বান্ধুবিকে প্রপোজ,Part – 1

0
1191

বান্ধুবিকে প্রপোজ,Part – 1
writer -ArFin SuMon

জুলিঃ- কি খবর?? কি করিস!!
আমিঃ- তুই!! এতো রাতে!! তাও মিসকল না,
ডিরেক্ট কল!!!
মাঝরাতে বান্ধবীর কল
পেয়ে অবাকই হলাম।
জুলিঃ- হুমম। কেনো?? আমি বুঝি তোকে কল করি
না??
আমিঃ- না। তা করিস। জরুরী দরকারে। তা এই
রাত দেড়টার সময় কি মনে করে কল করলি??
আমি তোর কোন কাজ এই মুহুর্তে করতে
পারবোনা।
জুলিঃ- আরে না। কোন দরকারে না। এমনিই কল
দিলাম।
আমিঃ- তাই!! বাঁচলাম!! তা কিছু বলবি??
ঘুমাচ্ছিলাম।
জুলিঃ- তুই কইরে??
আমিঃ- কেনো??
জুলিঃ- না এমনিতেই।
আমিঃ- আমি বাসায়।
জুলিঃ- ও!! আচ্ছা একটা কথা শোন।
আমিঃ- হুমম বল।
জুলিঃ- আমার এক ভাইয়া আছেন; কাকরাইল
থাকেন। বিয়ে করেননি। ভাইয়া বলতে
ক্লাস থ্রিতে পড়বার সময় ভাইয়া আমাদের
পাশের বাসায় থাকতেন। তিনি তার
বাসায় লাঞ্চের দাওয়াত দিলেন।
আমিঃ- ভালো খেয়ে আয়।
জুলিঃ- কিন্তু এইটা কি
সেফ??
আমিঃ- তাইলে যাইস না।
জুলিঃ- ভাইয়া রাগ করবে।
আমিঃ- তাইলে যা।
জুলিঃ- কিন্তু ভাইয়া ব্যাচেলর্।
আমিঃ- তাইলে যাইস না।
জুলিঃ- ভাইয়া আমাদের ফ্যামেলির খুব ক্লোজ।
আমিঃ- তাইলে যা।
জুলিঃ- কিন্তু একা একা যাবো!!
আমিঃ- তাইলে যাইস না।
জুলিঃ- ভাইয়া আমাকে পুরা বোনের মতো
দেখতো।
আমিঃ- তাইলে যা।
জুলিঃ- কিন্তু এত বছর পরে!!! কি জানি!!
আমিঃ- তাইলে যাইস না।
জুলিঃ- কোন ফ্রেন্ড রাজী হচ্ছে না যেতে। ভয়
পাচ্ছে।
আমিঃ- আমারে যাইতে কইস না তুই!!
জুলিঃ- তোরে কমু ক্যান!! তোরে নিয়া গেলে কি
ভাববো??
আমিঃ- হুম সেটাই!!
জুলিঃ- তাইলে কি যামু??
আমিঃ- যা।
জুলিঃ- রিস্ক হয়ে যায় না??
আমিঃ- যাইস না।
জুলিঃ- যে কোনো একটা ‘ক’!! দুই রকম ডিসিশন দেস ক্যান!!!
আমিঃ- আমি কি কমু!! তোরে সাপোর্ট দিতাছি
খালি!!
জুলিঃ- তুই আসলেই একটা গান্ডু। তোরে কল করাটাই আমার ভুল হয়েছে।
আমিঃ- বুঝতে পারসস তাইলে।
জুলিঃ- ধুররর্। তোরে আর কলই দিমু না।
আমিঃ- আলহামদুলিল্লাহ!!!
জুলিঃ- তাইলে কি কস? যামু??
আমিঃ- যা।
জুলিঃ- রিস্ক হয়ে
গেলো না???
আমিঃ- আচ্ছা তুই আমার মাথা খাইস নাহ,,গেলে
যাহ। নাহ গেলে ঘুমা আমার অনেক ঘুম
পাইছে।
জুলিঃ- তুই ঘুমাইলে আমাকে উপদেশ দিব কে? তুই
কি চাস আমার কিছু হোক।
আমিঃ- রাত দেড়টার সময় তুই উপদেশ চাস। আসলে
তোর মাথাটা গেছে।আচ্ছা আমি ঘুমাই
কাল সকালে দেখা করিস।
জুলিঃ- ওই নাহ ঘুমাবি নাহ।তাহলে আন্টি কে
ফোন দিয়া জালাই বো।
আমিঃ- প্লিজ বাবা শোন,,,, আমাদের মধ্যে আম্মু কে
কেন টানোস,,,,ভয় দেখাস আমাকে?
জুলিঃ- হুম।
ওই জানোস আমি আজ আম্মুকে বলছি
তেলাপোকার সুপ বানাইয়া দিতে। কিন্তু
আম্মু আমাকে বকা দিল কেন রে।
আমিঃ- তুই তো পাগলি তাই।
জুলিঃ- হুম। আম্মু ও তাই বলছে।
আচ্ছা আমি পাগলি কেন রে?
আমিঃ- এই যে রাত দেড়টার সময় আমাকে ফোন
করে বিরক্ত করছিস তাই।
জুলিঃ- ও আমি তোকে বিরক্ত করি। ওকে
আর করব নাহ।একদিন আমি থাকবো নাহ।
তখন তোকে বিরক্ত করার মত কেউ থাকবে
নাহ তখন তুই আমাকে মিস করবি।
আমিঃ- ওই আমি এমন ভাবে বলি নি।
জুলিঃ- ওকে ফোন রাখ।
আমিঃ- ওই পাগলি শোন।
.
তারপর জুলি ফোনটা কেটে দিল।হ্যাঁ
এতক্ষন আমি যার সাথে কথা বলছিলাম সে
জুলি। আমার বেস্টফেরেন্ড,,,,, অনেকটাই
বাচ্চা স্বভাবের। আমি হলাম রিয়ান।
কাল সকালে আমার অবস্থা কি হবে।আমি
নিজেও বলতে পারছি নাহ।
.
কাল সকালে আমি কলেজে গেলাম তারপর
প্রতিদিনের মতোই আমি আমার সিট এ
বসলাম।
হঠাৎ পিছন থেকে একটা মেয়ে এসে
আমকে থাপ্পর মারল।তবে সেটা জুলি
ছিল নাহ।আমি মেয়েটার দিকে তাকিয়ে
পুরো অবাক! আমি মেয়েদের সাথে কথা
বলতাম নাহ তাই থাপ্পর খেয়ে চুপ করে
বসে ছিলাম।
.
কিছুক্ষণ পর জুলি আসলো,তারপর..
.
.
চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here