টিপ টিপ বৃষ্টিতে পর্ব ১৮

0
1195

#টিপ_টিপ_বৃষ্টিতে
#পর্ব_১৮
লেখিকা #Sabihatul_Sabha

সোনিয়া শুভর রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজা ভেতর দিয়ে লাগানো।
সোনিয়া রাগে হাত কচলাচ্ছে আর ভাবছে ভেতরে একটা অবিবাহিত যুবতী মেয়ে সাথে একটা পুরুষ ছি! এখন কি ওর খালামুনিকে ডাকা উচিৎ…??

সোনিয়া শুভর দরজার থেকে সরে যাওয়ার সময় মনে হলো দরজা একটু ফাঁক একদম লাগানো নয়। সে হাত দিয়ে সাবধানে দরজা একটু খোলে রুমে উঁকি দিলো। সাথে সাথে চোখ বন্ধ করে এক দৌড়ে নিজের রুমে চলে গেলো।

দরজার সামনে কিছুর আওয়াজ শুনে শুভ ঐশীর শাড়ির আঁচল রেখে দরজার সামনে আসলো। কেউ তো নেই! মনের ভুল ভেবে দরজা লাগিয়ে গিয়ে দাঁড়ালো ঐশীর সামনে।

এই মেয়ের তো কাপড় চেঞ্জ করতে হবে।
শুভ বার কয়েক ঐশীর চোখে মুখে পানি ছিটা দিলো। কিন্তু না ঐশী চোখ খুলছে না।
শুভ ঐশীর গালে হাত রাখতেই চমকে উঠলো। বরফের মতো ঠান্ডা হয়ে গেছে।
শুভ ভয় পেয়ে কি করবে মাথায় আসছে না। সে ঐশীর গালে হাত রেখে ঐশীর মুখের দিকে তাকিয়ে ওকে ডাকা শুরু করলো, ‘ প্লিজ ঐশী চোখ খুলো। কি হয়েছে তোমার..? বিশ্বাস করো আমি সন্ধ্যায় তোমাকে এভাবে হার্ট করে কথা গুলো বলতে চাই নি। অন্য কারো সাথে তোমাকে আমার সয্য হয় না। ঐশী প্লিজ একবার তাকাও। হাত পা মালিশ করা শুরু করলো কিন্তু না ঐশীর মুখটা কেমন ফেঁকাসে হয়ে গেছে শুভ যেনো আরো বেশি ভয় পেয়ে গেলো, শ্বাস ও কেমন ধীরে ধীরে ফেলছে। ঐশীকে নিজের বুকের সাথে চেপে ধরে ওর এক ডাক্তার বন্ধু কে কল দিলো।
ওই ডাক্তার বন্ধু বলে দিলো এখন তো বৃষ্টির জন্য আসতে পারবে না শুভকে তাই কিছু প্রাথমিক চিকিৎসা বুঝিয়ে দিলো।
শুভ ফোন রেখে চিন্তায় পরে গেলো। ঐশীর প্রথম কাপড় চেঞ্জ করতে হবে।

সে একবার ভাবলো আম্মুকে ডাকবে তার নিজেই নিজে কে বললো,’ কেমন পুরুষ তুই যে কিনা নিজের বিয়ে করা বউ এর কাপড় চেঞ্জ করতে আম্মু কে ডাকতে যেতে হবে লজ্জা বলেও তো কিছু একটা আছে।’

নিজেই ঐশীর শাড়ির আঁচল ধরে আবার ফেলে দিলো। ঐশীর মুখের উপর ঝুঁকে বলে উঠলো,’ এই মেয়ে তোমার মাঝে এমন কি জাদু আছে যা আমাকে চুম্বকের মতো তোমার কাছে টানে’

শুভ রুম থেকে বের হয়ে পূর্ণা কে নিয়ে আসলো।

পূর্ণা ঐশীর এমন অবস্থা দেখে রেগে ভাই কে বললো,’ এই অবস্থা কি করে হলো ভাই..?’

