#আলো_আঁধারের_লুকোচুরি
#Part_11
#Writer_NOVA
ফ্লোরার লা’শবাহী গাড়িটা নিঃশব্দে এগিয়ে চলছে গন্তব্যের উদ্দ্যেশে। সাইরেনটাও অফ করে দেওয়া হয়েছে। রুহানি ব্লুটুথে কানেক্টেড আছে একজনের সাথে। সে রুহানিকে রাস্তা বলে দিচ্ছে আর রুহানি সেই অনুযায়ী মাসুমকে গাড়ি চালাতে বলছে। মাসুম গাড়ি চালাতে চালাতে রুহানিকে শুধালো,
‘রুহানি, এখন যদি ফ্লোরার লা’শটা উঠে আমাদের দুজনের ঘাড় মটকে দেয় তাহলে কেমন হবে?’
রুহানি নাক ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেললো। মাসুমের অযাচিত প্রশ্নে সে বিরক্ত। দাঁত কিড়মিড় করে, চোখ পাকিয়ে তাকালো। মাসুম কাচুমাচু করে ভীতি চোখে দৃষ্টি দিলো।
‘সত্যি কথা বলছি।’
রুহানি ধমকে উঠলো,
‘আরেকবার উল্টোপাল্টা কথা বললে লাত্থি মেরে মে’রে গাড়ি থেকে ফেলে দিবো। দিনে-দুপুরে লাশ উঠে ওর ঘাড় মটকাবে। খেয়েদেয়ে কাজ নেই তো।’
‘কাজ নেই দেখেই বলছি।’
রুহানি দুমদাম করে মাসুমের বাহুতে কতগুলো ঘুষি বসিয়ে দিলো৷ মাসুম ব্যাথায় চোখ কুঁচকে ফেললো। এই পুঁচকে মেয়েটার শরীরে শক্তি আছে। একেকটা ঘুষি ইটের বারির সমান। রুহানির ব্লুটুথে কানেক্টেড থাকা মানুষটা উচ্চশব্দে হেসে উঠলো। রুহানির কথা শুনে সে আন্দাজ করে ফেলছে এখানে কি হচ্ছে। হাসির শব্দ রুহানির কানে আসতেই সে সাগরের ঢেউয়ের মতো গর্জন করে উঠলো,
‘এই তুমি হাসছো কেন?’
হাসির ছটা কমতে সে বললো,
‘তোমাদের কান্ডে।’
‘তোমার আশকারায় মাসুমটা এমন হয়েছে।’
সে গলার স্বর পানসে করে বললো,
‘যা বাবা আমি আবার কি করলাম?’
‘তুমিই তো যত নষ্টের গোড়া।’
মাসুম রুহানির কানের সামনে চেচিয়ে অভিযোগ করে বসলো,
‘ভাই, আমাকে কতগুলো ঘুষি মেরে বসলো। আমি বেজাতনীকে আর সহ্য করতে পারবো না। আপনার সম্পত্তি এবার আপনি নিয়ে যান।’
রিহানি ঠোঁট কামড়ে চোখ গরম করে মাসুমকে ভয় দেখালো। কাজে দিলো। মাসুম এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাত দিয়ে মুখ ধরে ফেললো। রুহানিকে ঠান্ডা করতে সে বললো,
‘মারামারি, ঝগড়া পরে করো। আগে আমার কথায় মনোযোগ দাও।’
কথাটা জাদুর মতো কাজ করলো। রুহানি মুহুর্তে সব ফেলে সিরিয়াস হয়ে গেলো। কান খাড়া করে বললো,
‘হুম বলো।’
‘এখন এই গাড়ি নিয়ে সোজা জেলার শেষ সীমানায় যাবে। সেখানে তাদের মানুষ থাকবে। তুমি তাদেরকে লাশটা বুঝিয়ে দিয়ে মাসুমকে নিয়ে অন্য গাড়িতে চলে আসবে। তবে সাবধান! মাস্ক পরে নিবে। তোমাদের যাতে কেউ না চিনে এমন করেই যাবে।’
‘তুমি যাবে না?’
