এক মুঠো প্রেম রঙ্গনা পর্ব ২৬

0
854

#এক_মুঠো_প্রেম_রঙ্গনা
লাবিবা ওয়াহিদ
| পর্ব ২৬ |

—————–
নবীন বরণের অনুষ্ঠানের জন্যে নওরি আজ শাড়ী পরেছে। নূরজাহান সাহায্য করেছে তাকে। নওরির বান্ধুবী’রা একপ্রকার জোর করেই ড্রেস কোড হিসেবে শাড়ি দিয়েছে। নওরি প্রথমে ওদের মাঝে থাকতে চায়নি। কিন্তু পরে উপায়ন্তর না পেলো না। কঠিন জোরা-জুরিতে রাজি হয়েছে। তাইতো গতকাল সারিফাকে সঙ্গে নিয়ে শাড়ি কিনতে গিয়েছে। শাড়ির রঙ হচ্ছে গাঢ় নীল। শাড়িটা নওরি নিজের উপার্জনের টাকা দিয়েই কিনেছে। সারিফাকেও ঝুমকো কিনে গিফট করেছে। এতে সারিফাও খুশিতে গদগদ।

নূরজাহান নওরির কুচি ঠিক করে দিতে দিতে বলে,
–“শাড়ি সামলে হাঁটতে পারবে তো?”
–“চেষ্টা অবশ্যই করবো আন্টি।”
–“প্রথম শাড়ি পরলে?”

নওরি ইতস্তত হয়ে আলতো স্বরে বলে,
–“জ্বী!”
নূরজাহান নৈঃশব্দে হাসলো। উঠে দাঁড়িয়ে নওরিকে আপাদমস্তক দেখে নিলো সে। অবাক নয়নে চেয়ে রইলো নূরজাহান। নওরি কাচুমাচু ভঙ্গিতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ নূরজাহান দোয়া পড়ে নওরিকে ফুঁ দিলো।
–“মাহ-শা-আল্লাহ্। কারো নজর না লাগুক। কী সুন্দর লাগছে তোমায়!”
উত্তরে নওরি হাসলো শুধু। অতঃপর আলতো স্বরে বলে,
–“আমি আসছি আন্টি। দোয়া করবেন!”
–“অবশ্যই মা!”

নওরির মাথায় পরম স্নেহের হাত বুলিয়ে নওরিকে নিয়ে রুম থেকে বের হলেন৷ সারিফা সোফায় বসে ফোন টিপছিলো৷ সৈকত সাহেবও টিভিতে একমনে নিউজ দেখছেন। এমতাবস্থায় সারিফার হঠাৎ নওরির দিকে চোখ গেলো। তাঁর মুখ তো একদম হা হয়ে গেলো। নওরিকে সাজিয়ে দিয়েছে সারিফা-ই। হালকা ফেস পাউডার, আই লাইনার, গাল নাক জুড়ে ব্লাশ এবং হালকা লিপস্টিক। দীঘল সিল্কি চুলগুলো খোলা। গলায়, কানে ফিতার জুয়েলারি; শাড়ির সাথে ম্যাচ করে। সারিফা অলরেডি এক দফা প্রসংশা করে ফেলেছে। কিন্তু শাড়ি পরিহিত পূর্ণ নওরিকে দেখে সে মুগ্ধ। ভেতরে ভেতরে গর্ববোধও করলো; যতই হোক, নওরিকে সারিফা সাজিয়ে দিয়েছে বলে কথা। সারিফা অস্ফুট স্বরে বলে ওঠে,
–“কী মারাত্মক লাগছে তোমায় আপু। শুধু চেয়েই থাকতে মন চাচ্ছে। এত সুন্দর কেন তুমি?”

নওরি বিস্মিত হয়ে চুপ করে রইলো। সারিফার প্রসংশা বাণী শুনে সৈকত সাহেবও নওরির দিকে তাকালো। নওরি তাকে দেখতেই চোখ নামিয়ে ফেললো। সৈকত সাহেব কয়েক মুহূর্ত তাকিয়ে উঠে দাঁড়ালেন। এগিয়ে এলেন নওরির কাছে। নওরি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলো। নিশ্চয়ই নওরির পাশ কাটিয়ে সৈকত সাহেব চলে যাবেন। কিন্তু নওরির ভাবনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সৈকত সাহেব পরম স্নেহের হাত রাখলেন নওরির মাথায়। যেন বাবার হাত, একটি ভরসার হাত। নওরির বিস্ময় আকাশচুম্বী। চোখ বড়ো বড়ো করে নিচের দিকে তাকিয়ে আছে। সৈকত সাহেব বললেন,
–“সুন্দর লাগছে। এখন চলো, আমি দিয়ে আসছি তোমাকে এবং সারিফাকে।”

নওরি চমকে তাকায় সৈকত সাহেবের পানে। সৈকত সাহেব নির্বিঘ্নে হাসলেন। সারিফা ততক্ষণে ফোন হাতে এগিয়ে এসে বলে,
–“এক মিনিট বাবা, সেল্ফি তো তুলে নিই; আমাদের পরীর সাথে!”

