বৃষ্টি_ভেজা_গোলাপ পর্ব১

0
2648

#বৃষ্টি_ভেজা_গোলাপ
#পর্ব১ #ফুলশয্যা
#নবনী_নীলা
“তোমার মেয়াদ মাত্র সাত মাস কথাটা কি মাথায় নেই। এ রূমে আসার সাহস হলো কিভাবে তোমার?”, অগ্নিশর্মা হয়ে বলো আহান।রুহি চোঁখ পিট পিট করে তাকাচ্ছে। আহানের অগ্নি কন্ঠে হুড়মুড়িয়ে ঘুম চোখে উঠে বসেছে সে।

এতো বদজ্জাত কারোর সাথে যে তার বিয়ে হয়েছে সে ভাবেনি। আর যাই হোক এতটা বদজ্জাত হবে ভাবেনি। বদজ্জাতের ও একটা পর্যায় আছে এই ছেলে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।
রুহি বেশ ক্ষেপে গেলো। প্রথম সে নিজে থেকে আসেনি, তাকে আহানের বন্ধু বন্ধুবিরাই এ রূমে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। বিয়ের প্রথম রাত সে যাবেই বা কোথায়? তাই বিছনায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। তার জন্য সে এতো কথা শুনবে কেনো?

” এভাবে ষাড়ের মতন চেচাচ্ছেন কেনো? একটু ঘুমিয়েছি মাত্র। আর ঘুমাবো না তো কি করবো আপনার পথ চেয়ে বসে থাকবো?”, বিরক্ত নিয়ে বললো রুহি।

রুহির সাহস দেখে আহান বেশ অবাক হচ্ছে। মেয়েটা নির্দ্বিধায় কথার পিঠে কথা বলছে। এ কেমন ঝামেলা তার কাধে এসে পড়েছে। একে কোনো ভাবেই মাথায় উঠতে দেওয়া যাবে না।

আহানের দৃষ্টি কঠিন রেখে সিরিয়াস হয়ে বললো,” খুব সাহস না তোমার? এক্ষুণি আমার রুম থেকে যাও নইলে তোমার সাথে কি হবে তুমি ভাবতেও পারছো না।”

” আমাকে কি আপনি অবলা নারী পেয়েছেন? আপনার সাত মাসের শর্তে রাজী হয়েছি তারমানে এই না যে আমার কোনো মেরুদন্ড নেই। আমাকে মোটেও দুর্বল ভাববেন না।”, গর গর করে কথা গুলো বললো রুহি।

আহান যে বেশ ভালোই একটা ঝামেলা কাধে নিয়েছে দিদার কথায় সেটা সে হারে হারে টের পাচ্ছে। আহান বুকের সামনে দুই হাত গুজে রুহির দিকে শক্ত চোখে তাঁকিয়ে আছে।
রুহি স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছে। আহানের কথায় যে রুহি ভয় পায় নি তা না, তবে ভয় সে গায়ে মাখছে না। আগে ভয় পেয়ে গেলে তো সমস্যা। আজ ফুলসজ্জা সেটা নিয়ে এমনেই ভয়ে আছে সে তারপর আবার এই লোক হুমকি দিচ্ছে। ঘুম থেকে উঠার পর কোথায় আছে সে সেটা ঠিক টের পায় নি। নইলে এতো পট পট করতো নাকি। রুম থেকে যেতে পারলে তো সে নিজেও বেচেঁ যায়।

” তুমি যাবে কি যাবে না?”, রুহির থেকে দৃষ্টি সরিয়ে বললো আহান।

হ্যা হ্যা এক্ষুণি চলে যাচ্ছি, কথাটা বলতে ইচ্ছে করছে কিন্ত এগুলো বললে এতক্ষণের যে প্রতিবাদী নারী হওয়ার চেষ্টা ছিলো সে সব গড়গড়িয়ে ডোবায় পরে যাবে। ব্যাপারটা অন্য ভাবে ম্যানেজ করতে হবে। কি বলবে সেটা রুহি এদিক ওদিক তাকিয়ে ভাবতে লাগলো।

আহানের বিরক্ত লাগছে, একটা প্রশ্নের জবাব দিতে এতক্ষণ লাগে। রুহি হালকা কেশে বিছানা থেকে নিচে নেমে দাড়ালো। আহানের কপালের ভাজ সরে গেলো। অবশেষে যাচ্ছে তাহলে। রুহি আহানের কাছে গিয়ে বললো,” মোটেও আপনি বলেছেন দেখে যাচ্ছি না। এখন জলদি বলেন দিদার ঘর কোনটা? এতো বড়ো বাড়িতে খুঁজে বের করবো কিভাবে?” বোলেই ভাবনায় চলে গেলো রুহি। এমন সাজে যে কেউ দেখলেই বুঝে যাবে সে যে নতুন বউ। বাড়ির কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে।

