তোকে চাই❤part:27
#writer:রোদেলা❤
।
।
কি ব্যাপার??কাঁদছিস কেনো??(অবাক হয়ে)
।
এমনি।(মুখ গোমরা করে)
।
মোটেও এমনি না,,,এমনি এমনি কেউ কাঁদে নাকি??বল কি হয়েছে??
।
আম্মুর জন্য মন খারাপ লাগছে,,,
।
হঠাৎ করে মন খারাপ কেনো লাগছে??
।
এই রাস্তায় এসেই মনটা খারাপ হয়ে গেলো,,,সামনেই আমাদের বাসা অথচ আমাকে বাসাটা পাস করে চলে যেতে হচ্ছে(আরো জোরো কান্না করতে করতে)
।
ইসসস,,,কাঁদিস না মা।।একটা কাজ কর,,সামনে নেমে ওদের সাথে দেখা করে নে,,,তাহলেই তো হয়।।।
।
না,,থাক
।
কেনো??
।
ওদের সাথে দেখা হলেই তো থাকতে ইচ্ছে করবে।।কবে থেকে দেখি না।।আম্মু আব্বু ছাড়া তো কখনো থাকিই নি।।।কিন্তু বিয়ের পর তাদের দেখার জন্যও বাহানা লাগে,,,(মুখ ভার করে)
।
এভাবে বলছিস কেনো???আমরা কি ওই টাইপ শশুড় শাশুড়ি নাকি??আমার মেয়েটা কাঁদবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো।।ভাইয়ার বাসা থেকে এসেই তোকে তোর বাবা-মার কাছে পাঠাবো,,কেমন??
।
মামানি??তারচেয়ে আমি আজ থেকে যাই??প্লিজ প্লিজ,,,এমনিতেও তো ওখানে আর মন বসবেই না,, সবসময় মন খারাপ লাগবে।।।(করুন চোখে)
।
কিন্তু,,,
।
কোনো কিন্তু না প্লিজজজজ???
।
আচ্ছা যা,,,(মুচকি হেসে)
।
আর একটা কথা মামানি,,,
।
কি??(ভ্রু কুঁচকে)
।
উনাকে এখনি বলো না যে আমি আমাদের বাসায় আছি,,,
।
উনিটা কে??(ভ্রু কুচকে)
।
উফফফ,,,তোমার ছেলে,,
।
হাহাহাহা,, ও আচ্ছা।।কিন্তু বলবো না কেন??
।
তুমি তো জানো না,,,তোমার ছেলেটা আস্ত একটা খাটাস।।যদি জানে আমি বাড়ি চলে গেছি তো এই মুহুর্তে তোলে নিয়ে যাবে।।।(মনে মনে)
।
কি হলো?? চুপ হয়ে গেলি কেনো??
।
না মানে,,,তোমাকে অসুস্থ অবস্থায় একা ফেলে চলে যাচ্ছি তাই বকবে অনেক(মাথা নিচু করে)
।
আচ্চা ঠিক আছে বলবো না,,,এবার একটু হেসে দেখা তো,,,(গালে হাত রেখে)
।
অবশেষে প্ল্যান সাকসেসফুল হলো।।ইচ্ছে করছে মামানিকে জড়িয়ে ধরে চুমো খাই।।বাট নিজেকে সংযত করলাম।।অতি আবেগ ভালো নই,,হিতে বিপরীত হতে পারে।।।পাঁচমিনিট হলো বাসার সামনে দাঁড়িয়ে আছি,,,এই পর্যন্ত ২০ বার কলিংবেল চেপেছি বাট নো রেসপন্স।।কতো সুন্দর একটা মোড নিয়ে এসেছিলাম,,,,ভেবেছিলাম মা দরজা খুলবে আর আমি তাকে চমকে দিয়ে একটা টাইট করে হাগ দিবো।।।কিন্তু ওই যে ভাগ্য,, কখনোই প্ল্যান মাফিক কিছু হয় না।।ধেৎ ভালো লাগে না।।।শেষমেষ দরজাটা খুললো আমার শ্রদ্ধেয় পিতা মহোদয়।।
।
কিউটু???(চিৎকার করে)
।
বাবাকে জড়িয়ে ধরে দাড়িয়ে আছি কিন্তু বাবা একদম নিস্তেজ,,,ধীরে ধীরে হাতের বাধঁন হালকা করে বাবার মুখের দিকে তাকিয়েই অবাক হলাম,,,একি বাবা কাদঁছে???
।
আব্বু??কাঁদছো কেন??পেট ব্যাথা করছে??
