একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি পর্ব ১০

0
136

একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি -১০

সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে এক কাপ রং চা হাতে নিয়ে নওরিন বসেছিল ডাইনিংয়ে। সকাল বলতে নয়টা বাজে। অমিত ঘুম ভেঙেই নওরিনকে প্রথম ফোন করল।
নওরিন ফোনটা দেখে অবাক হলো না। সেও জানত যেন৷ এই কলটা আসবে। মনে মনে অপেক্ষাও করছিল।

অমিত জড়ানো গলায় বলল, গুড মর্নিং!

গুড মর্নিং। মাত্র ঘুম ভাঙল?

হুম, রাত জেগে কাজ করেছি, এখনো ক্লান্তি কাটে নি।

আপনিই যে অমিত রাজ, এটা একবারো বলেন নি কেন?

অমিত মনে মনে বলল, চিনে ফেলল!

আমি অমিত রাজ, এটা আমার নাম, তো সমস্যা কি?

কোনো সমস্যা নেই?

নাহ, এখন আমি হিরো, সিনেমার কাজ করি, এটা তো আমার প্রফেশন, তাই না?

আপনি সেলিব্রিটি, পাবলিক ফিগার, আপনাকে কত মানুষ চেনে, এটা শুধু প্রফেশন না তো!

ওহ, হ্যা, তবে এভাবে তো পরিচয় দেওয়া যায় না। তোমাকে কি বলতাম আমি, আমি অমিত রাজ, সেলিব্রিটি?

নওরিন বলল, সেটাও ঠিক।

আজ আমি সারাদিন ফ্রি, আজকে ছুটি নিয়েছি, তোমার কি প্ল্যান?

নওরিন মনে মনে বলল, এদের চরিত্র ভালো হয় না। অনেক মেয়েদের সাথে মিশে, মদ টদ খায়, দূরে থাকাই ভালো।

আমি ঢাকায় চলে যাব একটু পরে।

নাইস, আমিও ফিরব, আমার সাথে চলো। আজ কেউ থাকবে না। আমি ড্রাইভ করব।

নওরিন দ্বিধায় পড়ে গেল৷ নায়ক অমিতের বিষয়ে তার কোনো আগ্রহ নেই, কিন্তু এই কয়েকদিনে যে অমিত তার বন্ধু হয়েছে, তার সাথে যেতে ইচ্ছে করছে।

নওরিব বলল, আপনি অমিত রাজ এটা জানার পরে আমার একটু অস্বস্তি হচ্ছে। আপনি প্লিজ চলে যান৷ আমি বাসেই ফিরতে পারব ।

অস্বস্তি হচ্ছে মানে কি, তুমি কি আমার সাথে প্রেম করছ?

দুদিন আলাপে কারো সাথে প্রেম হয় না।

এই তো, বুঝতে পেরেছ। আমি আসছি, ব্রেকফাস্ট করে চলে আসব। ফোন করলে বের হয়ে এসো।

অমিত ফোন রেখে দিলো। নওরিন হঠাৎ ভাবল, এতক্ষণ তুমি করে কথা বলল অমিত! কেন? এতদিন তো আপনি করে বলেছে।
নওরিন কি বেশি বেশি ভাবছে!

চলবে

শানজানা আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here