতুহল হয়ে জানতে চাইলো,
— জ্বর হলে কেউ খুব খুশি হয়?

রাসের উত্তর দিলো,
— আমি হই।

রাসেলের কথায় আবাক ভাবটা এখনো কাটছে না আনিকার। সে রাসেলের কথা বুঝতেই পারছে না কি আবল তাবোল বলছে। সে ফিরতি মেসেজ দিয়ে প্রশ্ন করলো,
— কেনো?

রাসেল বলল,
— আমার জ্বর হলে মাঝে মাঝে হেলোসিনেশন হয়,
“আপনি আমাকে ভালোবাসেন!”

আনিকা আর কোনো মেসেজ করলো না৷ রাসেলও কোনো মেসেজ দিলো না। দু’জনেই নিশ্চুপ।

আনিকার সাথে রাসেলের পরিচয় হয়েছে ৬ মাস আগে। রাসেলের এক কলিগের অ্যানিভার্সারি তে গিয়েছিলো। সেখানেই আনিকার সাথে রাসেলের প্রথম পরিচয়। রাসেল বাসায় এসে আনিকাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। ফেসবুক আইডি সাথে যুক্ত হওয়ার পরে তাদের টুকটাক কথা হয়। তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠে। মাঝে মাঝে তারা টাইম স্পেন্ড করে একত্রে।

রাসেল একটা সময় অনুভব করে সে আনিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু একটা অজানা ভয় তার মধ্যে কাজ করে। সে নিজের মনের কথা মুখ ফুটে কখনো আনিকাকে বলতে পারেনি। অনেক বার ভেবেছে বলবে কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছে৷ একটা সময় ভেবেছে বন্ধু হয়েই থাকি। যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাহলে তার সবকিছু এলোমেলো হয়ে যাবে। সে না হয় একতরফা ভাবেই ভালোবেসে গেলো। মানুষটকে ভালোবাসাই গুরুত্বপূর্ণ। ভালোবাসা পাওয়ার জন্য কাউকে ভালোবাসলে সেখানে ভালোবাসাটা একটা লেনদেনের মত হয়ে যায়। ভালোবাসলেই যে সেও ভালোবাসবে এটা কখনো ঠিক না। তাই রাসেল আনিকাকে শুধু ভালোবেসে যাবে। আনিকা ভালো না বাসলেও সে ভালোবাসবে।

(ছোট গল্প তাই পর্বগুলো ছোট করে দিয়েছি।
আশা করি আপনাদের ভালো লাগবে।)

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here