তুমি হাতটা শুধু ধরো সিজন ২ (পর্ব ২৯

0
1659

#তুমি_হাতটা_শুধু_ধরো_২
#পর্বঃ২৯
#Jhorna_Islam

ভালোবাসা কখন কিভাবে এসে মনের মাঝে নিজের অজান্তেই ঘর বাঁধে বোঝা মুশকিল। মনের ঘরে কে কখন জায়গা করে নেয় তা আমরা বুঝতেই পারি না।ভালোবাসা নিয়ে মনের উপর জোর চলে না।

দায়ান তার ভালোবাসার কথা গুলো সোহা কে আজ জানিয়েই দিলো।এই পা/গলি টা কে সে হাড়াতে চায় না। কোনো মতেই না মনের ঘরে যতন করে আগলে রেখে দিতে চায়।

তার পাখিটা তার আকাশে মুক্ত পাখির মতো উড়বে আর সে মুগ্ধ নয়নে তাকিয়ে তা দেখবে। তার আর কিছু এখন চাওয়ার নেই শুধু এইটুকুই চাওয়া সোহা সুস্থ হয়ে তার জীবনে ফিরে আসুক।

সোহাকে জরিয়ে ধরে দায়ান মনে মনে এটাই প্রার্থনা করছিলো।

দায়ানের প্রতিটি কথা সোহার কানে গেছে। মস্তিষ্কে পৌঁছেছে।সে ইচ্ছে করেই সারা দিতে চায় নি।তার বাঁচতেই ইচ্ছে করেনি। মনের জোর হাড়িয়ে ফেলেছিলো।একটা কথাই শুধু মনে হয়েছে দায়ান কে জীবনে না পেলে এ জীবন তার চাই না।

সোহা নড়েচড়ে উঠে। দায়ান সোহার কাছেই ছিলো তখন ও। সোহা হাত পা নাড়িয়ে চোখ পিটপিট করে তাকায়।

সোহা তার ডাকে সারা দিয়েছে এটা ভেবে দায়ানের অন্তরে খুশির ঢেউ খেলে যায়।তার পাখি চোখ খুলেছে।

দায়ান খুশি হয়ে সোহার সারা মুখে চুমু খায়। চোখ দিয়ে তার পানি ঝড়ছে।যা সোহার মুখে ও পরছে সোহা নিজের মুখে পানির অস্তিত্ব টে’র পেয়ে বুঝতে পারে দায়ান কাঁদছে।

তার দায়ান তার জন্য কাঁদছে? ভাবতেই সোহার চোখের কোণেও পানি জমে।

লোকটার সারা মুখ লাল হয়ে আছে।কেমন অগোছালো লাগছে। সোহার খুব ইচ্ছে করছে দায়ান কে ঝাপটে ধরতে।কিন্তু সে ধরবে না।তাকে শাস্তি পেতে হবে।এতোদিন ভালোবেসেও না বলার জন্য শাস্তি।

সোহা মনে মনে ঠিক করে নেয় দায়ান কে সে পুরোপুরি ইগনোর করবে কথাই বলবে না। দেখুক কেমন লাগে। একটু শাস্তি পাওয়া দরকার।

দায়ান সোহার হাত ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি ঠিক আছো? কোথাও কষ্ট হচ্ছে? আমাকে বলো প্লিজ।

সোহা চুপচাপ শুয়ে রয় কিছুই বলে না। দায়ান সোহা কে ডাকে সে সারা দেয় না।

সোহা এইই সোহা কথা বলবানা আমার সাথে? আমার মনের ডাক্তার কি আমার উপর খুব রে’গে আছে? কথা কি বলা যায় না?
একটু ও কি বলা যায় না?

