কেন আমি ডাকি তারে- পর্ব ১৩

0
675

কেন আমি ডাকি তারে -১৩
নিতু, কী হয়েছে, শেয়ার করো হালকা লাগবে- কফির মগে চুমুক দিয়ে রেহান জিজ্ঞেস করল।

নিতু বলল, তুহিন গতকাল আমার ফোন ধরে নি, এখন এমন ভাবে কথা বলল, যেন সব দোষ আমার। আমি বিয়ে করে খুব সুখে আছি।

রেহান অন্য দিকে তাকিয়ে বলল, খুব দুঃখে আছ?

নিতু বলল, ধুর, সেরকম না বিষয়টা! মানে আমি একটা অস্বস্তিকর সম্পর্কে ঢুকলাম, যেন নিশ্চিন্তে তুহিনকে বিয়ে করতে পারি, এখন ও যদি আমাকে সন্দেহ করে! ও ভাবছে, আমি……

রেহান হেসে বলল, সন্দেহটা অমূলক না৷ আমি সাধু পুরুষ এরকম কোনো প্রমাণ রাখতে পারিনি। এরকম
সুন্দরী লাল টুকটুকে বউ সামনে থাকলে মুনি ঋষিদেরও তপস্যা ভঙ্গ হতে বাধ্য।

নিতু বলল, সায়রা সন্দেহ করে না?

রেহান বলল, করে, ইনসিকিউরডও ফিল করে। তাই কিছুটা দূরে সরে যাচ্ছি আমরা। ও ইদানিং খুব ব্যস্ততা দেখাচ্ছে। হয়তো নিজেই ব্যস্ত থাকছে।

নিতু বলল, হুম।

একটু থেমে বলল, আমরা ভুল করছি। আমিও, আপনিও।

রেহান বলল, যেমন?

আমরা যতটা কাছে এসেছি, এটা ঠিক হয় নি। নিজেদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল।

রেহান বলল, হুম মনে থাকবে।

চলুন নিচে যাই। আমি কিন্তু বিকেলে যাব আমাদের বাড়িতে।

আচ্ছা যেও।

দুপুরের দিকে রেহানের একটা ফোন এলো, একটা জরুরি মিটিংয়ে এটেন করতে হবে।
রেহান তাই বের হয়ে গেল। নিতুকে বলল, নিতু, আজ যেও না। আমি নিয়ে যাব তোমাকে। সবার সাথে গল্প করো, মন হালকা হবে।

রেহান মিটিং শেষ করে সায়রাকে ফোন করল।

সায়রা বলল, রেহান, আমি খুবই বিজি, আমার একটা প্রফেশনাল ট্রেনিং আছে, আমি কয়েকদিন যোগাযোগ রাখতে পারব না। তুমি কল দিও না। আমি সুযোগ পেলে তোমাকে নক করব৷

রেহান ফোন রেখে দিলো। দুদিন বেশ কথা বলেছে, কারন টাকাটা দরকার ছিল। সায়রা এরকম করে, নিডের সময় বেশ ফ্লেক্সিবল আচরন করে। নিজের প্রয়োজন জোগাড় হয়ে গেলে পুরো আলাদা এটিচুড!

আগে এগুলো ভালো লাগলেও এখন বিরক্ত লাগল রেহানের।

রাতে রেহানের বন্ধু সজীব ফোন করে বলল, বান্দরবান যাবি?

বান্দরবান?

হ্যা। আমি, নাহিদ যাচ্ছি, বউ নিয়ে। তুইও চল, সায়রাকে সাথে নে।

সায়রা কেন?

সায়রা না তো কে! তোরা একটু সুযোগ পাবি প্রাইভেট মোমেন্ট পাস করার।

রেহান চুপ করে থেকে বলল, যাব। আমি আর নিতু।

নিতু!

হ্যা, আমার বউ।

বাহ, এমন ভাবে বললি, যেন সত্যিই বউ! কয়েকদিন পরেই না ছাড়াছাড়ি করবি! নাকি প্ল্যান বদলে ফেলছিস।

এতকিছুতে তোদের দরকার কি! রিসোর্ট বুক করেছিস?

না।

ঠিক আছে, আমি করছি।

ওকে ডান।

গভীর রাতে রেহান ফিরল। নিতু বসেছিল। রেহান কে খাবার গরম করে দিলো।

রেহান বলল, ফোন করেছিল?

না।

তুমি?

না।

তোমার জন্য একটা অফার আছে, নিতে পারো। ভালো লাগবে।

কি?

বান্দরবান যাচ্ছি। তুমি যেতে পারো সাথে।

আমি কেন! আপনার বান্ধবীকে নিয়ে যান।

না। তুমি চলো। আমি রিসোর্টে বুক করেছি। মন ভালো হবে।

নিতুর মনে হলো৷ যাওয়া যায়। একঘেয়ে জীবন, অস্বাভাবিক সম্পর্ক, কারো সাথে সহজ হতে না পেরে দম বন্ধ করা পরিবেশ, একটু ঘুরে এলে মনে হয় হালকা লাগবে।

নিতু তাই বলল, ঠিক আছে, যাব।

চলবে

শানজানা আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here