#অভিমান
#পর্বঃ১৭
…………….
কেউ আমার মুখ চেপে ধরে আমার কানে কানে ফিসফিসিয়ে বলে উঠল,
-সরি বউ,আই এম রিয়েলি সরি,
ভয়ে আমার প্রান যায় যায় অবস্তা ভুত আমাকে জরিয়ে ধরে বউ বলছে ,কিন্তু কেন?
আমি আমার মুখ থেকে হাত সরিয়ে চাপা চিৎকার দিয়ে বলে উঠলাম,
আমি কোনো ভুতের বউ না আমি কাব্য রাক্ষসের বউ,প্লিজ আমায় মেরো না,আমাকে ছেড়ে দাও,আমি মরতে চাই না আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ,আমার কথা শুনে ভুত অবিকল কাব্য ভাইয়ার কন্ঠে বলে উঠল,
-কি যা তা বলছো ,ভুত রাক্ষস এসব কি সব বলছো,মাথা খারাপ হয়ে গেছে না কি ,
বলেই আমাকে ছেড়ে দিল,
ছাড়া পেয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচালাম কিন্তু একটা ভাবনা মনের মাঝে নাড়া দিল ভুত উনার কন্ঠ নকল করে আমার সাথে কথা বলল কেন ,কন্ঠটা তো একদম উনার কন্ঠের মতো মনে হলো,
এসব ভাবনা পরে ভাবা যাবে আগে নিজের প্রান বাঁচাই অন্ধকারের মাঝেই দ্রুত পা চালিয়ে বাইরে যাবার জন্য দরজা খুঁজতে লাগলাম ,
কিন্তু বাইরে বের হবার আগেই লাইট জ্বলে উঠল,পেছন থেকে ভুতটা আবার উনার মত গলা করে বলে উঠল,
-কোথায় যাচ্ছো??দাঁড়াও ,এক পা ও যেন রুমের বাইরে না যায়,
কথাটা শুনেই আমি দাঁড়িয়ে গেলাম ভয়ে আমার হাত পা কাঁপছে ভীষন কান্না পাচ্ছে ,সেই সাথে কাব্য ভাইয়ার কথাও মনে পরল,উনি যে কোথায় চলে গেলেন,উনি থাকলে আজ আমাকে ভুতের পাল্লায় পরতে হতো না,বড় একটা ঢুক গিলে পেঁছন ফিরে তাকালাম,তাকিয়েই আমি অবাক ভূতটা শুধু উনার কন্ঠটাই নকল করে নি উনার মত চেহারা বানিয়ে ও দাঁড়িয়ে আছে,
এটাকে দেখে আমি ভাবনায় পরে গেলাম এটা কি উনি না কি ভুত ,উনি কিভাবে আসবেন উনাকে তো বাসায় আসতে দেখিনি,আমি নিশ্চিত এটা ভুত ,ভয়ে আমি চোঁখ বন্ধ করে চিৎকার করতে লাগলাম,ভুত ভুত কে কোথায় আছো আমাকে বাঁচাও ,ভুতটা আমাকে মেরে ফেলল ,
ভুতটা আমার কাছে এসে বলতে লাগল ,হচ্ছেটা কি চেচামেচি বন্ধ কর,তাকিয়ে দেখ ভুত টুত কিচ্ছু নেই এখানে আমি রয়েছি ,
তবুও আমি চিৎকার করতে লাগলাম,হঠাৎ ভুতটা এক বিশাল বড় ধমক দিয়ে উঠল,
-সুহা স্টপ ইট!!!!!