প্লিজ আমার তোতা পাখি একটু কথা বলো তোমার কথা শুনতে ইচ্ছে করছে খুব।

সোহা এবার অন্য পাশে মুখ ঘুরিয়ে শোয়।

দায়ান বুঝতে পারে সোহা এখনও তার উপর অভিমান করে আছে। কথা বলতে চায় না। তাই আর জোর করে নি।কিন্তু সোহার কাছ থেকে সরেও নি। এই যে বসে আছে সোহার একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। সোহা অবশ্য হাতটি ছাড়ানোর চেষ্টা করেছে।দায়ান ছাড়ে নি।

—————

বিকেলের মধ্যে সোহার বাবা মা এসে পরে। এসে থেকে সোহার মায়ের সে কি কান্না। কেউ থামাতে পারছেনা। বিলাপ করে করে কাঁদছে। সাথে নোহা ও আবার যুক্ত হয়েছে। দুই মা মেয়েকে কেউ শান্ত করতে পারছে না।

ক্যাবিনে ঢুকে সোহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে।

আম্মু তুই আমার উপর রা’গ করে আছিস? সব নিজের মধ্যে কেনো চেপে রেখেছিলি মা? এতো ব্যাথা সহ্য করে গেছিস তাও আমাদের একটুও বুঝতে দিস নি কেন?

আমি তোর এতটাই পর হয়ে গেছি মা?

মা তোকে খুব বকতো বলে বলতি না তাই না মা? মায়ের উপর খুব অভিমান তোর?

সোহা মায়ের দিকে তাকিয়ে বলে,, এসব তুমি কি বলছো মা? প্লিজ এসব কথা বলো না। আমিতো জানি তুমি আমার ভালোর জন্যই বকতে।

সোহার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সোহার মায়ের দিকে তাকিয়ে বলে,, তোমার কাঁদা বন্ধ করবে? কি শুরু করেছো তোমরা মা মেয়ে?

আমার ছোট আম্মার কিছু হয়নি।সামান্য একটু অসুস্থ হয়েছে। কিছু দিনের মাঝেই ঠিক হয়ে যাবে। তোমরা ওর সামনে কেঁদে ওকে আরো অসুস্থ বানাচ্ছো।চুপ করে থাকো।কান্না বন্ধ করো বলছি।নয়তো এখান থেকে যাও তোমরা।একদম ওর সামনে কাঁদবে না।

আব্বু থাক ওদর বকো না। আমি একটু শোয়া থেকে উঠবো।আমাকে একটু ধরে বসাও তো!

সোহার বাবা মেয়েকে ধরে বসায়।পিঠের নিচে একটা বালিশ দিয়ে।সোহা হেলান দিয়ে বসে। চারদিকে তাকিয়ে দেখে দুই পরিবারের সকলেই এখানে উপস্থিত। সকলের মুখই শুকিয়ে গেছে।

তোমরা সবাই মুখ টা কে এমন করে রেখেছো কেনো বলোতো? আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি।বলেই সোহা মিষ্টি করে হাসি দেয়।

দায়ান ক্যাবিনের এক পাশে দাড়িয়ে সোহার দিকেই তাকিয়ে আছে। সবার সাথে কথা বলছে অথচ তার সাথে কথা বলা তো দূর ফিরে ও তাকাচ্ছে না মেয়েটা। এতে যে দায়ানের বুকে হাহাকার করছে সেটা কি সোহা বুঝতে পারছে না?

বাড়ির সকলে সোহাকে আদর করে দিচ্ছে।

এমন সময় দায়ানের স্যার ডাক্তার খান আবার আসে ক্যাবিনে।

কি ব্যাপার শুনলাম মিসেস শেখের নাকি জ্ঞান ফিরেছে।

সকলেই উনার দিকে ঘুরে তাকায়।সোহা ও।

ডাক্তারের মুখে মিসেস শেখ শুনে সোহার বুক টা কেঁপে ওঠে। অন্তরে পরিতৃপ্তি পায়। ইশশ বার শুনতে ইচ্ছে করছে মিসেস শেখ।

ওর সাথে কথা শেষ হলে আপনারা একটু বাইরে যান। আমি একটু ওকে চে’ক আপ করবো।

উনার কথায় সকলেই বেরিয়ে যায়। শুধু দায়ান থেকে যায়।

কি ব্যাপার মামুনি কি অবস্থা এখন তোমার?

