মনমোহিণী পর্ব ৮

0
622

#মনমোহিণী
#Part_08
#Writer_NOVA

ঠিক দুপুর বারোটায় ভাইয়া মাছ নিয়ে হাজির। বড় বাজারে গিয়েছিলো। সেখানে তাজা তাজা নদীর মাছ দেখে তার আর তর সয়নি। এনেছিস ভালো কথা। বড় মাছ আনতি। তা না করে একগাদা কুচো চিংড়ি মাছ, ছোট বাতাসী মাছ নিয়ে এসেছে। সেদিন বিশাল এক পাতিল মাছ ধরেও মাছের শখ মিটেনি। খালামণি চুলো থেকে ছাই তুলে বাতাসী মাছ কুটতে বসে পরেছে। কুচো চিংড়ি বাছার দায়িত্বে আছি আমি ও তন্বী। তারা চার বন্ধু হুলস্থুল লাগিয়ে দিয়েছে। আজ রায়হান ভাইয়ার বাড়িতে দাওয়াত আছে তাদের। কার আগে কে তৈরি হবে তা নিয়ে হুলস্থুল। তায়াং ভাইয়া কলপাড় থেকে হাত-মুখ ধুয়ে আমাদের সামনে এসে বললো,

‘আমার শার্ট-টা কে ইস্ত্রি করে দিবিরে?’

আমি ও তন্বী দুজনে একসাথে চোখ গরম করে তাকালাম ওর দিকে।

‘এভাবে তাকাচ্ছিস কেন?’

‘ভালো চাইলে এখান থেকে যা।’

কথাটা বলে হাতের কাজে মনোযোগ দিলাম। তায়াং ভাইয়া অনুনয়ের সুরে বললো,

‘প্লিজ দে না!’

‘যাও ভাগো। ভরদুপুরে কত্ত গুলা মাছ নিয়ে এসেছো। কে আনতে বলেছিলো এতো মাছ? সেদিন এক পাতিল মাছ ধরছে। কুটতে কুটতে অবস্থা খারাপ হয়ে গেছে।’

তন্বী বিরক্তি নিয়ে বললো। ভাইয়া নিজেকে ভালো জাহির করতে বললো,

‘এমন মাছ কি সবসময় পাওয়া যায় নাকি?অনেকদিন পর পেলাম তাই নিয়ে এসেছি।’

‘উদ্ধার করে ফেলছেন ভাইজান। এবার দয়া করে চোখের সামনে থেকে যান।আপনি আজ মাছ না আনলে তো আমরা না খেয়ে থাকতাম। তাই এনে অনেক ভালো করছেন।’

আমি দাঁত কিড়মিড় করে বললাম। ভাইয়া মুখ শুকনো করে বললো,

‘বোন হয়ে তোরা ভাইয়ের এতটুকু উপকার করবি না?’

‘তোর উপকারের গু’ল্লি মা’রি। নিজের কাজ নিজে করে নে যা।’

‘এমন করলি না। মনে রাখিস দিন আমারো আসবে।’

‘তখনকারটা তখন দেখা যাবে।’

ভাইয়া আমার সাথে আর তর্কে জড়ালো না।ধুপধাপ পায়ে ঘরের ভেতর চলে গেলো। তন্বী মুখ বাঁকিয়ে বললো,

‘আসছে হুমকি দেনে ওয়ালা।’

পাক্কা আধা ঘণ্টা পর দুই বোনের কুচো চিংড়ি মাছ বাছা শেষ করে সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে ঘরে যেতেই ইমরান ভাইয়া ধরলো একটা টি-শার্ট ইস্ত্রি করে দিতে। তায়াং ভাইয়াকে মানা করা গেলোও ইমরান ভাইয়াকে করা যায় না। বিষয়টা কেমন দেখায় না। তায়াং ভাইয়া দেখে দাঁত চিবিয়ে চিবিয়ে বললো,

‘আমি শার্ট ইস্ত্রি করতে বলায় কষ্ট লাগলো। এখন কষ্ট লাগছে না?’

