ভালোবাসি_প্রিয় পর্ব_৫৩

0
2343

ভালোবাসি_প্রিয়
পর্ব_৫৩
#সুলতানা_সিমা

রুমের ভেতর থেকে রাগে অনেক চিল্লাচিল্লি করলো দিয়া। কিন্তু বাহিরে অনেক জোরে মিউজিক চলায় তাঁর এমন গলা ফাটানো চিল্লানি কারো কান পর্যন্ত গেলো না। অসয্য হয়ে ড্রেসটা পরে বের হলো সে। কতো বড় একটা আয়োজনে তাঁর মতো একটা ফক্কিনিকে তাঁর কাছে রানু মন্ডলের মতো লাগছে। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ বানিয়ে হেঁটে যাচ্ছে সে। দিহান তাঁকে ডাক দেয়।” দিয়া।” ভাইয়ের ডাকে দাঁড়ায় দিয়া। দিহান ভ্রুযোগল কুঁচকে তাকাল। তারপর বলল”

তুই একাই কয় হাজার টাকার শপিং করছিলি মনে আছে?” দিয়া কিছু বলল না। দিহান ধমক দিয়ে বলে “কী পরছিস এটা? দেখতে একদম পেত্নীদের মতো লাগতাছে। যা চেঞ্জ কর গিয়ে।” দিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকল। লারা এসে বলল” আরে দিয়া এটা কী পরছো তুমি? তোমার বোনের বিয়েতে তুমি এইটা কী পড়ছো? সার্ভেন্টরাও ভালো জামা পরেছে। আর তুমি কিনা এইটা পরেছো?” দিয়া ভ্যাঁ করে কেঁদে দিলো। আচমকা এভাবে কেঁদে উঠায় কিছুটা ঘাবড়ে যায় দিহান। রুহান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে।

দিয়ার কান্না দেখে তাঁর পরিবারের সবাই এদিকে আসলো। সবাই দিয়াকে জিজ্ঞেস করছে কান্না করছে কেন, কিন্তু দিয়া বলছেনা। সে কেঁদেই যাচ্ছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁর কান্না দেখছে। একজন মহিলা বললেন “আহারে বড় বোনের বিয়ে হয়ে যাচ্ছে দেখে ছোট বোন কীভাবে কান্না করছে দেখো। এটাকেই বলে বোনের জন্য ভালোবাসা।” দিয়া রাগি লুকে উনার দিকে তাকাল। তারপর আবার ভ্যাঁ করে কেঁদে উঠল।

দিয়াকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়ে গেছে। তাই রুহান আসলো। এসে বলল “কিরে তুই এভাবে কাঁদছিস কেন? যা ভালো দেখে একটা ড্রেস পর গিয়ে।” কথাটা বলেই রুহান চলে গেলো। তৎক্ষণাৎ দিয়া কান্নাটা থামিয়ে দিলো। চোখ মুছে ভেটকাইতে ভেটকাইতে চলে গেলো ড্রেস চেঞ্জ করতে। ব্যাপারটা দিহান স্বাভাবিক ভাবে নিতে পারলো না। এতোক্ষণ ধরে সবাই দিয়াকে জিজ্ঞেস করছে কেনো কাঁদছে, অথচ দিয়া কিছুই বলল না। আর এখন কিনা রুহান এসে বলাতেই সে কান্না থামিয়ে হাসতে হাসতে চলে গেলো? আপাতত ব্যাপারটা নিয়ে মাথা না ঘামানোই ভালো ভাবলো দিহান। অজনিকে নিয়ে চলে গেলো নিচে। পরে সব জেনে নেওয়া যাবে, এখন এতো গোয়েন্দাগিরি করে লাভ নাই।