ভালো আছি ডাক্তার সাহেব।

উহু ডাক্তার সাহেব না।আংকেল বললে খুশি হবো। আমাকে তুমি আংকেলই ডাকবে। তোমার মতো মিষ্টি মেয়ের মুখে আংকেল ডাক টা শুনতে চাই।

সোহা মুচকি হেসে বলে,, ঠিক আছে আংকেল।

তারপর উনি সোহা কে চেক আপ করতে করতে বলে,,তোমার হাসবেন্ড দায়ান কিন্তু আমার ছাত্র। আমার সবচাইতে প্রিয় ছাত্র।

সোহা আর চোখে দায়ানের দিকে তাকায়। তখনই চোখাচোখি হয়ে যায়। কারণ দায়ান আগে থেকেই সোহার দিকে তাকিয়ে আছে। সোহা তারাতাড়ি চোখ সরিয়ে নেয়।

খাওয়া দাওয়া মনে হয় একদমই করো না।আর এই বয়সে কিসের এতো টেনশন?

ঠিক মতো খাওয়া দাওয়া করবা।একদম টেনশন নিবা না ঠিক আছে?

সোহা মাথা কাত করে। তারপর জিজ্ঞেস করে,,, আমার কি হয়েছে আংকেল?

বড় কোনো অসুখ করেছে? আমিকি আর বাঁচবো না? ধরা গলায় জানতে চায় সোহা।চোখ দুটো ছলছল করছে।

দায়ান তারাতাড়ি সোহার পাশে বসে হাত ধরে বলে,,এসব কি কথা সোহা? তেমন কিছুই হয়নি তোমার।একদম ঠিক আছো তুমি।আজেবাজে কথা একদম ভাবতে যাবে না।নয়তো মাইর লাগাবো।

তেমন কিছুই হয়নি তোমার মামনি।বু’কে তো তোমার পেইন হয় তাই জন্য ছোট্ট একটা অপারেশন করা লাগবে। দেন একদম সুস্থ হয়ে যাবে।আর ব্যাথা করবে না। তুমি রেস্ট নেও ওকে?

এসব নিয়ে চিন্তা করো না তুমি ঠিক আছো। চে’ক আপ শেষ করে উনি চলে যায়। যাওয়ার আগে বলে যায়।সময় করে যেনো দায়ান একটু দেখা করে।

—————
তারপর দায়ান ডক্টর খানের সাথে দেখা করলে উনি জানায়,,,এখনই অপারেশন টা করতে চাচ্ছে না। আরো এক সপ্তাহ পর করবেন।এখন সোহার শরীর খুবই দূর্বল।মানসিক অবস্থা ও ততোটা ভালো না। এই এক সপ্তাহ সোহাকে যেনো ভালো করে খাওয়া দাওয়া করানো হয়।মানসিক ভাবে সুস্থ হলে তারপর করবেন। নয়তো আরো রিস্কি হয়ে যাবে।

সোহা কে হাসিখুশি রাখতে হবে।

আর আজ যেনো সোহাকে হাসপাতালে রাখে।কাল বাড়িতে নিয়ে যেতে।

দায়ান সব শুনে সম্মতি জানায়।

বাড়ির সকলকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেয়। দায়ান একাই সোহার সাথে থাকবে।সোহার মা কিছুতেই যেতে চেয়েছিলো না মেয়েকে ছেড়ে। সকলেই থাকতে চেয়েছিলো। দায়ান সকলেকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বলে দিয়েছে টেনশন না করতে।সোহার জন্য সে নিজেই যথেষ্ট।

দায়ানের জে’দের কাছে হার মেনে সকলেই বাড়ি চলে যায় সোহাকে একবার দেখে।সোহা ঐসময় ঘুমাচ্ছিলো তাই জানতে ও পারে নি সবাই চলে গেছে।

#চলবে,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here