সিন্ধু ইগল, পর্ব:৭+৮

0
733

সিন্ধু ইগল – (৭)
ইসরাত জাহান দ্যুতি

১৭
বেশ যত্ন নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে জায়িন তার ফর্সা মুখ, গলা, হাত আর পাদু’টো মেকআপে ঢেকে মেঘবর্ণ বানিয়ে নিলো। তারপর সাদা শার্টটা প্যান্টের মাঝে ইন করে শার্টের হাতা কনুই অবধি গুটিয়ে নিয়ে আয়নার সামনে থেকে ওয়ালেট আর হাতঘড়িটা নিয়ে এগিয়ে এল জানালার কাছে। যেখান থেকে জাদু আর মাধুর বাংলোটা দেখা যায়।

আকাশের রংটা কেমন লালচে মেঘে পরিপূর্ণ। প্রায় ডুবুডুবু সূর্যটাকে ধীরে ধীরে চূড়ান্তভাবে অস্তমিত যেতে দেখল সে অনিমেষ চোখে। আজ সারাটা দিন আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না হয়তো। জায়িনের দক্ষ তীক্ষ্ণ দৃষ্টিজোড়া আকাশটাকে দেখে বুঝে নিলো, বৃষ্টি নামবে যে-কোনো মুহূর্তে। তবু তাকে আজ ঢাকা পৌঁছতেই হবে। কাওরান বাজার ডিআইটি মার্কেটে বোমা হামলা হয়েছে। অবস্থা ভয়াবহ। খবর এসেছে এটা টেরোরিস্ট দলেরই একটি পরিকল্পনার অন্তর্ভুক্ত। আবার একটু আগে জায়িনকে জানানো হয়েছে, হঠাৎ কিছু জায়গায় আগুনও লেগে গেছে নাকি। আজ রাতের মধ্যে এই অবস্থা নিয়ন্ত্রণের মাঝে না আনলে অবস্থা শোচনীয় হয়ে পড়বে ধীরে ধীরে। ওই এলাকার সকল বাসিন্দাকে আপাতত নিরাপদে সরে যেতে বলার হুকুম জারি করেছে আইনী প্রশাসক।

মেজাজ পুরোদমে ঘেটে আছে জায়িনের। বাইরে থেকে একটা টেরোরিস্ট চক্র এসে এভাবে হামলা করা শুরু করেছে, এটা সে একেবারেই সহ্য করতে পারছে না৷ তার ভাবনাটা অনেকটা এমন, ‘আমারই ঘরে এসে আমাকেই চড় মারা!’ তবে খুব বেশিদিন এই চক্রটা লাফালাফি করতে পারবে না বলে জায়িনের বিশ্বাস। সেভাবেই কাজ শুরু করতে যাচ্ছে সে আজ থেকে। তবে মেজাজ খারাপ ভাবটা তার কেটে যেত, যদি জাদুর থেকে সারাদিনে একটা কল বা ভয়েজ মেসেজ আসত তার কাছে। সেই যে ভোরে একটুখানি কথা বলতে পেরেছিল, আর কোনো খবর পায়নি জাদুর। আজ অবধি এত বেশি আত্মনিয়ন্ত্রণ, বাকসংযম কিংবা গাম্ভীর্য ধরে চলেনি কোনো মেয়ে তার সঙ্গে। আর এটা জায়িনের পছন্দও নয়, তার ওপর যদি আরও অতি আকাঙ্ক্ষিত বিষয় হয় তা। স্বেচ্ছায় তার চক্ষুদৃষ্টির সামনে এসে লক্ষ্যকেন্দ্র হয়ে দাঁড়ালে সে তো শিকার না করে ছেড়ে দেবে না কোনোভাবেই। বরং তাকে করা আজকের এই অবজ্ঞা, অযত্নের জন্য জাদুকে ভবিষ্যতে দারুণ মাশুল দিতে হবে যে।

জানালাটা বন্ধ করতে করতে জায়িন একবার তাকাল বাংলোর লনের দিকে। সেখানে কোনো মানবী নেই। সেদিকে চেয়ে মৃদুস্বরে স্বগতোক্তি করে উঠল জায়িন, ‘ধরা যখন দিয়েছ, মরতে তো হবেই তোমাকে।’