।
আমার কথায় বাবা হালকা হেসে দিলেন।।ছোটো বেলা থেকেই দেখে আসছি,,,আমরা কেউ কাঁদলেই বাবা ভ্রু কুচকে গম্ভীর স্বরে বলে উঠতেন,,,”কি ব্যাপার??পেট ব্যাথা করছে??”বাবার ধারনা,, বাচ্চাদের কান্নার প্রধান ও একমাত্র কারণ পেটব্যাথা।।।বাবা হঠাৎ হাসি থামিয়ে আমাকে বুকে জড়িয়ে নিলেন,,,
।
সরি,, কিউটি(কান্নাভেজা স্বরে)
।
কেনো??(ঠোঁট উল্টিয়ে)
।
এতো তাড়াতাড়ি আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য,,,তোর স্বপ্নগুলো বলি দিতে বাধ্য করার জন্য,,,আমার বাচ্চাটাকে রাতারাতি অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য,,,
।
তুমি চুপ করবা??আমার মেয়েটাকে বাচ্চা বাচ্চা বলতে বলতে খেয়ালই করো নি,,তোমার কিউটিকে যে লাল শাড়িতে একদম বউ বউ লাগছে,,,
।
মার কথায় বাবা আর আমি সামনের দিকে তাকালাম,,,মার চোখটাও টলমল করছে,,,ইসস এই দুটো মানুষ আমায় এতোটা ভালো কিভাবে বাসে??মা ছুটে এসে যেই না আমায় জড়িয়ে ধরবে তখনি মার পেছন থেকে কেউ বলে উঠলো,,,
।
কি ব্যাপার??এখানে বুড়ি বুড়ি গন্ধ পাচ্ছি,,,,(ভ্রু কুঁচকে)
।
ভাইয়া,,,(অম্লান হাসি দিয়ে)
।
বাহ,,,মাশাআল্লাহ!!! আমার বোনটাকে লাল শাড়িতে একদম পেত্নীর মতো লাগছে(দাঁত কেলিয়ে)
।
মা??দেখছো আমি নাকি পেত্নী??(ঠোঁট উল্টিয়ে)
।
ভালোবাসার মানুষগুলো আশেপাশে থাকলে সময়গুলোকে স্টেচু বলে দাড় করিয়ে দিতে ইচ্ছে করে,,,কিন্তু তা তো আর হবার নয়।।।তাই দেখতে দেখতে তিনটি দিন কেটে গেলো।।এই পর্যন্ত মামানির সাথে বেশ কয়েকবার কথা হয়েছে,,মামানি আজই বাড়ি ফিরেছে।।শুভ্র আমাকে তার সাথে না দেখতে পেয়ে কেমন রিয়েকশন দিতে পারে,, তাই ভাবছি।।।উনার কি আদৌ যায় আসবে,,,আমার থাকা না থাকাতে???হয়তো কাজ আর ফাইলের ভীরে আমি উনার মাথা থেকেই বেরিয়ে গেছি।।।এসব ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালাম।।।কতোদিন স্বপ্ন দেখা হয় না,,,আজ একটা মিষ্টি স্বপ্ন দেখলে মন্দ হয় না।।।কিন্তু তা আর হলো কই??চোখটা খুলে ঘুম ঘুম চোখে কাউকে সোফায় পা ঝুলিয়ে বসে থাকতে দেখলাম,,,,থাকুক বসে,,,চাইলে পা উঠিয়ে বসে থাকুক,,কার কি যায় আসে,,,হুহ।।।কিন্তু আমার রুমে কেউ এভাবে কেনো বসে থাকবে??তার উদ্দেশ্য কি হতে পারে??এত্তোসব চিন্তাকে জলাঞ্জলি দিয়ে,, রহস্য উদঘাটনের জন্য,,,চোখদুটো পুরোপুরি খুলে লোকটির মুখের দিকে তাকালাম।।।আর তাকিয়েই খেলাম বাঁশ।।।একি এ তো শুভ্র!!!””
।
আ,,,আপনি এখানে কি করছেন??(ভয়ে ভয়ে)
।
ঘুম ভেঙেছে?? এবার চলো।।
।
ক,,কোথায়??
।
যেখান থেকে এসেছো।।(রাগী চোখে)
।
দেখুন,,,আমি যা,,যাবো না
।
কিন্তু কেনো??(ভ্রু কুঁচকে)
।
সত্যি তো কেনো যাবো না??কারনটা তো এই মুহুর্তে মাথায়ই আসছে না,,,,
।
পাঁচ মিনিট টাইম দিলাম,,গেট রেডি।। ফাস্ট….
