তোমার আমার প্রণয় পর্ব-১৫

0
4718

#তোমার_আমার_প্রণয়
#israt_jahan_arina
#part_15

সকালের ঘুমটা যদি সমুদ্রের উত্তাল ঢেউয়ের ধ্বনিতে ভাঙ্গে তবে সকালটা খুব বেশি মিষ্টি হবে তাতে কোনো সন্দেহ নেই। দৃশ্যের জন্য আজকের সকালটা ও ঠিক তেমনি মিষ্টি। বিছানা ছেড়ে উঠে সে পা বাড়ালো ব্যালকনির দিকে। সাত তলার বারান্দায় দাঁড়িয়ে পুরো সমুদ্র সৈকত টাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে। ব্যালকনির গ্লাসটা খোলা মাত্রই এক দমকা শীতল হাওয়া দৃশ্যকে ছুয়ে গেল। সাথে আরও তীব্র ভাবে শোনা গেল সমুদ্রের ধ্বনি।দৃশ্য মুগ্ধ চোখে কিছুক্ষণ সেদিকেই তাকিয়ে রইলো। এই মুহুর্তটা তার ভীষণ ভালো লাগছে। সময়টা এখানেই থেমে গেলে মনে হয় ভালো হতো। কোন দুঃখ কষ্টও তার মনকে গ্রাস করতে পারত না। ব্যালকনি থেকে পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল বিছানায় ঈশিতা ঘুমাচ্ছে। এই মেয়েটার শোয়ার ধরণ একটুও ভালো না। হাত-পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমানোর অভ্যাস। কই সে আজ কয়েকটা বছর ধরে জিনিয়ার সাথে ঘুমাচ্ছে, কিন্তু কখনোই জিনিয়া তার গায়ের উপর হাত পা ছুড়ে ফেলেনি।
গতকাল রাতেই দৃশ্য, ঈশিতা আর মৃদুল কক্সবাজার এসে পৌঁছেছে। বাস জার্নি দৃশ্যর কখনোই পছন্দ না। সে ভীষণ উইক হয়ে পড়ে এ সকল জার্নিতে। আজ বিকেলে মাহাদের একটা গানের শুটিং আছে কক্সবাজারে। মিস লুবনা তাদের এই টিম টাকে পাঠিয়েছে। মাহাদ এবং মডেল অরিন এর ড্রেসগুলো তারা নিয়ে এসেছে।

আবার মাহাদের মুখোমুখি হতে হবে ভেবে দৃশ্যর মনটা অস্থির হয়ে উঠল। বারবার কেন এই মানুষটার সামনে পড়তে হচ্ছে তাকে? সব ভাবনা বাদ দিয়ে দৃশ্য ওয়াশ রুমের দিকে এগুলো।

সকালের ব্রেকফাস্ট তারা হোটেলের লবিতে বসেই করছে। এটা একটা ফাইভ স্টার হোটেল।দৃশ্য বারবার এদিক সেদিকে তাকিয়ে হোটেলটা পর্যবেক্ষণ করছে। খুব সুন্দর ভাবে সাজানো গোছানো হোটেল। ঈশিতা সে কখন থেকেই বকবক করেই যাচ্ছে। আসলে সে ভীষণ এক্সাইটেড। মৃদুল এর সাথে এই প্রথম সে বাইরে কোথাও বের হতে পেয়েছে। গত এক বছরে সে এরকম নানা জায়গায় গেলেও মৃদুলের সাথে কখনোই তার যাওয়া হয়নি। মৃদুল চুপচাপ খাচ্ছে আর মাঝে মাঝে আড় চোখে দৃশ্যকে দেখছে। এর মাঝে ঈশিতা বলে উঠলো

-“এই ফাইভ স্টার হোটেল গুলো আমার ভীষণ পছন্দ। এখানে আসলে নিজেকে কেমন রানী রানী ফিল হয়। যখন যেটা খুশি অর্ডার করো আর মুহুর্তেই তা সামনে চলে আসে। পারলে তো আমি সারা বছর এই হোটেলে থেকে যেতাম।”

