একটি নির্জন প্রহর চাই পর্ব ৬৪

0
1046

#একটি_নির্জন_প্রহর_চাই
৬৪
#WriterঃMousumi_Akter.

কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই ওয়াশরুমে গেলাম গোসলের জন্য। কেননা আজ সারাদিন বাইরে বিজি থাকা লাগবে।ছোঁয়া অসুস্থ, ছোঁয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। প্রায় ১৫ দিন ধরে ওর গা গুলিয়ে আসে, ব’ মি আসে, খাবারে অরুচি, চোখ-মুখ শুকিয়ে এসেছে। সেদিন আবার ওর স্টুডেন্টের বাসায় মাথা ঘুরে পড়ে গিয়েছিল। বাসার পাশেই দুইটা টিউশনি নিয়েছে ছোঁয়া। যে মেয়ে গাড়িতে চলাচল করত সে আজ ভালোবেসে সংসার করতে টিউশনিও করায়। তন্ময় বেশ চিন্তিত ছোঁয়ার কিছু হলো না তো। অথচ আমার মন বলছে ছোঁয়া প্রেগন্যান্ট। কতবার বললাম ইউরিন টেস্ট করা; অথচ সে বলে তাদের ফ্যামিলি প্ল্যানিং-এর পদ্ধতি গ্রহণ করা আছে। তাই কনসিভের কোনো চান্স নেই। চিন্তা আমারও হচ্ছে। তাহলে কী হলো ছোঁয়ার! গোসল শেষ করে লাল রঙের একটা গাউন সাথে লেগিংস পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলাম। বেরিয়েই দেখি উনি লুঙ্গি পরে গলায় টাওয়াল ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। আমি চোখ বড়ো বড়ো করে উনার দিকে তাকালাম। আমার শাড়িতেও এত সুন্দর কুঁচি পড়ে না উনার লুঙ্গিতে যত সুন্দর কুঁচি পড়েছে। বিয়ের প্রথম দিকে লুঙ্গি পরতেন না। ইদানিং প্রায়ই বাসায় লুঙ্গি পরেন । এ্যাশ আর সাদার সংমিশ্রণে লুঙ্গিটা ভীষণ সুন্দর লাগছে। উনাকে দারুণ সুদর্শন দেখাচ্ছে। আমাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বললেন, ‘কী দেখছ?’

‘দেখছি মানুষকে লুঙ্গি পরলেও এত সুন্দর দেখায়।’

‘যার বউ এত সুন্দর তার জামাইকে তো সুন্দর দেখাতেই হবে।’

‘এই সুযোগে নিজের বউ-এর প্রশংসা করে দিলেন?’

‘প্রশংসা তো করতেই হবে। লাল টুকটুকে বউ আমার।’

উনি প্রশংসা করলেই এখনও আমি লজ্জা পাই। আমাকে লজ্জা পেতে দেখে বললেন, ‘এত লজ্জা পাচ্ছ কেন?’

‘এমনি।’

‘উহু, অন্য কারণ আছে নিশ্চয়।’

‘কী কারণ থাকবে?’

‘গোসল করেছ কেন?’

‘জানেন না! ছোঁয়ার কাছে যাব তাই।’

‘ওসব তো বাহানা মাত্র। সত্যি করে বলো তো কাহিনি কী?’

‘আবার কী কাহিনি হবে?’

‘আমার শরীর কেমন কেমন যেন লাগছে।’

‘কেমন, কেমন?’

‘সত্যি করে বলো তো আমি ঘুমিয়ে গেলে এই অসহায় ছেলেটার সাথে কী কী করেছ?’

‘কী করব আমি!’

‘আমি জানি তুমি রোমান্স করেছ, আমার ঘুমের ফায়দা নিয়েছ।’

‘ছিঃ! কীসব অসভ্য কথা!’

‘কিছু করোনি তুমি?’

‘মোটেও না,আমি কি ওমন মেয়ে না কি?’

