বিবর্ণ আলোকবর্ষ পর্ব ১৪

0
543

#বিবর্ণ_আলোকবর্ষ
#পর্বঃ১৪
#লেখিকাঃদিশা মনি

বর্ষ নামটা শুনে আলোর মনে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। আলো ছবিটা ভালোভাবে দেখে না। সে শুধু চোখটা দেখে। কালো ফ্রেমের চশমার ভেতর কত সুন্দর মায়াবী দুইজোড়া চোখ। পরক্ষণেই আলো নিজের এসব ভাবনা থেকে বেরিয়ে আসে।

জরিনা তাদের গেস্টরুমে পৌছে দিয়ে বলে,
‘ঘরটা ভালো করে পরিস্কার করে নিও। আর শোন আমি কিন্তু এই বাড়ির সিসিটিভি। কোন কিছু চুরি টুরি করে পালানোর কথা মাথাতেও আনবে না।’

জরিনার কথায় আলো খুব অপমানিত বোধ করে। আলো জরিনার মুখের উপর বলে দেয়,
‘আমরা কোন চোর নই। যদি কিছু চুরি করতে হয় তাহলে আপনার সন্দেহগুলো চুরি করব। কথায় বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে। এই বাড়িটা যার তিনি আমাদের থাকতে দিলেন আর আপনি এমন ভাব করছেন যেন বাড়িটা আপনার।’

আলোর কথায় ক্ষে’পে যায় জরিনা।

‘শোন মেয়ে এই বাড়ির সবাই আমাকে পরিবারের সদস্য মনে করে। আমার সাথে লাগতে এসো না। নাহলে এই বাড়িতে টিকতে পারবে না। সুমনা ম্যামকে ভালো মানুষ পেয়ে খুব তো উড়ে এসে জুড়ে বসেছ।’

জরিনা আর না থেকে দ্রুত কদমে হেটে সেখান থেকে চলে যায়।

জরিনা যাওয়ার পর আলো জোনাকিকে বলে,
‘আপু চল না এখান থেকে যাই। এত অপমান আমার সহ্য হচ্ছে না। এই জরিনা ম’রিনার ব্যবহার খুব খারাপ।’

‘বাহ আলো তুই তো আবার আগের মতো হয়ে যাচ্ছিস! বিয়ের আগে যেমন বলতি এখন আবার ঠিক সেই আগের মতো কথা বলছিস। এই বাড়িটা সুমনা ম্যাডামের। তিনি যখন আমাদের থাকতে দিয়েছেন তখন অন্য কারো কথা গায়ে মাখার দরকার নেই।’

২৭.
‘ম্যাম ঐ মেয়েগুলোকে এই বাড়িতে থাকতে দেওয়া কি ঠিক হলো?’

জরিনার কথায় ভ্রু কুচকে তাকায় সুমনা।

‘কেন ভুল কি হয়েছে। ওরা অসহায় তাই আমি ওদের সাহায্য করেছি।’

‘আজকাল যা দিনকাল পড়েছে এখনকার দিনে আর কাউকে বিশ্বাস করা যায়না। মেয়েগুলোর কোন খা’রাপ উদ্দ্যশ্য থাকতে পারে।’

‘আমার ওদের খারাপ মনে হয়নি। তাছাড়া আমাদের বাড়িতে সবসময় গার্ডস থাকে। তুমি এসব নিয়ে বেশি ভেবো না। লাঞ্চের টাইম হয়ে গেছে, ঐ মেয়েগুলোকে ডেকে আনো। ওদের মুখ কেমন শুকনো শুকনো লাগছিল সারাদিন কিছু খায়নি বোধহয়।’

জরিনার খুব রাগ হচ্ছিল। বিশেষ করে আলো মেয়েটাকে তার একদম পছন্দ হয়নি। জরিনা আলো ও জোনাকিকে ডেকে আনে।

খেতে বসে জোনাকি খেলেও আলো কিছু খাচ্ছিল না। আলোকে চুপচাপ বসে থাকতে দেখে সুমনা বলে,
‘এই মেয়ে তুমি কিছু খাচ্ছোনা কেন? খাবার পছন্দ হয়নি?’

