খুনশুঁটির কুঁড়েঘর পর্ব ১৬

0
720

#খুনশুঁটির_কুঁড়েঘর❤️
#Writer:—#TanjiL_Mim❤️
#part:—16
.
.
?
——-“নির্জনরাস্তার একটা আলোকিত ল্যামপোস্টের নিচে একটা বেঞ্চে বসে আছি আমি’!!আর আমার কাছ থেকে কিছুটা দূরে একটা আইসক্রিমের গাড়ির সামনে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে আরিয়ান’!!বিষয়টা অসম্ভব রকম ভালো লাগছে আমার’!!!কিছুক্ষন আগে আরিয়ান আমার হাত ধরে পায়ে হেঁটে এখানে নিয়ে এসেছে প্রথমে একটু অস্বাভাবিক লাগলেও এখন অসম্ভব ভালো লাগছে আমার’!!জোৎসাভরা রাত’!!আকাশটা একদম আলোকিত হয়ে আছে’!!চারপাশে বাতাস বইছে হালকা’!!শীতল মিশানো একটা মুহূর্ত’!!আমার পিছনে রয়েছে গাছপালা’!!দু একটা গাড়ি যাচ্ছে অপজিট রাস্তা দিয়ে’!!মনটা মুহূর্তের মধ্যে ফুড়ফুড়ে হয়ে গেল আমার’!!আশেপাশের পরিবেশ দেখে ঠোঁটের কোনে এক চিলতে হাসি ফুটে উঠলো আমার’!!নিশ্চুপ ভাবে চুপটি করে বসে আশেপাশের পরিবেশের শীতলমেশানো মুহূর্তগুলো উপভোগ করতে ব্যস্ত আমি’!!

……………

“এদিকে আরিয়ান হাতে তিনটে কোন আইসক্রিম নিয়ে মুচকি হেঁসে এদিকে আসছে’!!লাল মরিচের ঠোঁটে হাসি দেখে তার মনটাও ভালো লাগছে ভিষণ’!!আরিয়ান হেঁটে এসে পাশে বসলো আমার’!!আরিয়ানকে দেখে কিছু বললাম না আমি’!!আরিয়ান আমার দিকে আইসক্রিম দিয়ে বললোঃ

————“নেও………

“আরিয়ানের হাতে আইসক্রিম দেখে আমি তো মহা খুশি’!!খুশি’ হয়ে আরিয়ানের কাছ থেকে আইসক্রিমগুলো নিয়ে বললামঃ

————“থ্যাংকু…….

“আরিয়ান আমার কথা শুনে মুচকি হেঁসে বললোঃ

———–“Most welcome……

“তারপর আর কি আমি বসে বসে আইসক্রিম খেতে লাগলাম আর আরিয়ান আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে তা দেখতে লাগলো’!!

“হাই লেভেলের খুশি হয়েছি আমি’!!আইসক্রিম?আমার বরাবরই খুব পছন্দের কোন আইসক্রিম তো আমার ভালোবাসা’!!এত রাতে এই ভাবে নির্জন রাস্তায় এসে আইসক্রিম খাবো’!!তা কোনোদিন কল্পনাও করি নি আমি’!!বিষয়টা অত্যাধিক হারে ভালো লেগেছে আমার’!!তার সাথে প্রচন্ড বেগে খুশি হয়েছি আমি’!!

………………

“এদিকে আরিয়ান আমার এত খুশি হওয়া দেখে সেও মনে মনে খুব খুশি হয়েছে’!!সামান্য কিছু আইসক্রিম পেল কেউ এতোটা খুশি হবে সেটা হয়তো ভাবতে পারে নি আরিয়ান’!!আসলেই তার বউ একটা বাচ্চা’!!আনমনে হাসলো আরিয়ান’!!

———–“এইভাবে হাসার কি আছে……

“হুট করেই কথাটা বলে উঠলাম আমি আরিয়ানকে’!!আর আরিয়ান আমার কথা শুনে হেঁসে বললোঃ

———–“না হাসার কিছু নেই তো…….

———–“তাহলে হাসছেন কেন???

———–“না ওটা এমনি……

———-“এমনি এমনি কেউ হাসে নাকি……

———-“এত কথা কেন বলো তুমি বলো তো……

———–“আচ্ছা আপনাকে যে আইসক্রিম দিচ্ছি না এটা ভেবে আপনার খারাপ লাগছে না তো…..,অবশ্য খারাপ লাগলেও আমি দিবো না…..?