উনি এগিয়ে এসে আমার দুই হাত চেপে ধরে ঠোঁটে মৃদু হাসি নিয়ে ঘাড়ে ঠোঁট ডুবিয়ে গাঢ় চুমু দিয়ে বললেন, ‘অমন হতে কে নিষেধ করেছে হুম, আমি নিষেধ করেছি? আমি তো চাই তুমি অমন নও বরং তার থেকে একটু বেশিই হও।’

উনি মোহনীয় কন্ঠে প্রেমের উষ্ণতা ছড়িয়ে দিলেন আমার সারা শরীরে। আদুরে স্পর্শ দিতে দিতে বললেন, ‘তুমি যত লজ্জা পাও ততই ভালো লাগে। ততই আদর করতে ইচ্ছা করে। বলেই ওষ্ঠ নিয়ে আমার ওষ্ঠ বরাবর এগিয়ে এলেন। উনাকে আটকাতে
উনার ঠোঁটে হাত রেখে বললাম, ‘ব্রাশ না করে কিস করতে পারবেন না শ্যামসুন্দর পুরুষ।’
বলেই গাল টিপে হাসলাম।

উনি হো হো করে দুষ্টু হেসে বললেন, ‘তোমাকে কিস করব বলেই ব্রাশ শেষ করে রেডি হয়ে আছি।’

উনার নেশাক্ত চোখে তাকিয়ে আছেন। বুঝলাম এই মানুষটাকে আটকানোর সব চেষ্টাই বৃথা যাবে। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে খানিক সময় নিয়ে কিস করে বললেন,
‘তোমাকে সাত সকালে ভেজা চুলে লাল ড্রেসে এত কিউট লাগছে আদর না করে পারলাম না। একটা পুরুষকে এলোমেলো করে দিতে এমন রূপে একবার সামনে আসাটাই যথেষ্ট প্রণয়িনী। তোমার প্রেমের অনন্ত নেশায় পড়েছি, তোমার রূপ সাগরে ডুবেছি।’

ভীষণ লজ্জা পেয়ে উনাকে ধাক্কা মেরে বললাম, ‘সরুন তো। অসভ্য একটা।

_________________
তন্ময়দের বাসায় পৌঁছিয়ে দেখি ছোঁয়া শুয়ে আছে। তন্ময় ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।আমি দরজায় কড়া নেড়ে বললাম,
‘আসব?’

তন্ময় বলল, ‘ দ্রুত আয়।’

ছোঁয়ার মাথায় হাত দিয়ে বললাম, ‘ইউরিন টেস্ট করানো উচিত ছিল।’

ছোঁয়া ক্লান্ত কন্ঠে বলল, ‘যা ভাবছিস তা নয় কিন্তু; অন্য কিছু হয়েছে।’

তন্ময় বলল, ‘দেখ এসব বলে আমাকে ভ* য় ধরিয়ে দিচ্ছে।’

অন্য আর কী-ই বা হবে। রেডি হয়ে নে; দেখি ডক্টর কী বলে।

তন্ময় ছোঁয়াকে রেডি করিয়ে দিল। একটা অটো ডেকে নিয়ে এলো। অটোতে তন্ময়ের কাঁধে মাথা রেখেছে ছোঁয়া। তন্ময় ওর মাথায় হাত বুলিয়েই যাচ্ছে আর বলছে কিছুই হবে না। আমি আছি না?

কিছুক্ষনের মাঝে ডাক্তারের কাছে পৌঁছালাম।

ডাক্তারের কেবিনে প্রবেশ করলাম তিনজনে।
ডাক্তার সাহেব ছোঁয়াকে বললেন, ‘তুমি ম্যারেড?’
তন্ময় বলল, ‘জি স্যার, আমার ওয়াইফ।’

ডাক্তার তন্ময়ের দিকে তাকিয়ে বললেন,
‘আপনার স্ত্রী না হয় অসুস্থ তাই চোখ-মুখ শুকিয়ে গিয়েছে। কিন্তু আপনার কী হয়েছে? আপনার চোখ-মুখের এ অবস্থা কেন?’

তন্ময় ঢোক গিলে বলল, ‘ওর কিছু হয়নি তো?’

‘হয়েছে তো, মারাত্মক কিছু হয়েছে।’

‘কী হয়েছে?’

‘আপনার ওয়াইফের থেকে আপনাকে বেশি সিক লাগছে। আপনার মতো অনেক ছেলেকেই দেখেছি, অসুস্থ ওয়াইফকে এনে চিন্তায় সে নিজেই অসুস্থ হয়ে যায়।’

‘প্লিজ স্যার বলুন, কী হয়েছে?’

‘পি’রি’য়’ডে কি অনিয়ম হয়েছে?’

‘জানি না তো স্যার।’

‘হাজবেন্ড হয়ে এটা জানেন না?’