আহানের মেজাজ গেলো বিগড়ে। দিদার কথায় সে এ মেয়েকে বিয়ে করেছে, আর ফুলসজ্জার রাতে বেড়িয়ে গিয়ে কিনা এ মেয়ে দিদার ঘরে যাবে। এমনিতেই দিদা অসুস্থ তারপর এসব এগ্রিমেন্টের কথা শুনলে কি হবে ভাবাও যায় না।

আহান ধমকের সুরে বললো,” দিদার ঘরে যাবে মানে? Are you Kidding with me? তুমি ভালো করেই জানো এই বিয়েটা আমি দিদার কথায় করেছি। দিদা একমাস পর চিকিৎসার জন্যে দেশের বাহিরে যাবে তারপর এ বিয়েটা শেষ। দিদা যদি কোনোভাবে এসব কথা জানতে পারে trust me I won’t spare you.”

” আচ্ছা আমার একটা কোয়েশ্চেন ছিলো।”, আহানের কথার মাঝে বাগ্রা দিয়ে বললো রুহি।

আহান রাগের মাথায় শক্ত করে রুহির হাতের কব্জি চেপে ধরে রাগী স্বরে বললো,” আমি কি বলেছি বুঝতে পেরেছো ।”

রুহির মনে হচ্ছে কব্জিটা যেনো হাত থেকে খুলেই নিয়ে যাবে সে। ব্যাথায় আঃ করে আর্তনাদ করে উঠলো রুহি। অন্যহাত দিয়ে নিজের হাত ছাড়ানোর জন্য ব্যাস্ত হয়ে বললো,” ছাড়ুন আমার হাত। ছাড়ুন বলেছি।”
আহান এক ঝাপটায় রুহির হাত ছেড়ে দিলো। রুহি হাত ডলতে ডলতে বললো,” অ্যারেরে হাতটা পুরো ভেঙ্গে দিসে। হাত না লোহা ঐটা আপনার। এভাবে কেউ মেয়েদের হাত ধরে?”

” Listen তোমার হাত ধরার প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই।”, তাচ্ছিল্যের সাথে বলল আহান।

” হুহ আমার যেনো আপনার প্রতি ইন্টারেস্ট একেবারে গড়িয়ে গড়িয়ে পরছে।”, বেঙ্গ করে বললো রুহি।

আহানের শক্ত দৃষ্টি রুহির দিকে স্থির। এ মেয়ের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই বোঝাই যাচ্ছে।আহান দরজার দিকে এগিয়ে গিয়ে দরজার উপরের লকটা আটকে দিলো। তারপর নিজের হাতের ঘড়ির খুলতে ব্যাস্ত হয়ে গেলো। উপরের লক আটকে দেওয়ায় রুহির বুকটা কেঁপে উঠলো। রুহি চেঁচিয়ে উঠে বললো,” দরজা বন্ধ করলেন কেনো আপনি? আমি যাবো বলেছি তো এক্ষুণি চলে যাচ্ছি। যেখানে বলবেন সেখানে যাচ্ছি।”
আহান একবার ভ্রূ তুলে আবার নামিয়ে বললো,” কোথাও যেতে হবে না তোমায়। কোনো রিস্ক নিচ্ছি না আমি।”

” মানে?”, চোঁখ বড় বড় করে প্রশ্ন করলো রুহি।

এতো প্রশ্ন আহান একদম পছন্দ করে না তাই তার বিরক্ত লাগছে। রুহির প্রশ্নের উত্তর দেবার কোনো প্রয়োজন সে বোধ করছে না। তাই হাতের ঘড়িটা টেবিলে রেখে সে তোয়ালে হাতে ওয়াসরুমে চলে গেলো।

” কানে শুনতে পায় না নাকি?”, বিরক্তি নিয়ে বললো রুহি। ঘুমে তার চোঁখ জড়োসড়ো হয়ে আসছে। কোথায় ঘুমাবে এবার সে? সাত মাস কিভাবে থাকবে সে এ লোকের সাথে। রুহি এতো লম্বা নয় যে দরজার উপরের লক খুলে বেড়িয়ে যাবে। এই বিয়েটা সে শুধু আহানের দিদা আর নিজের নানুর জন্যে করেছে। আহানের দিদার ব্লাড ক্যান্সার ওনার হাতে বেশী সময় নেই, ওনার ইচ্ছা পূরণেই এ বিয়েতে রাজি হয়েছে রুহি।