———–“বাহ!কি সুন্দর কথা আমি আইসক্রিম আনলাম আর আমায় দিবা না……

———–“না দিবো না আমি আইসক্রিম কারো সাথে শেয়ার করি না’!!আর আপনার খেতে ইচ্ছে করলে কিনে আনুন আরো’!!কিন্তু এখান থেকে দেওয়া যাবে না……

————“লাগবে না আমার আমি খাবো না তুমি খাও……

“কিছুক্ষন চুপ থেকে আরিয়ানের দিকে একটা আইসক্রিম এগিয়ে দিয়ে বললাম আমিঃ

———–“নিন!

“হাসলো আরিয়ান’!!তারপর বললোঃ

———–“আমি সত্যি খাবো না তুমি খাও……

———–“সত্যি তো পরে আবার কিন্তু বলতে পারবেন না আমি দেই নি……

————“আচ্ছা ঠিক আছে বলবো না তুমি তাড়াতাড়ি খাও বাসায় যেতে হবে তো না নাকি……

———–“হু!

“পাক্কা আধা ঘণ্টা বসে আইসক্রিম খাওয়া শেষ করলাম আমি’!!তারপর আরিয়ানকে বলে উঠলামঃ

———-“হয়ে গেছে চলুন তাহলে……..

“আমার দিকে তাকিয়ে আবারো হাসলো আরিয়ান’!!আরিয়ানের হাসি দেখে আমি অবাক হয়ে বললামঃ

————“আবার হাসছেন কেন??

————“আসছি কারন তুমি তোমার মুখে আইসক্রিম মেখে ফেলেছো…….

———–“উঁহু!!এই বলে হাত দিয়ে মুখ মুছে নিলাম আমি’!!কিন্তু তারপরও আরিয়ানের হাসি থামছে না’!!

————“আপনি এখনো হাসছেন’!!

———–“ওয়েট!এই বলে আরিয়ান তার পকেট থেকে একটা রুমাল বের করে আমার মুখ মুছে দিয়ে বললোঃ

———-“এইবার ঠিক আছে চলো……

“আরিয়ানের কাজে অবাক হলাম আমি’!!পরক্ষণেই কিছু একটা ভেবে হাসলাম আমি’!!তারপর দুজন মিলে একসাথে হাঁটা শুরু করলাম আমরা’!!কিছু দূর যেতেই আমার পক্ষে আর হাটা সম্ভব নয়’!!পা ব্যাথা হয়ে গেছে’!!তারওপর এই শাড়ি পড়ে হাঁটা তো আরো কঠিন’!!রাস্তার মাঝখানে বসে পরলাম আমি’!!

“এদিকে আরিয়ান কিছু দূর হেঁটে আমায় না দেখে পিছন ঘুরে তাকিয়ে আমায় রাস্তার মাঝখানে বসে থাকতে দেখে অবাক হয়ে আমার সামনে এসে বসে বললো সেঃ

———-“কি হলো বসে পরলে কেন??

———-“আমি আর হাঁটতে পারবো না’!!আপনি কোনো গাড়ির ব্যবস্থা করুন……

———-“এতরাতে গাড়ি কোথায় পাবো……

———-“সেটা আমি জানি না,পা ব্যাথা করছে আমার তার সাথে এই শাড়ি পড়ে হাটা যাচ্ছে না……

“আরিয়ান পড়ে গেল মহা বিপদে এখন কি করবে সে’!!আরিয়ান কিছুক্ষন ভেবে হুট করে আমায় কোলে তুলে নিলো’!!

“হর্ঠাৎ করে আরিয়ান কোলে তুলে নেওয়ায় আমি ঘাবড়ে গিয়ে আরিয়ানের শার্টের হাতা খামচে ধরলাম’!!

————“এখন তাহলে যাওয়া যাক……

“আরিয়ানের কথা শুনে আনমনে হাসলাম আমি’!!পরক্ষণেই আরিয়ানের গলা জড়িয়ে ধরে বললামঃ

———-“হুম যাবে মানে পুরো দৌড়াবে “জামাই”……..

“এদিকে আমার কথা শুনে আরিয়ান পুরো অবাক হয়ে বললোঃ

———-“কি বললে তুমি…….