রেজাকে কল করে গাড়িতে গিয়ে বসতে বলে জায়িন ক্লজেটের ক্যাবিনেট থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে এল। ঘরের মূল ফটক ছেড়ে বাড়ির মূল ফটকে পৌঁছনোর আগেই চলা থেমে গেল তার। বাগানের লেবুগাছ থেকে খুব সাবধানে সাবধানে লেবু ছিঁড়ছে জাদু তার মায়ের সঙ্গে৷ লেবু ছেঁড়ার ফাঁকেই জাদুর নজর পড়ল দাঁড়িয়ে থাকা জায়িনের দিকে। যে তার দিকেই গম্ভীর অভিব্যক্তিতে চেয়ে আছে। জান্নাতি বেগমের থেকে অনুমতি নিয়ে জায়িনের কাছে এল সে। সামনে এসে দাঁড়াতেই মুচকি হেসে জায়িনকে বলল, ‘কতক্ষণ ঘুমালেন বলুন তো? সেই যে ভোর সাড়ে পাঁচটায় ঘুমিয়েছিলেন, আর ঘুম ছেড়েছে নিশ্চয়ই বিকাল সাড়ে পাঁচটায়?’

কতক্ষণ নীরব থেকে গম্ভীর অভিব্যক্তি নিয়েই জাদুর মুচকি হাসিতে মেতে থাকা ঠোঁটের দিকে নিষ্পলক চেয়ে থাকল জায়িন। তারপর হঠাৎ করেই তার চটে যাওয়া মেজাজ ধীরে ধীরে আরও বিশ্রী হয়ে উঠল। ভার কণ্ঠে জবাব দিলো, ‘চারটায়।’

জাদুর হাসিটা এবার থামল, জায়িনের তীক্ষ্ণ চাউনি দেখে। আর তার কণ্ঠ শুনে। কিছুটা অপ্রস্তুত স্বরে জিজ্ঞেস করল জাদু, ‘রেগে আছেন বুঝি?’
-‘হুঁ, তবে আপনার ওপর নয়।’ কথাটা বলল জায়িন স্থির দৃষ্টি নিক্ষেপ করেই।
জাদু একটু আমতা আমতা করে এবার বলল, ‘আমার ওপরেও রেগে আছেন। এই যে আপনি সম্বোধন করছেন আবার আগের মতো।’
-‘অপ্রিয় এবং আপনজন নয় এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলতে গেলে তুমিটা কখনোই আসে না। তুই কিংবা আপনি বহাল থাকে।’
খুব মন খারাপ হয়ে গেল জাদুর, এ কথায়। জিজ্ঞেস করল, ‘আপনজন তো নই। তা জানি৷ অপ্রিয় হয়েছি কেন? তা কি বলা যায়?’
এবার জায়িন একটু হাসল, তারপর বলল, ‘বলেছি কি আপনি আমার অপ্রিয়?’
-‘প্রিয়ও তো নই, তাই না?’
আশেপাশে একটু সচেতন দৃষ্টি বুলিয়ে জায়িন দেখল, তার মা আপাতত তাদের দিকে চেয়ে নেই। তাই জাদুর কানের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, ‘হতে চান প্রিয়?’
সেই মুহূর্তে জাদুর বন্ধ চোখের পর্দায় হঠাৎ করে ভীষণ অদ্ভুত একটি কল্পনাদৃশ্য ভেসে উঠল। নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরে আছে জায়িন। জায়িনের উন্মুক্ত বুক সে ভিজিয়ে তুলছে তার ওষ্ঠ চুমুতে। ভীষণ আবেশে জায়িন তাকে বুক থেকে তুলে আদরের শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা সুখের যন্ত্রণা।

বুক দুরুদুরু করতে আরম্ভ করেছে জাদুর। জায়িন তার কাছে দাঁড়িয়ে তার চেহারার সম্পূর্ণ অভিব্যক্তি পড়তে পেরে একটুখানি বাঁকা হাসল। তারপর আর দাঁড়াতে চাইল না সে। জাদুকে পার করে চলে যেতে পা বাড়াতেই জাদু কেমন কম্পিত স্বরে জায়িনকে বলে উঠল, ‘আপনজন হতে চাই। শুধু প্রিয় নয়।’
জবাবে জায়িন হাসতে হাসতে বলল, ‘তবে চলুক অপেক্ষা।’ বলেই চলে গেল সে।

