আষাঢ়ে প্রেম শ্রাবণের পরিনয় পর্ব-২

0
648

#আষাঢ়ে_প্রেম_শ্রাবনে_পরিণয়
#লেখিকা_সুমাইয়া_জাহান
#পর্ব_০২

হামিদার ঘুম আসছে না।বিছানায় শুয়ে ছটপট করে শেষে নিঃশব্দে উঠে বসলো।পাশে তার সাত বছরের ভাই ফরিদ বেঘোরে ঘুমাচ্ছে।হামিদা অতি সন্তপর্ণে বিছানা ছেড়ে নামলো।হারিকেনের আলোটা মৃদু বাড়িয়ে জানালার পাশে এসে দাঁড়াল।ভয়ে তার বুক দুরুদুরু করছে।চিন্তায় দাঁত দিয়ে হাতের নখ কাটছে।বারবার জানালা দিয়ে উঁকি মেরে দেখছে তার আপা আসছে কিনা।বাহিরে ঘোর অন্ধকার।একহাত দূরের জিনিসটাও দেখা যাচ্ছে না।আকাশে ঘন কালো মেঘ জমেছে। এক্ষুনি বৃষ্টি নামবে অথচ সেঁজুতির দেখা নেই।হামিদা আরেকটু জানালার কাছে সরে এলো।ঝিঁঝিঁ পোকা আর ব্যাঙের ডাক নিশুতি রাতের পরিবেশকে কেমন ছমছমে করে তুলছে।চারপাশে নতুন পানি পেয়ে ব্যাঙেরা মিলন খেলায় মেতে উঠেছে।হামিদা চোখ ছোট করে বাহিরের পরিবেশ পরখ করে দেখলো।না থমথমে আধার ছাড়া আর কিছুই চোখে পড়লো না। ভয়ে তার বুক ধুকধুক করছে।মনে হচ্ছে নিশ্বাসটা এই বুঝি বন্ধ হয়ে গেলো।পাশের ঘরে মিনারা বেগম ঘুমাচ্ছে।হামিদা ক্ষণকাল জানালার কাছে দাঁড়িয়ে থেকে পরে পা টিপে টিপে ঘর থেকে বেড়িয়ে এলো।মিনারার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে হামিদা একবার মাকে দেখে নিলো।বেঘোরে ঘুমাচ্ছে তার মা।সারাদিনের ক্লান্ত দেহখানি রাত হলেই একটু জিরান পায়।সারাদিনের হাঁড় ভাঙা খাটুনী যেনো তার শরীরের সকল রক্ত চুষে নিয়েছে এমনি ফ্যাকাসে তার শুকনো মলিন মুখ।হামিদা নিঃশব্দে ক্ষণকাল মায়ের ফ্যাকাসে মুখটা দেখলো। হারিকেনের মৃদু আলোয় মিনারার ঘুমন্ত মুখ কত না মায়াবী দেখাচ্ছে।হামিদার ইচ্ছা হলো চুপিচুপি মায়ের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়তে।কিন্তু পাড়লো না মিনারার ঘুম পাতলা জেগে গেলেই মহা বিপদে পড়বে সে।হামিদা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার ঘরে ফিরে এলো।তার দৃষ্টি অস্থির।উৎকন্ঠা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে।মন চঞ্চল হয়ে উঠছে সেঁজুতির জন্য।তার আপা কোনো বিপদে পড়লো না তো?উদ্বেগে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে।অজানা বিপদেরগন্ধ তার নাকের আশপাশে ঘুরঘুর করছে।সেঁজুতি কোনো বিপদ হলো না তো?ভেবেই হামিদার অস্থিরতা বাড়তে লাগলো।

“আপা বড় আপা কই গেছে?”
আচমকা ফরিদের কণ্ঠস্বর শুনে হামিদার বুক ধক করে উঠল।জানালার কোণ ঘেঁষে দাঁড়িয়ে ছিলো হামিদা।ফরিদের প্রশ্নে তৎক্ষণাৎ জবাব দিতে পারে না।তাই কি বলবে ভাবতে ভাবতে হঠাৎ ফোঁস করে উঠে বলল,

“বাহিরে গেছে।তোরে এত কইতে হইবো ক্যান?”
ফরিদ অবাক হলো।সে কি এমন বলেছে যে তার আপা তাকে এমন ধমক দিয়ে কথা বলছে।ফরিদ ক্ষণকাল চুপ থেকে পরে ভয়ে ভয়ে বলল,

