সন্ধি হৃদয়ে হৃদয়ে পর্ব ১০

0
1714

#সন্ধি_হৃদয়ে_হৃদয়ে
#লেখিকাঃ আসরিফা সুলতানা জেবা
#পর্ব___১০

শ্রেয়া হতবাক। চোখ তুলে তাকাতে অব্দি পারছে না। মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে। প্রিয়ু পর্যন্ত জানে না ওর অতীত,চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্কের কথা তাহলে তার পরিবার জানবে কেমন করে! বুঝলো যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহা ও মেহরিমা চৌধুরীর সামনে। তবে ওর ভিতরে তীব্র হতে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা, একটা সত্য এবং তা হলো তূর্য স্যারই তার সেই পাগল স্বামী তূর্য চৌধুরী। পোশাক দ্বারা আবৃত পিঠ বেয়ে ঘাম নেমে যাচ্ছে নিচের দিকে। একটু আধটু ভিজিয়ে দিচ্ছে আকাশী রংয়ের জামা টাও। রাশেদা মেহরিমার দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বললেন,
‘ আসুন আপা। দাঁড়িয়ে আছেন কেন?আর ও প্রিয়ুর বান্ধবী, আমার আরেকটা মেয়ে। ‘
শ্রেয়ার চোখ ছলছল করে উঠলো। প্রিয়ুর মা’য়ের এই আপন পরিচয় দেওয়াটা ওকে বরাবরই অবাক করে। মনে হয় এই মহিলার ভালোবাসা টা ভেজাল বিহীন, কোনো প্রকার স্বার্থ লুকায়িত নেই। অথচ সামনে অতি দামী বেশভূষায় হাজির মানুষ টা সম্পর্কে ওর শাশুড়ী। যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিল –‘ এতিম মেয়ে ঘরে তুলেছি ছেলের অসহায় জীবন দেখে কিন্তু তুমি আশানুরূপ কাজ করো নি। এই না যে আমি এতিমদের পছন্দ করি না কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য। তেঁতো হলেও সত্য পাগল হয়েও যে ছেলে তোমার দিকে চোখ তুলেও তাকায় নি, সুস্থ থাকলে ধারে কাছেও ঘেষতে দিত না। আর সেই তুৃমি কিনা সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ করে তুচ্ছ করে চলে গেল। একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখো নি। রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর!তুমি তো রুপাও হতে পারো নি। সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করে ঘরে তুলব না। আমার ছেলে আমার প্রাণ, আর সেই প্রাণকে তুচ্ছ করেছো তুমি। ‘

শ্রেয়া কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম ত্যাগ করে। রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাঁদে। একপাশের দেয়ালে পিঠ এলিয়ে চোখ বুঁজে নেয়। নিমিষেই তপ্ত নোনতা জল গড়ায় ফোঁটায় ফোঁটায়। নিরবে,নিঃশব্দে কান্না। কিছু দুঃখ,হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া খুশি মিলে অশ্রু রূপে ঝরছে। ভাঙা গলায় বললো,

‘ আপনি আমার স্বামী তূর্য স্যার?সুস্থ হয়ে গিয়েছেন আপনি?আমার এত কাছে ছিলেন কিন্তু আমি চিনতে পারি নি আপনাকে। শুধু মনে হতো আপনার সেই রোষপূর্ণ কন্ঠস্বর আমার পরিচিত। ‘

বিড়বিড় করে কথাগুলো বলে শ্রেয়া থামলো। আঁখিদ্বয় বুঁজে রেখেই নিশ্চুপ সময় পার করতে থাকে। একটা সময় ম্লান হাসে মেয়েটা। নিজের মনকে বুঝায়–‘ উনি তো জানেনই না আমি তার বউ। ওনার কাছে আমি শুধু মাত্র ছাত্রী। তূর্য স্যারের ছাত্রী। ‘

যাকে না দেখেই কেবল নাম শুনে হৃদয়ের সন্ধি ঘটাতে চেয়েছিল শ্রেয়া আজ সেই মানুষটার মুখটা মনের ক্যানভাসে রঙিন হয়ে ফুটে আছে। শ্রেয়া তূর্যর এমনিতেই বলা একটা কথাকে কেন্দ্র করে মিনমিনে স্বরে আওড়ালো-‘ আপনার ছবি আমার দৃষ্টিতে আঁকা হয়ে গিয়েছে স্যার। তখন স্যার বলে আপনার কাটা হাত দেখে খারাপ লাগছিল আর এখন আমার স্বামীর রক্তাক্ত হাত মনে করে হৃদয় পুড়ছে। কি অদ্ভুত! এক লহমায় সবকিছুর কত পরিবর্তন। কিন্তু আপনাকে বোধহয় আমার পাওয়া হবে না। কখনোই না। ‘