শুভ গম্ভীর কন্ঠে বলে উঠলো,’ থাপ্পড় না খেতে চাইলে চুপচাপ নিজের কাজ করে রুম থেকে বের হ্ ‘

পূর্ণা শুভর গম্ভীর কন্ঠ শুনে আর কিছু বলার সাহস পেলো না। তবে বিড়বিড় করে শুভ কে বকতে বক তে বললো রুম থেকে বের হতে।

শুভঃ আমি কেনো বের হবো..??
পূর্ণাঃ তুমি যদি বের না হও তাহলে নিজেই চেঞ্জ করে দাও না। নিজের বউ এর কাপড় চেঞ্জ করবে তাও পারো না।

শুভ নিজেও কিছুটা লজ্জা পেলো। রুম থেকে বেরিয়ে গেলো।

পূর্ণা ঐশীকে একটা রাউন জামা পড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বললো,’ আপুকে আমার রুমে কি নিয়ে যাবো..?

শুভ কিছু না বলে পূর্ণার মুখের উপর দরজা বন্ধ করে দিলো।

পূর্ণা হা করে তাকিয়ে আছে দরজার দিকে এতো বড়ো অপমান!!

শুভ কম্বল দিয়ে ঐশীকে মুড়িয়ে শুয়ে পরলো। ঐশীকে শক্ত করে বুকে জড়িয়ে নিলো। ঐশীর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বলে উঠলো,’ তুমি এতো মিষ্টি কেনো মায়াবিনী। এই যে তোমার ঘুমন্ত মুখটা দেখে মনে হচ্ছে, আমার সামনে পবিত্র একটা ফুল ফুটে আছে। যার মিষ্টি সুবাস ছড়িয়ে পরছে রুমের আনাচে কানাচে। ঐশীর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকিয়ে রইলো ঐশীর ঘুমন্ত মুখটার দিকে।

আজকের সকালটা যেনো অন্য রকম । অন্য দিনের তুলনায় অনেক বেশি সুন্দর। ঐশীর ঘুম ভাঙ্গে মোবাইলের রিংটোন এ। সে বালিশের নিচ থেকে মোবাইল সামনে নিয়ে ফোন ধরে কানে চেপে ধরলো।
ওপাশ থেকে রাশভারি কন্ঠ শুনে লাফ দিয়ে শুয়া থেকে উঠে বসলো। হাতের মোবাইলটির দিকে তাকিয়ে আরও অবাক। এই মোবাইল তো ওর নিজের নয়। আসতে আসতে কালকের রাতের কথা মনে করতে চাইলো তেমন কিছুই মনে পরলো না। নিজেকে শুভর রুমে দেখে কিছুটা অবাক হলো। বিছানা থেকে নেমে মোবাইল রেখে এদিক ওদিকে শুভকে খুঁজলো শুভ নেই। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো।

সোনিয়া,নানু শাশুড়ী, পূর্ণা,ড্রয়িং রুমে বসে আছে। আর শাশুড়ী রান্না ঘরে সাথে কাজের নতুন বুয়া। আদিত্য নেই শুভও নেই।

ঐশীকে দেখে পূর্ণা দৌড়ে এসে বললো,’ আপু তুমি ঠিক আছো,ভালো আছো তো..??

ঐশীর মাথাটা অনেকটা ভার হয়ে আছে তাও বললো ভালো আছে৷ ঐশী পূর্ণাকে জিজ্ঞেস করলো শুভ কোথায়..??

পূর্ণাঃ ভাবিপু ভাই তো ভার্সিটি চলে গেছে।
ঐশীঃ ওহ্হ।
পূর্ণাঃ তোমাকে নিষেধ করে গেছে আজ ভার্সিটিতে যেতে।

ঐশী কিছু না বলে চুপচাপ নিজের রুমের দিকে হাঁটা ধরলো।

পিছন থেকে সোনিয়া রাগী লুকে তাকিয়ে আছে ঐশীর দিকে। তারপর নিজের নানুর দিকে তাকালো ওর নানু চোখের ইশারায় কি যেনো বুঝালো।

ঐশী রুমে এসে মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে তাই গোসল করে নিলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সোনিয়া বসে আছে ওর বিছানার উপরে।

সোনিয়া কে দেখে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, ‘ কিছু বলবেন আপু..?’