১৮
প্রায় সপ্তাহ একটা চলে গেছে৷ জায়িন ঢাকা থেকে সেদিন আর গাজীপুর ফেরেনি। বেশ ভালোভাবেই এবার টেরোরিস্ট চক্রটার পেছনে পড়েছে সে, তার টিম নিয়ে। ডিপার্টমেন্ট বেশ ভরসা নিয়ে আছে তার ওপর। এসবের মাঝে শরীরের চাহিদা পূরণে সে কখনো ফারজানা, কখনো রাজিয়াকে না ডাকতেই তার ঘরের বিছানায় পেয়ে যাচ্ছে প্রতিদিন। কিন্তু এবার বিপদ হয়ে পড়েছে তার, আগের মতো করে সম্পূর্ণ মনোযোগ সে কোনোভাবেই রাখতে পারছে না কাজে। অস্থির মনকে কোনোভাবেই শান্তি দিতে পারছে না দু’টি কারণে। প্রথম কারণ, জাদু। যাকে না দেখে শুধু তার খোঁজ খবর শুনে থাকতে হচ্ছে প্রত্যেকটা দিন। গভীর রাতে নিবিড় আলিঙ্গনে ফারজানাকে বুকে নিয়েও সে চিন্তায় মেতে থাকছে জাদুকে নিয়েই। কোনোভাবেই এক দণ্ড ভুলতে পারছে না তার সেই ঠোঁট, ঠোঁটের মিষ্টি মুচকি হাসি, আর তার বিষণ্ন, অতৃপ্ত, শীতল চোখদু’টি। আসল কথা, ভুলতে চাইছে না সে। চুম্বকের মতো টানছে মেয়েটি তাকে। তাই আর সম্ভব হচ্ছে না তার পক্ষে অপেক্ষা করা। কয়েকটা ঘণ্টার জন্য হলেও ওই মুখটা তার দেখা চায়। আর সর্বশেষ কারণ, এই লুকায়িত টেরোরিস্ট চক্রটা।

১৯
মাধু ভীষণ বিরক্ত নিয়ে বাইরে থেকে ফিরল। ফোনে কথা বলতে বলতে সামনের রাস্তাটায় হাঁটতে বেরিয়েছিল সে। কথা বলতে বলতে কখন ঘণ্টা দুইটা পার হয়ে গিয়েছিল, তা সে খেয়াল করেনি৷ হঠাৎ বুবন ঘেউঘেউ করতে করতে তার দিকে ছুটে আসে। তারপর তার জামার নিচের অংশ কামড়ে ধরে টানতে থাকে বাড়ির দিকে। বুঝতে পারে সে, জাদু কিছু একটা ঘটিয়েছে নিশ্চয়ই।

সন্ধ্যার মরা আলোয় দেখতে পাওয়া যাচ্ছে, জাদু জানালার সামনের সোফাটায় গা এলিয়ে বসে আছে। অনেকটা সাহেবিয়ানা ভঙ্গি যেন জাদুর বসে থাকাটা। আর তার উদ্দেশ্যহীন দৃষ্টি গেঁথে আছে টি টেবিলের পায়ার দিকে। মাধু এগিয়ে এল, তারপর দেখতে পেল সামনের টি টেবিলটাতে ক্র্যাক কোকেন, আর একটি ইঞ্জেকশন। হঠাৎ জাদুকে আজ এই অবস্থায় দেখে মাধু কিছুটা চিন্তিত হয়ে পড়ল। গুটি গুটি পায়ে এসে ওর পাশে দাঁড়াতেই জাদু তিরিক্ষি নজরে তাকাল ওর দিকে। তাতেই মাধু একটু আঁতকে উঠল। জাদুর শান্ত চোখদু’টো প্রচণ্ড রক্তিম হয়ে আছে। খেয়াল করল মাধু, সোফার ডান পাশে মদের বোতলটা খালি পড়ে আছে। জিজ্ঞেস করল ওকে, ‘ঠিক আছিস?’
জাদু কোনো জবাব দিলো না। কেমন করে যেন চেয়ে রইল মাধুর দিকে। মাধু বুঝতে পারছে, সিরিয়াস কিছু একটা ঘটেছে। যার জন্যই মদের নেশা কাটিয়ে শরীরে জোর আনতে কোকেন নিতে হয়েছে তাকে। মাধু আবার জিজ্ঞেস করল, ‘হঠাৎ এসব নিয়ে বসলি যে?’

সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে জাদু গায়ে শার্ট ঢোকাতে ঢোকাতে ওকে আদেশ করল, ‘আজ যেন বাসায় কেউ না ঢোকে।’
-‘কী হয়েছে?’
জাদু এ প্রশ্ন এড়িয়ে সেন্টার টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। কোথাও বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। তা মাধু বুঝতে পেরে ওকে বলল, ‘এই মুহূর্তে আমাদের বাসা থেকে না বের হওয়াই ভালো।’
ধারাল ব্লেডটা শার্টের গোটানে হাতের ফাঁকে গুঁজে রাখতে রাখতে জাদু বলল, ‘পিনিক কমা। আবার বলছি, কেউ যেন আজ বাসায় না ঢোকে।’
মাধুর মেজাজটাই এবার গরম হয়ে গেল। কঠিন গলায় সে জিজ্ঞেস করল, ‘তুই যাচ্ছিসটা কোথায়? আর আজ বাসায় এলে কী সমস্যা?’
প্রশ্ন মাধুর শেষ হতেই জাদু ভয়ঙ্কর গতিতে হঠাৎ তেড়ে এসে মাধুর গলা চেপে ধরল, ‘স্পর্ধা দেখাস? আমাকে কৈফিয়ত দিতে বলিস! বিছানায় ফেলে রাখব চিরতরে। ভালো আছিস, ভালো থাক।’ বলেই ধাক্কা দিয়ে সোফার ওপর ফেলে দিলো ওকে।
জানটা বেরিয়ে আসারই উপক্রম হয়ে দাঁড়িয়েছিল মাধুর। গায়ে যেন জাদুর হিংস্র পশুর মতো শক্তি এসে ভর করেছে। তার কণ্ঠও খুব অচেনা লাগছিল সেই মুহূর্তে। অত্যাধিক ক্রোধ মিশে আছে যেন সেই কণ্ঠে। আর কিছু বলবার বা জাদুর দিকে তাকাবার সাহসটাও পেল না মাধু। তবে সে রাগটা পুষে রাখল। আবার এও সে জানে, একটু বাদেই জাদু ফিরে এসে তার পায়ের কাছে বসে হাতদু’টো জড়িয়ে ধরে বলবে, ‘ব্যথা পেয়েছিস আপু? আমি বুঝিনি এমন কিছু করে ফেলব তোর সাথে৷ প্লিজ কষ্ট পাস না। তুই তো জানিসই আমার মাথা এলোমেলো হয়ে যায় হঠাৎ হঠাৎ। তুইও তো কত মেরেছিস আমাকে।

সিন্ধু ইগল – (৮)
ইসরাত জাহান দ্যুতি

২০
রেজা আজই লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইট ধরল। ফিরতে ফিরতে হয়তো বহু দেরি। কিংবা অতি দ্রুতও কাজ শেষ হতে পারে। নির্দিষ্ট কোনো সময় নেই ওর ফিরে আসার। পরিবারের বাইরে জায়িন এই ছেলেটিকে বড্ড স্নেহ করে ছোটো ভাইয়ের মতো। এই সাত বছরে কম বার হয়নি তার জন্য জীবন ঝুঁকিতে নেমেছিল রেজা। যাওয়ার পর থেকে জায়িন খুব মিস করছে তাকে। রেজার পরিবর্তে আজ অবধি অন্য কাউকে নিজের গাড়ি ড্রাইভিং করতে দেয়নি সে। তাই আজ বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিল সে, নিজেই ড্রাইভিং করে। কিন্তু চিন্তাতীত ছিল তার, সামনের বিপদটা সম্পর্কে। এই গভীর রাতে নিজের এলাকায় শত্রুপক্ষের দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তা তার ধারণারও বাইরে ছিল। যার অর্থ, তার বাড়ির মানুষও এখন থেকে নিরাপদ নয়। কাল থেকেই বাড়ির চারপাশে পুলিশ গার্ড নামিয়ে দিতে হবে। ঠিক এই কথাটি ভাবতেই মনে পড়ল তার, জাদু আর মাধুর বাংলোর চারপাশেও গার্ড রাখা প্রয়োজন। যেহেতু ওরা তার বাড়িতে যাতায়াত করে। আর এ নিয়ে আগে অনুমতি চাইতে হবে ওদের দু’বোনের থেকে। তবে ওদের দু’বোনের মাঝে চিন্তাটা শুধু একজনকে নিয়েই জায়িনের। যার ক্ষতি হওয়ার কথা সে ভাবনাতেও আনতে পারছে না। প্রয়োজনে সেই মানুষটিকে সে নিজেই আগলে রাখবে।