———-“কই কিছু বলি নি তো……

———-“না কিছু একটা তো বলছো তুমি……

———-“কিছু বলি নি চলুন তো ঘুম পাচ্ছে প্রচুর বাকি কথা কালকে কমু……?

“আরিয়ানও আর কিছু বললো না’!!আমায় কোলে নিয়ে হাঁটলো সে’!!

……………..

“এদিকে আমি আরিয়ানের দিকে তাকিয়ে আছি’!!অসম্ভব রকম ভালো লাগছে আমার’!!ইচ্ছে করছে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে দেই’!!কিন্তু সেটা সম্ভব নয়’!!তাই ইচ্ছেটাকে নিজের মধ্যেই দমিয়ে রেখেই চললাম নিজেদের গন্তব্যে………

“বেশকিছুক্ষন পর……….

“আরিয়ান আমায় কোলে তুলে রুমে এনে বিছানায় বসিয়ে দিল’!!তারপর নিজেও বসে পরলো’!!তারপর বলে উঠলঃ

———-“তাহলে মন খারাপ চলে গেছে তো…….

“আরিয়ানের কথা শুনে আমি খুশি হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বললামঃ

———-“Thank you so much……..!!এই বলে হুট করে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে আমি ঘুম………..

…………………

“এদিকে আরিয়ান আমার কাজে শকট’!!কি হলো এটা!!পরক্ষণেই হাসলো আরিয়ান’!!কিছুক্ষন পর নিজেও বিছানায় শুয়ে একবার আমার মুখের দিকে তাকিয়ে বললোঃ

————“পাগলী” একটা………..

“তারপর আর কি আমাদের “লাল মরিচ” আর “ফাটা স্পিকার” দুজনেই একসাথে ঘুমের রাজ্যে পারি দিল’!!??

_________________________________________

___________________

“মাঝখানে কেটে গেল পুরো ১৫দিন’!!খুনশুঁটি ঝগড়া আর ভালোলাগার মুহূর্তেই কেটেছে “ফাটা স্পিকার” আর “লাল মরিচের” দিন’!!কিন্তু আরিয়ান এখনো বলতে পারে নি সে যে ভালোবাসে লাল মরিচকে’!!আর ওদিকে জিসান আর সায়ানের সাথে তিশা আর রুহির দেখা অথবা কথা কোনোটাই হয় নি এই ১৫ দিনে’!!কিছুদিনের দ্ররত্বতায় জিসান বুঝে গেছে সে যে তিশাকে ভালোবেসে ফেলেছে’!!রোজ রাতে তিশার সাথে দেখা করার জন্য তার মনটা ছটফট করে,তিশা সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো সবই তার চোখে ভাসে’!!তিশার সাথে করা ঝগড়াগুলো আজ তাকে তিশার প্রতি এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ফেলেছে’!!যেটা তিশা কাছে থাকতে তো বুঝতে পারে নি জিসান’!!কাছে না থাকায় বুঝে গেছে’!!

……………..

“আর ওদিকে রুহিও রোজ রাতে সায়ানের কথা ভাবে তার বলা ছাঁদে বসে কথাগুলো ভেবে আনমনে হাসে রুহি’!!আর তিশা সেও জিসানের কথা ভেবে একটু আকটু মন খারাপ হলেও পরক্ষণেই আবার ভুলে যায়’!!জিসানের পাগলামিগুলো প্রচুর হাসায় তিশাকে’!!কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না সে’!!এই ভাবেই চলে গেছে একেক জনের দিন……….

___________________

———“লাল মরিচ” তুমি পারবে না আমি নামিয়ে দেই!!একপ্রকার শান্ত গলায় কথাটা বলে উঠল আরিয়ান আমায়’!!আর আরিয়ানের কথা শুনে আমি বলে উঠলামঃ

———-“ফাটা স্পিকার আপনি একটু থামুন আমি পারবো’!!

“এই বলে যেই না আলমারির উপর থেকে ব্যাগটা নামাতে গেলাম আমি’!!সাথে সাথে ব্যাগের ওজন হাতে রাখতে না পেরে ঠাসস করে ব্যাগ নিয়ে পড়ে গেলাম আমি’!!সাথে সাথে ব্যাগের ভিতর থাকা সব জামাকাপড় এসে পরলো আমার মুখের উপর’!!

