বাঁধন পর্ব ৩

0
406

বাঁধন
Part: 3
Write: Sabbir Ahmed
-এই যে এই দিকে আয় (হাত দুটো বাড়িয়ে দিয়ে বললাম)
-ও দেড়ি না করে আমাকে জড়িয়ে ধরলো(এবার আর কান্না করলো না। হয়তো তার নিরাপদ জায়গাটি সে পেয়ে গেছে)
-একটা কথা বলি??(রিমি)
-হ্যা বল(শুভ)
-আমার খুব খুদা লাগছে
-হারামী আগে বলবি না। আচ্ছা আগে দেখি সানভি কি ব্যবস্থা করে…..

২০ মিনিট পর…..
-শুভ কই রে তুই(সানভি ফোন দিয়ে)
-এই যে বড় গাছটার নিচে আয়
-ওহ হ্যা পেয়েছি
-কি ব্যবস্থা করলি??
-কি আর করবো?? আমার রুম টাই আজ তোদের। কিন্তু ৫ টার আগেই আবার রুম থেকে বেড় হয়ে আসতে হবে। না হলে খবর আছে।(সানভি)
-এই রিমি তোর কি কোনো সমস্যা হবে??? (শুভ)
-নাহ(রিমি)
-আচ্ছা খাওয়ার কিছু আছে??(শুভ)
-হুমম সমস্যা নেই আমি ব্যবস্থা করে রাখছি। কারন আমি যানি তোরা কিছুই খাস নাই(সানভি)
-দোস্ত অনেক ধন্যবাদ(শুভ)
-ধুরর পাগল। চল এখন

তারপর সানভিদের বাড়িতে গিয়ে সানভির রুমে গেলাম। সানভি আর একটা রুমে ছিলো।
সানভি কিছু খাবার রেখোছিলো সেগুলো খেয়ে রিমি ঘুমিয়ে গেলো খুব তাড়াতাড়ি। সারাদিন অনেক ঝড় গেছে। এখন ভাবছি সকালে উঠে কই যাবো….ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই

ভোর ৫ টা সানভি এসে আমাদের ডাক দেয়….ওর কাছ থেকে আমরা বিদায় নিলাম…..

-এই এখন কি করি বল তো(শুভ)
-আমি তোকে এত করে বললাম। আমার মতো একটা বোঝা টেনে লাভ নেই শুধু শুধু টেনসন।(রিমি)
-আবার??
-তো কি হুমম। এত কিছু করিস কেন আমার জন্য??
-আমি যে তোকে….
-কি??
-আমি তোকে বাঁচিয়েছি তাই দায়িত্ব টা আমার ঘারে পড়ছে….
-হুমমম
-একটা আইডিয়া আসছে মাথায়
-কি আইডিয়া??
-আমরা শহরে গিয়ে দুজনই একটা কাজ করবো। আর একটা রুম নিয়ে থাকবো।
-এক রুমে??
-সমস্যা নেই। আলাদা ঘুমাবো।
-না একই সাথে ঘুমাবো
-কিন্তু
-কোনো কিন্তু না
-হাতটা দে তো
-কেনো??
-হাত ধরে হাটি ভাল লাগবে। আর নতুন জীবন শুরু করতেছি। একটা ব্যাপার আছে তো।

প্রায় তিন মাস পর….
এখন আমরা একটা বাসা ভাড়ায় থাকি। বাসার মালিককে মিথ্যা বলে ভাড়াটা নেওয়া হইছে…আমি আর রিমি এক রুমের মধ্যেই থাকি এক বিছানায় থাকি কিন্তু মাঝখানে একটা ছোট্ট ছেলে থাকে…..আরে মিয়া কোলবালিশ এর কথা বলছি।

আমরা দুজনই কাজ করি…এক মাস ভালভবেই চলে যায়….ভালভাবেই চলছিল সবকিছু হঠাৎ রিমি একদিন বলল….
-এভাবে আর কয়দিন??(রিমি)
-কিভাবে কয়দিন??(শুভ)
-এভাবে থাকবো কয় দিন?? বাড়ি থেকে তো আর মেনে নিবে না। আর আমার আর তোর বিয়ে হয় নাই। এভাবে কি সারাজীবন থাকা কি ঠিক হবে???
-তাহলে রুম আলাদা নিবো??
-আমি কি তাই বলছি??
-সেটা বোঝা যাচ্ছে
-আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা তো বুঝবি না। আমি তো ইউজ একটা মেয়ে আমার মধ্যে আর কি আছে???
-এই চল (আমি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি)
-কই যাচ্ছিস??
-আয় বুঝতে পারবি