।
কথাটা বলেই উনি বেরিয়ে গেলেন।।আর আমি??বিছানায় পা ছড়িয়ে মুখ গোমরা করে বসে আছি।।ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম,,,মাত্র ৬ টা বেজে ৪ মিনিট।।কোনো ভদ্রলোককে আমি আদৌ সকাল ৬টায় মুখ উঠিয়ে শশুড় বাড়ি আসতে দেখি নি।।।এনিই পৃথিবীর সেই প্রথম মহামান্য ব্যাক্তি,,,,
।
।
খাবার টেবিলে মুখ গোমরা করে বসে আছি।।আমার একপাশে শুভ্র,,আর অন্যপাশে ভাইয়া বসে গোপাগোপ খেয়েই চলেছেন।।ইচ্ছে করছে জগের পানিটুকু এই দুটোর মাথায় ঢেলে দেই,,হুহ।।
।
কি ব্যাপার রিদু??খাচ্ছিস না কেন??
।
আমি খাচ্ছি না,,,তো তোমার কি হয়েছে??খাও না,,,বেশি বেশি খাও।।খেয়ে খেয়ে বলুন হয়ে উড়ে যাও,,,,(রাগী চোখে)
।
আরেহ,,,এভাবে,,,,,
।
কি হয়েছে রোদ মা?? এতো হাইপার হচ্ছিস কেন??
।
আমি যাবো না,,,(মুখ গোমরা করে)
।
কিন্তু কেনো???(ভ্রু কুচঁকে)
।
আমি এডমিশন পর্যন্ত এখানে থাকবো ব্যস,,,,
।
রোদ,,,শুভ্র এসেছে তোমাকে নিতে,,,সো ইউ হেব টু গো,,
।
হ্যা,,এখন তো এটা আর আমার বাড়ি না তাই না??বোঝা হয়ে গেছি তো,,,,(কান্না করতে করতে)
।
বাবা,,,থাকুক না কিছুদিন,,,,শুভ্র??এডমিশনের তো আর মাত্র দেড় থেকে দুমাস বাকি।।।রেখে যাও না প্লিজ।।।ওর তো আমাদের থেকে দূরে থেকে অভ্যাস নেই,,,(করুন চোখে)
।
অভ্যাস না থাকলেও অভ্যাসটা গড়ে তুলতে হবে,,,আর তাছাড়া ওর কোচিং টা আমাদের বাসা,থেকেই কাছে হবে।।আর আমি নিজে ওকে ড্রপ করবো,,,সো টেনশন ফ্রিও থাকতে পারবো,,,এখান থেকে ও একা একা,,,
।
আমি পারবো ম্যানেজ করতে,,তাছাড়া ভাইয়া তো আছেই,,ও দিয়ে আসবে,,,এই ডাফার??বল দিয়ে আসবি না??
।
হ্যা হ্যা,,,তুমি একদম চিন্তা করো না,,,আই উইল ম্যানেজ।।
।
সরি ভাইয়া,বাট ওকে রেখে যেতে পারছি না।।প্লিজ ট্রাই টু আন্ডারস্ট,,,,
।
উনার এই কথাটুকু শুনেই আমি দৌড়ে গিয়ে রুমে দরজা দিয়ে বসে পড়লাম,,,আমি কিছুতেই যাবো না।।কেনো জানি মনটা সায়ই দিচ্ছে না,,, বাবা-মা,ভাইয়া,শুভ্র সবাই দরজা ধাক্কিয়েও দরজা খুলতে না পারায়,,, বাবা আর ভাইয়ার রিকুয়েস্ট আর মার ইমোশনাল ব্ল্যালমিলের বশবতী হয়ে উনি একাই বাড়ি ফিরতে বাধ্য হলেন।।।”উনি চলে গেছেন” কথাটা শুনে আবার মনটা ভার হয়ে এলো।।।মন যে কখন কি চায়,,,সে হয়তো নিজেই জানে না।।দেখতে দেখতে দু সপ্তাহ কেটে গেলো,,,উনি একটা বার ফোন পর্যন্ত দেন নি।।।দেওয়ার কথাও না,,আমার ফোন নাম্বারই তো উনার কাছে নেই।।।আগের ফোনটা তো উনিই ভেঙে টুকরো টুকরো করেছেন,,এখানে আসার পর ভাই ফোন কিনে দিয়েছে,,,,যদিও এই নাম্বারটা মামানির কাছে আছে,,,উনি চাইলে তো মামানির কাছ থেকে ফোন নাম্বারটা নিতেই পারতেন,,,,আজকে মনটা অনেক বেশিই খারাপ লাগছে,,,উনাকে একটিবার দেখতে পারলে!!!! একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বুজে নিলাম,,,হয়তো ঘুমেরা ধরা দিবে না,,,তবু ব্যর্থ চেষ্টাটা করতে দোষ কি??
।
#চলবে,,,