কাজল লেপ্টে গিয়েছে। নেত্র কার্নিশ বেয়ে জল পরছে না। চিকন দু অধরে ম্লান হাসির আলিঙ্গনে চক্ষু জোড়া থামিয়ে দিয়েছে অশ্রু বিসর্জন। কি হবে এত কেঁদে? দিনের আয়ু ফুরিয়ে সন্ধ্যের আগমন ঘটবে তবুও শ্রেয়ার আশার প্রদীপ জ্বলবে না। কভুও না। তবে শ্রেয়া খুশি,অত্যন্ত শান্তি অনুভব করছে নিজের স্বামীকে চিনতে পেরে।
এটাই শূণ্য জীবনের প্রথম পূর্ণতা। সাদা ওড়না টার এক কোণা হাতে তুলে গালে লেগে থাকা ক্রন্দনের ছাপ মুছে নিল শ্রেয়া। এতে হিতে বিপরীত হলো মেয়েটার সঙ্গে। কাজল চোখের নিচ থেকে ছড়িয়ে গাল পর্যন্ত চলে এলো। বিধস্ত চেহারা টা নিয়ে ছাঁদের সিঁড়ি ভেঙে প্রিয়ুর রুমে চলে আসে। ওকে দেখেই ধ্বক করে উঠে প্রিয়ুর বুক। অনর্গল জিজ্ঞেস করতে থাকে,

‘ কি হয়েছে? মুখের এ অবস্থা কেন?তুই এতক্ষণ মা’য়ের রুমে ছিলি?’
‘ হ্যাঁ। আর মুখে কি হবে?’
‘ আয়নায় গিয়ে দেখ। ‘
শ্রেয়া আরশিতে চেহারার হাল দেখে আনমনে হাসল। হয়ত দুঃখের সাগরে ভেসে যাওয়ার কথা এ মুহুর্তে, উল্টো মেয়েটার হাসি পাচ্ছে। মুখে বললো,
‘ কাজল টা ছড়িয়ে গেছে। ধুইয়ে আসি। ‘

প্রিয়ু এতসময় দম আঁটকে বসেছিল। আয়ুশী খানিক মিনিট পূর্বেই বেরিয়ে গেছে। গেছে বললে ভুল হবে সেটা, বরঞ্চ মা ডেকে নিয়ে গিয়েছে লাঞ্চের জন্য। যাওয়ার সময় রাশেদা বলে গেলেন শ্রেয়াকে নিয়ে যেন বিনা বিলম্বে নিচে যায়। কিন্তু প্রিয়ু উত্তর দিতে পারল না। কোনোমতেই শ্রেয়াকে নেওয়া যাবে না। শ্রেয়া মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে বলে,

‘ নিচে যাবি খেতে?’
শ্রেয়া প্রতি উত্তর করতে পারল না তৎক্ষনাৎ। নিচে অন্য সদস্য থাকতে পারে চৌধুরী বাড়ির। এখন সে প্রস্তুত নয় বাকি সবার মুখোমুখি হওয়ার জন্য। আচ্ছা প্রিয়ু সব জানে?হুট করে শ্রেয়ার মাথায় খেলে গেল বিয়ের পরের দিনের সকালের কথা। রহিমা খালা বলেছিল লেকচারার ওর পাশে ছিল সারারাত। তূর্য তো পাগল ছিল,তার মানে সেই মুহুর্তে লেকচারার বলতে আয়ুশকে বুঝানো হয়েছে। আয়ুশ ওকে চিনে বুঝতে বাকি রইল না শ্রেয়ার। কোথাও প্রশ্ন থেকে যায়। বছর দেড়েক আগে যখন আয়ুশের সাথে প্রথম সাক্ষাৎ হয় প্রিয়ুর মাধ্যমে তখন কেন চিনেও অচেনা সেজেছিল?আয়ুশ কি প্রিয়ুকে বলে নি?প্রিয়ুর সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয় না-কি অন্যকিছু?কাকতালীয়-ই হবে নয়ত প্রিয়ু সত্যি টা জানলে ওকে ভুল করে হলেও মুখ ফস্কে বলে দিত৷ ওর জানামতে প্রিয়ুর পেটে কথা হজম হয় না৷ কিন্তু মানুষের কি এক রূপই কি থাকে?হতে পারে একেকজনের সাথে একেক রূপে ব্যক্ত করে নিজেকে। যা-ই হোক, আড়ালে যা থাকুক না কেন শ্রেয়া সিদ্ধান্ত নিল প্রিয়ুকে সব খুলে বলবে। তবে এখন মোক্ষম সময় নয়। তার আগে এখান থেকে চলে যেতে হবে। শ্রেয়া চায় না মেহরিমা চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টির কারণ হতে।