ঈশিতার কথায় মৃদুল এবং দৃশ্য দুজনেই হাসতে লাগলো।দৃশ্য বললো

-“এটা কিন্তু ভুল ধারণা। নিজের বাড়ির মত আপন কোন কিছুই হয় না। দেখবে এখানে কিছুদিন থাকার পর আর তোমার মন টিকবে না। বাড়ির জন্য অস্থির হয়ে উঠবে।”

কথাটা বলেই দৃশ্য চোখের সামনে নিজের বাড়ির প্রতিচ্ছবি ভেসে উঠলো।সেও বাড়িটাকে ভীষণ মিস করে সাথে বাড়ির প্রত্যেকটা মানুষ গুলোকে ও। মৃদুল দৃশ্যের কথায় সায় দিয়ে বললো

-“এটা ঠিক বলেছ দৃশ্য। বাইরের দুনিয়া যতই জাকজমক পূর্ণ হোক না কেন নিজের বাসার শক্ত বিছানাতেই কিন্তু শান্তির ঘুম হয়।”

মৃদুলের কথায় দৃশ্য এবং ঈশিতা দুজনেই হাসতে লাগলো। হঠাৎ দৃশ্যর চোখ পড়লেও সামনের দিকে। হোটেলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে মাহাদ। স্বচ্ছ কাচের ফাকে দৃশ্য মাহাদকে স্পষ্ট দেখতে পাচ্ছে। হঠাৎই দুজনের চোখাচোখি হয়ে গেল। মুহূর্তেই মাহাদ চোখ সরিয়ে নিলো আর তার পাশে দাড়ানো একজন গার্ডকে কিছু বলতে লাগলো। দৃশ্য দেখলো মাহাদকে ঘিরে চারজন গার্ড দাঁড়িয়ে। সম্ভবত মাহাদ এখন বাইরে বের হবে।

সকাল সকাল দৃশ্যকে মাহাদ এই জায়গায় মোটেও আশা করেনি।তাহলে কি লুবনা ওকে পাঠিয়েছে?তবে সেই কয়েক সেকেন্ডে মাহাদের তীক্ষ্ণ নজর মৃদুলের বিষয়টা খুব সহজে ধরে ফেলেছে।দৃশ্য কি বুঝতে পারছে না ছেলেটা তাকে ঠিক কি নজরে দেখে?নাকি দৃশ্যই এই সুযোগটা ইচ্ছা করে দিচ্ছে? কথাটা ভাবতেই মাহাদের মাথায় রক্ত চড়ে উঠল। তাহলে মেয়েটার এতটা অধঃপতন হয়েছে?

বিকেলের দিকে দৃশ্য খাটে অসহায় হয়ে বসে আছে। ঈশিতা গেছে অরিনের ড্রেসগুলো নিয়ে তার রুমে। আর তাকে বলেছে মাহাদের রুমে তার ড্রেস নিয়ে যেতে। কিছুক্ষণের মধ্যেই তারা শুটিং স্পটে পৌছবে। তাই এখনি রেডি হয়ে নিতে হবে। দৃশ্য কিছুতেই মাহাদের রুমে যেতে চাচ্ছেনা। পরক্ষনেই নিজেকে সামলে নিল। এটা তার প্রফেশন। তাই এরকম অবুঝের মতো বিহেভ করাটা মনে হয় ঠিক হচ্ছে না। অনেকটা সাহস যুগিয়ে দৃশ্য গেল মাহাদের রুমের সামনে। সেখানে দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহাদের অ্যাসিস্ট্যান্ট রবিন। দৃশ্যকে দেখে হাসিমুখে দরজা খুলে দিলো।