“আপা একলা বাইরে গেছে তুমি গেলে না ক্যান?আপা না ডরায় একলা যাইতে। তুমি আপারে রাইখা চইলা আইলা ক্যান?”
ফরিদের প্রশ্নে হামিদা রেগে গেলো।দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলল,

“তোর এত প্রশ্ন করন লাগবো ক্যারে?সব কথা কি তোরে কন লাগবো?এত রাইত হইছে ঘুমাস না ক্যান?খুব বেশি বক বক করতাছোস দেখছি আম্মারে ডাক দিমু এহন?”
ফরিদ ভয়ে মাথা নত করে ফেলে।হামিদা তাকে চাঁপা স্বরে আরো কয়েকটা কথা শুনিয়ে দিলো।ফরিদ নতজানু হয়ে বসে রইলো।সে কি এমন প্রশ্ন করেছে যার জন্য তার আপা তার সাথে এমন ব্যাবহার করছে?অভিমানে ফরিদের চোখে জল আসে।খুব কান্না পায়।হামিদা তির্যক দৃষ্টিতে ফরিদকে দেখে আবার বাহিরে নজর দিলো।ফরিদ চোরের মতো চোখ তুলে হামিদাকে দেখে।খুব অস্থির দেখাচ্ছে তাকে।বারবার জানালার দিকে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করছে।ফরিদ হঠাৎ কি ভাবলো তারপর বলল,

“বড় আপা চেয়ারম্যান চাচার পোলা সাবেত ডাক্তরের লগে দেখা করতে গেছে তাই না ছুডু আপা।”
হামিদা জানালার ধরে বাহিরে দেখছিলো ফরিদের কথা শুনে হঠাৎ চমকে উঠলো।পেছন ঘুরে ফরিদকে একবার দেখলো।ফরিদ নতমস্তকে বসে আছে।হামিদা অবাক হলো।চাপা স্বরে বলল,

“তোরে এসব কে কইছে?”

“আমি জানি।”মাথা না তুলেই জবাব দিলো ফরিদ।
হামিদা অবাক হয় এই কথা সে আর আপা ছাড়া কারো জানার কথা না তবে ফরিদ কি করে জানলো?হামিদা কয়েক পা এগিয়ে হামিদের সামনে দাঁড়াল।গলা খাদে নামিয়ে বলল,

“তুই এসব জানলি কেমনে?”

ফরিদ চোখ তুলে তাকায়।হামিদা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে।ফরিদ মুখে হাত রেখে ফিক করে হেসে ফেললো।তারপর সে ও হামিদার মতো গলা নিচু করে বলল,

“স্কুলে থেইকা আসার পথে দেখছি।সাবেত ডাক্তার তোমারে ডাইকা একখান কাগজ দিছে।আর ওই কাগজ তুমি লুকাইয়া আইনা আপারে দিছো।”
ফরিদের কথা শেষ হতে হামিদা কিছুসময় নীরব থাকলো।পরে আরো একটু সরে এসে ফরিদের একেবারে কাছে বসলো।বলল,
“এই কথা ভুলেও আম্মারে কইবি না।আম্মা জানলে খুব খারাপ হইবো।মনে কষ্ট পাইবো।তোরে আর আমারে মাইরা পালাইবো।”
ফরিদ হামিদাকে আশ্বস্ত করে জানায় সে কাউকে বলবে না এমনকি আম্মাকেও সে কিছু জানতে দিবে না।হামিদা ক্ষণকাল মৌন থেকে আবার উঠে জানালার কাছে এসে দাঁড়ায়।বাহিরে বৃষ্টি পড়ছে।এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে।তার উৎকন্ঠা বাড়ছে। সেঁজুতি গেছে যে অনেকটা সময় পার হয়ে গেছে এখনো আসছে না।কি করবে সে?হামিদা ক্ষণকাল চিন্তা করলো ফরিদ কে নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখবে কিন্তু পরোক্ষণে আবার মায়ের কথা চিন্তা করে দমে গেলো।যে করেই হোক মাকে কিছু জানতে দেয়া যাবে না।আগে তার আপা ভালোয় ভালোয় ফিরে আসুক তারপর যা হয় দেখা যাবে।হামিদা মনে মনে আল্লাহকে ডাকছে।দোয়া ইউনুছ পড়ে নিজের বুকে ফুঁক দিয়ে ফরিদকেও ফুঁক দিয়ে নিলো।