লুপা আর দিশাকে এনে স্টেজে বসানো হলো। লাল রংয়ের লেহেঙ্গা পরেছে দুবোন। দেখতে তাদেরকে পরীর মতো লাগছে। লুপাকে নিজ হাতে বউ সাজিয়েছে অরিন। এই রিসোর্ট ভর্তি মানুষদের মধ্যে সব থেকে সুখী মানুষটি হচ্ছে লুপা। আজ সে ভালোবাসা পেয়েছে। বন্ধু পেয়েছে। ক্ষমা পেয়েছে। তাঁর থেকে সুখী আর কে হতে পারে। শাওন আর নীলও সেইম রংয়ের শেরওয়ানি পরেছে। স্টেজে আনা হলো তাদের। নীল লুপার পাশে এসে লুপার ঘা ঘেঁষে দাঁড়ালো। লুপা কিঞ্চিৎ সরতে চায়,নীল পিছনে এক হাতে কোমর জড়িয়ে ধরে। মাথা কিঞ্চিৎ ঝুকিয়ে বলে,”মাশাআল্লাহ পরীর মতো লাগছে।” লুপা লজ্জার সাথে হাসলো। মৃদু স্বরে বলল “আপনাকেও অনেক সুন্দর লাগছে।” নীল হাসলো। কিছুই বলল না।

দিশা শাওনকে অনেক্ষণ থেকে কনুই দিয়ে গুতা দিয়ে তাঁর দিকে তাকাতে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু শাওন তাকাচ্ছেনা। অজনি দিহানের সাথে দুষ্টুমি করছে সেগুলা মনোযোগ দিয়ে দেখছে। অসয্য হয়ে দিশা সোজাসাপ্টা ভাবেই ডাক দিলো “শাওন শুনো।” ডাক শুনে শাওন তাকালো। দিশা জিজ্ঞেস করলো, “আমায় কেমন লাগছে?” শাওন কিছুই বলল না। দিশা বেশ আগ্রহ নিয়ে তাঁর দিকে তাকিয়ে আছে। শাওনের জবাব না পেয়ে দিশা আবার বলল, “কিছু বললে না যে?” শাওন গম্ভীর গলায় বলল”

_ভালো লাগছে।
_শুধুই ভালো?” দিশার এপ্রশ্নের জবাব দিলোনা শাওন। দিশা বলল,”তুমি কি বিয়েতে খুশি নয় শাওন?” দিশার প্রশ্নে এবারও কোনো জবাব নেই শাওনের মুখে। রুহান তার ফ্রেন্ডদের নিয়ে স্টেজে আসলো ছবি তুলতে। শুরু হলো ছবি তুলার পালা। দিশার প্রশ্নের উত্তর আর পাওয়া হলোনা। নীল আর লুপা কত রকমের পোজ নিয়ে ফটো তোলছে। এদিকে শাওন আর দিশা সোজাসাপ্টা দাঁড়িয়ে আছে সেভাবেই ছবি নেওয়া হচ্ছে। একই স্টেজে দুই যুগল কপোত-কপোতীর বিয়ে হচ্ছে। অথচ দিশার কাছে তা বিয়ে বলে মনে হচ্ছে না।

লারার সাথে অরিনের সম্পর্কটা অনেকটা স্বাভাবিক হয়েছে। দুজনই পরেছে সিলভার কালার শাড়ী। খুলা চুল,হাত ভর্তি চুড়ি,সাজগোজ সবই একই রকম। দুজন নিচে এসে নামতেই দিহানের চোখে পরলো অরিনকে। এতো এতো সুন্দরীর ভীড়ে তার এই শ্যামবতী হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয় নারী। দিহান অজনিকে নীলের মায়ের কাছে দিয়ে অরিনের কাছে গেলো। অরিন লারা কয়েকটা মেয়ের সামনে দাঁড়িয়ে ছিলো। অরিন দিহানকে দেখে বলল,”অজনি কই?
_আছে আন্টির কাছে। একটু আসো তো কিছু কথা ছিলো।” অরিন সবাইকে আসছি বলে দিহানের সাথে গেল।

