বেসামাল প্রেম পর্ব ১৪

0
2983

#বেসামাল_প্রেম
#লেখা_জান্নাতুল_নাঈমা
#পর্ব_১৪
একমাস পর আপন শহরে ফিরল রুদ্র। পরিচিত শহরে প্রবেশ করতেই গহীন বুকটা প্রাণবন্ত হয়ে ওঠল। ইচ্ছে হলো চেনা শহরে আপন রাস্তায় দীর্ঘসময় হাঁটতে, পরিচিত বাতাস গায়ে মেখে হা করে দীর্ঘক্ষণ শ্বাস নিতে, রাস্তার ধুলাবালি গায়ে মেখে সিগারেট ফুঁকতে ফুঁকতে টাঙ্গাইল শহর পুরোটাই ঘুরে বেরানোর তাগিদও অনুভব করল।জীবনের গোলকধাঁধায় পড়ে আজ এসব প্রয়োজনকে ঠিক কতটুকু মেটাতে পারবে জানা নেই। বুকচিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মেইন শহরে প্রবেশ করার পর ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। ড্রাইভার গাড়ি থামালে সে একটি সিগারেট ধরালো। এরপর সেলফোন বের করে কল করল ঝিনুককে। দীর্ঘদিন পর রুদ্রর ফোন পেয়ে প্রচণ্ড উল্লসিত হয়ে ফোন রিসিভ করল ঝিনুক। বলল,
-” আরেহ এতদিন পর শিষ্যকে মনে পড়ল? তো বস কী অবস্থা, আমি পনিরকে নিয়ে এখন * রেষ্টুরেন্টের সামনে আছি। যোগাযোগ করতে নিষেধ করছেন বলে দায়িত্ব পালনে অবহেলা করিনাই৷ ”

ডোর খুলে নেমে দাঁড়ালো রুদ্র। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ডোর লাগিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে ড্রাইভারকে বলল,
-” গাড়ি পার্কিং করে বাড়ি চলে যা। একদিনের ছুটি দিলাম৷ ”

ড্রাইভারকে কথাটা বলার পর গম্ভীরচিত্তে ঝিনুককে জিজ্ঞেস করল,
-” কার সঙ্গে রেষ্টুরেন্টে এসেছে? ”

-” কয়েকটা মেয়ে বান্ধবী, নয়নও আছে। ”

-” তোকে দেখেছে? ”

-” না আমি দূরে আছি মাস্ক পরা। ”

-” বাইক আছে সাথে? ”

-” হু। ”

-” পনিরকে পুরান বাসস্ট্যান্ড পাঠিয়ে দে, আর তুই ওদের নজর রাখ। ”
___
রুদ্রকে নিয়ে পনির যখন রেষ্টুরেন্টের সামনে এলো। ঝিনুক বসা থেকে লাফিয়ে ওঠল। রসগোল্লার মতো
গোল গোল চোখ করে কয়েক পল তাকিয়ে আপাদমস্তক রুদ্রকে দেখতে লাগল। লম্বা, চওড়া, সুঠাম দেহখানার নতুন বেশভূষা দেখে ওষ্ঠজোড়া আপনাআপনিই ফাঁক হয়ে গেল তার। অগোছালো, রুক্ষ, শুষ্ক রুদ্রর বেশভূষায় আজ যে কী নিদারুণ যত্নের ছাপ! মাথা ভর্তি ঝাকড়া চুলগুলো কী সুন্দর পরিপাটি করে আঁচড়ে পিছন দিকে ঝুঁটি করে রেখেছে। রাশভারি মুখের চোয়ালজোড়ায় ছোটো ছোটো দাঁড়িগুলোর রাজত্বের পেছনেও রুদ্রর যত্ন রয়েছে। তা স্পষ্ট। ঘন ঘন চোখের পলক ফেলল ঝিনুক৷ আরো একবার রুদ্রকে আপাদমস্তক দেখল, একি তার পরনে আজ কাবলি নেই রয়েছে খাদি পাঞ্জাবি। ছাইরঙা পাঞ্জাবির ওপরে তুর্কি কটি পরা, চেহেরার গাম্ভীর্যতায় যে কেউ ধরে নেবে বড়োসড় একজন রাজনৈতিক নেতা সে৷ ঝিনুক মৃদু চিৎকার দিয়ে বলল,
-” আরে আরে বস তো ঝাক্কাস বেশে আসছে। পুরাই নায়কসাব। ”

