লাভ_গেম পর্ব 12

0
1181

#লাভ_গেম
#ফাবিহা_নওশীন

১২.

দূরে মাগরিবের আজান ভেসে আসছে। রুশা বারান্দায় দাঁড়িয়ে আছে। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইছে। আকাশটাও মেঘলা। মনে হচ্ছে বৃষ্টি আসবে। রুশা বারান্দা থেকে রুমে গিয়ে আদ্রিশকে তৈরি হতে দেখে। রুশা বিছানায় গিয়ে বসে মোবাইল হাতে নেয়। আদ্রিশ তৈরি হয়ে রিভলবারে বুলেট চেক করছে। রুশা কিছুটা ভয় পেয়ে দাঁড়িয়ে থমথমে মুখে জিজ্ঞেস করল,
“এ সময় কোথায় যাচ্ছেন? আর আপনার হাতে ওটা কেন?”
আদ্রিশ রুশার ভয়ার্ত মুখের দিকে চেয়ে বলল,
“সেজানের বাড়িতে যাচ্ছি। ওর সাথে কাজ আছে।”
“উনাকে কল করলেই তো চলে আসবে। যাওয়ার কি দরকার?”
“দরকার আছে। ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমার সেজানকে সন্দেহ হচ্ছে।”
“সেজান ভাই! কি বলছেন? আপনি এই জন্য রিভলবার নিয়ে যাচ্ছেন?”
“হুম, ওর পাওনা মেটাতে প্রয়োজন পড়তে পারে।”

ওর কথা শুনে রুশা স্তব্ধ হয়ে গেল। সেজানকে ওর বরাবরই ভালো ছেলে মনে হয়েছে। সেজান এমন কিছু করতে পারে বলে মনে হয় না।
“আদ্রিশ, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এই কয়দিনে যতটুকু বুঝেছি উনি আপনার জন্য প্রাণও দিতে পারেন। সে আপনাকে এত বড় ধোঁকা দিবে না। উনি তো আপনাকে খুব ভালো করে চিনেন। এমন কাজ মনে হয় না করবে। হতে পারে এটাও ষড়যন্ত্র। প্রথম বার আমাকে টার্গেট করেছে পরের বার সেজান ভাইকে। তাই অনুরোধ করছি না জেনে শুনে ভুল কোনো পদক্ষেপ নিবেন না। আগে উনার সাথে কথা বলে সব ক্লিয়ার করে নিন।”
“হুম। আগে কথাই বলব। আমি যাচ্ছি।”
“প্লিজ মাথা ঠান্ডা রাখবেন। সবকিছু জেনে-বুঝে নিবেন। রাগের বশে কিছু করবেন না। আমার খুব চিন্তা হচ্ছে।”
আদ্রিশ রিভলবার গুজে ওর দিকে একবার চেয়ে চলে গেল। রুশা ধপ করে বসে পড়ল।
ওর খুব চিন্তা হচ্ছে। মনে হচ্ছে আদ্রিশ সেজানের কোনো ক্ষতি করে দিবে। সেজান ওর এত বিশ্বস্ত, ওর সব কাজে সাপোর্ট করে, ভুল মনে হলেও কিছু বলে না, বসের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে, কয়েকবার নিজের জীবনের রিক্সও নিয়েছে। তবুও সেজানকে সন্দেহ করছে। উনার কি সন্দেহের বাতিক আছে? রুশার খুব জানতে ইচ্ছে করছে ওখানে কি হবে? যদি আদ্রিশ ওকে সাথে নিয়ে যেত? রুশা একবার ভাবল সেজানকে কল করে সব জানাবে কিন্তু পরক্ষণেই আদ্রিশের ভয়ে কল করল না। যদি আদ্রিশ জানতে পেরে রাগ করে? চিন্তায় চিন্তায় হাত পা অবশ হয়ে আসছে।

.

