কেন আমি ডাকি তারে- পর্ব ৯

0
759

কেন আমি ডাকি তারে -৯

রেহান বাসায় ফিরে দেখল নিতু শাড়ি পরেছে৷ হালকা বেগুনি রঙের একটা সুতি শাড়ি, সাদা ব্লাউজে ভালো মানিয়েছে৷ এখন চুল আঁচড়ে নিচ্ছে, সাদা একটা জারবেরা লাগিয়ে নিলো৷ রেহান ঘড়ি দেখল, প্রায় এগারোটা বাজে৷ এত রাতে সাজগোজের কারন কি!

রেহান টাই আলগা করতে করতে জিজ্ঞেস করল, এত রাতে এত সাজ?

নিতু বলল, আজ তুহিনের জন্মদিন।

ওহ আচ্ছা। ডিনার করেছ?

হ্যা! আপনি তো খেয়ে এসেছেন?

নাহ, খাওয়া হয় নি!

সে কি! এত রাত হলো, আমি ভাবছি, আপনার বান্ধবীর সাথে হয়তো ডিনার করে ফিরবেন।

নিতু স্বাভাবিক ভাবে বললেও রেহানের মনে হল নিতু খোঁচা দিচ্ছে। সায়রার কথা মনে পড়ে গেল, মাথা হাত বুলিয়ে দিচ্ছিল৷ বিষয়টা আরো ঘনিষ্ঠ হতে পারত৷ রেহান ইগনোর করে চলে এলো! আর এখানে, মহারানী বয়ফ্রেন্ডের জন্মদিন পালন করছে!

না খাওয়া হয় নি। এখন আর কিছু খাব না।

নিতু বলল, খাবার গরম করে দেব?

না, তুমি ব্যস্ত, তাছাড়া সেজেছ, ভালো লাগছে, কাজ করতে হবে না এখন।

নিতু কথা বাড়াল না। হয়তো খিদে নেই রেহানের। রেহান পোশাক পাল্টে শুয়ে পড়ল।
নিতু ফোনটা হাতে নিয়ে সোফায় গিয়ে বসল।।

কিছুক্ষণ অপেক্ষা করে তুহিনকে ফোন করল। তুহিন পিক করল না। বেশ কয়েকবার ফোন করার পরে টেক্সট করল,আই এ্যাম এট ওয়ার্ক, কল ইউ ল্যাটার!

ল্যাটার! কখন কল করবে, এখনি তো বারোটা বাজে!

নিতুর প্রচন্ড কান্না পেল, কি সব হচ্ছে ওর সাথে। তুহিনের বদলে যাওয়া, ব্যস্ততা টের পাচ্ছে নিতু!

জানালার পাশে গিয়ে কানের ফুলটা খুলে নিতে গেল নিতু। কেউ হঠাৎ হাত চেপে বলল, করো কি, করো কি! খুলো না!

নিতু চোখ ছলছল করে বলল, এখন আর কি হবে!

রেহান বলল, কল রিসিভ করে নি?

না।

ব্যস্ত মনে হয়, ওখানে তো এখন ডে টাইম!

নিতু বলল, এত ব্যস্ত যে একবার ফোনে আসতে পারল না!

আরে বাদ দাও, ও মিস করল, তোমাকে মিষ্টি লাগছে।

নিতু বলল, চেইঞ্জ করে আসি।

বাইরে যাবে?

বাইরে, এত রাতে?

হ্যা, রাত তো সমস্যা কি! চলো, রাতের শহরে ড্রাইভ করে আসি!

আপনি তো কিছু খান নি।

চলো, বনানীর দিকে কয়েকটা রেস্তোরাঁ রাতে খোলা থাকে। ঘোরাঘুরি করে খেয়ে আসি।

নিতুর মনে হয় পছন্দ হলো কথাটা। রেহান আলমারি খুলে সাদা পানজাবীটা বের করল। তারপর নিতুকে নিয়ে বের হয়ে পড়ল।

চলবে

শানজানা আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here