সেঁজুতি বাড়ির দিকে পা বাড়ানোর আগেই আকাশ ভেঙে আষাঢ়ে কালো মেঘ ঝুপঝাপ বারিধারা হয়ে নামলো।চারদিকে সাঁইসাঁই করে ধমকা হাওয়া বইছে।সে হাওয়ায় পুকুর পাড়ের লম্বা সুপারি গাছের মাথা একবার এদিক আরেকবার ওদিক হেলে পড়ছে।ভয়ে আত্না কেঁপে উঠলো সেঁজুতির।অন্ধকার হাতরে সামনে এগিয়ে যাবার সাহস টুকু সে পাচ্ছে না।বড় বড় গাছগাছালিকে প্রেতাত্মার মত লাগছে।সেঁজুতি খুব সাবধানে পা টিপে টিপে বাড়ির দিকে অগ্রসর হলো।বৃষ্টির ঝাপটা ক্রমাগত বেড়েই চলেছে।সেঁজুতির হাতে থাকা চিঠি আর বাক্সটা অতি সাবধানে বুকের সাথে লেপ্টে ধরেছে।যাতে বৃষ্টির পানিতে ভিজে না যায়।সেঁজুতি এক হাতে হারিকেন ধরে আছে।বৃষ্টির প্রথম ঝাপটার সাথে হারিকেনের আলো নিভে গেছে।বৃষ্টির সাথে সাঁইসাঁই করে বাতাস বইছে।ঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে।কাঁদায় পুরো রাস্তা হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে তবুও সেঁজুতি সাবধানে পা টিপে টিপে বাড়ির উঠোনে এসে পৌঁছালো।
সেঁজুতিদের বাড়ির উঠান বেশ বড়।পুরো বাড়িতে তিনিটি মাত্র ঘর।উঠানের একপ্রান্তে তাদের থাকার ঘর তার থেকে কিছুটা দূরে রসুইঘরের চালা মধ্যিখানে কলপাড়।বাড়িতে ঢুকতেই কাছারিঘর।সেঁজুতি কাছারিঘরের পিছন দিয়ে বাড়ি ঢুকেছে।পুরো উঠানে কাঁদার ছড়াছড়ি।পা পেলতে একটু এদিক ওদিক হলেই বোয়াল ধরতে হবে।সেঁজুতি আরো সাবধানে পা টিপে টিপে কলপাড়ের দিকে এগিয়ে গেলো।পায়ে কাঁদা লেগেছে।সেলোয়ারের অবস্থাও খারাপ।পুরো কাঁদায় মাখামাখি।সেঁজুতি কলপাড় এসে হাত থেকে হারিকেন নামিয়ে রাখলো।তারপর পানি ঢেলে সেলোয়ারের কাঁদা পরিষ্কার করে মুখ হায় ধুয়ে নিলো।

হামিদা কলপাড়ে সেঁজুতি দেখতে পেয়ে হারিকেন হাতে করে পিছনের বারান্দায় এসে দাঁড়াল।এখান থেকে সেঁজুতিকে স্পষ্ট দেখা যাচ্ছে।হামিদা চাপা স্বরে ডেকে বলল,

“আপা?”
সেঁজুতি তাকিয়ে দেখলো হামিদা হারিকেন হাতে দাঁড়িয়ে পিছনে ফরিদও আছে।হামিদা সেঁজুতিকে আসতে দেখে বলল,

“আপা সাবধানে আইসো এইদিকটায় শ্যাওলা পড়ছে।খুব পিছলা দাঁড়ান যায় না।এই ফরিদ্দা খারায়া আছোস ক্যান ছাতাডা লইয়া যা।”
হামিদার কথা ফরিদ এক পাও নড়লো না ঠায় দাঁড়িয়ে রইলো।হামিদা বিরক্তি ভাব নিয়ে ফরিদেকে দেখলো।বলল,
“সাহায্য যখন করবি না আইলি ক্যান?শয়তানের খাম্বা যা ঘরে যা রঙ দেখবার আইছো তুমি?”
ফরিদ তখনো নড়লো না চুপচাপ দাঁড়িয়েছ রইলো।হামিদা ধুম করে কয়েকটা কিল বসিয়ে দিলো ফরিদের পিঠে।