দৃশ্যর বুকটা ধক ধক শব্দ করছে। নিশ্চয়ই আশেপাশের মানুষজন ও তার এই শব্দ শুনতে পাবে। নিজেকে খুব কষ্টের সংযত করে রূমে ঢুকলো দৃশ্য। কিছু আশ্চর্য ব্যাপার মাহাদ রুমে নেই। দৃশ্য ব্যালকনির দিকে এগিয়ে গেল।সেখানেও কাউকে দেখতে পেলো না। হঠাৎ কিছুর শব্দ পেয়ে দৃশ্য পিছনে ঘুরে তাকালো। কিন্তু যা দেখলো তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই রুমে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সে কি একবার বেলকুনির গ্লাসটা খুলে দেবে? এই মুহূর্তে তার মুক্ত হাওয়ার বড্ড প্রয়োজন। মাহাদ শুধু একটা ব্ল্যাক জিন্স পরে আছে। একটা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে সে। এইরূপে সে মাহাদকে কখনোই দেখেনি। এতদিন সে মাহাদের এই ফোলা পেশীগুলো জামার উপর থেকে দেখেছে। কিন্তু আজ…। আচ্ছা এখানে কি সিক্স প্যাক আছে? মনের অজান্তেই দৃশ্য গুনতে শুরু করলো। হ্যা আসলেই সিক্স প্যাক।

হঠাৎ মাহাদ দৃশ্যকে দেখে কিছুটা অবাক হলো।
দৃশ্য মুহূর্তেই চোখ নামিয়ে নিলো। ছি!এতটা বেহায়া হয়ে গেছে সে? নিজের উপরই রাগ হচ্ছে তার। দৃশ্য গলা নামিয়ে বললো

-“আপনার আজকের কস্টিউম এখানে আছে।”

কথাটা বলেই হাতের বক্সটা বিছানার উপর রেখে সে সোজা দরজার দিকে হাটতে লাগলো। এখানে আর এক মুহূর্ত তার পক্ষে থাকা সম্ভব না। দেখা যাবে দম আটকে এখানেই মারা গেছে। দৃশ্য দরজাটা খোলা মাত্রই হঠাৎ করে পেছন থেকে এক শক্ত হাত দরজাটা আবার শব্দ করে লাগিয়ে দিলো। মুহূর্তেই দৃশ্যর পুরো শরীর কেঁপে উঠল। তার কি এখন সেন্সলেস হয়ে যাওয়া উচিত?

কয়েকবার শুকনো ঢোক গিলে দৃশ্য পেছনে তাকালো। মুহূর্তেই এক কদম পিছিয়ে গেলো। কিন্তু বেশি দূর যেতে পারলো না দরজায় আটকে গেলো। মাহাদ তার খুব কাছে দাঁড়িয়ে আছে।এখন তার ঠিক কি করা উচিত তা সে বুঝতে পারছে না। এই জায়গা থেকে পালাতে পারলে সে বেঁচে যায়।
মাহাদ তার দুই হাত দরজায় দিয়ে দৃশ্যকে মাঝে আবদ্ধ করে রাখলো। দৃশ্য যেন বরফের মতো জমে গেছে। মাহাদের স্পর্শ তার গায়ে না লাগলেও মাহাদের উত্তপ্ত নিঃশ্বাস মুখে ঠিক আছরে পড়ছে। এতগুলো বছর পর আবার সেই অনুভূতির জোয়ার বয়ে যাচ্ছে তার মনে। দৃশ্য মাথা তুলে তাকাতে পারছে না। কারন সামনের মানুষটার চোখে চোখ রাখলে সে আবার হারিয়ে যাবে।যা সে মোটেও চায়না।

হঠাৎ ভারী কন্ঠে মাহাদ বলে উঠলো

-“বেশ উরছো মনে হয় আজ কাল। পাখা গজিয়েছে তাই না? ছেড়ে রেখেছি বলে যা খুশি তাই করে বেড়াবে? মনে রেখো যতই উরো না কেনো নাটাই টা কিন্তু আমার হাতে। প্রয়োজন পড়লে পাখা কেটে খাচায় ঢুকিয়ে রাখবো।”

মাহাদের কথা শুনে দৃশ্যর পুরো শরীর প্রচন্ড রকমের কাঁপতে লাগলো। এত বছর পর তার সাথে কথা হচ্ছে, অথচ সেখানেও হুমকি। তার চাইতে কথা না বললেই তো ভালো ছিল। এই মানুষটা আসলেই খারাপ। তার ক্ষত হৃদয়টাকে আরো ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সেটা কি মানুষ টা দেখতে পারছেনা। দেখবে কিভাবে এখন তো সে ভীষণ ফেমাস মানুষ। দৃশ্যর মতো সাধারন মানুষের হৃদয়ের অবস্থা কি আর বুঝবে এই মানুষটা?