সোনিয়া প্রথম ঐশীর চুলের দিকে তাকালো টপ টপ করে পানি পরছে।

রাগে সোনিয়ার চোখ মুখ লাল হয়ে উঠলো। সে ঐশীর সামনে গিয়ে ঐশীর বাহু শক্ত করে ধরে বলে উঠলো,’ নিজেকে আর কতো নিচে নামাবে… আমি তোমাকে ভালো মেয়ে ভেবে ছিলাম। ছি! এখন আমার তোমার দিকে তাকাতেই ঘৃণা হয়।’

ঐশী সোনিয়ার কথার মানে কিছুই বুঝলো না। সে বোকার মতো তাকিয়ে বললো,’ এই সব কি বলছেন আপু। আমি তো কিছুই বুঝতে পারছি না।’

সোনিয়া ঐশীর এমন বোকা কথা শুনে আরও বেশি রেগে গেলো,’ তুমি বুঝতে পারছো না আমি কি বলছি..? সারা রাত একজন অবিবাহিত যুবতী মেয়ে হয়ে একটা ছেলের সাথে ছিলে তারপর সকালে এসে গোসল করলে আরও বুঝাতে হবে তোমাকে। তুমি যতোটা বোকা সেজে থাকো তার থেকে কয়েকগুণ বেশি চালাক তুমি। কি ভেবেছো শুভ তোমাকে বিয়ে করবে৷ তোমার এই বোকা বোকা তাকানো দিয়ে ওকে তোমার রূপের ঝালে ফাঁসাবে। কখনো না শুভ শুরু আমাকে ভালোবাসে ও শুধুই আমার৷ তোমার সাথে কয়দিন পুতুল পুতুল খেলে তারপর ডাস্টবিন এর ময়লার মতো ছুড়ে ফেলে দিবে।’

ঐশী সোনিয়ার কথা শুনে কিছু বলার ভাষা হারিয়ে ফেললো।

সোনিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠলো,’ কি ভাবছো এই সব কিভাবে জানলাম আমি..? কাল রাতে আমি সব দেখেছি। ছি! তুমি নারী জাতীর কলঙ্ক। তুমি তো দেখতে মাশাল্লাহ বাবা-মা কে বলো বিয়ে দিয়ে দিতে অন্য কারো জিনিসে হাত দাও কেনো। আমি ভাবতে পারছি না শুভ তো এমন না। এমন কি জাদুকরেছো যে শুভ তোমাকে বিছানায় নিয়ে গেলো..? নষ্টামি করার জায়গা এটা নয়। আমি যদি এই কথা গুলো এখন খালামুনিকে বলি ভাবতে পারছো কি হবে..? তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে।’

ঐশী এখনো তাকিয়ে আছে সোনিয়ার দিকে। শান্ত দৃষ্টির পেছনে যেনো আগুন ঝড়ছে। ভেতরে ভেতরে নিজের সাথে নিজের যুদ্ধে লেগে গেছে ঐশী। এতো খারাপ ভাবে অপমানিত সে কখনো হয়নি। আজ কিনা বাহিরের একটা মেয়ে ওকে এতো গুলো কথা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলো শুধু মাত্র এই লোকটার জন্য।

সোনিয়াঃ চুপ করে আছো কেনো কথা বলো.. নাকি কথা বলার মতো মুখ নেই।

ঐশী সোনিয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে সোনিয়ার সামনে গিয়ে ঠাসস করে ওর গালে পর পর দুইটা থাপ্পড় বসালো। তারপর চিৎকার করে বললো, ‘ এই মূহুর্তে আপনি আমার রুম থেকে বেরিয়ে যান বলছি না হলে আমি কি করবো নিজেও জানিনা। আজ আমার বড় না হয়ে যদি ছোটো হতেন তাহলে আরও চারটা থাপ্পড় গালে বসাতাম।