হঠাৎ ধপাস শব্দের সাথে মৃদু আত্ননাদ কানে ভেসে আসলো। হামিদা ফরিদ উভয় বাহিরের দিকে তাকালো।সেঁজুতি কলপাড় থেকে কিছুটা এগিয়ে আসলে শ্যাওলায় পা পিছলে ধপাস শব্দ করে পড়ে যায়।কোমড়ে হাত দিয়ে ওমাগো করে শব্দ করে।
“আপা?”
হামিদা হারিকেন রেখে দ্রুত এগিয়ে গেলো সেঁজুতিকে ধরতে।সেঁজুতি কোমড়ে চোট পেয়ে নড়তে পারছে না।হামিদা এসে তাকে তোলার চেষ্টা করে বলল,

“আপা বেশি লাগছে তোমার।কোথায় ব্যাথা লাগছে দেখি।”

“পড়ে দেখবি আগে ধইরা তুল।”

“তুমি আমার গলা জড়াই ধরো আর সাবধানে উঠার চেষ্টা করো।”
সেঁজুতি হামিদার গলা জড়িয়ে উঠার চেষ্টা করলো কিন্তু পারলো না উউউ শব্দ করলো।সেঁজুতি কোমরে বেশ চোট লেগেছে বুঝতে পেরে হামিদা বলল,
“কইছিলাম সাবধানে আসো।দেখছো এখন কি ব্যাথাটাই না পাইলা।খুব কষ্ট হইতাছে তাই না আপা?”
সেঁজুতি কপাল কুঁচকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো।হামিদা ফরিদকে ধমকি দিয়ে বলল,
“এখনো খাড়ায়া আছোস তুই।আপা ব্যাথা পাইছে দেইখাও খাড়ায়া আছোস তাড়াতাড়ি আইসা ধর।”
হামিদার ধমক খেয়ে ফরিদ এগিয়ে এলো।সেঁজুতি কোমড় জড়িয়ে এক হাত কাঁধে তুলে নিলো সে।ছোট্ট শরীর সেঁজুতি ভার যেনো নিতে পারছে না।একটুতেই হাঁফিয়ে উঠলো ফরিদ।

বাহিরের এত চেঁচামেচিতে ঘুম ভেঙে ধড়পড় করে উঠে বসলেন মিনারার।অজানা আশংকায় তার বুক কেঁপে উঠল।বিছানা ছেড়ে হারিকেন জ্বালিয়ে ছুটে গেলেন মেয়েদের ঘরে।মেয়েরা ঘরে নেই বিছানা ফাঁকা।ভয়ে তার বুক ধক করে উঠে।সারাদিনের ক্লান্তিতে তার চোখ বুজে এসেছিলো আর এই টুকুতে কি জানি কোন অঘটন ঘটে গেলো।মায়ের মন একটুতেই শংকিত হয়ে উঠে।আশংকায় মন চঞ্চল হয়ে উঠে।বুক ধড়পড় করে মিনারার।ঘরের পিছন থেকে হামিদার গলার আওয়াজ শোনা গেলো সাথে সেঁজুতি মৃদু আত্ননাদ।মিনারার হাত পা কাঁপছে।পা চলতে চায় না।পা দুটো নিজেদের শক্তিতে ছুটে গেলো পিছনের বারান্দায়।ফরিদ আর হামিদা সেঁজুতিকে ধরে তুলার চেষ্টা করছে।মিনারা হাতের হারিকেন দূরে রেখে দ্রুত পায়ে বেড়িয়ে এলেন।হামিদা মাকে দেখে সাহস পেলো।মুখে হাসি ফুটে উঠে।বলে,
“আম্মা!”