গতমাসে তো ঠিকই ছিলো, এ মাসেরটা জানি না এখনও।’

‘মনে হচ্ছে আর জানা সম্ভবও হবে না।’

‘কেন স্যার?’

‘আই থিংক, সে মা হতে চলেছে। সিওর হতে জাস্ট একটা আল্ট্রাসনো দিচ্ছি।’

তন্ময় কেমন মুগ্ধ চোখে তাকাল ছোঁয়ার দিকে। কিন্তু ছোঁয়ার মুখে মলিনতা। আমার কাঁধে মাথা রেখে ক্লান্ত চোখে তাকাল তন্ময়ের দিকে।

ছোঁয়া ক্লান্ত কন্ঠেই ডাক্তারকে বলল, ‘কিন্তু স্যার আমরা তো ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি গ্রহণ করেছিলাম।’

ডাক্তার হেসে বললেন, ‘ফ্যামিলি প্লানিং পদ্ধতিও মিস হয়ে যায়। এমন উদাহরণ বহুত আছে। যাকে সৃষ্টিকর্তা পাঠাবেন তাকে আটকানোর সামর্থ্য মানুষের তৈরি ফ্যামিলি প্লানিং-এ নেই।’

‘আমি তো অনেক সতর্ক ছিলাম।’

‘তুমি কি খুশি হওনি? চোখ-মুখ এমন দেখাচ্ছে কেন?’

‘খুশির থেকে টেনশন বেশি। যাকে দুনিয়াতে আনব তাকে যদি ঠিকভাবে মানুষ করতে না পারি; কারণ আমরা দুজনেই স্টুডেন্ট।’

তন্ময় ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, ‘এসব কী বলছ তুমি! মানুষ করতে পারব না মানে? তন্ময় মৃদু হেসে বলল, ‘আমি পারব।’

ডাক্তার বললেন, ‘তোমরা ঠিক করেছ।আমিও মেডিক্যালে পড়ার সময় ফার্স্ট ইয়ারেই বিয়ে করেছিলাম। মেডিক্যাল শেষ করতে করতে দুইটা বাচ্চার বাবা হয়ে গেছিলাম। মাঝে মাঝে ফিন্যান্সিয়াল সমস্যা হতো; তবুও ভালো লাগত।’

ছোঁয়ার মুখের মলিনতা কমছে না; অথচ তন্ময়কে অনেক এক্সসাইটেড লাগছে। তন্ময়ের চোখ-মুখ জুড়ে একরাশ খুশি বিদ্যমান।ছেলে মানুষ বাবা হওয়ার খবর শুনলে এত খুশি হয় তন্ময়কে না দেখলে বুঝতাম না। এই বেকার জীবনে নিজেদেরই চলে না সেখানে আরেকটি বাচ্চা দুশ্চিন্তার বিষয়; অথচ তন্ময়কে আজ পৃথিবীর শ্রেষ্ঠ সুখী পুরুষ বলে মনে হচ্ছে।
ছোঁয়ার আল্ট্রাসনো চলছে। যে ডক্টর আলট্রাসনো গ্রাম করছেন, তিনি হেসে বলে উঠলেন, ‘পেটে তো বাচ্চা খুব অল্প দিনের।’

তন্ময় অতি আনন্দে বলে উঠল,’ ওহ ইয়েস।সাথে সাথে ওর মাকে ফোন দিয়ে জানাল।মৃন্ময় আর দ্বীপকেও জানাল। আমি ওদের দুজনকে শুভ কামনা জানালাম। ডাক্তারের ওখান থেকে আসার পর থেকেই ছোঁয়া কেমন চিন্তিত। তন্ময় ছোঁয়ার কপালে চুমু দিয়ে বলল, ‘আমি আছি না, কীসের চিন্তা? বাচ্চা ছাড়া জীবনটা অপূর্ণ থাকে। ছোঁয়া আমি রিয়েলি অনেক হ্যাপি। এত বেশি হ্যাপি বোঝাতে পারব না তোমাকে। রিযিকের মালিক আমরা না, উপরওয়ালা। আর তুমি দেখবে আমাদের বাচ্চাকে আমাদের বেষ্টটা দিয়ে মানুষ করব আমরা। আমাদের প্রতিষ্ঠিত হওয়ার গল্প আমাদের বাচ্চাও দেখবে। আমরা তিনজন একসাথে জীবন যুদ্ধ করব।’