নিজের করা ভুলে নিজেই নিজেকে গালি দিতে দিতে আহত পা নিয়ে দৌঁড়ে চলেছে জায়িন। আজ সে হারে হারে টের পাচ্ছে। প্রেমের আসক্তি একজন বীরপুরুষ বা মহারাজাকেও নিরেট মাথা করে দিতে পারে। করে দিতে পারে কাঙালও। গাড়িতে বসে সে জাদুর ভাবনাতেই মশগুল ছিল। কতগুলো দিন পর আজ ভোরের আলোতে ওই স্নেহপূর্ণ মুখটি দেখতে পাবে! আর এসব ভাবনার মাঝেই গাড়ির সামনে ঝুপ করে একটি বড়ো গাছ ভেঙে পড়ে। আর সেও বোকার মতো তা দেখার জন্য গাড়ি থেকে নামতেই পর পর দু’টো গুলি কোথা থেকে যেন ছুটে আসে তার দিকে। যার একটা পায়ে এসে লেগেছে। আর অন্যটি ভাগ্যক্রমে কানের পাশ ঘেঁষে চলে গেছে৷ পায়ের আঘাতটা না লাগলে হয়তো আক্রমণ দলটার সঙ্গে গুলি যুদ্ধে নামতে পারত। কিন্তু ওরা তার আগেই ওকে দুর্বল করে দিয়েছে। অগত্যা সেখান থেকে পালিয়ে বাঁচা ছাড়া আর কোনো উপায় নেই। ছুটতে ছুটতে পায়ের অবস্থা করুণ। টেরোরিস্ট চক্রটা যে বেশ মারাত্মক, তা আরও ভালোভাবে বুঝতে পারল জায়িন। এখন থেকে আরও সাবধানে থাকতে হবে তাকে। খুব চেষ্টা করবে এরা, ওকে যে-কোনো দিক থেকে ঘায়েল করার।