——————–
নওরি এবং সারিফা আস্তে-ধীরে সিঁড়ি বেয়ে নামছে। নওরির সাথে সারিফাও আগ্রহী নবীন বরণ অনুষ্ঠান দেখার জন্যে, এজন্যই নওরি তাকেও সঙ্গে নিয়ে নিয়েছে। আসার সময় তো ফ্রিশা তৈরি হয়ে দরজার সামনে দাঁড়িয়েই ছিলো। ভীষণ উৎসুক ছিলো আসার জন্যে। কিন্তু নওরি নিরুপায়। এত ভীড়ের মাঝে ফ্রিশাকে নিয়ে যাওয়া সম্ভব না। এছাড়া কত সময় লাগে সেটাও তো বলা যায় না। এজন্য ফ্রিশাকে ছাড়াই তাকে আসতে হয়েছে।

সৈকত সাহেব ওদের আগেই নিচে চলে গেছে সিএনজি ঠিক করতে। দুই বোন নানান আলোচনা করতে করতে দো’তলায় আসতেই দেখতে পেলো মৌসুমিকে। মৌসুমি দুধওয়ালীর সাথে কিছু কথা বলছেন। এই দুধওয়ালী প্রতিদিন ইরা’দদের বাসায় দুধ দিয়ে যায়। মৌসুমির হঠাৎ চোখ আটকায় নওরির দিকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়। মৌসুমিকে অতিক্রম করতে নিলে নওরি আলতো হেসে সালাম দিয়ে চলে যায়। মৌসুমি অবাক হয়ে চেয়েই থাকে। পরবর্তীতে মিনমিন করে বলে,
–“মাইয়া ভালোই ঢঙের আছে। আমার ছেলের নজরে না পরলেই হয়। আমি তো আমার ছেলের জন্যে উচ্চ বংশের মেয়ে নিয়ে আসব, হুঁ!”

–“নওরি আপু, তুমি চাচীর সামনে থেকে এভাবে ছুটে চলে আসলে কেন?”
–“তোমার চাচীকে কেমন ভয় লাগে আমার।”
নওরির কথা শুনে সারিফা ফিক করে হেসে দিয়ে বলে,
–“ভয়ের কিছু নেই। চাচী কঠিন হলেও তাঁর ভেতরটা নরম। উনি নরম না হলে কী ইরা’দ ভাই ওনার জন্যে এমনি এমনি জান-প্রাণ দিয়ে দেয়? তুমি জানো চাচীর জন্যে ইরা’দ ভাইয়ার ভালোবাসা কতটা অসীম!?”

ইরা’দের নামটি শুনে নওরির ভেতরটা নাড়া দিয়ে উঠে। পরবর্তীতে নওরি আলতো স্বরে বলে,
–“তাহলে বারবার বিয়ে ভেঙে মাকে কষ্ট দেয় কেন?”
–“কষ্ট দেয় না আপু। আসলে ভাইয়ার কাহিনী আলাদা। মানুষ যাকে বেশি ভালোবাসে তাঁর কাছেই ন্যায়-অন্যায় আবদার বেশি রাখে। তেমন-ই ভাইয়ার আবদার হচ্ছে সে এত দ্রুত বিয়েও করবে না, রাজনীতিও ছাড়বে না। শিরায় শিরায় রক্ত, ইরা’দ ভাই রাজনীতির ভক্ত!”
সারিফার কথায় উভয়েই এক সাথে করে হেসে দেয়। এবং সেই হাসি চললো বেশ কিছুক্ষণ।

———————
সৈকত সাহেব নওরিদের নামিয়ে দিয়ে চলে গেলো। নওরি এবং সারিফা মেইন গেটের কাছাকাছি যেতেই দেখলো ভার্সিটির গেট বরাবর একটি গাড়ি এসে থেমেছে। সারিফার হাত ধরে নওরি থমকালো। উৎসুক হয়ে চেয়ে রইলো সেখানে। অপেক্ষার অবসান ঘটিয়ে গাড়ি থেকে নেমে আসলো ইরা’দ। কালো পাঞ্জাবি এবং কালো প্যান্ট পরিহিত। চোখে আবার হলুদ সানগ্লাস। সুপুরুষটিকে আজ যেন আরও সুদর্শন লাগছে। নওরি পিটপিট করে চেয়েই রইলো। ইরা’দের মুখশ্রীতে আলাদা গাম্ভীর্য ফুটে উঠেছে। বিভিন্ন প্রতিনিধি, লোকজন তাকে ঘিরে ধরেছে। প্রিন্সিপাল নিজে এসে তাকে স্বাগতম জানালো।