সেজান কিচেনে কফি বানাচ্ছে। পুরো বাড়িতে ও একাই থাকে। কাজের লোক সন্ধ্যার আগেই চলে যায়। সেজানের একা থাকতেই ভালো লাগে। কফি বানিয়ে মগে ঢালতেই কলিং বেল বেজে উঠল। ও মগ ডাইনিং টেবিলের উপরে রেখে দরজা খুলে আদ্রিশকে দেখে স্তব্ধ। অবাক হয়ে চেয়ে আছে। অবাক হওয়ারই কথা। আদ্রিশ সাধারণত ওর বাড়িতে আসে না। লাস্ট কবে এসেছে মনে নেই।
“ভাই, আপনি!”
আদ্রিশ ভেতরে ঢুকে চারদিকে চেয়ে বলল,
“আসতে পারি না? আসা নিষেধ?”
সেজান আলতো হেসে বলল,
“আপনারই তো বাড়ি। আপনি যখন ইচ্ছে আসতে পারেন।”
আদ্রিশ সোফায় আরাম করে বসল। টেবিলের উপরে পা তুলে দিল। সেজান দাঁড়িয়ে আছে। সেজানের আদ্রিশের ভাবভঙ্গি ভালো লাগছে না। আদ্রিশ অপ্রয়োজনে আসেনি।
“সেজান, মিটিংয়ের কথা কাকে বলেছো?”
সেজান অবাক হলো না। সকাল থেকেই বিষয়টা ওকে ভাবাচ্ছে। আদ্রিশ ওকে প্রশ্ন করবে সেটাও জানতো।
“ভাই, আমি কাউকে জানাইনি।”
“ভালো করে মনে করে দেখো। কারো সামনে মন্ত্রীর আসার কথা মুখে এনেছো কি-না।”
“আমি জানি আপনি আমাকে সন্দেহ করছেন।”
“অস্বাভাবিক কিছু?”
“না, সকাল থেকে আমি এটা ভেবেই অস্থির হয়ে পড়ছি। আমি ছাড়া আর কাউকে জানান নি। কিন্তু নিউজটা মিডিয়ার কাছে চলে গেছে। আর এ জন্য আমাকেই সন্দেহ করা উচিত। কিন্তু ভাই, আমি সত্যি বলছি আমি কাউকে কিছু বলিনি। আমি অনাথ। আপনি আমাকে সব দিয়েছেন। ছোট ভাইয়ের মতো ভালোবেসেছেন। এতগুলো বছর ধরে আপনার সাথে ছায়া হয়ে আছি। আপনার সাথে বেইমানি করার কথা ভাবতেও পারি না।
বেইমানির কি শাস্তি সেটাও আমি জানি। জেনেশুনে এত বড় দুঃসাহস দেখাবো আমি? এর পরেও যদি আমাকে সন্দেহ হয় তবে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মেনে নেব। কিন্তু আমিও শেষ পর্যন্ত ভাবীর মতো বলব আমি কিছু করিনি। কারণ এটাই সত্যি।”

আদ্রিশ রেগে গিয়ে বলল,
“সেজান, তুমি যাই বলো না কেন নিউজটা তোমার অথবা আমার দ্বারাই লিক হয়েছে। আমি কাউকে জানাইনি। আর তুমিও বলছো জানাও নি তবে কে? আর কিভাবে?”