“কি হইছে সেঁজুতির।”

“আম্মা আপা পইড়া গেছে।কোমড়টা মনে অয় গেছে আপার।”
মিনারা মেয়েকে আগলে ধরেন।মায়ের ছোঁয়া পেয়ে সেঁজুতি যেনো নতুন জীবন পেলো।হামিদাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরলো সে।মিনারা অতি সাবধানে মেয়ে শক্ত হাতে বুকের সাথে জড়িয়ে নিলেন।ফরিদ আর হামিদা তাকে সাহায্য করলো সেঁজুতিকে ঘরে নিতে।

বিছানায় চিৎ হয়ে শুয়ে আছে সেঁজুতি।মিনারা মাথার কাছে বসে আছেন।হামিদা অপরাধী ভঙ্গিমায় নতজানু হয়ে সেঁজুতির পেটের কাছে বসে আছে।ফরিদ সেঁজুতি পায়ের কাছে বসে ঘুমে ঢুলছে।মিনারা ছেলের দিকে তাকিয়ে বললেন,
“আমার ঘরে গিয়া শুইয়া পড় ফরিদ।”
ফরিদ সাথে সাথে উঠে চলে গেলো।সে যেনো মায়ের এই নির্দেশের অপেক্ষা করছিলো।নির্দেশ পেতেই আর একমুহূর্ত দেরি করলো না ঘুমোতে চলে গেলো।

ফরিদ চলে গেলে মিনারা হামিদার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো।হামিদা একবার চোখ তুলে মাকে দেখে সাথে সাথে দৃষ্টি নত করে ফেললো।মিনারা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে পরখ করে দেখে বললেন,

“এত রাইতে কলপাড়ে গেলি ক্যান তোরা?”
হামিদা ভয়ে কাছুমাছু করছে।মাকে মিথ্যা বলার সাহস তার নেই।আবার সত্যিও বলা যাবে না।উভয়সংকটে পড়ে হামিদার চেহারা লাল হয়ে উঠলো।মিনারা মেয়ের এমন চেহারা পড়তে একমুহূর্ত সময় নিলেন না।নিজেকে স্বাভাবিক রেখে বললেন,

“কিছু লুকাবি না হামিদা।সত্যি কইরা বলবি কই গেছিলি এত রাইতে?”

হামিদা অপরাধী দৃষ্টিতে মায়ের দিকে তাকালো।ভয়ে তার চোখ শুকিয়ে গেছে।ঠোঁট দুটো অনবরত কাঁপছে।কিছু বলতে চেয়েও বলতে পারছে না।মিনারা দীর্ঘশ্বাস ছাড়লেন।হামিদা ক্ষণকাল মৌন থেকে নিজেকে স্বাভাবিক করে নিলো।তারপর মায়ের দিকে তাকিয়ে বলল,

“পস্রাবখানায় গেছিলাম আম্মা।আপারে না কইয়া গেছিলাম।ঘুম ভাঙার পর আমারে পাশে না দেইখা খুঁজতে গেছিলো।তারমধ্যে বৃষ্টি শুরু হইয়া গেলো আপা ভিইজা গেছে।আমি প্রস্রাব খানা ভিতরে আছিলাম তাই ভিজি নাই।আমি আর আপারে না দেইখা ফরিদও উইঠা গেছে।পরে আপা কলপাড়ে থেইকা পা ধুইয়া ঘরে যাইতে নিলে শ্যাওলা পা পিছলাইয়া পইড়া যায়।ফরিদ আর আমি তুলতে গেছিলাম তখন তুমি আইছো।”

মিনারা তখনো হামিদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন।হামিদা মায়ের দৃষ্টি দেখে ভয়ে কেঁদে ফেললো।বলল,
“আম্মা বিশ্বাস করো একটা মিছা কথাও কই নাই।তুমি ফরিদরে ডাইকা জিগাও।”

মিনারা গভীর থেকে ছোট্ট একটা শ্বাস ছাড়লেন।সেঁজুতি ঘুমিয়ে পড়েছে সেই কখন।মিনারা ঘরে এসে মেয়ের কাপড় বদলে কোমড়ে গরম তেল মালিশ করে দেন।এতে আরাম বোধ করে সেঁজুতি।মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে সে।মিনারা সেঁজুতির মাথায় হাত বুলিয়ে দেন।কপালে অধরখানি ছুঁয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ান।হামিদা তখনো নতমস্তক হয়ে বসে আছে।মিনারা হামিদাকে উদ্দেশ্য করে বললেন,
“শুইয়া পড় হামিদা।ফজরের আযান দিবো দুই ঘন্টা পর।উঠে নামাজে দাঁড়াবি।একটু ঘুমাইয়া নে।”
হামিদা আর দেরি করে না সেঁজুতির পাশে শুয়ে পড়ল।

চলবে,,,।

এডিট ছাড়া পর্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here