রঙিন খামে বিষাদের চিঠি পর্ব ৮

0
246

#রঙিন_খামে_বিষাদের_চিঠি
#পর্বঃ০৮
#আর্শিয়া_ইসলাম_উর্মি

১৫,
২০১৯, সেপ্টেম্বর মাস। জার্মানির উরজবার্গ শহর। নিজেদের হাউজের ব্যালকনিতে দাড়িয়ে বৃষ্টিতে ভিজে চলেছে একজন কিশোরী। শরৎ এর প্রথম বৃষ্টি! ইশশ, অনুভূতিটাই অন্য রকম। প্রাথমিক শিক্ষার স্তর পেরিয়ে সদ্য গেমনেজিউম বা হাইস্কুল স্তরে পা দেওয়া ১৬বছরের কিশোরী সে। পড়াশোনা করছে গ্রেড ইলেভেন বা ইন্টার ১ম বর্ষ-ই বলা চলে। সকাল ৮-৫টা কলেজ দৌড়ে এসে বাসায় পা দিতেই বৃষ্টির পানি টুপটাপ করে পরতে শুরু করেছে। কিশোরীর মন মানলো না। কাঁধ থেকে ব্যাগ ছুড়ে মেরে ঝাপিয়ে পরলো বৃষ্টির বুকে। বৃষ্টির বুকে সে পরলো! নাকি তার বুকে বৃষ্টির ফোঁটার প্রশান্তি ঝাঁপিয়ে পরলো! বুঝতে পারলো না সে। দুহাত শূন্যে মেলে চোখ বন্ধ করে আকাশপানে মুখ উঁচিয়ে নিজমনে ভিজতে ব্যস্ত সে। প্রায় আধঘন্টা এভাবে কেটে যেতেই ভেতর থেকে তার বড় বোনের কণ্ঠস্বর ভেসে আসলো। শুনতে পেলো,

“রিয়ু আর কত ভিজবি? আব্বু বাসায় আসবে একটু পর। তোকে ভিজতে দেখলে বকবে! খুব করে বকবে বলে দিলাম।”

রিয়ানা বড় বোনের কথা শুনে স্মিত হাসলো। বকা! সে তো রোজই শুনে। কোনদিন আবার বাদ না যায়! রিয়ানা নড়লো না। বৃষ্টির ফোঁটা থামার অপেক্ষায় ব্যালকনির গ্রিলে হাত রেখে একটু উবু হয়ে আগের ন্যায় ভিজতে মত্ত হলো। আয়াত রিয়ানার রুমে এসে সোজা ব্যালকনির দরজার সামনে এসে দাড়ালো। এক হাত বাড়িয়ে বোনের টিশার্ট টেনে ধরে ঘরে ঢুকিয়ে দিলো৷ রিয়ানা বিরক্ত হলো। বললো,

“এটা কেমন কাজ আপু? শান্তিতে বৃষ্টিতেও ভিজতে পারবো না? দেখছিস তো চারিদকে বৃষ্টির ফোঁটা! প্রকৃতিতে কত শান্তির ছোঁয়া। একেকটা বৃষ্টির ফোঁটা প্রকৃতির সমস্ত কষ্ট, আবর্জনা ধুয়ে নিয়ে যাচ্ছে। ভালো-ই তো লাগছিলো।”

আয়াত কটমটিয়ে বোনের দিকে তাকালো। শাসনের সুরে বললো,

“তোর ঠান্ডা বেশি। অনেক ভিজেছিস, যা ভিজেছিস! তাতে না জ্বর বাঁধিয়ে বসিস।”