সোনিয়া অপমানে ঐশীর দিকে তেরে গেলে ঐশী ওকে থামিয়ে দেয়।

ঐশীঃ সাবধান আমার সাথে লাগতে আসলে আগে আপনাকে ট্রেনিং দিয়ে আসতে হবে। আর কি বললেন আমি এখানে নষ্টমি করি..? আমি শুভর কে উনাকে ভালো করে জিজ্ঞেস করে নিবেন যদি উনি পুরুষ হয়ে থাকে তাহলে সঠিক উত্তর দিবে । আর বাকি গুলোর উত্তর আমার থেকে নয় আপনার ভালোবাসার শুভর কাছ থেকে জেনে নিবেন। এখন বের হয়ে যান আমার রুম থেকে।

সোনিয়া গালে হাত দিয়ে ফুসফুস করতে করতে রুম থেকে বেরিয়ে গেলো।

ঐশী দরজার দিকে তাকিয়ে দেখে পূর্ণা এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে।

ঐশীঃ ওখানে দাঁড়িয়ে আছিস কেনো ভেতরে আয়৷

পূর্ণা ঐশীর সামনে এসে বললো,’ আপু তুমি একদম সঠিক কাজ করেছো। আমার নিজেরো প্রচুর রাগ উঠে ছিলো সোনিয়া আপুর কথা শুনে ।

ঐশী পূর্ণার দিকে তাকিয়ে বললো,’ ওর কোনো দোষ নেই পূর্ণা। উনি আমার আর তোমার ভাইয়ার সম্পর্কে কিছু জানে না। স্বাভাবিক একটা মেয়েকে একটা ছেলের রুম থেকে সকালে বের হতে দেখলে যে কেউ এমন কথা বলতে পারে। সেটা সোনিয়ার জায়গায় তুমি হলেও বলতে । তুমি সত্যি টা জানো তাই তোমার কাছে এটা কোনো বিষয় না।

পূর্ণা ঐশীকে জড়িয়ে ধরে বললো,’ এই জন্যই তোমাকে আমি এতো ভালোবাসি ঐশী আপু সব সময় সঠিক কথাটা তুমি বলো৷ তুমি অন্য দের মতো না৷ তাহলে থাপ্পড় কেনো দিলে।

ঐশী পূর্ণার কথার উত্তর না দিয়ে বললো,’ কাল কি হয়েছে..??’

পূর্ণা বুঝলো ঐশী কথা এরিয়ে যেতে চাচ্ছে। তাই সেও হেঁসে বলে উঠলো, কাল কি কি হয়েছে সব বললো। এটাও বললো কাপড় শুভ নয় ও চেঞ্জ করেছে। এটা শুনে যেনো ঐশীর কলিজায় পানি এলো।

পূর্ণা রুম থেকে বেরিয়ে যেতেই ঐশী এক কঠিন সিদ্ধান্ত নিলো। আর যাই হোক এই পুতুল খেলার বিয়েতে সে জড়িয়ে থাকবে না। আর মাত্র ১৫দিন তারপর মুক্তি দিবে এবং মুক্তি নিবে । নিজেও মুক্তি নিবে শুভ কেও মুক্তি দিবে৷

ব্যাগ হাতে রুম থেকে বেরিয়ে আসতেই ঐশীর শাশুড়ী ওকে বললো, এখন কোথায় যাচ্ছে । ঐশী বললো আব্বু-আম্মুর কথা ভীষণ মনে পড়ছে তাই কয়দিন থাকতে যাচ্ছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সোনিয়া কে শক্ত করে জড়িয়ে ধরলো।
সোনিয়া অবাক হয়ে গেলো।
ঐশী সোনিয়ার কানে ফিসফিস করে বললো,’ সুযোগ করে দিয়ে গেলাম পারলে নিজের করে নাও ‘ বলে দরজা খুলে বেরিয়ে পরলো।
পূর্ণা তাকিয়ে আছে ঐশীর যাওয়ার দিকে হয়তো সে কিছুটা বুঝতে পেরেছে উপরের দিকে তাকিয়ে বললো,’ আল্লাহ সব ঠিক করে দাও প্লিজ ‘

****

ঐশীকে দেখে সবাই জড়িয়ে ধরলো। তীব্র বললো,’ জিজু কোথায় আপু..?’
সাথে সাথে হাসি হাসি মুখটা চুপসে গেলো ঐশীর জোরপূর্বক মুখে হাসি ঝুলিয়ে বললো,’ আসবে সময় হলে ‘