আমি মুগ্ধ হয়ে দেখছি ওদের কথাবার্তা।জীবনে ভালো থাকতে কি খুব বেশি কিছু লাগে না কি তন্ময়ের মতো একটি ছেলেই যথেষ্ট! রাস্তার পাশে তাজা রজনীগন্ধা ফুলের মালা বিক্রি করছে। তন্ময় অটো থেকে নেমে ১৫০ টাকা দিয়ে একটা মালা কিনল। তন্ময়দের বাসায় ঢুকতেই বিশাল বড়ো পুকুর আছে। পুকুর পাড়ে বসার জায়গা আছে।

তন্ময় বলল, ‘ছোঁয়া, বাসায় পরে যাব, আগে চলো ওখানে বসি’

‘কেন?’

‘একান্তে তোমার সাথে একটু সময় কাটাব বলে।’

আমি বললাম, ‘এই যে নতুন মা-বাবা আমি আসি। একান্ত ঘনিষ্ট মুহূর্তে থাকতে চাচ্ছি না।’

‘কই যাবি? থাক না তুই।’

‘আমি এদিক দিয়ে ঘুরে দেখছি তোরা বস।’

আমি চারিদিক ঘুরে দেখছি। খারাপ না জায়গাটা; ভালোই।

তন্ময় ছোঁয়ার হাত শক্তভাবে ধরে বলছে,
‘তুমি আমার সন্তানের মা হতে চলেছ ছোঁয়া।তুমি আমার প্রথম ভালোবাসা তোমার থেকেই জন্ম নিবে আরও একটি ভালোবাসা। ক্ষমতা থাকলে এই বিশ্বের সব থেকে দামি উপহার এনে তোমার পায়ে হাজির করতাম। সেটা সম্ভব নয় তাই এই পৃথিবীর সব থেকে মহামূল্যবান নিখুঁত ভালোবাসা তোমাতে সমর্পন করছি।’

কথাটা বলেই রজনীগন্ধ্যার মালাটা ছোঁয়ার হাতে পরিয়ে দিল। ছোঁয়া তন্ময়ের বুকে মাথা রেখে বলল,
‘ভ* য় হচ্ছে।’

‘ভ**য় নেই, আমি আছি।’

________________
বিকালে বাসায় ফিরে বসে আছি। উনি মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা দেখছেন। আমাকে অস্থির দেখে বললেন, ‘সারাহ কী হয়েছে?’

‘কী হবে? মানুষ দু’দিন বিয়ে করতে পারেনি মা-বাবা হয়ে যাচ্ছে; আর আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, সেসব কোনো চিন্তাই নেই।’

উনি ভ্রু উঁচিয়ে তাকিয়ে বললেন, ‘আচ্ছা এই ব্যাপার, হুম?’

‘কাছেই তো আসতে দাও না। বাচ্চা কি আকাশ থেকে পড়বে?’

‘একদম মিথ্যা বলবেন না, বুঝেছেন?’

‘এত রেগে যাচ্ছ ক্যান?’

‘আমি চাচ্ছি আপনি বাবা হন। আপনার বাবা হওয়া উচিত।’

‘আচ্ছা হব, এদিকে এসো তো, কাছে আসো তুমি।’

‘কী বলবেন? বলুন।’

‘একটা গান শোনাও তো! বাংলাদেশ জিতে যাচ্ছে, এই আনন্দে একটা গান শুনতে চাই।’

মাঝে মাঝে আমার মাথায় প্রচুর দুষ্টুমি চাপে। দুষ্টুমি চাপলে সেটা প্রয়োগ না করলে ভালো লাগে না। গাল ভরা হেসে দিয়ে বললাম, ‘ওগো প্রিয়, গান নয় আমি আপনাকে কবিতা শোনাতে চাই।’

‘কবিতা?’

‘হুম।’

‘আচ্ছা শোনাও।’

আমি হিরো আলমের একটি কবিতা ঠিক তার স্টাইলে বলা শুরু করলাম,

‘আমার আমিই যেন পা” প
প্রথম বারে আমার দরজায় কড়া নাড়ে মায়ের নামে সাপ।’

উনি অদ্ভুত ভাবে আমার দিকে তাকালেন।বেচারা কী শুনতে চেয়েছিল; আর আমি কী শোনালাম!’

‘নাইস ইওর কবিতা।’

চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here