‘না আন্টি খাবার তো খুব ভালো হয়েছে।’

আলোকে আন্টি বলে ডাকতে দেখে জরিনা ভ্রু কুচকে তাকায়।

‘সরি ভুল করে আন্টি বলে ফেললাম।’

‘আন্টিই ডেকো৷ আর জোনাকি তুমিও আমায় আন্টি বলে ডাকবে। ম্যাডাম ডাকার কোন প্রয়োজন নেই। তোমরা যখন এই শহরে এসেছ তখন কি করবে ভেবে রেখেছ কিছু?’

জোনাকি উত্তর দেয়,
‘ভাবছি আমার বোনটাকে কোন ভালো ভার্সিটিতে ভর্তি করাবো। আর আমি কোন কাজ করব।’

‘তোমার শিক্ষাগত যোগ্যতা কি?’

‘ইন্টার পাস।’

‘তুমিও তো খুব একটা শিক্ষিত নও। তুমি আর পড়তে চাওনা?’

‘জি না। আমার পড়াশোনা ভালো লাগে না। আমি কিছু একটা করতে পেলেই হবে।’

‘ইন্টার পাস নিয়ে এখানে তো ভালো কোন কাজ পাবে না। আমি দেখছি কি করা যায়। আমার কোম্পানিতে কাজ করতে পারো চাইলে। আমার কোম্পানিতে কয়েকজন মেয়ে শ্রমিকের প্রয়োজন।বেতনও ভালো মাসে ২৫ হাজার।’

‘আপনার কিসের কোম্পানি?’

‘চানাচুরের কোম্পানি। ‘আরাম’ চানাচুর কোম্পানির মালিক সুমনা ম্যাম। এই কোম্পানিটা ওনার স্বামীর হাত ধরে দাড়িয়েছে। ওনার স্বামীর মৃত্যুর পর উনি আর ওনার ছেলে বর্ণ মিলে এই কোম্পানিটা চালাচ্ছেন।’

আলো খুব অবাক হয় জরিনার কথা শুনে। সুমনা এত ধনী অথচ তার মধ্যে কোন অহংকার নেই, জীবনধারণও বেশ সাধারণ মনে হয়। আলো জিজ্ঞেস করে,
‘এই বাড়ির কি দুটো ছেলে?’

‘হ্যা আমার দুই ছেলে। বর্ণ মাহমুদ এবং বর্ষ মাহমুদ। দুই ছেলে হয়েছে দুই রকম। বর্ণ প্রাণোচ্ছল, চঞ্চল, সবার সাথে ভালোভাবে মিশতে পারে৷ আর বর্ষ সিরিয়াস সবসময় গম্ভীর মুখ করে থাকে আর অনেকটা ইন্ট্রোভার্ট টাইপ।’

খাবার টেবিল জুড়ে শুনশান নীরবতা বিরাজমান। নীরবতা কা’টিয়ে সুমনা বলে,
‘জোনাকি কাল থেকে তুমি আমার কোম্পানিতে যোগদান করতে পারো। আমি দেখছি তোমার বোনকে কোন ভার্সিটিতে ভর্তি করানো যায় নাকি। কাগজ পত্র সব তোমাদের সাথে আছে তো?’

‘জ্বি আছে। আমি আসার সময় আলোর সব কাগজপত্র সাথে নিয়ে এসেছি।’

‘তাহলে ঠিক আছে। এখন যাও তোমরা নিজেদের রুমে। কোন কিছু প্রয়োজন হলে জরিনাকে বলবে। কিছুদিন নাহয় এখানে থাকো। তারপর একটু এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলে আর একটু স্ট্যাবলিশ হয়ে গেলে অন্য কোথাও গিয়ে থেকো।’

‘আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না ম্যাডাম। আপনি না থাকলে আমাদের যে কি হতো।’