সিঁড়িতে দাঁড়িয়ে বিথী তাকিয়ে আছে ঐশীর হঠাৎ মলিন হয়ে যাওয়া মুখটার দিকে।

ঐশীর চোখ গেলো বিথীর উপর খুশিতে গিয়ে জড়িয়ে ধরলো বিথী কে।
ঐশী অভিমানী সুরে বললো,’তুমি খুব পঁচা আপু। আমি তোমার সাথে কথা বলার জন্য কতো তোমার নাম্বার চেয়েছি বড় আম্মুর কাছে কিন্তু তুমি নাকি সময় পাওনা মোবাইল ধরার বলি কি কাজ এমন তোমার ছোটো বোনটার খোঁজ খবর নেওয়ার সময় নেই। আমি তো সব সময় তোমার খোঁজ খবর নিয়েছি বড় আম্মুর কাছ থেকে।

বিথী ঐশীর মুখটা সামনে ধরে বললো, ‘ তা কি বলতো তোর বড় আম্মু…? ‘

ঐশীঃ বলেছে আমার মিষ্টি আপুটা খুব ভালো আছে।

বিথী তাচ্ছিল্যের হাসি দিয়ে নিজের আম্মুর দিকে তাকিয়ে বললো,’ যাক একটা তো ভালো কাজ করেছেন উনারা।’

ঐশী তাকালো বিথীর মুখের দিকে অবাক হয়ে কিছু বলতে গেলে বিথী বলে উঠলো, ‘ পরে কথা হবে আগে ফ্রেশ হয়ে আসো। ‘

ঐশী কৌতুহল ভরা মন নিয়ে গেলো ফ্রেশ হতে।

বাসার সবাই আজকে অনেক খুশি দুই মেয়ে বাড়িতে। তাদের পছন্দের রান্না বসালো।

ঐশী ফ্রেশ হয়ে বিথীর রুমে আসতেই বিথী ঐশীর হাতে শাড়ি দিয়ে বললো,’ তারাতারি রেডি হ্।
ঐশীঃ কেনো..??
বিথীঃ আজ তো মৌ এর বিয়ে।
ঐশী মাথায় হাত দিয়ে বললো, ‘ ইসস আপু আমার মনে ছিলো না৷ তুমি জানলে কিভাবে..??
বিথীঃ সকালে শান্ত এসে ছিলো।
ঐশীঃ ওহ্হ, কি বললো..?
বিথীর মুখের রং পাল্টে গেলো।
বিথীঃ ঐশী তোর বিয়ের খবর কেনো এখনো কেউ জানেনা..??
ঐশী কি বলবে..? সত্যি টা কি বিথীকে বলে দিবে..? কিন্তু এখন না।
ঐশী কে চুপ থাকতে দেখে বিথী হেঁসে বললো,’ এই সব বাদ এখন সুন্দর করে রেডি হ। দেরি হয়ে যাচ্ছে। ‘

ঐশী বিথীর দেওয়া শুভ্র রঙের শাড়ি পড়ে নিলো৷ বিথী নিজের মন মতো করে সাজিয়ে দিলো ঐশী কে।

ঐশী এমনি তেই খুব সুন্দর এখন যেনো আরও বেশি সুন্দরী লাগছে ঠিক যেনো নেমে আশা কোনো দেশের কল্পনার রাজকন্যা।

ঐশীকে বিথী বার বার বলে দিয়েছে যেনো বাসার গাড়ি করে যায় কিন্তু ঐশী তাও রিক্সা নিলো।
রিক্সা চলতে শুরু করবে তখন একজন এসে ঐশীর পাশে বসে পরলো।
ঐশী নিজের পাশে কখনো উনাকে আশা করেনি তাও এই সময়।
ঐশী অবাক হয়ে বললো,”আপনি”

[ কারো কাছে বিথী চরিত্রটা তেমন ভালো লাগে না কিন্তু আমার কেনো জানি বিথী চরিত্র টা ভালো লাগে 💁‍♀️]

চলবে….
ভুলত্রুটি মার্জনীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here