উত্তর না দিয়ে ভেংচি কেটে চলে এলাম।নিরুপায় হয়ে ইস্ত্রি নিয়ে কাজে লেগে পরলাম। টি-শার্ট মেলে মাল্টিপ্লাগের সুইচ দিয়ে ইস্ত্রি গরম করতে দিলাম।
টি-শার্টের পাশে ইস্ত্রি সোজা করে রেখেছি।তখুনি মোবাইলে টুং করে ম্যাসেজ এলো। মোবাইল হাতে নিয়ে চেক করে দেখি বান্ধবী কতগুলো ছবি পাঠিয়েছে। সেগুলো দেখতে দেখতে ইস্ত্রির কথা ভুলে গেছি। হঠাৎ নাকে পোড়া পোড়া গন্ধ পেতেই হুশ ফিরলো। মোবাইল রেখে চোখ গোল গোল করে পিছনে তাকাতেই আৎকে উঠলাম। ইস্ত্রি কখন যে টি-শার্টের ওপর পরে গেছে আমি দেখিনি। তাড়াতাড়ি মাল্টিপ্লাগের সুইচ বন্ধ করে ইস্ত্রি উঠাতেই দেখি যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। ইস্ত্রির ছাপে টি-শার্টের কোণার দিকটা পুড়ে কালো হয়ে গেছে।

দুরুদুরু পায়ে তায়াং ভাইয়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ইমরান ভাইয়াকে ডাকলাম।

‘ইমরান ভাইয়া।’

আমার ডাক শুনে চার বন্ধু একসাথে দরজার দিকে তাকালো। ইমরান ভাইয়া বললো,

‘ইস্ত্রি করা হয়ে গেছে?’

আমি মাথা নাড়িয়ে না বুঝালাম। ভাইয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো,

‘তাহলে?’

আমি চোখ, মুখ খিঁচে উত্তর দিলাম,
‘টি-শার্ট পুড়ে গেছে।বিশ্বাস করেন আমি ইচ্ছে করে করিনি।অসাবধানতা বশত হয়ে গেছে।’

তায়াং ভাইয়া হা রে রে করে উঠলো।
‘সতেরশো টাকার টি-শার্টটা নষ্ট করে দিলি।’

‘বলছে সতেরশো টাকা? এগুলো তো গুলিস্তানে বিক্রি করে একদাম দুইশো। বাইছা নেন দুইশো।’

আমার কথা শুনে তায়াং ভাইয়া কোমড়ে হাত রেখে সামনে এগিয়ে এসে বললো,

‘তোকে আমি এক হাজার টাকা দিবো। এরকম ব্রান্ডের টি-শার্ট যদি তুই একটা এনে দিতে পারিস তাহলে তোকে নগদে পাঁচ হাজার দিবো।’

‘আগে এক হাজার টাকা দে।’

এনাজ আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। শাহেদ ভাইয়া ওকে উদ্দেশ্য করে বললো,

‘এনাজ তোর সতেরশো টাকার টি-শার্ট শেষ।’

আমি চমকে ইমরান ভাইয়ার দিকে তাকালাম। অবাক মিশ্রিত কন্ঠে জিজ্ঞেস করলাম,

‘টি-শার্ট আপনার নয় ইমরান ভাইয়া?’

ইমরান ভাইয়া মাথা নাড়িয়ে না বুঝিয়ে বললো,
‘টি-শার্ট এনাজের।’

তায়াং ভাইয়া বললো,
‘এবার টি-শার্টের দাম দিবি তুই।’

‘আমি কি ইচ্ছে করে পুড়ছি নাকি?

শুকনো মুখে উত্তর দিলাম। তায়াং ভাইয়া এনাজকে বললো,

‘এবার ওর থেকে টাকা নে।’

এনাজ ল্যাগেজ থেকে অন্য একটা টি-শার্ট বের করে পরতে পরতে বললো,

‘কি শুরু করলি তোরা? একটা টি-শার্টই তো পুড়েছে। তাছাড়া ও তো ইচ্ছে করে পুড়েনি।’

কথাটা বলে আমার পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে গেলো।আমি ছাড়া সবার চোখে বিস্ময়। শাহেদ ভাইয়া এগিয়ে এসে ফিসফিস করে বললো,

‘তুমি দেখে বেঁচে গেলে। অন্য কেউ এমনটা করলে খবর আছিলো।’

দুপুরের পর থেকে মন খারাপ। দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে পরেছিলাম। খালামণি আছরের নামাজ পরতে ডেকেছে। নামাজ পরে তন্বীর সাথে এমনি পুকুরপাড়ে হাঁটতে গেলাম। আমাকে চুপচাপ দেখে তন্বী জিজ্ঞেস করলো,

‘কি হয়েছে নোভাপু?’

‘কই কিছু না তো।’

‘তুমি বলে এনাজ ভাইয়ার টি-শার্ট পুড়ে ফেলছো।’

‘হুম!’

‘তুমি কি ইচ্ছে করে পুড়ছো?’