পনির দাঁত ক্যালিয়ে হাসতে হাসতে বলল,
-” নেতা নেতা ভাব আইসা গেছে। এইবার জম্পেশ নেতাগিরি করতে পারমু আমরা। ”

রুদ্র চোখ গরম করে তাকাল। নেতাগিরি তার রক্তে থাকলেও এসবে বিন্দু আগ্রহ তার নেই। অনেক বড়ো একটি উদ্দেশ্য সফল হতে যাচ্ছে তার। আশি ভাগ হয়ে গেছে আর বিশ ভাগ হলেই নিজের জীবনের গল্প নিজেই তৈরি করবে, পাল্টে দেবে তার অভিশপ্ত ভবিতব্যকে। রুদ্রর চোখ গরম দেখে পনির থেমে গেল। ঝিনুক তৎপর হয়ে ইশারা করল রেষ্টুরেন্টের ভিতরে। রুদ্র গাম্ভীর্যতা বজায় রেখেই বলল,
-” পনির বাইরের থাক, ঝিনুক আয় আমার সঙ্গে। ”

পছন্দের মেনু অর্ডার করে গল্প এবং সেলফি তোলায় মশগুল ছিল হৈমী। রুদ্র রেষ্টুরেন্টের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম হৈমীদের টেবিলেই তৃষ্ণার্ত দৃষ্টিজোড়া নিক্ষেপ করল। কয়েক পল তাকিয়ে রইল স্থির চোখে। ঝিনুক বাম পাশের একটি টেবিল ইশারা করে বলল,
-” এই টেবিল ফাঁকা আছে বস, এখানে আসুন। ”

ছোট্ট শ্বাস ছাড়ল রুদ্র। ঝিনুকের দেখানো টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে অতিসন্তর্পণে বসেও পড়ল। তার আয়েশি ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসা এবং শান্ত, গভীর দৃষ্টিজোড়া নির্দিষ্ট একটি মানুষকে দেখতে থাকার বিষয়টি ছিল ঠিক চোখ ধাঁধানো, মনমাতানো৷ তাই তো ডানপাশের টেবিলে বসে থাকা কাপলদের মধ্য থেকে সুন্দরী রমণীটি ড্যাবড্যাব করে তাকিয়ে রইল রুদ্রর পানে। রমণীর বয়ফ্রেন্ড তার বাহুতে গুঁতো দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল,
-” কী হ্যাংলামো আমার দিকে তাকাও!”
..
খাওয়া, দাওয়ার পালা শেষ করে বান্ধবীদের সঙ্গে ওঠে দাঁড়ালো হৈমী। ধীরপায়ে এগুতে এগুতে বান্ধবীদের বলল,
-” তোরা তো সব একদিকে যাবি। আমার আবার ভাবিদের বাড়ি যেতে হবে। ক’দিন থাকতেও হবে ওখানে। ভাবি এত জোর করল না গেলে আবার রাগ করবে। জানিস ভাইয়া কক্সবাজার গেছে। তার ডিপার্টমেন্টের সিনিয়র স্যাররা জোর করে নিয়ে গেছে৷ অথচ বিয়ের পর ভাইয়া হানিমুনেই যায়নি। ভাবির মন খারাপ হয় না বল? মন খারাপ করেই বাপের বাড়ি চলে গেছে। ভাইয়া বলে গেছে আমি যদি ওখানে গিয়ে থাকি তাহলে ভাবির কম মন খারাপ হবে৷ কারণ আমি তো হরেকরকমের কথা বলে বলে মানুষকে হাসিয়ে দিতে পারি। ”

এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে রুদ্রকে পাশ কাটিয়ে এক পা বাড়িয়েও আবার পিছন দিকে ফেরত এলো৷ নয়ন আকস্মাৎ তার বাহু খামচে ধরে ফিসফিস করে বলল,
-” এই রুদ্র ভাই! ”

হৈমী সহ বাকি বান্ধবীরাও থতমত খেয়ে গেল। কারণ এরা সবাই রুদ্রকে চেনে। পাশাপাশি হৈমীর সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই জানে। হৈমীর অবস্থা তো নাজেহাল হয়ে গেল৷ একদিকে ভয়ে ক্ষণে ক্ষণে গা শিউরাতে লাগল, অপর দিকে চোখজোড়া আশ্চর্যান্বিত হয়ে আগাগোড়া রুদ্রকে দেখল। একটু কী ক্রাশ খেলো? উহুম আপাতত বোঝা গেল না৷ রুদ্রও ক্ষণকাল হৈমী সহ বান্ধবীদের থমকানো রূপ দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রচণ্ড গম্ভীর হয়ে মোবাইলে দৃষ্টি নিবদ্ধ করল সে৷ তার অপজিটে বসা ঝিনুক বোকার মতো হাসছে তাও হৈমীদের দিকে তাকিয়ে। হৈমী কী করবে কিচ্ছু ভেবে না পেয়ে জোর পূর্বক মুখে হাসি টেনে আনল। আত্মীয়তার সম্পর্ককে স্মরণ করে, ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করল,
-” বেয়াই মশায় আপনি এখানে? কেমন আছেন? ”

এক পলক তাকিয়ে পুনরায় ফোনে দৃষ্টি রাখল রুদ্র। অপমানে মুখ থমথমে হয়ে গেল হৈমীর। ঝিনুক বলল,
-” ভাবি বস একটু আগেই ঢাকা থেকে ফিরেছে। টায়ার্ড তো তাই কথা বলতে পারছে না। ”

চোখ কটমট করে ঝিনুকের দিকে তাকিয়ে হৈমী বলল,
-” এমনভাবে বলছেন মনে হয় সূদুর আমেরিকা থেকে আপনার বস ফিরেছে? আর ভাবি, কে ভাবি? আপনার কোন গুষ্টির ভাইয়ের বউ আমি হু? ”

ক্রোধান্বিত হয়ে ঝিনুককে কথাগুলো বলাতে রুদ্র চোখ গরম করে একবার তাকাল হৈমীর দিকে। ব্যস নিমিষেই বান্ধবী সহ নিজেকে লোপাট করে ফেলল হৈমী।

রেষ্টুরেন্ট থেকে বেরোনোর পর সকলে দম ছাড়ল। নয়ন বাদে প্রত্যেকেই একডাকে ছিঃ ছিঃ করে ওঠল,
-” ছিঃ ছিঃ কী অপমান! এমন আত্মীয় শত্রুপক্ষেরও না হোক। ইস হৈমী, কী অপমান হলিরে। থাক মন খারাপ করিস না৷ এরপর আর আগ বাড়িয়ে ঐ লোকের সাথে কথা বলতেও যাস না। ”