ধমক শুনে আমার চিৎকার বন্ধ হয়ে গেল,আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম ,এটা কাব্য রাক্ষস ছাড়া আর কেউ নয়,উনি ছাড়া এমন রাম ধমক আর কেউ দিতে পারবে না,কিন্তু উনি বাসায় আসলেন কখন ,চোরের মত বাসায় এসে রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে,অসহ্য লোক একটা,
আমি চোঁখ খুলে তাকিয়ে দেখি উনি বিরক্তিকর মুখ বানিয়ে বলে উঠলেন,
-লাইক সিরিয়াসলি সুহা ,এ যুগের মেয়ে হয়ে তুমি ভুতে বিশ্বাস করো,নিজের স্বামীকে ভুত ভেবে ভয় পাচ্ছো,অদ্ভুত তো তুমি,বাচ্চাদের মতো ভুত ভুত বলে চেচাচ্ছো,ইটস ভেরি ফানি বলেই হাসতে লাগলেন ,
উনাকে দেখে আমার সকালের ঘটনাগুলো মনে পরে গেল ,
আমি কিছু না বলে মন খারাপ করে খাঁটে গিয়ে বসে পরলাম,আমি বসতেই উনি আমার সামনে এসে হাটু গেরে ফ্লোরে বসে পরলেন ,উনার এমন কাজে আমি খানিকটা অবাক হলাম কিন্তু সেটা চাপা দিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম,উনার সাথে আমি কিছুতেই কথা বলবো না,
উনি আমার হাত দুটি ধরে বলে উঠলেন,
-সকালের ঘটনার জন্য সত্যি আমি সরি বউ,আমি জানি নিলয়ের জরিয়ে ধরার মাঝে তোমার কোনো দোষ ছিল না,
কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনায় আমার ভীষন মাথা গরম হয়ে যায়,
রাগের মাথায় তোমার সাথে খুব বাজে বিহেভ করে ফেলেছি ,
কি করবো বল তোমার সাথে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না ,
আমি যে খুব খুব বেশি ভালবাসি তোমাকে ,তোমার সাথে অন্য কাউকে দেখলে আমার ভীষন ভয় হয় মন হয় যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও,
আমার মনের মাঝে সব সময় তোমাকে হারানোর ভয় থাকে ,
তোমাকে হারালে আমি মরে যাবো আমার পক্ষে তোমাকে ছাড়া বাঁচা সম্ভব না ,
এখন হয়তো বুঝতে পারছো না আমার ভালবাসা ,আমি যখন থাকবো তখন তুমি বুঝবে আর আমার এই ভালবাসাগুলেকে মিস করবে,
দূরে যাওয়া বা হারিয়ে না ফেলা পর্যন্ত কিছু জিনিসের মূল্য মানুষ বুঝে না ,জানি না কবে তুমি তুমি আমার ভালবাসাটা বুঝবে,
আই রিয়েলি লাভ ইউ সুহা ,তুমি আমার সাথে কথা না বললে আমার ভীষন কষ্ট হয় ,প্লিজ বউ রাগ করে থেকো না ,আমার সাথে কথা বল প্লিজ ,কি হল কিছু তো বল,বলেই উনি মাথা নিচু করে আমার হাত ধরে বসে রইলেন,
শেষের কথা গুলো উনি কেমন আবেগ জরিত কাঁপা কাঁপা কন্ঠে বললেন,
উনার কথাগুলো শুনে মনটা কিছু নরম হলো কিন্তু রাগ পুরোপুরি কমলো না আমি উনাকে আমার কাছ থেকে সরিয়ে একটু কড়া কন্ঠে বলে উঠালাম,
-দেখি সরও আমার ঘুম পাচ্ছে ,অন্য কেউ দোষ করলে সেটার রাগও আমার উপর ঝাড়তে হবে এটাই ভালোবাসার নমুনা,বলেই আমি দাঁড়িয়ে গেলাম ,আমার সাথে সাথে উনি ও দাঁড়িয়ে গিয়ে বলে উঠলেন,
-বললাম তো সরি ভুল হয়েছে,আমার সুহারানীটা কি খুব বেশি রেগে আছে আমার উপর ,কি করলে বলতো রাগ কমবে ,
উনার কথায় আমি কপট রাগ দেখিয়ে বললাম,
-কিচ্ছু করতে হবে না আমার জন্য,আমি তো খেলার পুতুল যার যেমন যে ভাবে ইচ্ছে হয় সে ভাবেই যেন আমার সাথে আচরন করে,আমার তো কোনো মন নেই,আমার তো কোনো কষ্ট হয় না,
বলেই আমি গাল ফুলিয়ে খাটের উপর উঠে বসে পরলাম,
উনি ও আমার সাথে সাথে আমার পাশে এসে বসে বলতে লাগলেন ,
-আমার সুহারানীর দেখছি খুব রাগ হয়েছে আমার উপর ,কি করলে তার রাগ কমবে সেটা যদি একটু সে বলতো,সে যা বলবে তার বাজে রাগী বর সেটাই করবে,মহারানী যদি একটু কষ্ট করে বলেন তাহলে এই অধম ব্যাক্তির জীবন ধন্য হয়,
উনার কথাগুলো শুনে আমি বিরক্তি নিয়ে তাকালাম,
উনি আমার দিকে করুন দৃষ্টতে তাকিয়ে আবার বলে উঠলেন,
-প্লিজ বলোনা কি করলে তুমি আর আমার উপর রেগে থাকবে না,
উনার কথা শুনে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো ,সব সময় শুধু আমার সাথে শয়তানি এবার দেখো আমি কি করি,
আমি উনার দিকে তাকিয়ে বলে উঠলাম,
-আমি যা বলবো সেটাই করবে তাই তো
উনি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন,
উনার সম্মতি পেয়েই আমি বলে উঠলাম ,
-আমার খুব ফুচকা খেতে ইচ্ছে,যদি এখন এনে দিতে পারো তো আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি,
আমার কথা শুনে উনি চোঁখ বড় বড় করে তাকিয়ে বলে উঠলেন,
-এখন রাত ১টার সময় আমি ফুচকা কোথায় পাবো??