রিয়ানা কথা বাড়ালো না। ক্লোজেট হতে নিজের পছন্দ মতো শর্ট জিন্স আর স্লিভলেস টপস নিয়ে ঢুকে পরলো ওয়াশরুমে। আয়াত তাকিয়ে দেখলো এক ঝলক। হলো! আজও বাবার সাথে তুমুল কান্ড বাঁধবে ছোটো বোনের, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রইলো না আয়াতের৷ সে রিয়ানার রুম ছেড়ে বেরিয়ে সিড়ি বেয়ে নিচতলায় নেমে কিচেনের দিকে পা বাড়ালো। আজ বাসায় নতুন অতিথি আসবে একজন৷ তার বাবা সে-ই অতিথিকে রিসিভ করতে চলে গিয়েছে রেস্টুরেন্ট থেকে। আয়াতের বাবা হানিফ সাহেবের নিজস্ব ছোটোখাটো একটা রেস্টুরেন্ট রয়েছে জার্মানিতে। যেটা চালিয়েই তাদের জীবিকা চলে। ১০বছরের কাছাকাছি হলো তারা জার্মানিতে আছে। আয়াতের বাবা হানিফ সাহেবের বাড়ি, গাড়ি, নিজস্ব কর্মসংস্থান, জার্মানির সিটিজেনশিপ সবকিছু মিললেও আফসোস একটা জায়গাতে। তা হলো ছোট মেয়েকে মানুষ বানাতে পারলেন না। ঠিক এই জায়গা টাতেও বাবার সাথে আফসোস হয় আয়াতের। তার বোন-টা যদি একটু তার মতো হতো! তবে বাবার সাথে সুন্দর একটা সুসস্পর্ক হতো। দিনদিন রিয়ানা বড় হচ্ছে! তাতে তার উচ্ছৃঙ্খলতা যেন আরও বাড়ছে। দিনশেষে বাবা-মেয়ের সম্পর্ক-টা ঠিক কোন জায়গায় গিয়ে থামে! এটা নিয়ে চিন্তার শেষ নেই আয়াতের। রিয়ানার থেকে সাড়ে চার বছরের বড় সে। বড় হয়েই যেন বিপদ! মা বিহীন পুরো সংসারের ঝামেলা টানতে হয় তাকে। রিয়ানার মতো ছোট হলে জীবন-টা একটু উপভোগ করেই পার করতে পারতো হয়তো। কিচেনে দাড়িয়ে চুলোয় তরকারি চাপিয়ে আনমনে এসবই ভাবছিলো আয়াত। তখুনি কিচেনে আসে রিয়ানা। এসে বোনকে উদ্দেশ্য করে শুধালো,

“কি ভাবছিস আপু?”

আয়াত খেয়াল করেনি রিয়ানা এসেছে। তাই রিয়ানার প্রশ্ন কর্ণগোচর হতেই মাথা দুলিয়ে বললো,

“না, কিছু ভাবছিনা।”

“আ’ম ড্যাম সিওর, তুই কিছুনা কিছু তো অভিয়্যাসলি ভাবছিলি। ঝটপট বলে ফেল কি ভাবছিস?”

আয়াত দীর্ঘশ্বাস ছাড়লো। নিজের চিন্তাভাবনা সবটুকুই রিয়ানাকে বললো। সব শুনে রিয়ানা আলতো হাসলো। সে এসেছিলো কফি বানিয়ে নিয়ে যেতে। আয়াতের চিন্তা-ভাবনা দেখে সে আর কথা বাড়ালো না। কফি মেকারে নিজের জন্য কফি বানিয়ে নিজের কক্ষপানে পা বাড়ালো। আয়াত সেদিকে খেয়াল করে রিয়ানার যাওয়ার পানে তাকিয়ে বললো,

“আজ একটু লং ড্রেস পরিস! বাসায় অতিথি আসবে।”

“কে আসবে?”

১৬,
রিয়ানা থেমে পিছন ফিরে বোনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আয়াত উত্তর দিবে! এর আগেই কলিং বেল বেজে উঠলো। বাবা এসেছে ভেবে একবার বোনের দিকে তো একবার দরজার দিকে তাকিয়ে হনহনিয়ে হাঁটা ধরলো আয়াত। কিচেন ছেড়ে লিভিং রুম পেরিয়ে দরজা খুলে দিলো। দরজা খুলতেই দেখলো সামনে দাড়িয়ে আছে তার বাবা এবং উনার অতিথি। অতিথি বললে ভুল হবে। তার এবং রিয়ানার কাজিন। সে এসেছে ভিজিট ভিসায় জার্মানিতে ঘুরতে। আয়াত এবং রিয়ানার বড় বাবার ছেলে সে। আয়াত দরজা থেকে সরে দাড়াতেই দুজনে বাসায় ঢোকে। আয়াত দরজা আঁটকিয়ে তার বাবার সাথে আসা ছেলেটিকে উদ্দেশ্য করে জিগাসা করে,

“কেমন আছেন সাজ্জাদ ভাই!”

ছেলে-টা ততক্ষণে লিভিং রুমের সোফা বসে পরেছে। বৃষ্টির পানি বেশ শরীরে পরেছে তার। মাথা ব্যথা ধরে গেছে। সে আয়াতের কথার উত্তরে বললো,

“আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তোমাদের শহরে পা রেখে আপাতত মাথা ব্যথা ধরেছে। এক কাপ ব্ল্যাক কফি হবে আয়াত? মাথা-টা হালকা করা জরুরী।”

সাজ্জাদ, তার সাথে বেশ কয়েকবার ফোনে কথা বলেছে আয়াত। তাই দুজনের মাঝে তেমন সংকোচ নেই। আয়াত সাজ্জাদের কথামতো কফি বানানোর জন্য কিচেনের দিকে এগিয়ে গেলো। হানিফ সাহেব সাজ্জাদকে বললেন,