……………

“এদিকে আরিয়ান আমার কান্ড দেখে হাসতে হাসতে শেষ’!!আরিয়ানের হাসি দেখে আমি রেগে বললামঃ

———–“এত হাসার কি আছে হুহ……

———–“এই জন্যই বলেছিলাম তুমি পারবে না আমার কাছে দেও………

————“হুম এখন সব দোষ আমার’!!আর যখন আমি আপনাকে বলছিলাম তখন তো এটিটিউড দেখালেন এখন আইছে পাম দিতে……..

———–“কি এটিটিউড দেখিয়েছি আমি!আমি একটা কাজ করতে ছিলাম তাই বলছি আসছি একটু পড়ে তুমি তো উপরে এসে যাক গে বাদ দেও উঠো তাড়াতাড়ি তারপর তাড়াতাড়ি তৈরি হও…….

“এই বলে আরিয়ান আমার দিকে হাত বারিয়ে দিল আমিও খুশি হয়ে আরিয়ানের হাত ধরে উঠে পরলাম’!!আজকে আমি খুব খুশি!!অনেক দিন পর আজকে আমি আমার নিজের বাড়িতে যাবো’!!এই কয়েকদিন আরিয়ান ব্যস্ত থাকায় আমায় নিয়ে যেতে পারে নি’!!শশুড় মশাই আরিয়ানকে পড়াশোনার পাশাপাশি তাদের বিজনেসও যোগ দিতে বলেছিল’!!যার জন্য আরিয়ান ব্যস্ত হয়ে পড়ে’!!আর সবকিছু বুঝতেও একটু সময় লাগে’!!তবে আমরা শুধু একা যাচ্ছি এটা বললেও ভুল হবে আমাদের সাথে যাচ্ছে সায়ান, জিসান ভাইয়া সাথে নূর’!!রিয়াদ ভাইয়াই বলে ছিল একসাথে সবাইকে যেতে’!!তাই সবাই যাবে……….!!আর কাল রাতে সবকিছু গুছিয়ে আলমারির উপরে ব্যাগটা রেখেছিলাম আমি’!!আর সেই ব্যাগটা নামাতে গিয়েই এতকিছু হয়ে গেল’!!আমার ভাবনার মাঝে আরিয়ান বলে উঠলঃ

————“তাড়াতাড়ি তৈরি হয়ে নেও!তারসাথে এগুলো গুছিয়ে ফেল……এই বলে আরিয়ান বেরিয়ে গেল’!!এই কয়েকদিনে ভার্সিটি যাওয়া হয় নি একদিনও!!শুধু রুহি আর তিশার সাথে কথা হতো ফোনে!!হর্ঠাৎই কিছু একটা ভেবে হাসলাম আমি!!তারপর আবার সবকিছু গুছিয়ে নিতে লাগলাম আমি’!!

“কয়েকঘন্টা পর আমরা তৈরি হয়ে নামলাম নিচে’!!এর ভিতর জিসান ভাইয়া আর সায়ান ভাইয়াও এসে পরলো’!!তারপর সবাই মিলে একসাথে গাড়িতে বসে পরলাম’!!আমি,আরিয়ান, সায়ান,জিসান, নূর সবাই খুশি মনে বেরিয়ে পরলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে……….

___________________

“একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে তুলি’!!মনটা তার বরাবরের মতোই খুব খারাপ’!!আনমনে চুপটি করে ব্রিজের ওপর দাঁড়িয়ে নিচে নদীর পানির দিকে একধ্যানে তাকিয়ে আছে সে’!!বিগত কয়েকদিন ধরেই সে তার করা অপরাধের কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছে’!!তার থেকে বেশি কষ্ট পাচ্ছে তার বন্ধুদের কথা’!!সবাই তাকে ভুলে গেছে’!!এই ভেবে দীর্ঘশ্বাস ফেললো তুলি’!!সত্যি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি বেশি করে ফেলেছে’!!আর তার এই ভুলই তাকে অনেককিছুই শিখিয়ে দিয়েছে……..

“হর্ঠাৎ করেই তার সামনে এসে একটা গাড়ি থামলো’!!তুলি অবাক চোখে তাকিয়ে রইলো সেদিকে………
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………………..

????(ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ আর গল্প কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে)????

#TanjiL_Mim♥️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here