বাড়ির রাস্তাটায় এসে পৌঁছতেই জায়িনের দেহের সর্বশক্তি নাশ হলো। রক্তে জর্জরিত পা নিয়ে আর একটুও এগোনো সম্ভব নয় তার। ধপ করেই বসে পড়ল সে রাস্তার পাশে। পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করার মুহূর্তেই চোখদু’টো ঝাপসা হয়ে এল ওর। মাথা ঝিমঝিম করছে। যে-কোনো মুহূর্তে জ্ঞান যেতে পারে। তবে তার আগেই কলটা করা জরুরি। কিন্তু কাতরাতে কাতরাতে নিচে শুয়েই পড়ল সে। কেউ জেগে থাকলে তার কাতরানির আওয়াজ নিশ্চয়ই কারও কানে যেত। রাত বাজে এখন সম্ভবত দেড়টা। পা’টা চেপে ধরে বারবার আর্তনাদের সঙ্গে ‘আম্মা! আম্মা!’ বলে ডাকতেই এক জোড়া পা এসে দাঁড়াল ওর সামনে। বুকের মাঝটায় কিঞ্চিৎ আতঙ্কে ধক্ করে উঠল তখন। শত্রুপক্ষ হলেও এই আহত অবস্থাতেই প্রাণপণ লড়াই করে যাবার আত্মবিশ্বাস আছে ওর। কিন্তু মৃত্যু ভয়টা যে সবার মাঝেই কাজ করে। ঝিমিয়ে আসা চোখদু’টো তুলে তাকিয়ে সামনের মানুষটিকে দেখে প্রশান্তিতে চোখজোড়া আবার বুঁজে তাকে কেমন মায়া জড়ানো কণ্ঠে ডেকে উঠল, ‘প্রিয়!’
অনেকটা ঘাবড়ে গিয়ে সামনের মেয়েটি জায়িনকে ধরে বলল, ‘আপনার এমন অবস্থা কী করে হলো? জায়িন, আপনি ঠিক আছেন?’
জায়িন চোখ মেলে তাকে নীরব চাউনিতে দেখল কিছুক্ষণ। তারপর দুর্বল গলায় বলল, ‘আমি ঠিক নেই জাদু। আমাকে সাহায্য করো।’
জায়িনকে ধরে টেনে ওঠাতে ওঠাতে সে কিছুটা অপ্রস্তুতভাবে জবাব দিলো, ‘আমি…আমি জাদু নই। মাধু। আপনি একটু কষ্ট করে আমাকে সাপোর্ট হিসেবে ভর দিন আমার গায়ে।’
জায়িন বলল, ‘আমার পক্ষে সম্ভব নয় জাদু। আমার ফোনের ডায়ালে গিয়ে জাকির নামটাতে কল করো।’
একটু বিরক্ত হলো বোধ হয় জায়িনকে জাদু ডাকতে শুনে। তাই আবারও শুধরে দিয়ে বলল সে, ‘ইট’স মাধু। আপনি চিনতে ভুল করেছেন।’
এই করুণ অবস্থাতেও জায়িন ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে চিনতে চেষ্টা করল, সে মাধু না কি জাদু? তারপর জিজ্ঞেস করল, ‘আমি চিনতে ভুল করলাম?’
প্রশ্নটায় মাধু একটু হাসল। জায়িনের নজর তখন মাধুর অধর পল্লবে আটকাল। আর তখন জায়িনের ঠোঁটেও এই তীব্র যন্ত্রণার মাঝে ঈষৎ হাসি দেখা গেল। মাধু আর দেরি করল না। জায়িনের ফোন থেকে জাকিরকে কল করল বেশ কয়েকবার। এত রাতে গভীর ঘুমে মগ্ন জাকির। তাই রিসিভ করতে দেরি হলো তার। রিসিভ করার সঙ্গে সঙ্গে মাধু আগে নিজের পরিচয় দিয়ে জায়িনের অবস্থার কথা জানাল। জাকির যাতে বিশ্বাস করে তাই জায়িনকেও কথা বলিয়ে দিলো। জাকির আসছি বলে ফোন কাটতেই জায়িন নিজের পুরো শরীরটা মাধুর বুকের মাঝে ছেড়ে দিলো৷ সোজা হয়ে বসে থাকার মতো শক্তি আর অনুভব করছে না সে। কিন্তু সে মুহূর্তে সারা দুনিয়াটা তখন কেঁপে উঠল বোধ হয়, মাধুর এমনটাই লাগল। কী হচ্ছে তার বক্ষঃস্থলে? রীতিমতো সেখানে দ্রিম দ্রিম শব্দের আন্দোলন চলছে। একবার জায়িনের দিকে তাকাল সে। নিজেকে এতটা অসহায় কি ইচ্ছাকৃতই দেখাচ্ছে জায়িন? কিন্তু ওর মুখটা দেখে একটুও এমনটা মনে হলো না। নাহঃ! ছেলেটা সত্যিই নিস্তেজ হয়ে পড়েছে। হঠাৎ করে মাধুও নিজের মধ্যে থেকে বেরিয়ে এসে আনমনেই জায়িনকে জাপটে ধরে বসে রইল। তারপর মৃদুস্বরে ডাকল ওকে, ‘জায়িন, আপনার ভাই আসছে। আরেকটু কষ্ট করুন।’
-‘সব থেকে শান্তির আশ্রয়ে আছি, প্রিয়। ছেড়ো না আমাকে।’ কণ্ঠটাও বড্ড অসহায় শোনাল ওর।
মাধু বলল, ‘আপনি আবারও আমাকে জাদু ভেবে ভুল করছেন।’
বিড়বিড় করে জায়িন বলল তখন, ‘জানি তো। তুমি জাদু নও। মাধুও নও। শুধু আমার খুব আপন।’
কিন্তু মাধু তা বুঝল না৷ জায়িন যাতে জ্ঞান না হারায় তাই মাধু বারবার কথার মাঝে রাখার চেষ্টা করছে ওকে। জায়িনকে খানিকটা জ্ঞান দেওয়ার সুরে সে বলল, ‘নিজের বাবার বিজনেস থাকতে এত রিস্কি কাজ কে করতে বলে? ছেড়ে দিলেই তো হয় এসব কাজ?’
জায়িন চাইলেও চোখ খুলে রাখতে পারছে না। খুব চেষ্টা করছে নিজেকে শক্ত রাখার। চোখদু’টো মেলে দেখতে চাইছে, যার বুকে নিশ্চিন্তে মাথা পেতে আছে তার মুখটা দেখবার। কয়েক সেকেণ্ড কাটিয়ে মুচকি হেসে উঠল জায়িন। জবাব দিলো, ‘বারো তেরো বছর যাবৎ জীবন ঝুঁকির খেলায় নেমেছি প্রিয়। আই এনজয় ইট।’
ফের প্রিয় ডাক শুনে মাধুর আর এবার রাগ বা বিরক্তি কিছুই মনে হলো না। এসবের পরিবর্তে যে অনুভূতিটা হলো, তা তার কাছে খুব অচেনা। কিন্তু এটুকু আবিষ্কার করল সে, এ ডাক তার হৃদয়ে ঝংকার তোলার মতো। তার এই অচেনা অনুভূতিকে বিশ্লেষণ করার মাঝে জায়িন বহু কষ্টে সার্থক হলো, মাথা তুলে মাধুকে একবার দেখতে। মাধু তারই দিকে মাথা ঝুঁকিয়ে চেয়ে আছে। তা দেখে জায়িন আবারও মুচকি হাসল। আর সেই হাসিতেই মাধু আটকাল। আজ আবারও তার মনে হচ্ছে, এই হাসিটা তার খুব চেনা। নির্নিমেষ দৃষ্টিতে সেই হাসি মাখা মুখটা দেখতে থাকল। চিনতে চেষ্টা করল, মনে করার চেষ্টা করল এই হাসিকে। কিন্তু সবই ঝাপসা তার স্মৃতিতে।