একটা রুমে ঢুকে দিহান দরজা বন্ধ করে নেয়। অরিন বলে, “কী এমন কথা যেটা দরজা বন্ধ করে বলা লাগবে?” দিহান কিছু না বলে অরিনকে পিছন থেকে জড়িয়ে ধরলো। অরিন বলল,”পাগল হয়েছেন? ছাড়ুন। কী বলবেন তারাতাড়ি বলেন।” দিহান অরিনের ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে,”এতো সেক্সি কেন তুমি?”
_ছিইইইইই। ছাড়ুন আমায়।” দিহান অরিনকে সামনে ঘুরালো তারপর বলল “ছেড়ে তো দিবো, তবে আমার পাওনাটা আদায় করে নেওয়ার পরে।” অরিন কিছু বলতে যায়, তার আগেই দিহান অরিনের ঠোঁট যুগল দখল করে নেয়। ডুবে যায় অরিনের মাঝে। কিছুক্ষণ পরে দিহানের চুল আঁকড়ে ধরে অরিনও ডুব দেয় দিহানের সাথে। অনেক্ষণ পরে দিহান অরিনকে ছাড়ে, কিন্তু তাঁর নেশা এখনো কাটেনি। আবার ঠোঁটের দিকে এগুলে অরিন বাধা দিয়ে বলে,”আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত কেউ আমাদের খুঁজবে।” দিহান শুনলো না অরিনের কথা। অরিনের মাঝে আবারও ডুব দেয়। অরিনকে দিহানকে বলে,”দে দেখুন অজনি কাঁদবে আমাদের কাউকে না দেখলে।” দিহান অরিনের কপালে কপাল ঠেকিয়ে বলল,”আর পাঁচ মিনিট থাকি। তারপর চলে যাবো। প্রমিজ।

মেরুন কালার একটা গাউন পরে আসলো দিয়া। লম্বা চুলগুলা খুলে কিছুটা সামনে এনে রাখছে। ডার্ক রেড লিপস্টিক সাথে ম্যাচিং একটা নেকলেস পরা। ঘন লম্বা চোখের পাপড়িগুলা তাঁর সৌন্দর্য দুই গুন বাড়িয়ে তুলছে। দিয়া এসে তাঁর বোনের সাথে অনেকগুলা পিক নিলো। কয়েকটা ছেলে চোখ দিয়ে দিয়াকে গিলে খাচ্ছে। দিয়ার সেদিকে খেয়াল নাই সে তাঁর মতো ছবি তোলেই যাচ্ছে। কয়েকটা ছবি তোলার পরে, স্টেজ থেকে এসে একটা জায়গায় দাঁড়িয়ে ছবি গুলা দেখতে লাগলো দিয়া। রুহান দিয়ার পাশে এসে দাঁড়ালো,দিয়া এখনো টের পায়নি। রুহান চারদিকে তাকিয়ে যখন দেখলো কারো চোখ এদিকে নাই। তখন সে দিয়ার হাতে হেঁচকা টান দিয়ে একটু সাইডে নিয়ে আসলো। ভয় পেয়ে দিয়া একটা চিৎকার দেয়, কিন্তু এতো বাজনা হৈ চৈ এর মাঝে কারো কানে গিয়ে পৌঁছায় নি সে চিৎকার। ঘটনাটি সব মানুষের চোখের আড়ালে হলেও কিন্তু দিহানের চোখ এড়ানি। উপর থেকে সে ব্যাপারটা ঠিকই লক্ষ্য করেছে। রুহান যেদিকে গেছে সেদিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো দিহান।

একটা সাইডে এনে রুহান দিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে। দিয়া চেঁচিয়ে বলে উঠে “ওই আমি তো তোর বলার পরে এটা পরছি। তাহলে এখন রাগ ঝাড়ছিস কেন?
_আমি তোকে বলছি তুই ভালো দেখে একটা ড্রেস পরবি। সাথে সাজার কথা কি বলছিলাম তোকে?
_দেখ তুই যদি আমাকে এবার এটা বলিস আমি সব সাজ ধুয়ে দিবো, তাহলে কিন্তু তোর সাথে আমার ব্রেকআপ।
_ব্রেকআপ? আমার সাথে? তাহলে দিচ্ছি তোকে ব্রেকআপ।” কথাটা বলেই রুহান দিয়ার চোখের এক্সট্রা পাপড়িগুলো টেনে খুলে দিলো। দিয়া রাগে গিজগিজ করতে করতে বলল” এটা তুই কী করেছিস? এবার কিন্তু বাড়াবাড়ি করছিস রুহান।” দিয়ার কথায় কিছু বলল না রুহান। পকেট থেকে টিস্যু বের করে দিয়ার লিপস্টিক মুছে নিলো। দিয়ার এবার ইচ্ছে করছে রুহানকে ইচ্ছেমতো কয়েকটা কথা শুনাতে। দিয়ার ওড়নাটা এক সাইডে রাখা ছিলো, এক সাইডে চুল। রুহান চুলগুলা পিছনে দিয়ে ওড়নাটা বুক জুড়ে ছড়িয়ে রাখলো। তারপর বলল “তুই তো এবার ব্রেকআপ করে নিবি। তাহলে নে। আর কোনোদিন আমার সাথে যোগাযোগ রাখবি না।”

