স্বপ্নের প্রেয়সী পর্ব ১

0
465

💖 স্বপ্নের প্রেয়সী 💖
Part -1
__________________

ফারহান ভাই আমার ইংরেজি শিক্ষক। তাকে ভাই বলে সম্মোধন করার ক্ষমতা আমি হারিয়েছি তাই স্যার বলে ডাকতে হয়। এক অজানায় লুকিয়ে রাখা সব অনুভূতি আমায় পাগল করে দেয়। ওনার সকল বাড়াবাড়ি আমি সায় দেই নিজের অজানায়। অথচ প্রকৃতপক্ষে এটা কে অন্যায় বলে। তবু ও এ মন জানে প্রেমে সাতখুন মাফ!

ভালোবাসা এক নীল আকাশের হঠাৎ আক্রমণকারী ঝড়ের মতো।কখন কি করে হয়ে যায় তা বলা দায়।

ইংরেজি স্যারের থাপ্পড় খেয়ে হঠাৎ ঘুম টা ভেঙে গেল ।
এখনো আমার দম নিতে কষ্ট হচ্ছে। আশে পাশে চোখ বুলিয়ে দেখলাম এটা তো আমার রুম!তার মানে এতো ক্ষন স্বপ্ন দেখছিলাম! যাক বাবা বাঁচা গেল।

নিজেকে হালকা করে ঘড়ির দিকে তাকালাম ওমা রাত 2’38 বাজে। হায় রে এখনো আমার ইংলিশ পড়া কমপ্লিট হয়নি।
কি ভাবছেন আজ আমার ইংরেজি পরীক্ষা। মোটে ও না। তবে রোজ আমাকে অগ্নি পরীক্ষা ঠিক ই দিতে হয়।আর এই বিষয় টি পরীক্ষা নিতে আসবেন আমার প্রান প্রিয় জঘন্য তম টিচার ফারহান স্যার ।
নাম টা যত টা না সুন্দর তার থেকে হাজার গুন জঘন্য ওনি। তিন মাস ধরে ওনি আমাকে ইংরেজি পড়ান ।

ইংরেজি
এই একটা বিষয় আমার মাথায় হাতুড়ি পিটিয়ে ও কেউ ঢুকাতে পারে নি ।

ইংরেজি তে আমি বড্ড কাঁচা। গত আট মাসে 4 টি টিচার বদলিয়েছি।আমি বদলাই নি আমাকে বের করে দেওয়া হয়েছে। তাঁর বড় একটি কারন আমার নাননা ছা ছোটা ছা পেয়ারা ছা ঘুম ।

ইংরেজি বিষয় মানেই ঘুম।
স্যাররা যখন ইংরেজি বিষয়ে লেকচার দেন ঠিক তার পাঁচ মিনিটের মাথায় আমাকে ঘুমাতে দেখা যায়।
আর তাঁর জন্য ই আমাকে কোচিং থেকে আট মাসে চার বার বের করে দিয়েছে।

আমি এইবার দশম শ্রেণীতে পড়ি। আমি মোটে ও পড়াশুনাতে খারাপ নই শুধু ইংরেজি ছাড়া।
আর ছয় মাস পর এসএসসি পরীক্ষা।
আব্বু আম্মু চিন্তাতে মনে হয় শুকিয়ে যাচ্ছেন।
আর ঠিক তখনই আগমন ঘটে গন্য মান্য জঘন্য তম ফারহান স্যারের।
ওনি ই সেই টিচার যে আমাকে তিন মাস অব্দি পড়াতে পেরেছেন ।

ওনি এইবার ইংরেজি তে অনার্স পড়ছেন তৃতীয় বর্ষ।

আমার আব্বুর বন্ধুর ছেলে ওনি।
বিশ্বাস করেন এমন কোনো দিন নেই এই হনুমান ফারহান স্যার কে গালি না দিয়েছি। তিন মাসে আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে।

যাক বাবা নাম টাই তো বলা হলো না আমি ফারাবি।
আম্মু আব্বুর একমাত্র সুযোগ্য কন্যা।

পড়তে পড়তে সকাল 6 টা বেজে গেছে। এতো পড়া আমার জীবনে আমি পড়ি নি। এই বেটা বজ্জাত টার জন্য পড়তে হচ্ছে। ঘুমিয়ে ও শান্তি নেই।
স্বপ্নে ও অত্যাচার! ধুর আর ভালো লাগে না।
ঘুমে আমার যায় যায় অবস্থা যেই না চোখ টা বুজেছি আমার আম্মি জানের ডাক।
‘ফারাবি এই ফারাবি কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না নাকি। ফারহান এসেছে।যা তাড়াতাড়ি ফ্রেস হয়ে আয়।’

মাথাটা রাগে ফেটে যাচ্ছে ।
যেই না ভাবলাম দু চারটে কথা শুনাবো ওমনি আমার প্রিয় জঘন্য তম টিচার রুমে এসে হাজির।
– কিরে কথা কানে যাচ্ছে না নাকি। কাকি যে কতোক্ষন ধরে ডাকছে।

ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আমার। একটা শুকনো ঢোক গিলে বললাম ‘জীইইই স্যার আসছি।’

– আই ডোন্ট লাইক টাইম ওয়েস্ট। জাস্ট ফাইভ মিনিট আমি তোকে নীচে দেখতে চাই।

বলে গট গট করে রুম থেকে চলে গেলেন। মনে হচ্ছে এই বেটার মাথাটা ফাটিয়ে দেই। বেটা বজ্জাত হনুমান জঘন্য তম আবর্জনা।

পরক্ষণেই চুপ হয়ে গেলাম।
আমার ঘাড়ে দুইটি মাথা নেই যে ওই বেটা বজ্জাতের সাথে চোখ রাঙাবো। আর কি ফ্রেস হতে চলে গেলাম।

চলবে…
স্বপ্নের প্রেয়সী ( ১ )
কলমে ~ ফাতেমা তুজ

বি : দ্র : এটি আমার লেখা প্রথম গল্প। অনেক খাপছাড়া লাগে এখন। মনে হয় ইস কতো উলোট পালোট লিখা। তবু কোথাও একটা ভালো লাগা কাজ করে। ভুল ক্রুটি মেনে নিয়ে পড়ার অনুরোধ রইলো।

( আসসালামুআলাই আমি একজন নতুন লেখিকা। এটি আমার প্রথম গল্প। জানি না কেমন হয়েছে। আমার পথ চলায় আপনাদের সাহায্য চাচ্ছি। পাশে থাকুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ।)

বি: দ্র: ভুল ত্রুটি মাফ করবেন ।
ধন্যবাদ 💜

চলবে
ফাতেমা তুজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here