মাধু যখন গভীর দৃষ্টিতে জায়িনের হাসি দেখতে মত্ত, জায়িন তখন বলহীন হাতটা ধীরে ধীরে উঁচু করে মাধুর ঠোঁট ছুঁয়ে দিলো। সম্বিৎ ফিরে পেল মাধু। কিন্তু সে জায়িনের কাণ্ডে হতবাক। জায়িন নিজের অজান্তেই মাধুর গালও স্পর্শ করল, তারপর ওর চোখজোড়া। বারণ করার মতো বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে যেন মাধু। চোখ বুঁজে সে জায়িনের স্পর্শ অনুভব করছে এবার। একটু পর দূর থেকে গাড়ির হেডলাইটের আলো এসে পড়ল ওদের ওপর। মাধু নিজের মাঝে ফিরে এল তখন। তাকিয়ে দেখল জায়িনের বাসা থেকেই গাড়িটা আসছে। তারপর জায়িনের দিকে তাকাল সে। চোখদু’টো বন্ধ করে পড়ে আছে জায়িন তার বুকে। বুঝতে পারল, জ্ঞান হারিয়েছে সে।

২১
পায়ের জন্য বাধ্য হয়ে জায়িনকে বিশ্রামে থাকতে হচ্ছে গত আটদিন ধরে। সুস্থ থাকলে এই আটদিনে তার কাজ বহুদূর এগিয়ে যেত। এই নিয়ে তার ডিপার্টমেন্টও বেশ মন খারাপ করে আছে। আপাতত তার পরিবর্তে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ওপর মহল আশানুরূপ কোনো ফল পাচ্ছে না সেই ব্যক্তির থেকে। যার জন্য জায়িনের সুস্থ কামনাতে তারা ব্যাকুল। জায়িনের সারা বাড়িতে চব্বিশ ঘণ্টা পুলিশ নিযুক্ত করা হয়েছে। জাদু আর মাধুর বাড়িটাতেও গার্ড নিযুক্ত করতে চাইলে ওরা দু’জনই সাফ সাফ না জানিয়ে দেয়। বিশেষ করে মাধু রেগেও যায় খানিকটা। এই আটদিনে জাদু আর মাধু বেশ কয়েকবার দেখে গেছে জায়িনকে। তবে জায়িন আর জান্নাতি বেগমের জানামতে বেশিরভাগ সময় দেখতে আসত জাদু। মাঝেমাঝে জাদু আসাতে ভীষণ খুশি দেখাত জায়িনকে। আবার মাঝেমধ্যে জাদুর প্রতি তার রাগ আর বিরক্তও প্রকাশ পেত।

জাদুর হাতের পেশিতে আর পিঠে কিছু তাজা ক্ষতের দাগ। জায়িনের আহত অবস্থা হবার পর দিনেই জাদুর অবস্থাও খারাপ হয়। মাধু বেশ বুঝতে পারে, তার বোনের ওপর ভালোই ঝড় গেছে। এ অবশ্য নতুন নয়। এমন বহু আঘাতের চিহ্ন খুঁজলে পাওয়া যাবে জাদুর শরীরে। বলা যায়, এর থেকে বড়ো বড়ো আঘাত সহ্য করার ক্ষমতাও তার বোনের আছে। এদিক থেকে সে এক প্রকার ভাগ্যবতী। জন্মের পর থেকে তার গায়ে কেউ কখনোই হাত তোলেনি। রাজরানির মতোই তার জীবনের বাইশটা বছর কেটেছে। এখনো সে ভালোই আছে। শুধু মাঝেমধ্যে জাদুর হিংস্র রূপের সামনে পড়লে তার শরীরেও সেদিন অসহনীয় আঘাত বসে। আর তা তার এই ছোটো বোনের দ্বারাই৷