বলেই রুহান চলে গেলো। আড়ালে দাঁড়িয়ে সবকিছুই দেখলো দিহান। যতটা বুঝার সে বুঝে নিয়েছে। তাহলে অরিনের ওই কথার মাঝে কিছু লুকিয়ে ছিলো? অরিনকে জিজ্ঞেস করতে হবে। অরিনের খুঁজে স্টেজে আসলো দিহান। এসে দেখলো অরিন কয়েকটা মেয়ের সাথে খুব হেসে হেসে কথা বলছে। দিহানের সব খারাপ লাগা দূর হয়ে গেলো। অরিনের হাসিতে অদ্ভুত একটা জাদু আছে, যেটা দিহানের সব খারাপ লাগা, দুশ্চিন্তা সব দূর করে দেয়। রুহান দিয়ার বিষয়টা আবারও দমিয়ে নিলো দিহান। সবকিছু পরে দেখা যাবে ভেবে অরিনকে আর ডাক দিলো না সে।

অজনি স্টেজে দিশার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তাকে দিশার কাছ থেকে আনা যাচ্ছে না। সে তাঁর ফুপিনের সামনে থাকবে। দিহানের মা বাবা দূর থেকে অজনিকে চকলেট দেখিয়ে ডাকছেন। ছেলের ভয়ে পাশে যাওয়ার সাহস পাচ্ছেন না উনারা। অজনি বার বার মাথা নাড়িয়ে না বলছে। মানে সে যাবেনা। দিহান কয়েকজনের সাথে কথা বলছিলো। হঠাৎ খেয়াল করলো অজনি ডান পাশে তাকিয়ে বার বার না সূচক মাথা নাড়াচ্ছে। দিহান সবাইকে আসছি বলে স্টেজে এসে ডান দিকে তাকাতেই তাঁর বাবা মা দেয়ালের আড়ালে লুকিয়ে গেলেন। লুকিয়েও লাভ হলোনা, উনাদের দিহান দেখে নিয়েছে। অজনিকে কোলে নিয়ে চলে আসলো স্টেজ থেকে। ওর সন্তান এবোরশন করতে চাওয়ার কথাটা মনেই হলেই তাঁর মেজাজ খারাপ হয়ে যায়।

কিছুক্ষণ পরে শুরু হলো বিয়ে পড়ানো। সবাই স্টেজ ঘিরে আছে কিন্তু দিয়াকে দেখা যাচ্ছেনা। রুহানের বুকটা ধুক করে উঠল। দিয়ার সাথে কি সত্যিই সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? রুহান স্টেজ থেকে নেমে দিয়াকে খুঁজতে লাগলো। দিয়াকে কোথাও খুঁজে পেলোনা। যেখানে দিয়াকে নিয়ে গেছিলো একটু আগে সেখানে গেলো রুহান। দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। যেভাবেই রেখে গিয়েছিলো এখনো ওভাবেই আছে। রুহান দিয়ার চোখের পানিটা মুছে দিয়াকে জড়িয়ে ধরে বলল” সরি দিয়া।” দিয়া রুহানকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে চলে যেতে চায়। রুহান দিয়ার দুহাত ধরে আটকায়। তারপর অপরাধী স্বরে বলে” প্লিজ রাগ করিস না। আমি কী করবো বল? তোর দিকে কেউ তাকালে আমার খুব খারাপ লাগে। আমি চাই তোর সবকিছুতে শুধু আমি মুগ্ধ হবো, অন্যকেউ না। এমনটা করার জন্য সরি রে। তোর সবকিছুর উপর শুধু আমার অধিকার রাখতে চাই। প্লিজ রাগ করিস না।”