এতক্ষণে দৃশ্যর দুচোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পরতে শুরু করলো। মাহাদ সেদিকে মোটেও ভ্রুক্ষেপ করলো না। আবার রাগী কন্ঠে বলে উঠলো

-“তোমার আদরের ভাই কই? আজকাল মনে হয় বোনকে দিয়ে টাকা কামাই করা লাগে তার? এখন তোমাদের মান সম্মান যায় না?”

দৃশ্য দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজের কান্না থামানোর চেষ্টা করলো। এই মানুষটা তাকে কেনো এত কষ্ট দিচ্ছে। এই মানুষেটার কাছে কোন কৈফত দিবেনা সে। এত বছর পর কিসের অধিকার দেখাচ্ছে?

বিচের পাশে খুব সুন্দর একটা জায়গায় গানের শুটিং হচ্ছে।অরিন মেয়েটা দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ স্মার্ট। এককথায় মডেল হওয়ার জন্য পারফেক্ট। ক্যারিয়ার ও বেশ ভালো চলছে তার। এটা নিয়ে মাহাদের সাথে তৃতীয়বারের মতো কাজ করছে। তাই মাহাদের সাথে সখ্যতা ও বেশ ভালো গড়ে উঠেছে।

দূরে প্রোডাকশনের সাথে দাঁড়িয়ে মাহাদের শুটিং দেখছে দৃশ্য আর ঈশিতা। ঈশিতাই তাকে জোর করে এখানে নিয়ে এসেছে। সে ঘটনার পর দৃশ্য আর মাহাদের মুখোমুখি হতে চায়নি।

এই মুহূর্তে গানের একটা রোমান্টিক সিন শুট হচ্ছে। অরিন দৌড়ে এসে মাহাদকে জড়িয়ে ধরবে ঠিক এমনই একটা সিন চলছে।দৃশ্য সে দিকে ইচ্ছে করে তাকাচ্ছে না।তার মনে হচ্ছে কেউ তার বুকে বড়ো কোনো তলোয়ার দিয়ে আঘাত করছে।ঠিক এই ভয়ে সে মাহাদের কোনো মিউজিক ভিডিও দেখে না।কিন্তু কপাল দোষে আজ সামনে থেকে এই সব দেখতে হচ্ছে। তারপর আবার একই সিন বারবার রিটেক নেওয়া হচ্ছে।

দৃশ্যর মাথায় একটা জিনিষ আসেনা যে একজন সিঙ্গারকে কেনো মডেল হতে হবে। সিঙ্গাররা শুধু গান গাইবে।কিন্তু না,এই ছেলের সব করতে হবে।অসভ্য একটা।
ভীষণ বিরক্ত হয়ে দৃশ্য ঈশিতাকে বললো

-“ঈশিতার আমার এখানে ভীষণ বিরক্ত লাগছে। চলনা একটু সামনে সমুদ্রে হাটি।”

-“আচ্ছা ঠিক আছে চলো।”

দৃশ্যর যাওয়ার দিকে মাহাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ সে ইচ্ছে করে দৃশ্যকে জ্বালানোর জন্য একই সিন বারবার রিপিট করছিলো। কিন্তু যাকে জ্বালাতে চাইছিলো সে তো নিজেই চলে গেলো।তাই মাহাদ আর সময় নিলোনা।এক বারেই সিন কমপ্লিট করলো।

দৃশ্য আর ঈশিতা একসাথে সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছে।হটাৎ দৃশ্য বললো

-“মৃদুল ভাইয়াকে নিজের মনের কথা বলছো না কেনো?”

দৃশ্যের কথায় ঈশিতা কিছুটা অবাক হলো। মৃদুলের ব্যাপারটা তো সে কখনোই কারো সাথে শেয়ার করেনি। তাহলে দৃশ্য জানলো কি করে? ঈশিতার অবাক হওয়া দেখে দৃশ্য মুচকি হাসলো আর বললো

-“অবাক হওয়ার কিছু নেই। তোমাকে দেখেই বোঝা যায় তুমি মৃদুল ভাইয়াকে কতটা ভালোবাসো।”

ঈশিতা মলিন হেসে বললো
-“যদি তাই হতো তাহলে মৃদুল কেন বুঝতে পারেনা?”

