হঠাৎ হাওয়া, পর্ব:১৪

0
777

#হঠাৎ_হাওয়া
#সুমনা_ইসলাম
#পর্বঃ১৪

শ্রাবণী হাসিমুখে বললো, “কেমন চলছে তোমাদের বিবাহিত জীবন?”

নিরু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বললো, “জ্বি আলহামদুলিল্লাহ আপু। বেশ ভালোই চলছে।”

শ্রাবণী নিচুস্বরে বললো, “ফারহান তোমাকে ভালোবাসে প্রচুর তাই-না?”

নিরু শুনতে না পেয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বললো, “কিছু বললেন?”

শ্রাবণী না সূচক মাথা নেড়ে বললো, “না, কিছু না। আমি যাচ্ছি। দেরি হয়ে যাচ্ছে।” বলেই শ্রাবণী গটগট শব্দ তুলে চলে গেল। নিরু ভ্রু কুচকে তাকালো তার যাওয়ার পানে। কোথা থেকে হঠাৎ করেই চলে এল আবার হঠাৎ করেই কেমন চলে গেল।

নিরু মনে মনে বললো, “যাক গে। তাতে আমার কী। আমি বাসায় যাই। দেরি হয়ে গেল।” নিরু হেঁটেই বাড়ির পথে রওনা দিল। আশেপাশে তেমন রিকশাও নেই। মাঝেমাঝে দু-এক জন এলেও তারা ওদিকে যেতে চাচ্ছে না। এখন দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার চেয়ে হেঁটে চলে যাওয়াই ঢের ভালো।

_____________

নিরু বাড়িতে এসেই আগে শাওয়ার নিয়ে নিল। তারপরে একবার ফারহানকে কল করলো দুপুরে খেয়েছে না-কি জিজ্ঞেস করতে।

ফারহান কল রিসিভ করে বললো, “হ্যালো? হঠাৎ এসময়ে কল। তুমি বাসায় পৌঁছেছো তো ঠিক মতো।”

“হ্যাঁ, হ্যাঁ, এসেছি। আপনি দুপুরে খেয়েছেন না-কি এটা জানতেই কল করলাম।”

“হুম, খেয়েছি আমি। তুমি এখনো খাওনি?”

“না।”

“দুপুর সাড়ে তিনটা বাজে। এখনো না খেয়ে আছো। খাবে কখন? এভাবে চললে শরীর খারাপ করবে কিন্তু।”

“আরে আরে থামেন আগে। আমি তো বাসায় আসলাম একটু আগে। শাওয়ার নিয়ে বেরোলাম কেবল। এখন খাবো।”

“এত দেরি হয়েছে আজ?”

“হুম, রাস্তায় একজনের সাথে দেখা দেখা হয়েছিল তাই আরকি একটু দেরি হয়ে গেছে।”

“ওহ। এখন গিয়ে খেয়ে নাও। আচ্ছা কার সাথে দেখা হয়েছিল রাস্তায়?”

“বাসায় আসুন তারপরে বলছি। এখন অফিসে আছেন, কাজ করুন।”

“আরে শুধু নামটা তো বলো।”

“শ্রাবণী।”

“শ্রাবণী?”

“হুম।”

“কী কথা বলেছে তোমার সাথে?”

“তেমন কিছুই বলেনি। এমনি সংসার জীবন কেমন চলছে এসব জিজ্ঞেস করছিল।”

“ওহ।”

“হুম।”

“আচ্ছা, যাও আগে খেয়ে নাও। রাখছি।”

ফারহান কল কেটে ভাবতে লাগলো, শ্রাবণী কেন হঠাৎ করে আবার তাদের জীবনে ফেরত আসছে? কেন যোগাযোগ করছে? এর পেছনে কী তার কোনো উদ্দেশ্য আছে না-কি শুধুশুধুই? বিয়ের আগে গত কয়েকমাসে তো ভুলেও চোখের সামনে পড়েনি। ইমনের সাথে দেখা হলেও তাকে কখনো ওর সাথে দেখা যেত না।

ফারহান চিন্তা রেখে আবার কাজে মনোযোগ দিল। আন্দাজে এসব ভাবা বৃথা। পরে কিছু হলে তখন দেখা যাবে।

__________________

নিরু ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখলো ওর শাশুড়ী সব খাবার গরম করে ঢেকে রেখে গেছেন। হয়তো ও আসার আগেই খেয়েছেন তারা। নিরুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। আগে যখন তার বাসার ফিরতে দেরি হতো তখন মা-ও এভাবে টেবিলে খাবার সাজিয়ে ঢেকে রাখতো। আর আজ শাশুড়ী মা রেখেছেন। দুজনেই তো মা। একজন সারা জীবনের আরেকজন বিয়ের পরের জীবনের।