দিয়া ডুকরে কেঁদে উঠে রুহানকে জড়িয়ে ধরলো। রুহান যখন বলেছিলো আর আমার সাথে যোগাযোগ রাখবিনা, তখন তাঁর দম আটকে গেছিলো। রুহানকে সে অনেক ভালোবাসে, রুহানকে ছাড়া থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। রুহান দিয়ার চোখের পানিটা মুছে দিয়ে কপালে চুমু এঁকে বলল” কান্না থামা। এখন চল বিয়া পড়ানো হচ্ছে।” রুহানের কথা শেষ হতেই স্টেজ থেকে তালির শব্দ ভেসে এলো। দিয়া রুহানকে বলল”তারমানে বিয়ে পড়ানো শেষ।” রুহান বলল”তাতে কী হয়েছে? অনুষ্ঠান তো আর শেষ হয়নি। চল তারাতাড়ি যাই।” দিয়া আর একমূহুর্ত দেরি করলো না। রুহানের আগে আগে দৌঁড়ে চলে গেলো স্টেজে।

সব নিয়ম কানুন পালন করে বিয়ের পরানো শেষ হলো। নীল লুপার হাতটা শক্ত করে ধরে আছে। লুপা হাত ছাড়াতে চাইলে নীল ছাড়েনা ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে আছে। লুপা নীলকে ক্ষীণ স্বরে বলল,”আমার বিরক্ত লাগছে সবকিছু,এরা এতো ছবি তোলছে কেন?” নীল মাথা ঝুকিয়ে ফিসফিসিয়ে বলল,”তুমি এসবে বিরক্ত হচ্ছো, আমি তো অপেক্ষার প্রহর গুনছি কবে রাত হবে আর কবে বাসর হবে।” লুপা রাগি লুকে তাকালো নীলের দিকে। নীল ঠোঁট কামড়ে দুষ্টুমির সাথে হাসলো। ঠিক তখন এই সুন্দর দৃশ্যটা ফেমে বন্দি করে নিলো রুহান।

দিশা একটা জিনিস খেয়াল করছে শাওন বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে ঠিকই, কিন্তু দিশার দিকে একবারও তাকাচ্ছে না। ছবি নেওয়ার জন্য ফটোগ্রাফার যেভাবে দিশাকে ধরতে বলছে, সে ধরছে। মুখেও হাসি লেগে আছে, কিন্তু দিশার দিকে না একবার নিজে থেকে থাকাচ্ছে। না একবার নিজে থেকে ধরছে। দিশা শাওনের হাত ধরলো। হাতটা ধরতেই শাওন হাত কিঞ্চিৎ ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে নীলের পাশে দাঁড়িয়ে গিয়ে দিহানকে ডেকে এনে ছবি নিতে লাগলো। এমন অবহেলাটা ঠিক হজম করতে পারলো না দিশা। বুক চোখে ফেটে কান্না বেড়িয়ে আসলো।

অবশেষে বিদায়ের সময় ঘনিয়ে এলো। দিহান চুপচাপ দাঁড়িয়ে আছে। কান্না পাচ্ছে তাঁর। মনে হচ্ছে যেন শাওন তাঁর বোন নয়, কলিজা ছিঁড়ে নিচ্ছে। লুপা তাঁর পরিবারের সবার থেকে বিদায় নিলো। দিহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠল দুজনেই। কাঁদতে কাঁদতে লুপা বলে” আমাকে ক্ষমা করে দিও ভাইয়া।” দিহান মাথায় হাত বুলিয়ে বলে “কাঁদিস না। দোয়া করি সুখী হ। আর শুন, কখনো যেন নীল কোনো অভিযোগ নিয়ে আসতে না পারে। এমন ভাবে চলবি, যেন কেউ আমাদের বংশ তুলে কিছু বলতে না পারে।” দিহানের থেকে বিদায় নিয়ে লুপা রুহানকে খুঁজলো। রুহানকে দেখা যাচ্ছেনা।