-“এমনও তো হতে পারে তিনি সবই বুঝে।”

-“সে যদি বুঝতো তাহলে তো ভালই হতো।”

-“ঈশিতা জানো মাঝে মাঝে ভালবাসি বলাটা অনেক জরুরী হয়ে পড়ে। একটা সম্পর্কে সরি বলাটা ঠিক যতটা জরুরি ভালবাসি বলাটা ঠিক ততটাই জরুরী।”

-“কিন্তু আমার ভীষণ ভয় হয় দৃশ্য। যদি সে আমাকে ফিরিয়ে দেয়।”

-“সেটা তার ডিসিশন।কিন্তু তোমার মনের কথাটা তাকে জানানো দরকার।”

এবার ঈশিতা মুচকি হেসে বললো
-“কিন্তু আমার কেন যেন মনে হয় সে তোমাকে পছন্দ করে।”

একথা শুনে দৃশ্য খুব একটা অবাক হলো না। কারণ মৃদুলের ব্যবহার দেখলে যে কেউ সেটা আন্দাজ করতে পারে।দৃশ্য ঈশিতার মনের অবস্থাটা বুঝতে পারছে। হেসে বললো

-“কিন্তু আমার দিক থেকে তেমন কিছু নেই।”

-“আচ্ছা দৃশ্য তুমি কি কখনো কাউকে ভালবাসনি?”

দৃশ্য একদৃষ্টিতে দূরের সমুদ্র ঢেউ গুলো পর্যবেক্ষণ করতে লাগলো। আর বললো

-“হ্যাঁ বেসেছি তো! ভীষণ ভালবেসেছি। যতটুকু ভালবাসলে নিজেকে হারিয়ে ফেলা যায়। আমার জীবনের ম্যাজিক্যাল মোমেন্ট গুলো তার কাছথেকে পেয়েছি।”

-“কে সে?আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে।”

দৃশ্য মলিন হেসে একবার পেছনে তাকালো। মানুষের ভিড়ের মাঝে আবছা মাহাদকে দেখা যাচ্ছে। সে আবার দৃষ্টি ফেরানো সমুদ্র পানে। আর বললো

-” ভালোবাসাটা আমার কাছে থাকলেও সেই মানুষটা আমার কাছে নেই।”

ঈশিতা বিস্ময় নিয়ে বললো

-“আল্লাহ কি বলো?তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে?”

কথাটা শুনে দৃশ্য মুচকি হেসে বললো
-“আমাদের সম্পর্কটা এতটাই গভীর ছিলো যে সেখানে ব্রেকআপের কোনো অস্তিত্ব নেই।”

-“তোমার মতো এতো কিউট একটা মেয়েকে কেউ কি করে কষ্ট দিতে পারে?”

-“তোমার এমন কেনো মনে হলো যে আমি কষ্টে আছি?তেমন কিছুই না।আমি ভীষণ ভালো আছি।সবচাইতে বড় কথা আমি স্বাধীন ভাবে আছি। ঠিক মুক্ত পাখির মতো।”

____________________
মাহাদ আর দৃশ্য তখন গভীর প্রণয়ে বিভোর। দিনে স্কুলে তাদের বেশ কয়কবার দেখা হয়।তার পরও মাহাদ বিকেলে দৃশ্যর কোচিং এর সামনে এসে দাড়িয়ে থাকে আরো একটা বার প্রিয়তমাকে দেখতে। সারারাত জেগে ফোনালাপ চলে তাদের।সময় গুলো যেনো সপ্নের মত কাটছে।