মৃদু গরম পানিতে নরম কাপড়টা ভিজিয়ে তা দিয়ে জাদুর পিঠ মুছে দিতে দিতে মাধু বেশ রাগ কণ্ঠে বলল, ‘নিজের দোষে এভাবে মার খেয়ে এলি। এখন দ্যাখ, কে বিছানায় পড়ে আছে।’
জাদু ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল, ‘এখনো রেগে আছিস আপু? সেদিনের জন্য এখনো মাফ করিসনি আমাকে?’
-‘এই খবরদার আপু বলে ডাকবি না।’
জাদু মিটিমিটি হেসে জিজ্ঞেস করল, ‘তাহলে কী বলে ডাকব?’
-‘যা বলে ডাকিস।’
-‘মান? কিন্তু তুই কি আদৌ মান?’
দুষ্টুমির আভাস পাওয়া গেল জাদুর কণ্ঠে। কিন্তু এই প্রশ্নে মাধুর মেজাজটা গরম হয়ে উঠল। ইচ্ছা করে জাদুর ক্ষতের জায়গাটা চেপে ধরল সে। জাদু প্রচণ্ড ব্যথায় চোখ মুখ কুঁচকে মৃদু চিৎকার করে উঠতেই মাধু বলল, ‘সেদিন তুই কী পরিমাণ ভায়োলেন্ট হয়েছিলি তা কি তোর জানা আছে? শুধু নেশাক্ত অবস্থায় ছিলি বলে চুপচাপ সহ্য করেছি। বলেছি না আমাকে কখনোই রাগানোর চেষ্টা করবি না? আমার কথার বাইরে যাবি না? সেদিন তুই হুকুম দিয়েছিস আমাকে। বারবার বলি এই নেশাগুলো তুই করবি না। তখন তুই এমন রূপে থাকিস না আর। বিশ্রী একটা দয়ামায়াহীন মানুষ হয়ে যাস। আবারও বলছি, ড্রাগস নেওয়া বন্ধ কর।’
-‘করেছিই তো। এখানে আসার পর মাত্র তিন দিন করেছি। কিন্তু তুই তো তোর নেশা একদিনও বাদ দিসনি। তোর কি মনে হয় না তোর নেশা থেকে আমার নেশাটা বেটার? তোর নেশাটা প্রচণ্ড অস্বাভাবিক!’
মাধু ধমকে উঠল, ‘এই থাম! আমার নেশা না ওটা। আমার ওটা চাহিদা। এই চাহিদাটা না থাকাই অস্বাভাবিক। কতবার বলি, চল ডক্টর দেখাই তোকে৷ বরং তোর মনে হয় না, এই চাহিদাটা না থাকা তোর শারীরিক বা মানসিক সমস্যা?’
-‘এটা যদি সমস্যাও হয়ে থাকে, তবু আমি এর ট্রিটমেন্ট নিতে চাই না।’

বুবন লেজ নাড়াতে নাড়াতে এসে বিছানায় উঠে জাদুর মাথার কাছে বসল। জাদুর এই অবস্থায় যে তার মন খারাপ, তা জাদু আর মাধু দু’জনেই বুঝতে পারল। জাদু একটু হেসে বুবনের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। মাধু তখন উঠে পড়ল হাতের বাটিটা পাশের সেন্টার টেবিলে রেখে। বিকাল সময় এখন। জানালার সামনে দাঁড়িয়ে একবার জায়িনের ঘরের জানালাটার দিকে তাকাল। কিছুই দেখা যাচ্ছে না সেখানে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জাদুর দিকে আরেকবার তাকাল সে। তারপর আবার জায়িনের ঘরের জানালাটা দেখতে দেখতে জাদুকে জিজ্ঞেস করল, ‘ওর কী অবস্থা এখন?’
জাদু বুবনের সঙ্গে শুয়ে পড়ে খেলা করতে করতে পালটা প্রশ্ন করল, ‘দেখতে যেতে চাস?’
-‘তুই চাস না?’
জাদু এ প্রশ্নের উত্তর না দিয়ে হেসে তাকাল মাধুর দিকে। মাধুও চেয়ে ছিল তখন ওর দিকেই। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল সে, জাদুর অমন বাঁকা হাসি দেখে। কিছু না বলে ঘর থেকে বেরিয়েই আবার পিছু ফিরে তাকাল বোনের দিকে। দেখল, জাদু তখনো মিটিমিটি হেসে চলেছে তার দিকে চেয়ে। তারপর আর দাঁড়াল না সে। বাসা থেকে বেরিয়ে পড়ল।

_______

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here