-সেটা আমি কি করে বলবো তুমিই তো বলেছো আমি যা বলবো তাই করবে ,তাই আমি চাইছি তুমি এখন আমার জন্য ফুচকা নিয়ে আসবে,কোথা থেকে আনবে সেটা তোমার ব্যাপার,
-এটা বাদ দিয়ে অন্য কিছু বলা যায় না,
-না আমার এটাই চাই,যদি এনে দিতে পারো তো তুমি এই রুমে ঘুমাবে না হলে আজ তুমি ছাদে ঘুমাবে,
আমি কথা শুনে উনি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে,
-এভাবে তাকিয়ে কোনো লাভ নেই যদি না পারো তাহলে কাঁথা বালিশ নিয়ে ছাদে চলে যাও,
-এই এত রাতে ফুচকার দোকানদার কি আমার জন্য ফুচকা সাজিয়ে নিয়ে বসে আছে,যে আমি যাবো আর গিয়ে নিয়ে আসবো,এটা বাদ দিয়ে অন্যকিছু বল,
উনার কথা শুনে আমি ভেংচি কেটে বলে উঠলাম,
-কিছু করার মুরদ নেই আবার বলে কি না আমি যা বলবো তাই করবে,শুধু বড় বড় কথা হুহ্!!
আমার কথা শেষ হতেই উনি রাগী রাগী ভাবে আমার দিকে তাকিয়ে রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেলেন,
উনি বেরিয়ে যেতেই আমি লম্বা একটা শ্বাস নিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় বসে রইলাম,
-আহ্ কি শান্তি লাগছে আচ্ছা করে বেটাকে জব্দ করা গেছে,আমি দেখব কি করে এত রাতে উনি আমার জন্য ফুচকা নিয়ে আসেন,
অনেক্ষন বসে অপেক্ষা করলাম কিন্তু তার আসার নাম গন্ধই নেই,আমারই বুঝার ভুল ,উনি নিশ্চই অন্য রুমে গিয়ে শুয়ে আছেন আর আমি কি না কি ভেবে বসে আছি,
এ আমার জন্য এত রাতে গিয়ে ফুচকা নিয়ে আসবে এটা শুধু কল্পনাই মানায়,আমি শুধু শুধু না ঘুমিয়ে অপেক্ষা করে বসে আছি,
আরো কিছুক্ষন বসে থেকে ঘুমিয়ে পরলাম,
.
সকালে ঘুম থেকে উঠে আমার চোঁখ কপালে উঠে গেল,আমি উনার বুকে ঘুমিয়ে আছি ,তড়িগড়ি করে উঠে বসলাম,উনি তখনও ঘুমিয়ে আছেন, কত বড় শয়তান লোক যা বললাম করার জন্য সেটা তো করলই না উল্টো চোরের মতো এসে আমাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে,মন চাইছে একটা লাত্তি দিয়ে খাট থেকে ফেলে দেই,এই ছেলেটা হাড়ে হাড়ে বজ্জাত,উনাকে গালি দিতে দিতে খাঁট থেকে নামলাম,
খাট থেকে নামতেই আমার চোঁখ গেল ড্রেসিং টেবিলের উপর তাকাতেই আমি চমকে উঠলাম,সেখানে সুন্দর করে এক প্লেট ফুচকা সাঁজানো,তার মানে উনি সত্যি সত্যি কাল রাতে ফুচকা নিয়ে এসেছেন,ফুচকা গুলো দেখে আমি চিন্তাই পরে গেলাম এত রাতে উনি ফুচকা পেলেন কোথায়,
আমি ফুচকাগুলোর তাকিয়ে ভেবেই চললাম হঠাৎ উনার ডাকে ভাবনায় ছেদ পরল,
উনার দিকে চোঁখ গুল গুল করে তাকাতেই উনি বলে উঠলেন,
-রাতে ফুচকা নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো তাই আর জাগাই নি , খুব তো ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল ,যাও ফ্রেশ হয়ে এসো সব গুলো ফুচকা এখন আমার সামনে বসে খাবে ,
উনার কথা শুনে আমার মাথায় বাঁজ পরলো আমি একবার উনার দিকে আর এক ফুচকাক প্লেটের দিকে তাকিয়ে বড় একটা ঢুক গিললাম।।।
#_চলবে??