দৃশ্য আর নাবিলা বের হয়েছে কোচিং এর জন্য।কোচিং এর কাছাকাছি আসতেই দৃশ্যর নজর পরে রাস্তার ধারের একটা আম গাছের দিকে। গাছের ঝুলন্ত পাকা আমের লোভ দৃশ্য কিছুতেই সামলাতে পারছে না। তাই সে নাবিলাকে তার ব্যাগটা ধরিয়ে দিয়ে গাছে উঠে পড়লো। এদিকে নাবিলা বারবার তাকে মানা করছে। কিন্তু কে শুনে কার কথা।

মাহাদ অনেকক্ষণ ধরে দৃশ্যের জন্য গলিতে অপেক্ষা করছে। কিন্তু এই মেয়ের আসার নাম নেই। কয়েকবার কল করেছে কিন্তু রিসিভ করছে না। কিছু একটা ভেবে সে সামনের দিকে এগোতে লাগলো। ভাবলো হয়ত রাস্তায় দৃশ্যের সাথে দেখা হবে। কিন্তু এভাবে দেখা হবে সেটা ভাবেনি। একটু সামনে এগোতেই দেখতে পেলো নাবিলা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়েও দৃশ্যর দেখা পেলো না। নাবিলার কাছাকাছি আসতেই তার চোখ পড়লো গাছের উপরে। সাথে সাথে মাহাদের মাথায় হাত।

এই মেয়ে কি জীবনেও বড় হবে না। বাঁদরামি এই মেয়ের রগে রগে মিশে আছে।এই মেয়ে গাছে কি করছে? মাহাদ চিৎকার করে ডেকে বললো

-“এই ফাজিল মেয়ে তুমি গাছে উঠে কি করো?”

মাহাদ কে দেখে দৃশ্য কিছুটা ভয় পেলো। তবুও জোরপূর্বক হেসে বললো

-“গাছে উঠে মানুষ কি করে আমিও তাই করছি। মশা মারছি।”

-“আমার সাথে ফাজলামো করছো? এখান থেকে পড়লে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে।”

-“তাতে কি হয়েছে, তখন কি আর আমার সাথে কথা বলবেন না? আমাকে বিয়ে করবেন না?”

-“দৃশ্য এটা মজার করার টাইম না। এখনি নিচে নামো। কারন আমি যদি গাছে ওঠি তাহলে তোমার খবর আছে। একদম থাপরাইতে থাপরাইতে নিচে নামাবো।”

দৃশ্য এবার কিছুটা ভয় পেলো। এই ছেলের যা রাগ, দেখা যাবে সত্যি সত্যি তাকে থাপ্পড় মেরে বসেছে। তাই কোন রিক্স নেওয়া যাবে না। তাই সে ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসলো।

মাহাদ যেন এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেললো। মাহাদ ভেবে পায়না এই উঁচু গাছটায় বাঁদরটা কিভাবে উঠলো। যদি ভুল করেও এখান থেকে পড়ে যেত তাহলে? মাহাদ আর ভাবতে পারলো না। সে এগিয়ে এসে দৃশ্যর চুল থেকে পাতাগুলো ছাড়াতে লাগলো। পুরাই জংলি অবস্থায় এই মেয়ের। এদের অবস্থা দেখে নাবিলা মুচকি মুচকি হাসছে।

মাহাদ দৃশ্যর বেনুনি করা চুলে টান মেরে বললো

-“ফাজিল মেয়ে আর কোনদিন যদি দেখেছি এমন করতে?”

দৃশ্য মাথায় হাত বুলাতে বুলাতে বললো

-“ঠিক আছে এমন করব না তবে একটা শর্তে?”

মাহাদ কপাল কুঁচকে বললো
-“কি শর্ত?”

দৃশ্য এবার মুচকি হেসে বললো
-“এই গাছ থেকে আমাকে মিনিমাম পাঁচ টা আম আমাকে পেরে দিতে হবে।”

মাহাদ একবার গাছটার দিকে তাকিয়ে তারপর বললো
-“ইম্পসিবল। আমার কি তোমার মতো মাথার দুটো তার ছেঁড়া নাকি?”