দিশার কান্না থামানো যাচ্ছে না। বার বার দিহান কই বলছে আর কাঁদছে। দিয়া এসে দিহানকে নিয়ে গেলো। দিহানকে দেখেই দিশা কান্নার বেগ বেড়ে গেলো। দিহানকে জড়িয়ে ধরে দিশা হাউমাউ করে কাঁদতে লাগলো। ভালোবাসার মানুষের ঘরে যাচ্ছে সে। যাকে নিয়ে এতোদিন স্বপ্ন দেখেছে তাঁর ঘরে যাচ্ছে। তবুও কেন তাঁর এতো কষ্ট হচ্ছে? তবুও কেন মন বলছে যাবেনা সে তাঁর আপন মানুষগুলা ছেড়ে। দুইভাই বোন একজন আরেকজনকে জড়িয়ে কাঁদছে। আর তাঁদের কান্না দেখে কাঁদছে সবাই। দিহানের কান্না দেখে অরিনের বুক ফেটে যাচ্ছে। তাঁর স্বামীর কান্না সে সয্য কর‍তে পারেনা।

লুপাকে নিয়ে যাওয়া হচ্ছিলো। সে লারাকে বলল” ভাবী রুহান কই?” লারা ইশারায় সামনের দিকে দেখালো। রুহান দূরে দাঁড়িয়ে লুপার দিকে তাকিয়ে কান্না করছে। লুপা রুহানকে দেখে ডুকরে কেঁদে উঠে। রুহান আর দাঁড়িয়ে থাকতে পারলো না। এসে লুপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে,”আপ্পি আমি থাকবো কেমনে রে? খুব একা হয়ে যাবো আমি। আমার এখনি দম বন্ধ হয়ে আসছে এটা ভেবে,যে আমি বাসায় গিয়ে তোকে পাবো না।” লুপা কান্নার জন্য কিছুই বলতে পারছে না। রুহান আবার বলল,”আপ্পি তুই আমায় ভুলে যাবি তাইনা?
_আমি দুইদিন পর পর আসবো কাঁদিস না ভাই।
_আপ্পি আমার খুব কষ্ট হচ্ছে রে।”

লারা এসে রুহানের থেকে লুপাকে ছাড়িয়ে নিয়ে গেলো। অরিন দিহানের থেকে দিশাকে। দুইভাইয়ের বুক থেকে দুই বোনকে কেড়ে নিয়ে গাড়িতে তুলে দেওয়া হলো। রুহান সায়রা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সুমনা চৌধুরী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন। অরিন এসে দিহানকে জড়িয়ে ধরে। ছোট অজনিও কী বুঝে যেন হাত পা ছুঁড়ে ফুপিন ফুপিন ডেকে কান্না করে যাচ্ছে।

____________________________________

ফুলে ফুলে সাজানো একটা রুমে বসে আছে লুপা। চারদিকে শুধু ফুল আর ফুল দেখা যাচ্ছে। সব ফুল হচ্ছে সাদা রংয়ের। লুপা রুমের চারদিকটা হেঁটে হেঁটে দেখছিলো। তখন দরজা খুলে এসে নীল ঢুকলো। দরজাটা বন্ধ করে নীল এসে লুপার সামনে দাঁড়ালো। নীল কিছু বলতে যাবে তাঁর আগেই লুপা বসে নীলকে সালাম করতে লাগলো। নীল লুপাকে ধরে তুলে বলল”মাত্রই বলতে চাইলাম এসব সালাম টালাম করার দরকার নাই।”লুপা কিঞ্চিৎ হাসলো। কিছুই বলল না। নীল বলল”আজকেই প্রথম এবং আজকেই শেষ। আর কখনো এভাবে সালাম করবে না। মুখে সালাম দিবে।” লুপা সম্মতি সূচক মাথা নাড়াল। নীল লুপাকে জড়িয়ে ধরে। চোখ বন্ধ করে একটা লম্বা দম ছেড়ে বলল,”ন’বছরের অপূর্ণ ভালোবাসা আজ পূর্ণতা পেলো।” লুপা মুখ তুলে বলল,”ন’বছর?” নীল মাথা নেড়ে বলল” হুম নয় বছর। জানো প্রথমে তুমি যখন আমায় অবহেলা করতে খুব খারাপ লাগতো। কিন্তু তোমার সব অবহেলা গুলাকেও আমি ভালোবাসতাম। কারণ অবহেলাটা ছিলো তোমার দেওয়া।” লুপা কিছু বলল না। স্বামীর বুকে মাথা রেখে একটা দীর্ঘশ্বাস চেপে গেলো। কালো অতীতগুলা তাকে খুব পোড়ায় আবার মাঝে মাঝে হাসায়ও।