সেজান মাথায় হাত দিয়ে বসে আছে।
“ভাই, নাস্তা করার সময় কোনো সার্ভেন্ট ছিল সামনে?”
আদ্রিশ মনে করার চেষ্টা করে দেখল। কেউ ছিল না। আর ছিল না বলেই নির্দ্বিধায় সব বলেছে।
“না কেউ ছিল না।”
ওদের কথার মাঝে জানালার পাশে অস্পষ্টভাবে কাউকে দেখা যাচ্ছে। মানুষটা সেজানের চোখে পড়ল। ওর বাড়িতে কে উঁকি ঝুঁকি দিবে? সেজান আড়চোখে আরেকবার দেখল। কেউ নেই সেখানে। কিন্তু ওর মনে হচ্ছে একজনকে দেখেছে।
সেজান নিচুস্বরে বলল,
“ভাই, কেউ আপনাকে ফলো করছে। আপনি যেভাবে বসে আছেন সেভাবেই থাকুন। ডানে, বামে, সামনে, পেছনে কোনো দিকে তাকাবেন না।”
আদ্রিশ বুঝতে পেরে চোখের ইশারা দিল।
সেজান ফিসফিস করে বলল,
“ডান পাশের জানালায় একজন উঁকি দিচ্ছে।”
আদ্রিশ আড়চোখে সেদিকে তাকাল। তারপর দাঁড়িয়ে গিয়ে জোরে বলল,
“আমি যাচ্ছি। বাকি কথা আগামীকাল হবে।”
সেজানও দাঁড়িয়ে বলল,
“আচ্ছা ভাই, চলুন আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছি।”
আদ্রিশ দরজার বাইরে বের হলো। গাড়ির কাছে যেতেই দুজন রিভলবার বের করল। তারপর বাড়ির দুদিক থেকেই ওই জানালার পাশটা ঘিরে ধরল।
সেই মানুষটা ওদের অস্তিত্ব অনুভব করে দৌড়ে পালাতে গেলে আদ্রিশ রিভলবার উচু করে ট্রিগারে আঙুল রেখে বলল,
“ডোন্ট মুভ। এক পা আগালে মাথার খুলি উড়িয়ে দেব।”
হুডি পরা লোকটা দাঁড়িয়ে গেল। আদ্রিশ অতি সাবধানে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আদ্রিশ ভালো করে জানে এমন ক্রিমিনালরা সব প্রস্তুত থাকে। ওদের দূর্বল ভাবার কারণ নেই। আদ্রিশ প্রায় ওর কাছে চলে গেছে। সেজান পেছনে। আদ্রিশ রিভলবার উঁচু করেই বলল,
“এদিকে ঘোর।”
হুডি পরা লোকটা ধীরে ধীরে ওর কথা মতো পেছনে ঘুরে, তবে পুরোপুরি পেছনে ঘুরে নি। হালকা পেছনে ঘুরে খুব দ্রুত আদ্রিশের হাঁটুতে আঘাত করল। আদ্রিশ হঠাৎ আক্রমণে নিজেকে সামলাতে পারেনি। হাঁটু ভেঙে নিচে পড়ে গেল। হাত থেকে রিভলবারটা পড়ে যায়। সেজান পেছনে থেকে গুলি ছুড়ে হুডি পরা লোকটা হাতের ছুরিটা ওর দিকে ছুড়ে মারে। ছুরিটা একদম ওর হাতে গিয়ে লাগে। লোকটা থামেনি। অলিম্পিকের খেলোয়াড়ের মতো দৌড়ে পালায়। আদ্রিশ আর সেজান উঠে দাঁড়িয়ে গুলি ছুড়ে। লোকটা দেয়াল টপকে বের হয়ে যায়। আদ্রিশ আর সেজান দেয়ালের ওপাশে যেতেই লোকটা একটা গাড়িতে চড়ে চলে গেল।

আদ্রিশ দেয়ালে লাথি মারল। আবারও হাতছাড়া হয়ে গেল লোকটা। গাড়িটা কাছে থাকলে ওকে ধরা যেত। আদ্রিশ রাগে ফোঁসফোঁস করছে। হাতের মুঠো শক্ত করে আছে।

.