‘তোমাকে বলেছি না আমাকে আন্টি বলবে৷ কাল তুমি আমার যা উপকার করলে। কিছু প্রয়োজনে আমায় চট্টগ্রামে যেতে হয়েছিল। ঠিক ছিল বিমানে আসব। কিন্তু ফ্লাইট ক্যান্সেল হওয়ায় পরে বাধ্য হয়ে ট্রেনে উঠেছিলাম। আসলে আজ সকালে আমার খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। আর এই ফাইলগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমার ছেলে বর্ণই এসব দেখে। এখন ও দেশের বাইরে আছে। কাল হয়তো ফিরে আসবে। আচ্ছা তোমরা যাও। কিছু মনে করোনা আমি আবার একটু বেশি কথা বলি। সবাই তো এইজন্য আমাকে বাচাল বলে। হা হা হা।’

আলো সুমনার কথা শুনে বুঝতে পারে তিনি খুব খোলা মনের মানুষ। আলোর খুব ভালো লাগে তাকে।

২৮.
‘আলো উঠে পড় ফজরের নামাজের সময় হয়েছে।’

জোনাকির ডাকে উঠে পড়ে আলো। দুই বোন মিলে একসাথে ফজরের নামাজ আদায় করে নেয়। জোনাকি আলোকে বলে,
‘আজ তোকে ভার্সিটি যেতে হবে। সুমনা আন্টি বলেছেন তোকে ভার্সিটিতে ভর্তি করে দেবে। শোন আলো তোকে কিন্তু ভালো করে পড়তে হবে। তোকে নিয়ে আমার অনেক আশা।’

‘আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপু।’

সময় আরো কিছুটা এগিয়ে যায়। সকাল ৯ টা বাজতেই সুমনা আলোকে ডেকে পাঠান। আলো আসলে তিনি বলেন,
‘তুমি ড্রাইভারের সাথে চলে যাও। তোমাকে একটি ভার্সিটিতে ভর্তি করিয়েছি। ভার্সিটিটা আমার বান্ধবীর তাই বেশি অসুবিধা হয়নি। শোন তোমায় মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোমার আপুর অনেক আশা তোমাকে নিয়ে।’

‘আপনি অনেক ভালো।’

‘এমন কথা বলে আমায় আর লজ্জা দিওনা মেয়ে। ভালো করে পড়াশোনা করে আমার মানটা রক্ষা করো। নাহলে আমার বান্ধবী পরে আবার আমাকে ক্ষেপাবে যে কেমন মেয়েকে ভর্তি করালাম।’

জরিনা ঠেস মে’রে বলে,
‘তুমি যেখানে পড়তে যাচ্ছো সেখানে তোমার শিক্ষক কে জানো তো? যার ভয়ে সবাই কাপে।’

‘মেয়েটাকে ভয় দেখিও না তো জরিনা। আলো তুমি যাও। ড্রাইভারকে বলে দিয়েছি উনি তোমায় পৌছে দেবে। জোনাকি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে।’

আলো বাড়ি থেকে বেরিয়ে যায়। আলো চলে যাওয়ার পরই জরিনা কাউকে ফোন লাগায়। অপরপাশ থেকে ফোনটা রিসিভ করতেই জরিনা বলে,
‘তোমাকে কাল বলেছিলাম না সুমনা ম্যাম দুটো মেয়েকে এনে এই বাড়িতে তুলেছে। সেই মেয়েটাকে আজ আবার ভার্সিটিতেও দিয়েছে। তুমি যেই ভার্সিটির টিচার সেখানেই। তুমি তো চেনোই সুমনা ম্যামকে উনি কত সহজ সরল। তুমি মেয়েটাকে ভালো করে পরখ করে দেখবে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর মধ্যে কোন ঘাপলা আছেই।’

‘আচ্ছা আমি দেখছি।’

ওপাশ থেকে ফোনটা কে’টে দেয়। জরিনা পৈ’শা’চিক হাসি দিয়ে বলে,
‘আমাকে অপমান করার ফল তুমি পাবে আলো।’
চলবে ইনশাআল্লাহ ✨

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here