‘ নিচে গিয়ে খাবো না৷ তুই যা প্রিয়ু। আমি রুমেই খাবো। জানিস তো নতুন মানুষদের সাথে মিশতে অস্বস্তি লাগে। সেই জায়গায় খাবার নামবে গলা দিয়ে? তুই যা। ‘

প্রিয়ুর হাসতে ইচ্ছে করলো। যেই মেয়ে এতিমখানার শ’খানেক মানুষের সাথে ডালভাত খেতে কখনও দ্বিধাবোধ করে নি তার না-কি এখন মিশতে অস্বস্তি। কথাটা ব্যাপক মজার ছিল। তবে প্রিয়ুর সন্দেহ জাগল। শ্রেয়া এমন কেন বলল?কি কারণে? তূর্য স্যার আছে বলে?একটু আগেই সে স্যারের ক্ষতে মলম লাগিয়েছে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়া,তাই তার জন্য না যাওয়ার প্রশ্নই আসে না। তবে?চৌধুরী বাড়ির অন্য কাউকে দেখে ফেলেছে? প্রিয়ু ভয়ে সেঁটে গেল। প্রাণপ্রিয় বান্ধবী হারানোর ভয় টা ওর অত্যধিক। শ্রেয়া ভুল বুঝলে ওর পুরো পৃথিবীতে অন্ধকারে তলিয়ে যাবে। আন্দাজ করার জন্য সচকিত নয়নে তাকালো। প্রশ্ন করলো,

‘ আয়ুশের পরিবারের সবাইকে দেখবি না?’
‘ না। ‘
শ্রেয়া কন্ঠ স্বাভাবিক রেখে প্রতুত্তর করে। প্রিয়ুর সন্দেহের তালিকায় নাম লিখাতে নারাজ সে। প্রিয়ু দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। তবে তা ক্লান্তির নয়,স্বস্তির। আয়ুশকে বলে সব জানিয়ে দিবে ও শ্রেয়াকে। কতক্ষণ এভাবে লুকিয়ে রাখা যায়,যেখানে সত্য চক্ষু সম্মুখে? তাই সেও পারবে না। নিচে গিয়ে খাওয়ার ইচ্ছে না থাকা সত্বেও শ্রেয়ার জোরাজোরি তে আসতে হলো। মেয়েটার একটাই কথা প্রিয়ু তাদের বাড়ির হবু বউ হয়ে নিচে গিয়ে একসাথে না খেলে ব্যাপার টা খুবই দৃষ্টি কটু দেখায়।

দোনোমোনো করতে করতে প্রিয়ু ডাইনিং টেবিলের সন্নিকটে আসে। ইতোমধ্যে সবাই যার যার আসনে বসে পড়েছে। বিশাল বড় টেবিল। হরেক রকমের পদ সাজানো তাতে। শত হোক শশুড় বাড়ির লোক,তাদের সামনে প্রিয়ুর উঁচু মাথা নুইয়ে গেল লজ্জায়,সংকোচে। ত্রিহা আদুরে স্বরে ডেকে আয়ুশের পাশের চেয়ারে বসিয়ে দিল। রাশেদা মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন,

‘ কি রে শ্রেয়া কই?’
প্রিয়ু ভড়কে গেল মা’য়ের মুখে শ্রেয়া নামটা কর্ণধার হওয়া মাত্র। ওর সঙ্গে সঙ্গে চমকপ্রদ দেখালো আরো কয়েকটা মুখ। প্রথমত আয়ুশীর গলায় সদ্য পান করা পানি আটকে গেল। বহু কষ্টে ঢোক গিলে চক্ষুদ্বয় বৃহদাকার করে ফেলল। মনে পড়ে এটা তো তার ভাবির নাম। প্রিয়ু আমতা আমতা করে জবাব দেয়,
‘ ওর খাবার উপরে পাঠিয়ে দাও আম্মু। শরীর একটু আধটু খারাপ লাগছে তাই নিচে আসে নি। ‘
তূর্য চেয়ার ঠেলে উঠে দাঁড়াল। প্রিয়ুর কথাটা শ্রবণ হতে না হতেই তূর্যর আচমকা উঠে যাওয়ায় হতভম্ব সবাই। মেহরিমা উত্তেজিত সুরে বলে উঠলেন,