তীব্র অপমানে ফুলেফেঁপে উঠা বুক নিয়ে শেখ বাড়িতে পা রাখল হৈমী। শুনেছিল রুদ্র ঢাকাতে তাই ক’দিন থাকতে এসেছিল এ বাড়িতে৷ কিন্তু রুদ্র তো ফিরে এলো, বাড়িতেও নিশ্চয়ই আসবে? নাহ তার আর এ বাড়ি তে ক’দিন থাকা হবে না৷ ভাবির সঙ্গে দেখা সাক্ষাৎ করেই বরং চলে যাবে। নানারকম চিন্তার মাঝে একটি চিন্তা একটু বেশিই গাঢ় হলো। সেটি হচ্ছে, রুদ্র কেন তার থেকে ওভাবে মুখ ফিরিয়ে নিল? মুখ ফিরিয়ে তো তার নেয়ার কথা ছিল। অথচ মুখ ফিরিয়ে নিল ঐ ব্যাটা খাটাশ দ্যা গ্রেট গুন্ডা রুদ্র! এই অবিচার কীভাবে সইবে সে?
____
সূচনার মন খুব একটা ভালো নেই। সেদিন রাতে কখন ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি৷ সকালে ওঠতে দেরি হওয়াতে মাহেরের সঙ্গেও দেখা হয়নি। মাহের নিজ হাতে সেদিন সকালের খাবার তৈরি করে খেয়ে ভার্সিটিতে গেছে। ঘুম ভাঙার পর মাহেরের ম্যাসেজ পেয়েছিল লিখা ছিল,
-” খাবার রেডি আছে ওঠে ফ্রেশ হয়ে খেয়ে নিন। আজ দ্রুত ফিরব আমি। ”

সূচনা কথা রাখেনি। মাহেরের তৈরি করা খাবার খায়নি৷ কারণ তার মনে কী চলছে, কী আছে কোনকিছুই আঁচ করতে পারেনি সে৷ অদৃশ্য এক অপরাধবোধে সকালেই বাবার বাড়িতে চলে এসেছে। বাড়ি ফিরে মাহের তাকে পায়নি। ফোন করে যখন জানতে পারলো সে বাবার বাসায় রাগও করেনি। বরং সূচনা যেভাবে, যেখানে থেকে কমফোর্ট ফিল করে সেখানে থাকলেই সে স্বস্তি বোধ করবে বলে জানিয়েছে। কিন্তু সূচনার এই চলে যাওয়াটা তার মা বোন অন্যভাবে নিতে পারে। ভাবতে পারে নতুন বউ হুটহাট কেন বাপের বাড়ি চলে যায়? তার কী স্বামী, সংসারে মন নেই? এরূপ ভাবনা যেন মা বোনের মাঝে না আসে তাই তাদের বলা হলো, কদিন পর সে কক্সবাজার যাবে ঘুরতে৷ সূচনাকে নিয়ে যেতে পারবে না। তাই তার মন কিছুটা খারাপ। সে মন খারাপ ভালো করার জন্যই মাহের নিজে তাকে বাপের বাড়ি পাঠিয়েছে। কক্সবাজার যাওয়ার আগে সূচনার সঙ্গে দেখা করেও গেছে। বলে গেছে ফিরে এসে তাকে সারপ্রাইজ দেবে৷ কিন্তু সে সারপ্রাইজ কী? ভেবে পায়নি সূচনা।

হৈমীর আগমনে সূচনা খুশিই হলো। কিন্তু যখন হৈমী জানালো বিকালের দিকে চলে যাবে মন খারাপ করে ফেলল। তার মন খারাপ দেখে হৈমীর মনও কেমন কেমন হয়ে গেল। সূচনা নম্র ভাবে জোরাজোরি করল। শাশুড়িকে ফোন করে জানালো হৈমীর চলে যাওয়ার খবর। খবর শুনে রেগে গেলেন হামিদা৷ হৈমীর সঙ্গে কথা বলে বকাঝকা করলেন অনেকক্ষণ। শেষে থাকতে বাধ্য হলো হৈমী। তবে মনের ভিতর রুদ্র নামক উইপোকা খুচুরখুচুর করতেই থাকল।

হৈমী এই খুচুরখুচুর পেটের ভিতর বা মনের ভিতর কোথাওই চেপে রাখতে পারলো না। সূচনাকে বলেই ফেলল তার চলে যাবার কারণ। ইতিপূর্বে রুদ্র হৈমীর সঙ্গে ঠিক কী ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিকভাবে অবগত নয় সূচনা। তবুও তার রগচটা ভাইটার সম্পর্কে প্রাথমিক ধারণা থেকেই অনেক কিছু ধরে নিল। যার ফলে হৈমীর এই ভয় টুকুতে অবাক হলো না। বরং তার ভয় দূর করতে রুদ্র সম্পর্কে কিঞ্চিৎ ধারণা বদলাতে বলল,
-” তুমি ভয় পেয়ো না হৈমী। ভাইয়া তোমাকে আর কিছুই বলবে না৷ ”