রুশা রান্নাঘরে ঢুকে সব সার্ভেন্টকে বের হয়ে যেতে বলল। ও আজ রান্না করবে। সার্ভেন্টরা সবাই চমকে ওর দিকে চেয়ে আছে।
“কিন্তু মেম,,
“কোনো কিন্তু না।”
“আপনার যা চাই আমাদের বলুন আমরা করে দিচ্ছি।”
“বললাম না, আমি রান্না করব।”
“ঠিক আছে আমরা সাহায্য করে দিচ্ছি।”
রুশা রেগে গিয়ে বলল,
“শুনতে পাচ্ছেন না, আমি সবাইকে যেতে বলেছি।”
সবাই ওর কথামতো বাইরে চলে গেল। রুশা সবজি কাটছে। টমেটো, গাজর কাটছে। হঠাৎ রুশার চিৎকারে সবাই ছুড়ে আসে। ওর হাত কেটে গেছে। আঙুল ধরে ব্যথায় কাঁদছে। আঙুল থেকে গাঢ় লাল রক্ত পড়ছে। সার্ভেন্টরা বেশ ভয় পেয়ে গেল। মেম হাত কেটে ফেলেছে, স্যার এসে নিশ্চয়ই ওদের অবস্থা খারাপ করে দেবে। ওরা তাড়াতাড়ি ওর হাতে ব্যান্ডেজ করে দিল। কেউ কেউ মনে মনে ওকে বকছেও।

.

আদ্রিশ মুখ লাল করে ঘরে ঢুকল। রুশা ওকে দেখে শুকনো হাসল। ব্যান্ডেজ করা হাতটা ওড়নার দিয়ে ঢেকে নিল। আদ্রিশ রুশার পেছনে গিয়ে দাঁড়াল। ওর কাঁধের উপর হাত রাখে। হাতটা ডাম হাতের উপর সাপের মতো নেমে যাচ্ছে। রুশা বুঝতে পারছে না আদ্রিশ কি করতে চাইছে আর ও কি করবে। আদ্রিশ ওড়নার আড়ালে ঢাকা হাতটা ধরে বের করতেই রুশা ব্যথায় চিৎকার করে উঠে। আদ্রিশ হকচকিয়ে গিয়ে হাতটা ছেড়ে দেয়। রুশা হাতটা উঁচু করে ফু দিতে দিতে ছলছল চোখে আদ্রিশের দিকে তাকায়।
আদ্রিশ বিস্ময় নিয়ে বলল,
“তোমার হাতে ব্যান্ডেজ কেন?”
“সবজি কাটতে গিয়ে কেটে ফেলেছি।”
আদ্রিশ গর্জে উঠে বলল,
“সবজি! তুমি! তোমাকে সবজি কাটার জন্য এই বাড়িতে এনেছি? তুমি সবজি কাটতে কেন গিয়েছো? এতগুলো সার্ভেন্ট কি করছিলো? ওদের টাকা দিচ্ছি কিসের জন্য?”
রুশা আমতা আমতা করে বলল,
“ওদের দোষ নেই। আমি পাকনামি করতে গিয়েই এই অবস্থা করেছি।”
“তোমাকে আমি কতবার নিষেধ করেছি? তবুও কেন কথা শুনো না? আর লুকিয়ে রেখেছিলে কেন?”
“আপনি যদি রাগ করেন তাই। কোনোদিন পা কাটছি, কোনোদিন হাত। তাই দেখাতে চাইনি।”
“আমি বাজপাখি ভুলে যেও না। আর দেখি তোমার হাতটা। কতখানি কেটেছো? বেশি ব্যথা করছে? দাঁড়াও ডাক্তার ডাকছি।”
আদ্রিশ ওর হাত তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ল।

.