কাজী অফিসে নিয়ে সোজা বিয়ে করে ফেললাম। রাস্তায় কোনো কথা বলি নাই। ও শুধু হা করে তাকিয়ে ছিলো।
বাসায় আসার পর…
-আমাকে বিয়ে করলি কেনো??
-তখন যে তুই কথাগুলো বললি তখনই আমি বুঝতে পারছি।
-আমার মধ্যে তো কিছু নেই। কি দিবো তোকে???
-কিছু দিতে হবে না। মন থেকে যদি একবার প্রোপজ করিস তাহলে একটা সারপ্রাইজ দিবো।
-কি সারপ্রাইজ??
-আগে প্রোপজ কর
-ভালবাসি তোমাকে। এখন কি দিবি দে
-আমি ওর কানের কাছে গিয়ে বললাম। একটা বাবু দিবো হুমমম
-যা শয়তান।
তারপর যা হয় আর কি…(সেটা আপনদের শুনতে হবে না)
সকাল বেলা…..
-হ্যালো ম্যাডাম (শুভ)
-আর একটু ঘুমাই(রিমি)
-কাজে যেতে হবে না?
-আর একটু প্লিজ। তুই যা গোসল করে নে আমি আসছি।
-আমার দিকে তাকা তো
-কি হইছে(একটু রেগে)
-আমাকে তুই করে বলছিস কেনো?? শুধু তুমি করে বলবি
-নিজেই তুই তুই করছো
-ওকে সরি। ওঠো এখন
-তুমি আগে গোসল করে আসো তারপর আমি

তারপর কিছু না বলে,কোলে নিয়ে সোজা গোসল খানায়।
-আজ আমি তোকে গোসল করিয়ে দিবো(শুভ)
-ইয়ে মানে। আমি তো(রিমি)
-কোনো মানে টানে নেই। দেখি রিমি কান্না করতেছে।
-এই কান্না করছো কেনো??
-প্রথমে ভুল মানুষ কে মন আর দেহ দুটোই দিয়েছি।
-ওইসব কথা আমার সামনে বলবা না আগেই তো বলে দিয়েছি….
-হুমম সরি। গোসল করাও(লজ্জায়। একটা হাসি দিয়ে)
-হুমম আগে একটু দিয়ে নেই
-আবার?
-হুমমমম

গোসল করা শেষে রিমি বলল
-আজ আর কাজে যেতে হবে না। এখন রান্না করি। কিছু খেয়ে বিকাল পর্যন্ত গল্প করবো। তারপর একটু ঘুরতে যাবো…..
-কাজে গেলে ভালো হতো
-ওকে যাও(মন খারাপ করে)
-কি যে মহাবিপদ(মনে মনে বললাম)
-মনে মনে আমাকে বকা দিতে হবে না। তুমি কাজে যাও
-হে আমার আত্মা পাখি মানা করার পর আমি কোথায় যাবো??
-হুমমমমম
-ও একটু দূরে ছিলো। টেনে কাছে নিয়ে বললাম তুমি তো আমার সব। আর কপালে একটা চুমু দিলাম। ও আবার সেদিন এর মতো জড়িয়ে ধরে আছে কিন্তু কান্না করছে না। হয়তো এভাবে থাকতেই ওর ভালোলাগে। থাকুক কিছুক্ষণ এভাবে……

বিকালে আমরা রেডি হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য
-এই আমরা আবার নতুন করে প্রেম করবো(রিমি)
-মানে??
-মানে প্রেম করবো তোমার সাথে
-তো আমাকে কি করতে হবে??
-আজ আমার সাথে তোমার প্রথম দেখা হবে। তুমি পার্কে আগে যাবে। তারপর আমি যাবো
-না একসাথে যাই
-ঘুরতে যাওয়া লাগবে না।
-ওকে ওকে আমি আগেই যাচ্ছি।
-আর হ্যা হাতে যেনো কিছু থাকে
-কি থাকবে??
-সেটা তো জানি না। তবে প্রথম দেখা করলে যা সবাই দেয় তাই দিতে হবে…
-আবার যে কি পাগলামো শুরু করলে
-থাক লাগবে না
-কথায় কথায় রাগ করতে নেই। ওকে যাচ্ছি এদিকে আসো। একটা ইয়ে দিয়ে দেই….
– ছি ছি কি বলো বিয়ের আগে এসব করতে নেই…আজ আমার তোমার প্রথম দেখা…
-হায় আল্লাহ এ মেয়ের মাথায় যে কি ঘুরতেছে….

তারপর আমি বাসা থেকে বের হয়ে একটা ফুল কিনলাম….
আর পার্কে বসে আছি রিমির জন্য।
ওর পাগলামো গুলোর কথা মনে করে হাসতেছি মিটিমিটি….
হঠাৎ……..
।।
।।
।।
।।
।।
।।
।।
চলবে
#SSSS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here