চট করে হৈমী জিজ্ঞেস করল,
-” কে বলল উনি বলেছেন? ”

সূচনা তাকে আশ্বস্ত করে সেদিনের সেই ঘটনাটি বলল। সবটা শুনে হৈমীর বুকের ভিতর উত্তেজনায় উলোটপালোট ধরল। বিস্মিত হয়ে বলল,
-” উনি আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে গিয়েছিল! ”

সূচনা মন খারাপ করে বলল,
-” হ্যাঁ তোমার ভাইয়া আর মা সে প্রপোজাল ফিরিয়ে দিয়েছে। এরপরই তো ভাইয়ার এক্সিডেন্ট হলো। তারপর মাহের যখন এ বাড়িতে এলো ভাইয়াকে অনেক কিছু বুঝিয়েছে। সেদিন থেকেই তো কেমন পালটে গেল ভাইয়া। আজ ঢাকা থেকে এসেছে, বাড়িতেও আসবে। তুমি নিশ্চিন্ত থাকো, বিশ্বাস রাখো ও তোমাকে কিছুই বলবে না। কথা বলবে কিনা সেটাও সন্দেহ। আমার ভাইটা অন্যরকম হৈমী। ঝোঁকের মাথায় হয়তো ভুলভাল কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একবার যখন ওর মধ্যে বোঝ এসেছে। তখন ওকে ওর ঝোঁক বা আবেগ কোনোটাই টলাতে পারবে না। ”

চোখ পিটপিট করে অবাক সুরে হৈমী বলল,
-” আসলেই! ”

সূচনা মৃদু হাসলো, মাথা দুলিয়ে বলল,
-” হ্যাঁ গো তুমি জানো ঢাকা গিয়ে আমাদের থেমে যাওয়া একটি ব্যবসার দায়িত্ব ভাইয়া নিয়েছে।করোনার জন্য উঠতি ঐ শাড়ির কারখানার কাজটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই কাজটা এবার ভাইয়া নিজে ধরেছে। লাইসেন্স হয়ে গেলেই সামন বছর থেকে পুরোদমে চলবে এই কারখানা। ”

রুদ্রকে নিয়ে আরো অনেক গল্পই করল সূচনা। হৈমী সেসব মন দিয়ে শুনলো। সবশেষে সে বুঝতে পারলো তার থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণটিকেও। বিরবির করে আওড়ালো,
-” তার মানে অতিরিক্ত আবেগের জন্যই উনি আমার সাথে ওসব করেছিল। ছিঃ যেমন মানুষ তার তেমন আবেগ। ”