আদ্রিশ অফিসে যেতেই রুশার মোবাইল বেজে উঠল। ও কল রিসিভ করে ওয়াশরুমে ঢুকে গম্ভীর কন্ঠে বলল,
“আবার কিসের উপদেশ দিতে কল করেছো?”
“পিউ, আমি রকির কাছে সব শুনেছি। তুই কি পাগলামি করছিস বল তো? কয়েকদিন আগে তোকে প্রায় মেরেই ফেলছিল। মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিস। তারপর মন্ত্রীর বিষয়টি নিয়ে তোর উপর ওর আবার সন্দেহ হয়েছে। আর গতকাল তো সেজানের বাড়িতে গিয়ে ধরা পড়ে গেছিলি প্রায়ই। ফিরে আয় বোন আমার।”
রুশা দাঁত খিচিয়ে বলল,
“ফিরে যাওয়ার জন্য তো পিউ থেকে রুশা
হইনি। আমি আমার লক্ষ্য পূরণ না করে এক চুল নড়ব না। আমার এত সেক্রিফাইজের কি হবে? এই পাগল লোকটাকে বিয়ে করেছি, এক ঘরে থাকছি, খুব নিরীহ, বোকাসোকা মেয়ে সেজে আছি। কিসের জন্য? এই লড়াইয়ে আমি তোমাকে সামিল করিনি ভাইয়া, দলের কাউকেও সামিল করিনি। তোমার কোনো হেল্প নেইনি। এই লড়াইয়ে বাঁচলে আমি বাঁচব, মরলে আমি মরব। হার আর জিত দুটোই আমার। তাই প্লিজ বারবার কল করে সব ছাড়, ফিরে আয় এসব বলো না।”
“পিউ, তোর প্রাণের ভয় নেই? আদ্রিশ তোকে ছাড়বে না। মেরে ফেলবে। ভয়ংকর মৃত্যু দিবে। ও খুব ভয়ানক।”
“ভয়! ভয় বলতে আমার লাইফে কিছু নেই। আর জিত তো আমারই হবে। না জিতে মরব না। ছোট থেকে আজ পর্যন্ত আমি কখনও হারিনি। নাচ,গান, খেলাধুলা, পড়াশোনা কোনো কিছুতে কেউ আমাকে হারাতে পারেনি। আজ এই খেলায়ও আমাকে কেউ হারাতে পারবে না। জিত আমারই হবে।”
“বড্ড জেদ করছিস তুই।”
“আমি বরবরই জেদি। যেটা বলি করেই ক্ষান্ত হই।”
“পিউ, তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই আমার একমাত্র ছোট বোন। তোকে আমি হারাতে পারব না।”
“ভাইয়া, আমার কিছু হবে না। ভয় পেও না।আমি আমার কাজ শেষ করে খুব দ্রুতই ফিরব। রাখছি। আর হ্যা আমার জন্য তোমাকে কোনো প্রকার বিপদে পড়তে হবে না।”
“আমি আমার কথা ভাবছি না, পিউ।”
“আমার কথাও ভাবতে হবে না, ভাইয়া। আমি একদম ঠিক আছি৷ রাখছি।”
রুশা কল রেখে আলতো হাসল। মাথা কাত করে এদিক সেদিক করে বের হয়ে এল।

রুশা অর্থাৎ পিউয়ের ভাই শান মোবাইল রেখে রকির দিকে ঘুরে বলল,
“রকি, পিউকে থামাতে হবে। যথেষ্ট হয়েছে।আমি আর ওর এসব কর্মকাণ্ড আর মেনে নিতে পারছি না। আদ্রিশ যেদিন সত্যিটা জানতে কেয়ামত হয়ে যাবে। ওর সাথে সাথে আমরা, আমাদের দল সব শেষ হয়ে যাবে। ও সবার জন্য বিপদ ডেকে আনবে। বোনটা আমার বড্ড জেদি। বুঝতেই চাইছে না।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছিস ক্যারিয়ারের দিকে ফোকাস কর, বিয়ে করে স্বামীর সংসার করবে তা না কি যে করে বেড়ায়। লেডি মাফিয়া হবে। উফফ! রকি ওকে আর সাপোর্ট করবে না। বুঝাও ওকে।”
রকি উত্তর দিল,
“ঠিক আছে, এখন খেলাটা অন্যদিকে ঘোরাতে হবে। রুশাকে আমি এই খেলা থেকে বের করে আনব।”

চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here