#গল্পকথারা
ওয়েডিং প্ল্যানার
3
কিন্তু ব্যক্তিগত প্রসঙ্গ আসবেনা বললেও এসে যেতেই লাগলো । নীতিকে নিয়ে বিয়ের শপিং করতে গিয়ে বৈভবের চার বছর আগে তাদের বিয়ের শপিং ও সেই সময় একসাথে কাটানো মুহুর্ত গুলো মনে পড়ে যাচ্ছিল । বৈভব ভাবছিল নীতি খারাপ মেয়ে ছিলনা । তার জন্যে উপযুক্তই ছিল শুধু ওই হীরের আংটিটা নকল না হলে সব ঠিক হয়ে যেতো ।
আজকে জুয়েলারী শোরুমে বিয়ের গয়না সিলেক্ট করতে বৈভব ও নীতি এসেছে । আগেই নীতির হবু বর ঈশান বলে দিয়েছে টাকা নিয়ে কোনো চিন্তা না করতে , নীতি যেন সবথেকে দামী আংটি তার আশীর্বাদের জন্যে সিলেক্ট করে ।
নীতি কম দামের একটা সাধারণ ডিজাইনের আংটিই নিলো । বৈভবের মনে পড়ল নীতি তাকে বিয়ের আগে বলেছিল তার সিম্পল সাধারণ জীবনই ভালো লাগে ।
শোরুমের যেই মেয়েটি নীতিকে গয়না বাছতে সাহায্য করছিল সে বললো
‘ ‘ বরের আংটি নেবেন না ! ‘ ‘
নীতি হেসে জানালো
‘ ‘ ওর আংটি সিলেক্ট করা আছে । ‘ ‘
এটা শুনেই বৈভব মনে মনে বললো দেবে তো ওই নকল হীরের আংটি । এবারে হীরে ব্যবসায়ীকেও ঠকাবে ।
মার্কেটিং করার সময় বৈভব একবার নীতিকে জিজ্ঞেস করলো
‘ ‘ তোমার বড়লোক হবু বর কবে আসবে ! ‘ ‘
‘ বড়লোক ‘ কথাটার মধ্যে যে একরকমের বিদ্রূপ ছিল সেটা নীতি বুঝতে পেরে কোনরকমে বললো
‘ ‘ বিয়ের আগেই আসবে । ‘ ‘
বিয়ের আগে নীতির হবু হাসবেন্ড হীরা ব্যবসায়ী পরিবারের ছেলে ঈশান অবশ্য যেই ডেটে আসবে বলেছিল সেই সময় আসতে পারলো না । সে এতো ব্যস্ত যে নীতি সবসময় তাকে ফোনেও পায়না । এটা বৈভবও লক্ষ্য করে কয়েকবার মনে মনে ভেবেছে সে অন্ততঃ নীতিকে বিয়ের আগে সময় দিতো ! এটা মনে করে বৈভব নিজেকে এক উপযুক্ত স্বামী হিসাবে গর্ব বোধ করে । যদিও এখন আর সে কারোর স্বামী নয় । অবশ্য তার এইসব ভাবার সময়ও নেই । বৈভবের এখন সব ফোকাস তার কেরিয়ারের দিকে । তার মা কয়েকবার বিয়ের কথা বলেছে কিন্তু বৈভব তেমন গুরুত্ব দেয়নি ।
বৈভবের থেকেই তার মা এক সময় জানতে পারে যে বৈভব তার প্রাক্তন স্ত্রী নীতির দ্বিতীয় বিয়ের ওয়েডিং প্ল্যানার । তিনি তো শুনে কিছুক্ষণ মুখ হাঁ করে অবাক ভঙ্গীতে থেকে তারপরে কোনরকমে বললেন
‘ ‘ তুই ওই নচ্ছার মেয়েটার আবার বিয়ে দিবি ! ‘ ‘
‘ ‘ কেন নয় ! এই বিয়ের ওয়েডিং প্ল্যানার হিসাবে আমি ভালো মানি অফার পাবো । ‘ ‘
টাকার কথা শুনে অবশ্য বৈভবের মা একটু শান্ত হলেন । শুধু একবার আফসোস ঝরে পড়লো তার গলায়
‘ ‘ ইস কিভাবে নকল হীরার আংটি দিয়ে আমাদের ঠকালো ! ‘ ‘
বৈভব তার মায়ের কথায় উত্তর দিলো না । তখনি তার মোবাইলটা একবার ভাইব্রেট করে বেজে উঠলো । বৈভব দেখলো নীতি মেসেজ করেছে । সে লিখেছে তার হবু বর ঈশান লন্ডন থেকে এসে গেছে ।
কিছুক্ষণ পরে অবশ্য সেই হীরা ব্যবসায়ী ও নীতির হবু বর ঈশান নিজে বৈভবকে কল করে বিয়ের প্রস্তুতি কেমন চলছে সব জেনে শেষে বললো
‘ ‘ আমি এতো কাজে ব্যস্ত থাকি যে সবসময় সবকিছু চেক করার সময় পাইনা । আপনি ঠিকমতো সব সামলে নেবেন । আর কিছু দরকার হলে নীতির সাথে যোগাযোগ করবেন । ‘ ‘
আবার নীতির নামটা শুনে বৈভবের মেজাজটা বিগড়ে গেল কিন্তু মুখে সে মিষ্টি হেসে নীতির হবু হাসবেন্ড ঈশানকে বললো
‘ ‘ নিশ্চই ! ‘ ‘
চলবে …….
……..
#Bengali #ebook #ebooks #kobo #payhipbooks #Amazon #Amazonkindle #story #storybook #storybooks #book #books #facebook #Instagram #bengalistory #bookstagram #romantic #romance #Love #romanticstory #lovestory #fictionbooks #ebookstagram #booklover #ebooklover #digitalbook #instabook #bengalibook #bengalibooks #bengalistorybook #bookpic #ebooksale #golpokothaara
……..