আর সাত মাসের আগ্রিমেন্ট সেটা নিয়ে রুহির কোনো মাথা ব্যাথা নেই। এমনিতেই বিয়ে, ভালোবাসা এসবে তার আগ্রহ নেই। সে তার নানুর সাথে একা থাকলেই ভালো থাকবে।
এখন তার একমাত্র কাজ হচ্ছে নিজের ঘুমানোর জায়গা খোঁজা। কোথায় ঘুমাবে এবার সে? এই লোকের আসার আগেই ঘুমাতে হবে তাকে। ঘরে একটা সোফা তো আছে। তাকে কি গিয়ে সোফায় ঘুমাতে হবে। নাহ্ সবসময় মেয়েদেরই কেনো সোফায় গিয়ে ঘুমাতে হবে? মুভিতে তো এমনটাই হয় মেয়েরা হয় নীচে বিছানা করে ঘুমায় নইলে সোফায় ঘুমায়। না রুহি না এ ভুল তোর করা চলবে না। পরে দেখবি বাকি সাতমাস তোকে ঐ সোফায় কাটাতে হচ্ছে। আর ঐ নিষ্ঠুর বদমেজাজি লোকটা আরাম করে নাক ডেকে ডেকে বিছনায় ঘুমাবে।
যেই ভাবা সেই কাজ রুহি তাড়াতাড়ি গিয়ে বিছনায় শুয়ে পরলো। ঘুমে এমনিতেই কাহিল সে।

আহান মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। রুহিকে বিছানায় দেখে তার ভ্রু কুঁচকে গেল। এ মেয়ে তাকে জ্বালিয়ে মারবে দেখা যাচ্ছে। নিজের বাড়িতে নিজের রূমে তাকে এবার নাকি সোফায় ঘুমাতে হবে। লাইফটার বারোটা বাজিয়ে দিয়েছে। আহান তোয়ালে রেখে সোফায় কোনো ভাবে ম্যানেজ করে শুয়ে পড়লো। রুহি সোফার উল্টো দিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে।

রাতে আহানের ঘুম হলো না, সোফায় ঘুমানোর চেষ্টায় সে ব্যার্থ হয়েছে। সে ভোরে উঠে গেলো কিন্তু রুম থেকে বের হতে পারছেনা মেয়েটা এখনো ঘুমিয়ে আছে। আজ হয়তো তার জগিং করতে যাওয়া হবে না।

আহান কোনো ভাবেই চায় না ফ্যামিলির কারোর ওদের উপর সন্দেহ হোক। রহমান পরিবারে সকাল আটটায় সবার খাবার টেবিলে উপস্থিত থাকা চাই, বলা যায় এইটা এই পরিবারের নিয়ম। নিয়মটা আহানের দাদুর তৈরি।
আহান বাকি সময়ে তৈরি হয়ে গেল। এখন সকাল সাড়ে সাতটা, রুহি মাথার বালিশটা জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে। রুহিকে ডাকতে গিয়ে আহান বলার ভাষা হারিয়ে ফেলেছে। এমন অদ্ভুতভাবে এর আগে সে কাউকে ঘুমাতে দেখেনি। মাথাটা খালি বিছনায় পরে আছে আর মাথার বালিশ জড়িয়ে সে শান্তিতে ঘুমাচ্ছে। আহান হাত দিয়ে ভ্রু কচলে নিলো। এ মেয়েকে ঘুম থেকে তুলবে কিভাবে সে? ডাকতে গিয়ে মনে পড়লো নামটাও জানা নেই।

” Oh, hello! “, এতোটুকুই বললো আহান। রুহি নড়ছেও না।
আহান হাতের ঘড়ির দিকে তাকালো। সাতটা চল্লিশ বেজে গেছে। আহান টেবিলের পাশের পানির গ্লাসটা হাতে নিয়ে কয়েক ফোঁটা পানি রুহির মূখে ছিটিয়ে দিলো। ঘুমের মধ্যে রুহি চোখ মুখ কুঁচকে ফেললো, রুহি নড়ে চড়ে উঠলো কিন্তু ঘুম ভাঙলো না। আহানের মেজাজ গেলো বিগড়ে পুরো গ্লাসের পানিটাই রুহির মুখে ঢেলে দিলো সে।

রুহি ঘুমের মাঝে বাঁচাও বলে চিৎকার করে উঠে বসলো। সপ্নে সে গোলাপের বাগানে হাঁটছিলো হটাৎ মনে হলো সে পানিতে ডুবে যাচ্ছে। এবার সে বুঝতে পেরেছে কেনো এটা মনে হলো তার।
ঘুম থেকে উঠলে রুহি কিছুক্ষণ চুপ করে বসে থাকে। কথা বলতে তখন তার ভালো লাগে না। প্রচন্ড বিরক্ত নিয়ে সে আহানের দিকে তাঁকিয়ে আছে। আহান হাতের গ্লাসটা টেবিলে রেখে একটা প্যাকেট রুহির সামনে রেখে বলল,” যাও গিয়ে চেঞ্জ করে নেও। তোমার কাছে পনেরো মিনিট সময় আছে। এভাবে তাকিয়ে না থেকে জলদি যাও।”

” এটা কেমন ব্যবহার? আপনি ভদ্রতা জানেন না?”, তীব্র বিরক্তি আর রাগ নিয়ে চেঁচিয়ে বললো রুহি।

{ চলবে……………..}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here