কিছুক্ষণ পরে নীল লুপাকে বললো,”এতো ভারি ভারি গয়নাগুলা খুলো। লুপা খুলতে লাগে। নীল লুপার নেকলেস, চুড়ি সব গুলা খুলে দেয়। তারপর লুপার ঘাড়ে মুখ ডুবিয়ে পাগলের মতো কিস করতে লাগে। কিছুক্ষণ পরে নীল লুপার ঠোঁটের দিকে এগিয়ে যেতে চাইলে লুপা বাধা দেয়। নীল কপাল কুঁচকে বলে”কী হলো?” লুপা বলে “নামাজটা পড়ে নিলে ভালো হতো।
_ওকে, চলো। নামাজ শেষে কিন্তু কোনো বাধা মানবো না। আর মনে আছে তো ভোর বেলার কথাটা?” লুপা লজ্জায় লাল হয়ে গেলো। নীল লুপার কপালে চুমু এঁকে বলল”যাও চেঞ্জ করে অজু করে আসো।” লুপা লাগেজ থেকে একটা ড্রেস নিয়ে ওয়াসরুমে চলে গেলো।

ঘরির কাঁটায় রাত ১২:৩০ বাজে। শাওন এখনো রুমে আসেনি। দিশার খুব কান্না পাচ্ছে। বার বার বার মনে পড়ছে শাওনে বলা সেই কথাটা ” এর শাস্তি তুমি পাবে দিশা। বিয়ে পাঁচ বছর তুমি কোনো বাচ্চা পাবেনা। শুধু বাচ্চা নয়, আমাকেও কাছে পাবেনা।” দিশার কান্না আর আটকে রাখতে পারলো না। শাওন কী তাহলে সত্যি বলেছিলো কথাটা? অপেক্ষা করতে করতে রাত একটায় শাওন রুমে আসলো। শাওন আসতেই দিশা শাওনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে। শাওনের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। দিশা শাওনকে ছেড়ে অভিযোগের গলায় বলে “ইচ্ছে করে এতোক্ষণ আসোনি তাইনা? ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছো?” শাওন কিছুই বলল না। খাটে বসে দুহাতে মাথা চেপে ধরলো। নিজেকে স্বাভাবিক কর‍তে শত চেষ্টা করেও নিজেকে স্বাভাবিক করতে পারছে না।

দিশা শাওনের সামনে বসে শাওনকে সালাম করলো। সালাম করে শাওনের পা জড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগল। শাওনের বুকটা ছ্যাৎ করে উঠল। দিশাকে তুলে উঠে দাঁড়িয়ে বলল” তুমি ঘুমিয়ে পড়ো। আমার ঘুমাতে লেট হবে।”

কথাটা বলেই শাওন বারান্দায় চলে গেলো। তাঁর সব রাগ হচ্ছে দিহানের মায়ের উপর। সেদিন যদি তিনি প্রস্তাব মেনে নিতেন তাহলে আজ তাঁর বাচ্চাটা তাঁর কোলেই থাকতো, যেমন দিহানের কোলে অজনি। হ্যাঁ বাচ্চাটা তাঁর অবৈধ মেলামেশার ফসল। কিন্তু তাঁরই তো বাচ্চা। সে পারেনা এটা মেনে নিতে যে তাঁর প্রথম বাচ্চাটা নেই। শাওনের খুব ইচ্ছে করছে দিশার মাকে বলতে,মেয়েকে তো ঠিক বিয়ে দিলেন,তাহলে আগে না বলছিলেন কেন? লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দু’হাতে চুল মুঠো করে ধরলো শাওন। মুখ আকাশের দিকে রেখে চোখ খিঁচে দাঁড়িয়ে থাকল। হঠাৎ রুম থেকে কিছু পরার শব্দ হতেই দৌঁড়ে রুমে আসলো শাওন। রুমে এসে দেখলো,,,,,,,,,,।

চলবে,,,,,।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here