“কফি বানাক আয়াত, ততক্ষণে ফ্রেশ হবে চলো। রুম দেখিয়ে দেই তোমায়।”

“না চাচ্চু, আমি আগে কফি পান করবো, এরপর ফ্রেশ হওয়া। সত্যি মাথা-টা প্রচুর যন্ত্রণা দিচ্ছে। কফির মাঝে সাঁতার কাটি তো! এজন্য কফি ছাড়া চলছেনা। পুরো ফ্লাইট নিজের মন মতো কফি পান করতে পারিনি।”

হানিফ সাহেব হাসলেন, বললেন,

“তবে তুমি বোসো। আমি তোমার লাগেজ-টা নিয়ে যাই। এরপর রুমে চলে এসো।”

সাজ্জাদ হেসে মাথা দুলালো। দৃষ্টি স্থির হলো সিড়ির কাছে অবস্থান রত কিশোরী রিয়ানার উপর। কিন্তু রিয়ানা! সে সাজ্জাদকে দেখে তেমন একটা গায়ে মাখলো না। ছোটো ছোটো চাহনীতে সাজ্জাদকে একবার পরখ করে হাতে থাকা কফির মগ সেখানে দাড়িয়েই ফাঁকা করে ফেলেছে। বাবা এবং সাজ্জাদের সামনে দিয়েই কফির মগ কিচেনে রেখে হনহনিয়ে হাঁটা ধরে নিজের রুমের দিকে। হানিফ সাহেব একবার মেয়েকে দেখলেন। আয়াতের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন। আয়াত বাবার দৃষ্টি বুঝতে পেরেই ভয়ে ঢোক গিললো। তার বাবা বলে দিয়েছিলো, আজ যেন সে রিয়ানাকে লং ড্রেস পরায়। কিন্তু সে হওয়ার আগেই তো বাসায় নতুন মানুষ হাজির। কোনো চেচামেচি না হলেই ভালো। কফি বানানো শেষ হতেই আয়াত কফির মগ টা সাজ্জাদের সামনে এসে এগিয়ে দিলো। সাজ্জাদ কফির মগ-টা হাতে নিয়ে চুমুক দিতে দিতে বললো,

“ও রিয়ানা! তাই তো চাচ্চু?”

“হ্যাঁ, বাবা।”

“আমি বড় ভাই এসেছি। এভাবে কথা না বলেই চলে গেলো?”

” ও একটু এমনই, বদমেজাজি।”

“ওহ, পিচ্চি মেয়ের এত এটিটিউড! পুরোই এটিটিউড কুইন।”

সাজ্জাদ বিস্মিত হয়ে আনমনে কথা-টা ভাবলো। আয়াতকে দেখলেও রিয়ানা-কে দেখা হয়নি সাজ্জাদের। ফোনে কখনও কথাও হয়নি। ৭-৮বছরের একটা পিচ্চিকে দেখেছিলো সে। এরপর! সময়ের স্রোতে চাচ্চু, বড় চাচাতো বোন আয়াতের সাথে কথা হলেও রিয়ানার কথা তাদের মুখে শুনলেও ফোনে কথা বলা হয়ে উঠেনি। আর নিজের জীবনের ব্যস্ততার জন্য রিয়ানাকে নিয়ে ততটা মাথাও ঘামায়নি সাজ্জাদ। তাই রিয়ানা বড় হওয়ার পর তাকে সরাসরি এটাই প্রথম দেখা সাজ্জাদের। ছবিও দেখা হয়নি রিয়ানার। পড়াশোনা, ক্যারিয়ার এসব নিয়ে ভাবতে গিয়েই বাকি কোনো বিষয় নিয়ে ভাবার সময় হয়নি তার।দেখা হওয়ার পর যে এটিটিউড দেখলো রিয়ানার! মনে বেশ আগ্রহ জমলো এই এটিটিউড কুইনের সাথে ভাব জমানোর। সে কফি পান করা শেষ করেই হানিফ সাহেবকে উদ্দেশ্য করে বললো,

“চাচ্চু, রিয়ানার সাথে তো আমার তেমন কথাও হয়নি, পরিচিতও নই আমরা। এখানে লং টাইম থাকবো। একটু আলাপ করে আসি! ওর রুমটা!

