#অদ্ভুদ_ভালোবাসা
#সুমাইয়া_সুমু
পার্টঃ০৮
,
যেই না উঠতে যাবো তখন ঘটলো আরেক বিপত্তি। কারন উনি আমাকে যেই ভাবে ধরে আছে উঠতেও পারবো না। হঠাৎ করে দরজা খুলে গেলো। দরজার ওইপাশে মাইশা আপু দাড়ানো। কি মেয়েরে বাবা লজ্জা বলতে কিছু নাই। আমাদের পার্সোনাল টাইমে এন্ট্রি না করলে হয় না উনার। হঠাৎ করে উনি ওই দিকে তাকিয়ে বললেন-
,
মাইশাঃ তোমাদের এই সময়ে আসার জন্য সরি! আসলে মামা আসছে তো আর উনি নতুন বউর সাথে দেখা করতে চাইছে।
,
কথাটা বলে মাইশা আপু চলে গেলেন। উনার চোখের ভিতরে আমি এক রকম কষ্ট দেখতে পেয়েছি।
,
আমি আবার উঠতে নিলে উনি আমাকে আরো শক্ত করে ধরলেন। এবার আমি উনাকে এক ধাক্কা দিলাম। আফসোস উনি সরে গেলে কাজ ই হতো। কিন্তু উনার মতো বিশাল দেহি লোকের সাথে আমি পারি নাকি। উনাকে ধাক্কা দিতেই উনি আমাকে বললেন-
,
মুরাদঃ উফ্ বাবুইপাখি! এমন করছো কেনো। একটু ঘুমাতে দেও। রাতে তো ঠিক মতো ঘুমাতে পারি নাই।
,
উনার কথায় আমি লজ্জায় লাল নিল হচ্ছি উফ এই লোক টা এমন কোনো সারাদিন আমাকে লজ্জা দিতে থাকে। এবার আমি ধাক্কা দিয়ে উনাকে বললাম-
,
হায়াতঃ আপনি ঘুমান আপনাকে মানা কে করছে হু। কিন্তু আমাকে যেতে দিন। শুনেছি বাবা এসেছে।
মুরাদঃ তোমাকে আবার কে বললো?
হায়াতঃ মাইশা আপু এসে বলে গেছে।
মুরাদঃ মাইশা এসেছে আমাকে বলবা না।
হায়াতঃ ? কেনো মাইশা আপু কে দিয়ে কি করবেন?
মুরাদঃ তোমাকে আর আমাকে এই অবস্থায় দেখে কি ভাবলো মেয়েটা।
হায়াতঃ আজিব তো!!! যা ভাবার ভেবেছে তাতে আপনার কি?
মুরাদঃ কিছু না তুমি যাও।
,
আমাকে ছেড়ে দিয়ে কথাটি বললেন। অতঃপর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে যেতেই মা আমাকে বললেন বাবা কে সালাম দিতে আমিও তাই করলাম। বাবা আমার দিকে তাকিয়ে বললেন–
,
বাবাঃ বাহ্ আমার বউমা তো দেখি চাঁদের টুকরো।
,
বাবার কথায় আমি অনেক টা লজ্জা পেলাম। মাইশা আপুর দিকে তাকিয়ে দেখি উনি রাগে ফুসছে। কিন্তু কারন টা তো আমি জানি। এবার তোকে বুজাবো মাইশা ডাইনি আমার জামাইর দিকে তাকানোর ফল। কথাটা মনে মনে বলে বাকা হাসলাম। এর মাঝে বাবা বলে উঠলেন।
,
বাবাঃ কি তোমার গুনোর ধর ছেলে কই? (মাকে উদ্দেশ্য করে বলেছেন কেও আবার ভাববেন না আমাকে উদ্দেশ্য করে বলেছে?)
,
হায়াতঃ আসলে বাবা উনি এখন ও ঘুমাচ্ছে।
বাবাঃ যাও তো বউমা মুরাদ কে ডেকে নিয়ে এসো তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে।
,
আমিও লক্ষী মেয়ের মতো উনাকে উপরে গিয়ে ডেকে নিয়ে আসলাম। উনাকে উঠাতে যে আমার কতো যুদ্ধ করতে হয়েছে বলে বুঝাতে পারবো না।
,
অতঃপর বাবা যা বললেন তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো,,,,,
,
“বাবা এমন কি বললো যা শুনে হায়াত শেষ? বলুন তো দেখি বলতে পারেন নাকি”
,
চলবে,,,,,,,,
,
জানাতে ভুলবেন না কেমন হয়েছে,,,,