‘ কি হলো?খাবি না?’
মেহরিমার দিকে তাকালো না তূর্য। সোজা দৃষ্টি ফেলল প্রিয়ুর বাবার দিকে। নম্র,ভদ্রতা বজায় রেখে বললো,
‘ ক্ষিদে ফুরিয়ে গিয়েছে আংকেল। কিছু মনে করবেন না একটা জরুরি কাজ পড়ে গিয়েছে। হঠাৎ মেসেজ আসল। এখনই যেতে হবে। রাতে আসব। ‘
এক দন্ডও আর উপস্থিত থাকলো না প্রিয়ুদের বাড়িতে। বড় বড় পা ফেলে বাহিরে আসে অন্দরমহল ছেড়ে। নিজে ড্রাইভ করতে পারবে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়ির পিছনে উঠে বসলো। ড্রাইভার মোতালেব দেখল তূর্যর অগ্নিময় দু চক্ষু। ঘাবড়ানো স্বরে জিজ্ঞেস করলো,

‘ কোথায় যাবো স্যার?’
‘ পাগ’লাগারদে। মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছি। এক্সি-ডেন্টে নয়, হৃদয়ের যন্ত্রণায়। ‘

তূর্যর বিরক্তিভরা কন্ঠের উল্টপাল্টা কথা শুনে মোতালেব তাজ্জব হয়ে চেয়ে রইল কয়েক পলক,কিছু সময়। পরমুহূর্তেই গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে।
_______________

রাশেদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য। সারাদিন, রাত পড়ে আছে পরিণয়ঘটিত আলোচনার। মেহরিমা রুমে এসে চুপ করে বসে রইলেন। হাসফাস অবস্থা ওনার। তূর্য হাত কিভাবে কা’টল সেটা বলে নি তার উপর না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল। ছেলেটার মাথায় কি চলছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। কিন্তু তূর্য অনেক ধূর্ত। জীবনের হিসেব-নিকেশে বড্ড পটু। নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্ন হয়ে ঘুরছে। যা করার তাড়াতাড়ি করতে হবে। যে করেই হোক ছেলেটার জীবনটা গুছিয়ে দিতে হবে। প্রথম ছেলের মতোন দ্বিতীয় সন্তানকে নিজের বানানো গন্ডি পেরিয়ে যেতে দিবেন না তিনি। প্রিয়ু ও আয়ুশের সাথে অহমিকা ও তূর্যর জুটি বেঁধে দিবেন বলে ঠিক করলেন। কিন্তু তার আগে পুরোনো আপদকে সরাতে হবে। কাজের একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনালেন তিনি রুমে। দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন। কন্ঠে প্রবল আক্রোশ,

‘ এখানে কি করছো তুমি?প্রিয়ুকে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবনে বসত গড়ার চেষ্টা করছো?’

শ্রেয়া ভেবেছিল চুপিসারে সব হজম করবে। পারল না। নিজের ধৈর্য্যের সীমানা অতিক্রম করে বললো,

‘ বসত গড়লে আমাকে ঠেকানোর সাধ্য আদৌ আছে আপনার?আপনার প্রথমেই বুঝা উচিত ছিল আমি যেহেতু আপনাদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখছি তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না। কোন ভিত্তিতে আমাকে এসব বলেন?আমার স্বামীর উপর আমার হক আছে। কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম। তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানো টা স্বার্থপরতা বৈ কিছুই না। যার খারাপ সময়ে আমি থাকতে পারি নি,তার ভালো সময় আমার প্রাপ্য না। ‘

মেহরিমা বাঁকা হেসে বললেন,
‘ আসলেই তুমি ডিজার্ভ করো না। করে একমাত্র অহমিকা। তূর্য বিয়ের কথা জানে না। যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পরদিন সে পাগল বলে তুমি তাকে ছেড়ে পালিয়েছ তাহলে ঘৃ’ণা করবে। কারো ঘৃ-ণার পাত্রী হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ। অহমিকা ওকে সুস্থ করেছে, মেয়েটার ভালোবাসায় স্বার্থ নেই। আমি ওকেই আমার ছেলের জীবনে চাই। শুনো,ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি আমি, সাইন করে দিবে। যেই সম্পর্কের সূচনা তূর্যর অগোচরে হয়েছে, তার সমাপ্তিও ওর অজান্তেই হবে। ‘

অধিকার না দেখানোর বিষয়টার ক্ষেত্রে শ্রেয়া বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল, কিন্তু ডিভোর্স!

#চলবে,,,!
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here