হাঁটা থামিয়ে তন্বীর দিকে স্থির চোখে তাকিয়ে বললাম,

‘তোর কি মনে হয়?’

‘তুমি বলো।’

‘না!’

‘ওহ!’

‘তুই ভেবেছিলি আমি ইচ্ছে করে পুড়েছি তাই না?’

তন্বী চোখ পিটপিট করে মাথা উপরে নিচ করে উত্তর দিলো,

‘অনেকটা তাই।’

‘আমি সত্যি করে বলছি ইচ্ছে করে পুড়িনি।আমি এসব বিষয় নিয়ে মজা করি না।’

‘তোমার আরো সাবধান হওয়া উচিত ছিলো।’

‘হ্যাঁ! প্রথমে তো ভেবেছি টি-শার্ট ইমরান ভাইয়ার। কারণ আমাকে ইমরান ভাইয়া ইস্ত্রি করতে দিয়েছে। পরে জানলাম এনাজের।’

‘ভাইয়া তোমাকে কিছু বলেনি?’

‘না।’

‘কত ভালো ছেলে।’

‘আমার আসলে ঐ ঘটনার পর থেকে ভালো লাগছে না। উনার নতুন টি-শার্টটা আমি পুড়ে ফেললাম। এটা ভেবে অপরাধবোধ কাজ করছে।’

‘তুমি তো ইচ্ছে করে করোনি।’

‘হ্যাঁ, তাই ভেবেছি সরি বলে দিবো। যদিও সরিতে টি-শার্ট ঠিক হয়ে যাবে না। তবে আমার ভুলের জন্য তো সরি বলতেই হয়।’

দুই বোন অনেকসময় পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে গল্প করলাম। মাগরিবের আজান দেওয়ার পর বাসার ভেতরে ঢুকলাম। নামাজ পরে মোবাইল নিয়ে শুয়ে পরলাম। কখন যে চোখ দুটো লেগে এসেছে বলতে পারি না। ঘুম ভাঙলো ভাইয়ার ডাকে।

‘এই শাঁকচুন্নি, শুনছিস?’

কাঁথা মুড়ি দেওয়া ছিলাম।ভাইয়ার ডাক শুনে কাঁথার ভেতর থেকে কচ্ছপের মতো করে মাথা বের করে ঘুম জড়ানো কন্ঠে বললাম,

‘হুম বলো।’

‘যাবি?’

‘কোথায়?’

‘বড় বাজারে ফুচকা খেতে?’

আমি এক লাফে উঠে বসলাম। তন্বীর দিকে বিস্ফোরিত চোখে তাকালাম।দেখি তন্বীর মুখের ভাবভঙ্গি আমার মতোই। কানে আঙুল দিয়ে ঝাড়া মারতে মারতে তন্বীকে জিজ্ঞেস করলাম,

‘আমি কি ঠিক শুনছিরে তন্বী?’

‘আমারো একই প্রশ্ন নোভাপু।’

ভাইয়া দুজনের মাথায় গাট্টা মেরে বললো,
‘যেতে চাইলে দশ মিনিটের মধ্যে রেডি হো।’

আমি চোখ গোল করে তন্বীকে বললাম,
‘এ আমাদের ভাই হতেই পারে না। যেখানে আমরা সারাদিন চিল্লাইয়াও আমাদের কোথাও নিয়ে যাওয়ার জন্য রাজী করাতে পারি না। সেখানে ও নিজ থেকে বলছে। এ আমাদের ভাই নয়। নিশ্চয়ই কোন ভুত হবে।’

কাঁথা জড়িয়ে ভয় পাওয়ার ভান করলাম। ভাইয়া আমাদের কান্ড দেখে হাসছে। তন্বী তাল মিলিয়ে বললো,

‘তুমি ঠিক বলছো। এ আমাদের ভাই নয়।’

‘আচ্ছা তন্বী বল তো, রাতের বেলাও কি সূর্য উঠে?’

তন্বী উত্তর দেওয়ার আগে ভাইয়া চেচিয়ে বললো,
‘যেতে চাইলে জলদী রেডি হো। নয়তো ফেলে রেখে চলে যাবো।’

ভাইয়া বের হয়ে গেলো। আমি ও তন্বী দুজন একসাথে খাট থেকে নেমে তাড়াহুড়ো করে তৈরি হতে ব্যস্ত হয়ে গেলাম।একে দিয়ে বিশ্বাস নেই। দেরী হলে সত্যি ফেলে রেখে চলে যাবে।

#চলবে

রি-চেইক দেওয়া হয়নি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here