একসাথে ডিনার করবে বলে অপেক্ষা করছিল সূচনা। তাই ন’টার দিকেই বাড়ি ফিরল রুদ্র। কাজের মেয়েটা সূচনাকে রান্নায় হেল্প করে ডাইনিং টেবিলে সবটা গুছিয়েও দিল। দাদিন বেড়াতে গেছেন ছোটো ছেলের বাসায়৷ তাই বাড়ির পরিবেশ তেমন রমরমা নয়৷ যদিও হৈমী আসার পর কিছুটা প্রাণ এসেছে। রুদ্র খেতে আসার পর সূচনার খেয়াল হলো হৈমীকে ডাকা হয়নি৷ সে রুমে পড়ছে। তাই কাজের মেয়েটাকে বলল হৈমীকে ডেকে আনতে। হৈমীকে যখন বলা হলো ডিনার রেডি নিচে যেতে বলা হয়েছে। খিদের তাড়নায় বই, কলম বিছানায় ছুঁড়ে স্লিপার পায়ে দ্রুত নিচে নেমে এলো। ড্রয়িং রুম পেরিয়ে ডায়নিং রুমে প্রবেশ করেই বড়ো ধরনের ঝটকা খেল। সুগঠিত, পেশিবহুল শরীরে নেভী ব্লু রঙের টি-শার্ট পরিহিত রুদ্র ডায়নিং টেবিলের পূর্বপাশে দেখতেই আহত হলো তার দৃষ্টিজোড়া। নিমিষেই চোখ নামিয়ে নিজের দিকে তাকাল। হালকা গোলাপি রঙের লেডিস টি- শার্ট পরিহিত নিজের ছোট্ট কিশোরী দেহখানি দেখে লজ্জায় দু’কান কাটা গেল! ত্বরিতগতিতে পিছমুখী হয়ে দাঁড়িয়ে ছুটে গেল দোতলার সূচনার ঘরটায়। ধাতুপাত করে একটি ওড়না গলায় এবং বুকে জড়িয়ে আবারও ডায়নিংয়ে চলে এলো। সূচনা ঈষৎ হেসে বলল,
-” এসো। ”

রুদ্র নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে। অথচ কিছুক্ষণ পূর্বে হৈমীর দিকে কেমন করে তাকিয়েছিল। একবার তাকিয়ে অবশ্য চোখ ফিরিয়ে নিয়েছিল। তার ঐ চাহনিকে অনুসরণ করেই তো হৈমীর খেয়াল হয়েছে, সে একজন যুবক পুরুষের সামনে ওড়না ব্যতীত এসে বিরাট বড়ো ভুল করেছে!

প্রচণ্ড অস্বস্তি নিয়ে হড়বড় করে খাবার খেল হৈমী। এরই মধ্যে দু’বার খাবার গলায় আঁটকে কাশি ওঠেছে৷ তার এহেন অবস্থা দেখে বিরক্তিতে চোখমুখ কুঁচকে একবার পানি এগিয়ে দিয়েছে রুদ্র। এ দৃশ্য দেখে সূচনা গোপনে একটুখানি হেসেছেও। খাওয়া-দাওয়ার পাঠ চুকিয়ে সূচনা কিছু খাবার ফ্রিজে রাখতে ওঠল। রুদ্র খাওয়া শেষ করে চলে যেতে উদ্যত হয়েছে এমন সময় আকস্মাৎ হৈমী ঠাস করে মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেল! ঘটনাটি বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল সূচনা এবং রুদ্রর। সূচনা ছুটে এসে ধরল হৈমীকে। রুদ্র থমকানো দৃষ্টিতে একবার হৈমীকে দেখে নিল। এরপর এগিয়ে গিয়ে চেয়ারের পায়া থেকে হৈমীর ওড়না বের করে আনল। বিরক্ত মুখে চোখ লাল করে তাকাল হৈমীর দিকে। কিন্তু বলল সূচনাকে,
-” হোয়াট ইজ হার প্রবলেম? জাস্ট ডেম ইট! ”

ওড়নাটা হৈমীর দিকে ছুঁড়ে হনহনিয়ে চলে গেল রুদ্র। ঠোঁট ফুলিয়ে হৈমী বলল,
-” উনি ব্যবসার জন্য ঢাকা গিয়েছিল নাকি একঝাঁক ইংরেজি শিখতে গিয়েছিল? আছাড় খেয়েছি বেশ করেছি তাতে উনার কোন পাকা ধানে মই পড়েছে। যেই না ঢংয়ের ছিঁড়ি! ”

বাইরেই দাঁড়িয়ে ছিল রুদ্র। হৈমীর কথাগুলো শুনে গভীর দীর্ঘশ্বাস ছাড়ল সে। শূন্যদৃষ্টিতে তাকিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রহস্যময় এক হাসি দিল। বিরবির করে আওড়ালো,
-” মিস ডার্লিং নাও ইউ উইল স্টেপ ইন্টু অ্যা ট্রেপ! ”

চলব…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here