সারিফা হঠাৎ উচ্ছ্বাসের সাথে বলে ওঠে,
–“ওয়াও, ইরা’দ ভাইয়া গেস্ট হিসেবে এসেছে?”
নওরির যেন হুঁশ নেই। ভ্রমে বিচরণ করছে সে। আদৌ এটা তাঁর দেখা ইরা’দ নাকি রাজনীতিবিদ ইরা’দ। দুই সত্ত্বার মাঝে কত পার্থক্য। হুট করেই নওরি নিজের সাথে ইরা’দকে তুলনা করে বসলো। ইরা’দের নাম, জোশ, খ্যাতি সব আছে। তাঁর কী আছে? তাঁর সামান্য পরিবার পর্যন্ত নেই। সে কেন ইরা’দকে নিয়ে বেশি ভেবে ফেললো? নওরি যখন তুলনার মাঠে নেমেছে তখন সারিফা জোর করে নওরিকে টেনে নিয়ে যেতে যেতে বলে,
–“এখনো দাঁড়িয়ে থাকবে? চলো আপু, আমরা ইরা’দ ভাইয়ার সাথেই ভেতরে ঢুকে যাই।”

নওরির ধ্যান ভাঙে। সারিফা নওরিকে ইরা’দের পেছনে যেতে নিলে দারোয়ান ওদের আটকে ভার্সিটির বামপাশের ছোট গেট দিয়ে ঢুকতে বলে। কারণ এখান দিয়ে মাত্র-ই অতিথি প্রবেশ করেছে। দারোয়ানের মুখে এরূপ উক্তি সমূহ শুনে সারিফার মুখ কালো হয়ে যায়। নওরি আলতো করে হাসে। অতঃপর ওরা দু’জন ছোট গেট দিয়ে-ই প্রবেশ করলো।

–“এটা কী হলো আপু? আমার ভাইয়ের সাথে ঢুকতে পারলাম না? কিসের অতিথি? ওটা আমার আপন চাচাতো ভাই! এই মাথামোটা দারোয়ান কী বুঝলো না?”
–“তুমি না বললে জানবে কীভাবে?”
–“তাইতো! আচ্ছা, যাওয়ার সময় বলে যাবো!”
নওরি হাসতে হাসতে বলে,
–“দরকার নেই!”

নওরি এবং সারিফা ডেকোরেশনের ওদিকে চলে গেলো। এখনো কিছু সিনিয়র এদিক সেদিক ছুটছে। মানুষে গিজগিজ করছে সম্পূর্ণ বসার স্থান। নওরির দুজন বান্ধুবী ওদের দুজনের জন্যে চেয়ার খালি রেখেছিলো বলেই রক্ষা। নয়তো পুরো প্রোগ্রাম দাঁড়িয়েই থাকতে হতো। অবশ্য দাঁড়িয়ে থাকাও যেত না। কারণ, পেছনের দিকটায় সিনিয়র’রা আরও অতিরিক্ত চেয়ারের ব্যবস্থা করছে। প্রোগ্রামটি অডিটোরিয়ামে করার কথা থাকলেও কিছু সমস্যার কারণে বাহিরে বিশাল মাঠেই করতে হয়েছে। নওরি সারিফাকে নিয়ে তাঁর বান্ধুবীরের কাছে বসেছে। এতক্ষণ নওরির দুই বান্ধুবী রাইসা এবং তৃণা দুজন সিনিয়র ভাইয়াকে জোর করে বসিয়ে রেখেছিলো। তৃণা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে,
–“কত কষ্টে সিট ধরে রেখেছি, একটু ধন্যবাদও তো জানালি না! থাক, লাগবে না ধন্যবাদ বলে আমাদের ছোট করার!”

নওরি স্মিত হাসলো। সারিফা নওরির দুই বান্ধুবীর সাথে পরিচিত হলো। ওদের সাথে নওরি নিজ থেকে বন্ধুত্ব করেনি। ওরা নিজে থেকেই এসেছে এবং একপ্রকার ধরে বেঁধে ফ্রেন্ডশিপ করেছে। নওরি বন্ধুত্ব করতে জানে না, এজন্যই তাঁর স্কুল এবং কলেজ জীবনে সেরকম কাছের কোনো বান্ধুবী ছিলো না। পড়ার খাতিরে দু একটা কথা হতো এইটুকুই। এছাড়া তাঁর অবস্থাও ছিলো না বন্ধুত্ব করার মতোন। তখন তো বন্ধুত্ব করার স্বাধীনতাও ছিলো না তাঁর।
–“তোকে খুব সুন্দর লাগছে রে নওরি, একদম নীল পরী!”
রাইসার প্রসংশায় নওরি শুধু মুচকি হাসলো। হঠাৎ তৃণা বলে ওঠে,
–“নীল পরী আমার, রাস্তা দিয়ে হেঁটে এসেছো; কোনো ছেলের প্রপোজ পাওনি?”