হানিফ সাহেব মাথা হেলিয়ে সম্মতি দিয়ে বললেন,

” উপরের তলায় ১ম রুমটা। উপরে উঠতেই প্রথম রুমের পর ২য় যে রুম! ওটা তোমার জন্য ঠিক করা হয়েছে। তুমি চাইলে ওর সাটাইম কথা বলে রুমে গিয়ে ফ্রেয় হতেও পারো।”

মুখে হাসি রেখে কথা-টা বললেও হানিফ সাহেব মনে মনে ভয়ও পেলেন। রিয়ানা না বাজে বিহেভিয়ার দেখায় সাজ্জাদকে। সাজ্জাদ চাচার কথামতো লাগেজ হাতে নিয়ে সিড়ি বেয়ে সোজা উপরে উঠলো। প্রথম রুমটা নজরে পরতেই দরজায় গিয়ে নক করলো। দরজা ভেজানো ছিলো। ভেতর থেকে শব্দ আসলো,

“,আপু হলে রুমে আয়, ড্যাড হলে আপনার আসার প্রয়োজন নেই। অন্য কেউ হলে গো টু হেল। আমার রুমে আসবে না অপরিচিত কেউ। একদম নয়।”

সাজ্জাদ মৃদু হাসলো রিয়ানার কথা কানে আসতেই। সে দরজা হালকা খুলে মাথা ঢুকিয়ে বললো,

“হেই এটিটিউড কুইন!”

রিয়ানা ফোন নিয়ে রাতে নাইট ক্লাবে যাবে বলে ফ্রেন্ড’স দের সাথে মেসেজিং করছিলো। এটিটিউড কুইন শব্দ-টা কানে যেতেই চকিতে চমকে দরজার দিকে তাকায় রিয়ানা। সাজ্জাদ হাসিমুখে দরজা হালকা খুলে দাড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা বিরক্তিকর লোক তো!

১৭,
বর্তমান, রোজার কোমড় জড়িয়ে শুয়ে থাকতে থাকতে রিয়ানা অতীতের স্মৃতির পাতায় বিভোর হয়ে পরেছিলো। কান্না করতে করতে মাথা ব্যথাও ধরে গিয়েছে তার। রোজা রিয়ানা-কে কাঁদতে দেখে কিছু বললো না। শান্তিমতো কাঁদতে দিলো রিয়ানাকে। কান্না করে যদি মন হালকা হয়! এজন্যই রিয়ানাকে কান্না করতে ছেড়ে রেখেছিলো রোজা। তখুনি তার রুমের সামনে আসলো রায়াদ। দরজার সাথে হেলান দিয়ে দাড়িয়ে বললো,

“তখন মা’য়ের কথা বলায় আপনি বেশিই কষ্ট পেয়েছেন বোধ হয়! এজন্য কান্না করছেন তাই তো? দেখুন কথার আঘাত তো ফিরিয়ে নেওয়া যায় না! তবে আমি ক্ষমাপ্রার্থী আপনার কাছে৷ প্লিজ আমায় ক্ষমা করবেন।”

রিয়ানার কানে রায়াদের কথা গুলো কানে যেতেই তার কান্না থেমে গেলো। এই লোক মায়ের কথা মনে করিয়ে দিলো আবার! রিয়ানা রোজাকে ছেড়ে উঠে দাড়ালো। বারান্দার দিকে পা বাড়িয়ে কণ্ঠ শক্ত করে বললো,

“আপনি আপাতত আমার সামনে আসবেন না। মানে এই রুমের আশেপাশে। আমার আপনাকে বিরক্ত লাগছে প্রচুর।”

রায়াদের মনে ক্ষোভ জন্মালো। মেয়ে-টার কষ্ট বুঝে ক্ষমা চাইতে আসলো! আর এ মেয়ে তাকে বিরক্তিকর বলে অপমান করে দিলো! কিছু বলার জন্য মুখ খুলবে, এমন সময় রোজা ভাইয়ের সামনে এসে দাড়ায়। ইশারায় বোঝায় কিছু না বলতে। এরপর বললো,

“রিয়ানা আপু, তুমি যাওয়ার পর পর মা ডেকেছিলো, এরপর থেকেই কাঁদছে। এত কেঁদে নিশ্চিত মাথা ধরেছে তার। কিছু বলো না। প্লিজ আপাতত দুজন নিজেদের মাঝে দ্বন্দ করো না।”

রায়াদ থেমে গেলো। বোনের কথা মতো স্থান ত্যাগ করলো। ড্রইং রুমে আসতেই কলিং বেল বেজে উঠলো। রায়াদ আন্দাজ করলো হয় জুবায়ের নয়তো হানিফ আংকেল এসেছে। দুজনের কে এসেছে! এটা চিন্তা করতে করতেই দরজা খুলে দিতে সেদিকে এগিয়ে যায় রায়াদ।

চলবে?

ভুলত্রুটি মার্জনীয়, শুরু হলো রিয়ানার অতীতের পাতা। অতীত, বর্তমান সমান তালে চলবে।জার্মান সম্পর্কে আমার যতটুকু আইডিয়া এবং গুগল থেকে কালেক্ট করা তথ্য! সেটুকু লিখছি। ভুল হলে ধরিয়ে দিবেন, আমি শুধরে নিবো। আসসালামু আলাইকুম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here