দৃশ্য বিরক্ত হয়ে বললো
-“আমার মাথার তার ছিরা তাইনা? এখনতো আমি প্রতিদিন এই গাছে উঠবো।”

দৃশ্যের কথা শুনেন নাবিলা খোঁচা মেরে বললো
-“দৃশ্য এবার চুপ যা বইন। মাহাদ ভাই রেগে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে।”

দৃশ্য ও তার কানে কানে বললো
-“রেগে যাক বা যাই করুক,এই ব্যাটা আমাকে তার ছেড়া বলেছে না।আজকের ওর খবর আছে।”

এতক্ষণের মাহাদের ভীষণ রাগ উঠে গেছে। এই জেদী মেয়েকে নিয়ে সে সংসার করবে কিভাবে? এই মেয়ে নির্ঘাত আমাকে নাকানি-চুবানি খাওয়াবে। তবে সে চাইলেও দৃশ্যর সাথে কঠোর হতে পারে না। তাছাড়া এই মেয়ে কোন বিশ্বাস নেই। দেখা যাবে সত্যি সত্যিই প্রতিদিন এই গাছে উঠে বসে আছে।

অবশেষে সিদ্ধান্ত নিল যে করেই হোক আম তাকে পেড়ে দিতে হবে। অনেক খোজা খুজি করে একটা লাঠী পেলো। বেশ কিছুক্ষণ চেষ্টা করে কয়েকটা আম পাড়তে পারলো। তারা যখন আম পারায় ব্যস্ত তখন হঠাৎ দৃশ্যর চোখ গেলো পিছনের রাস্তার দিকে। একটা লোক লাঠি নিয়ে দৌড়ে তাদের দিকে আসছে। দৃশ্যর আর বুঝতে বাকি রইলো না এটা গাছের মালিক। দৃশ্য দ্রুত আমগুলো কুড়িয়ে চিৎকার করে বললো

-“নাবিলা জলদি ভাগ।”

নাবিলা কথাটা শুনেই দৃশ্যের দিকে তাকাতেই দেখলো দৃশ্য অলরেডি ভোঁ দৌড়। সে কিছু না বুঝেই দৃশ্যের পিছনে দৌড়ে গেলো। কিন্তু এদিকে মাহাদ পুরো বোকা বনে গেলো। দুই বান্ধবীর হলো কি? কিন্তু কয়েক মুহুর্ত পরেই বুঝল তাদের দৌড়ানোর কারণ। একটা লোক লাঠি হাতে দৌড়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। এতক্ষণে লোকটা গালিগালাজ শুরু করে দিয়েছে। লোকটার গালিগালাজ শুনে মাহাদে কান গরম হয়ে উঠলো। দৃশ্য যে তাকে এভাবে ফাসিয়ে চলে যাবে তাতো সে ভাবতেই পারেনি।

লোকটা কিছুক্ষণ বকাবকি করার পর মাহাদের দিকে ভাল করে তাকিয়ে বললো

-“ওই তুমি আমজাদের পোলা না?”

মাহাদ যেন এবার অস্বস্তিতে পড়ে গেলো। তার মানে এই লোক তার বাবাকে চেনে।এ কোন বিপদে পড়লো। বাবার কানে একথা গেলে লজ্জায় তার মাথা কাটা যাবে। মাহাদ মাথা নিচু করে বললো

-“জি।”

-“আরে বাবা এতো বড় হয়েও তোমরা এহোনো গাছের আম চুরি করো?আমজাদ এতো ভালা মানুষ। তার পোলা হয়ে তোমারে এই কাম মানায় না।”

মাহাদ যেনো এবার চরম লজ্জায় পড়লো।এই পিচ্চিটা যে আর কত ভাবে তাকে নাকানি চুবানি খাওয়াবে আল্লাহ জানে। মাহাদ নিচু স্বরে বললো

-“মাফ করবেন চাচা। আর এমন হবেনা।”

-“আচ্ছা যাও। তোমার বাপেরে আমার সালাম জানাইও।”

-“জি আচ্ছা।আসি আল্লাহাফেজ।”

মাহাদ সেই দিন কোনো মতে সে স্থান ত্যাগ করলো। আল্লাহ বাঁচিয়েছে লোকটা আর লাঠি দিয়ে দু এক ঘা বসিয়ে দেয় নি। তাহলে আর মান-সম্মান থাকতো না তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here