নওরি বো!কা চাহনি নিক্ষেপ করলো তৃণার পানে। অস্ফুট স্বরে বলে ওঠে,
–“না তো!”
অষ্টম আশ্চর্য শুনলো যেন তৃণা। উৎকন্ঠা হয়ে বললো,
–“মজা নিচ্ছিস? কেউ প্রপোজ করেনি? বাঙালি ছেলে’রা কবে থেকে আবার এত ভদ্র হলো?”
সারিফা হাসতে হাসতে বললো,
–“আমার বাবা আমাদের ভার্সিটিতে দিয়ে গেছে। ভার্সিটিতে ঢোকার পর বেশ কয়েক জন ছেলে আপুর দিকে তাকিয়েছে অবশ্য, কিন্তু কেউ সামনে আসেনি। বুঝেছো তৃণা আপু?”
–“হ্যাঁ বুঝেছি। তাহলে প্রপোজাল দেরী করে হলেও আসবে !”

এমন সময়ই ইরা’দ স্টেজে উঠলো। সকল স্টুডেন্ট তখন বসা থেকে উঠে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানালো। ইরা’দ হেসে সকলকে হাত নাড়িয়ে বসার ইশারা করে নিজেও তাঁর আসনে বসে পরলো। তৃণা বসতে বসতে বললো,
–“এইসব ইয়ং জেনারেশন ক্যান যে পলিটিশিয়ান হয়?”

নওরি ভ্রু কিঞ্চিৎ কুচকে বলে,
–“মানে?”
–“এইযে, সুন্দর পোলাপান রাজনীতিতে! এখন একটা মেয়ে তারে পছন্দ করে, কিন্তু তাঁর প্রপোজ করার আগেই পুলিশ, শ!ত্রু পক্ষের গু!লি খেয়ে ওখানেই ম!রবে! কী রইলো আর প্রেমের? প্রেম হওয়ার আগেই শহীদ! এরা কী বুঝে না মেয়েদের ফিলিং?”

রাইসা ফিক করে হেসে দিয়ে বলে,
–“নওরি, তৃণা নিজের কথা বলছে; বুঝলি?”
তৃণা রাগান্বিত হয়ে রাইসার পিঠে এক ঘা বসিয়ে দিলো। সারিফা এবং নওরিও মুখ টিপে হাসলো। তবে নওরি সারিফাকে সাবধান করতে ভুললো না।
–“সারিফা, ইরা’দ যে তোমার ভাই এটা তুমি কাউকে বলবে না!”
সারিফস অবাক চোখে নওরির দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে,
–“কেন?”
–“তোমার ভাইয়া নিষেধ করেছে। এতে অনেক সমস্যা। বুঝেছো?”

ইরা’দের নিষেধাজ্ঞা শুনে সারিফা দমে গেলো। নওরি কেন বারণ করলো জানে না। তবে সেই উবারে বলা ইরা’দের কথাগুলো তাঁর কানে তীব্র আকারে বাজছে। এজন্য-ই মূলত সাবধান করা।

একের পর এক বক্তব্য দিচ্ছে প্রিন্সিপাল সহ আরও কয়েজন। এর মাঝে হঠাৎ ইরা’দের নওরিতে আটকে যায়। তাঁর বরাবর মাঝামাঝিতে নওরি বসেছে। প্রথমে চিনতে অসুবিধা হলেও পরমুহূর্তে নওরিকে দেখে থমকালো। এ কোন নওরি? হার্টবিটের তীব্র ওঠা-নামা শুনতে পেলো ইরা’দ। মাথাটাও কেমন ভনভন করছে তাঁর। ঠিক দেখছে নাকি ভ্রম? স্তব্ধ হয়ে চেয়েই রইলো বেশ কিছুক্ষণ। হঠাৎ ইরা’দের স্পিচ দেয়ার সময় এলো। না চাইতেও উঠে দাঁড়ায় সে৷ হাতের ফোন পকেটে পুরে এগিয়ে যায় স্পিচ বোর্ডের কাছে।

——————–
~চলবে, ইন-শা-আল্লাহ্।
ভুলত্রুটি মার্জনা করবেন। রাতে আরেক পর্ব আসবে ইন-শা-আল্লাহ্। আপনাদের কাছে আশানুরূপ মন্তব্য চাইছি। ভালোবাসা!❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here