সন্ধ্যা পেরিয়ে রাত। চারিদিক নীরব। তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না। হঠাৎ হঠাৎ নিশাচর প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। বেশ স্নিগ্ধ পরিবেশ। আকাশে এক ফালি চাঁদের দেখা মিলছে। মেঘে ঢেকে যাচ্ছে আবার কিছুক্ষণ বাদেই মেঘেদের ফাঁকে উঁকি দিচ্ছে। তাঁরা তেমন নেই বললেই চলে, সংখ্যা খুবই নগণ্য। একটু একটু হাওয়া বইছে। বর্ষা পেরিয়ে গেছে মাসখানেক হলো। তবুও বৃষ্টির রেশ কাটেনি। মাঝেমাঝে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ে ধরণীতলে। সতেজতায় ছেয়ে যায় প্রকৃতি। আজও বোধহয় তেমনি সতেজতায় ছেয়ে যেতে বর্ষাকে আহ্বান জানিয়েছে প্রকৃতি। চাঁদটা ধীরে ধীরে কালো মেঘের আস্তরণে ঢেকে যাচ্ছে। গুটিকতক তাঁরাগুলোও আর দৃশ্যমান নয়। হারিয়ে গেছে বাষ্পরূপী জলরাশিদের মাঝে।

বারান্দায় দোলনায় বসে ফারহানের কাঁধে মাথা রেখে প্রকৃতির এই পরিবর্তন দেখছে নিরু। দোলনাটা গত পরশুই লাগানো হয়েছে। নিরু তো কাল এসে বারান্দার একপাশে এই দোলনা দেখে পুরো চমকেই গিয়েছিল। ফারহান তাকে চমকানোর জন্যই না জানিয়ে এ ব্যবস্থা করেছিল।

নিরু নিশ্চুপ হয়ে আছে দেখে ফারহান বললো, “কী হলো? এত শান্ত হয়ে আছো কেন?”

“প্রকৃতির পরিবর্তন দেখছি। সবকিছুই পরিবর্তন হয়। মানুষও পরিবর্তন হয়। আমরাও একদিন পরিবর্তন হয়ে যাবো তাই-না?”

“আমাদের অবস্থার পরিবর্তন হবে। বয়স বাড়বে। জীবনযাত্রার পরিবর্তন হবে। আমাদের ভালোবাসারও পরিবর্তন হবে।”

নিরু মাথাটা কাঁধে রেখেই উপরদিকে তাকিয়ে ফারহানের চোখে চোখ রেখে শঙ্কিত স্বরে বললো, “আপনি আমাকে আর এখনকার মতো ভালোবাসবেন না?”

ফারহান নিরুর নাক টেনে হাসিমুখে বললো, “আরো বেশি ভালোবাসবো। তবে শর্ত আছে একটা।”

নিরু ভ্রু কুঁচকে বললো, “কী শর্ত?”

“আমাকেও আরো বেশি বেশি ভালোবাসতে হবে।”

নিরু মুচকি হেসে আবারো ফারহানের এক বাহু জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রইলো আর ফারহান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।

বেশ কিছুক্ষণ যেতেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। এখনই ঝমঝম করে বৃষ্টি পড়বে মনে হচ্ছে।

নিরু উচ্ছ্বসিত হয়ে ফারহানের দিকে তাকাতেই ফারহান বললো, “একদম ভিজতে চাইবে না কিন্তু। আমি এ কথা শুনবো না।”

নিরু আবদার করে বললো, “প্লিজ ভিজবো। কী সুন্দর বৃষ্টি পড়ছে। একটু ভিজলে কিচ্ছু হবে না।”

“জ্বর আসলে কী হবে? জ্বল আসলে তো তোমার কোনো দিকে হুশ থাকে না। আবোল তাবোল বকতে শুরু করে দাও। একবারেই বুঝেছি আমি।”

“ওইবার তো এমনিতেই জ্বর এসেছিল। বৃষ্টিতে তো ভিজিনি। আর আপনি একা ছিলেন বলে সামলাতে পারেন নি। তখন তো মা-বাবা গ্রামে ছিল। এবার মা আছে। জ্বর আসলে সামলে নিবে।”

“মা আছে বলে কী তুমি ইচ্ছে করে জ্বর আনাবে না-কি?”

“এটা আবার কখন বললাম আমি? ধুর… আপনার সাথে কথা বলতে বলতে বৃষ্টিই থেমে যাবে। চলুন না ভিজি। জ্বর আসবে না আমার।”

ফারহান একটু হেসে বললো, “আচ্ছা ভিজবো। তবে একটা শর্ত।”

নিরু গোমরা মুখ করে বললো, “আপনার সব কথাতেই শুধু শর্ত আর শর্ত। বলুন কী শর্ত। শুনবো আমি।”

“তুমি করে বলতে হবে। তাহলে ভিজবো।”

নিরু আঁড়চোখে একবার তাকালো ফারহানের দিকে। ফারহান গা ছাড়া ভাব নিয়ে বললো, “যেভাবেই তাকাও না কেন আমার শর্ত না মানলে আমি এখান থেকে এক পা ও নড়বো না। তোমাকেও নড়তে দেব না।”

নিরু মনে মনে বললো, “এতদিন তো তুমি করে বলতে চাইলেও মুখে আসতো না। আপনি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এবার মনে হচ্ছে মুখে আনতেই হবে। আর কতকালই বা আপনি বলবো। আমারই তো বর।”

ফারহান নিরুকে ভাবতে দেখে বললো, “ভাবা শেষ তোমার? বৃষ্টি কিন্তু কমে যাবে।”

নিরু ভাবনার জগৎ থেকে বেরিয়ে বললো, “যেভাবে বৃষ্টি হচ্ছে আজকে রাতে মনে হয় না কমবে।”

ফারহান হাই তুলে বললে, “সারারাত বৃষ্টি হলেই বা কী? তুমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে।”

“এই আপনার কী ঘুম পাচ্ছে না-কি?”

“সেরকমই৷ ভাবছি ঘুমাতে যাবো।”

নিরু একটু সময় নিয়ে ইনিয়ে বিনিয়ে বললো, “চলো না ভিজি।”

ফারহান ভ্রু খানিকটা কুঁচকে বললো, “আমি কী ঠিক শুনেছি? মনে হয় ভুল শুনেছি। আরেকবার বলো তো।”

নিরু এবার চোখ পাকিয়ে তাকালো ফারহানের দিকে। দাঁতে দাঁত চেপে বললো, “চলো না একটু বৃষ্টিতে ভিজি।”

ফারহান হেসে ফেললো এবার। নিরুর এমন চেহারা দেখে হাসি পাচ্ছে তার। ভীষণ হাসি পাচ্ছে।

নিরু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললো, “হাসছেন কেন আপনি?”

ফারহান কপাল কুচকে তাকাতেই একটু হেসে বললো, “হাসছো কেন তুমি?”

“তোমার ওইরকম রাগী চেহারাটা দেখে হাসি পাচ্ছিলো। সে কথা বাদ দাও আগে বলো তো এই অসময়ে বৃষ্টিতে ভেজার জন্য এত বায়না করছো কেন তুমি?”

নিরু উঠে দাঁড়িয়ে ফারহানের হাত ধরে টানতে টানতে বললো, “ভিজতে ভিজতে বলবো। আগে চলো ছাদে যাই।”

ফারহানও অগত্যা তার পিছু পিছু ছাদে চলে আসলো।

ছাদের মেঝেতে বসে আছে দুজন। বৃষ্টির ফোঁটাগুলো তাদের গা বেয়ে গড়িয়ে পড়ছে মেঝেতে। দুজনেই চোখ বন্ধ করে আছে। পানিতে এতক্ষণ রীতিমতো লাফালাফি করেছে নিরু। তাই এখন ক্লান্ত হয়ে মেঝেতে বসে আসে। এতক্ষণ বৃষ্টির ফোঁটাগুলোকে উপভোগ করছিল আর এখন উপভোগ করছে প্রকৃতিটা। খোলা আকাশের নিচে বৃষ্টির ঝমঝম শব্দে মুখোরিত পরিবেশে একজোড়া কপোত-কপোতী পিঠে পিঠ ঠেকিয়ে বসে আছে। দুজনের মুখই একে অপরের বিপরীতে। দুজনেই ভাবছে অপর পাশের মানুষটির মনের অনুভূতি কেমন।

বৃষ্টির একনিষ্ঠ শব্দের মাঝে ছেদ ঘটিয়ে নিরু ফারহানের উদ্দেশ্যে প্রশ্ন করলো, “অনুভূতি কেমন?”

ফারহান বিমোহিত স্বরে বললো, “অন্যরকম। একদম অন্যরকম। এরকম অনুভূতির সাথে কখনো পরিচয় হয়নি আমার। নিজেকে মুক্ত মুক্ত লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বোধহয় আমিই। বাইরের জগতের কোনো চিন্তাই মাথায় আসছে না।”

নিরু মুচকি হেসে বললো, “আমি এর আগেও কয়েকবার এরকম অসময়ে বৃষ্টিতে ভিজেছি। তখন এরকম অনুভূতি হতো। অন্যসময় হলে মনে হতো এই বুঝি মা বকবে। এক প্রকার টেনশন নিয়েই ভিজতাম। কিন্তু এসময়ে কেউ টেরই পেতো না৷ তাই অনুভূতিটা এরকম ছিল। জিজ্ঞেস করেছিলে না এই অসময়ে ভিজতে চাচ্ছি কেন? এই অনুভূতির সাথে তোমাকে পরিচয় করানোর জন্যই এত ঘটা করে বৃষ্টিতে ভেজা।”

ফারহান এবার নিরুর দিকে ঘুরে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ওর কথাগুলো শুনছিলো। নিরুর কথা শেষ হতেই বললো, “আমার জীবনের বেশিরভাগ শ্রেষ্ঠ মুহূর্তগুলোই কিন্তু তোমার সাথে জড়িত। সবচেয়ে শ্রেষ্ট মুহূর্ত ছিল তোমার সাথে দেখা হওয়া। তোমার সাখে দেখা না হলে তো এতগুলো শ্রেষ্ঠ মুহূর্ত পাওয়াই হতো না। অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য।”

নিরু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বললো, “তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য।”

#চলবে__??

[ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আশা করি গঠনমূলক মন্তব্য করে পাশে থাকবেন।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here