‘না, আমাকে দেখলে নেগেটিভ রিয়াকশন দিতে পারে। তাই আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমার মোবাইলে লোকেশন আর লোকের যাবতীয় ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি। তুমি চেক করে নিও।’
ফ্লোরার বাবা রায়হান খান বারবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। গতকাল রাতে তার মোবাইলে অদ্ভুত একটা ম্যাসেজ এসেছে। ম্যাসেজটা ছিলো এমন “আপনার মৃত মেয়েকে ফেরত পেতে চাইলে জেলার শেষ সীমানার বড় ব্রীজে দাঁড়িয়ে থাকবেন। সময় ৪টা।” প্রথমে ভেবেছিলেন ভুয়া সংবাদ। কেউ তাকে বিপদে ফেলার চেষ্টা করছে। কিন্তু সকালে সেই নাম্বার থেকে কল আসে। কলে তাকে শুধু এতটুকু বলা হয়েছে যে চারটা বাজে ব্রীজের সামনে দাঁড়িয়ে থাকতে। সাথে লাশবাহী গাড়ির চালক নিয়ে৷ তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে যায়৷ এরপর কতশত বার কল দিলো কিন্তু সীম বন্ধ বলছে। উনি আসবে না আসবে না বলেও চলে এলেন। যদি সত্যি হয় সেই আশায়। পুরনো কথায় ডুব দিয়েছিলেন। ধ্যান ভাঙলো চালকের কথায়।
‘চারটা বিশ বাজতে চললো, এখনো তো এলো না। আর কতখন লাগবে বলুন তো?’
রায়হান খান ইতস্তত করে বললো,
‘বেশি সময় লাগবে না। এই চলে এলো বলে।’
চালক বিরক্তি প্রকাশ করলো। রায়হান খানকে তাড়া দিয়ে বললো,
‘জলদী কল করে আসতে বলুন।’
‘সীম বন্ধ কল দিলেও কাজ হবে না।’
চালক বিরক্তি নিয়ে খানের দিকে তাকিয়ে পকেট থেকে মোবাইল বের করলো৷ কাউকে কল দিয়ে একটু সাইডে সরে গেলো। বেশি সময় অপেক্ষা করতে হলো না। মিনিট পাঁচেক পর একটা লাশবাহী গাড়ি তাদের সামনে এসে থামলো। গাড়ি থেকে মাস্ক পরিহিত একটা মেয়ে বের হয়ে এলো।
রুহানি মোবাইলটা জিন্সের পকেটে গুঁজে রায়হান খানের সামনে দাঁড়ালো। মাসুম তখনও গাড়ির ড্রাইভারের সিটে বসা। রুহানি গলার স্বর মোটা করে জিজ্ঞেস করলো,
‘আপনি কি মিস্টার রায়হান খান?’
‘জ্বী!’
‘আপনার মেয়ের লাশ গাড়িতে আছে। দয়া করে আপনি লাশটা নিয়ে এই মুল্লুক ত্যাগ করুন। আপনাদের গ্রামের বাড়ি তো সিলেট তাই না?’
রায়হান খান চমকে উঠলো। তাদের গ্রামের বাড়ির খবর এই মেয়ে জানলো কি করে? বিস্মিত নয়নে জিজ্ঞেস করলো,
‘তুমি কি করে জানলে মা?’
রুহানি চোখ নাচিয়ে হাসলো৷ সামনের বেবী চুলগুলো গুছিয়ে নরম গলায় বললো,
‘আমি অনেক কিছু জানি।’
‘কিভাবে?’
রায়হান খানের বিস্ময়ের পরিমাণ আরো বাড়লো। রুহানি মুচকি হাসলো। তবে উত্তর দিলো না। ব্যস্ত ভঙ্গিতে বললো,
‘বেশি কথা বলার সময় নেই আঙ্কেল। আপনি যত দ্রুত এই তল্লাট ছেড়ে চলে যাবেন ততই ভালো। সিলেটে গিয়ে মেয়ের দাফন-কাফনের ব্যবস্থা করুন। আর কিছু দিন গা ঢাকা দিয়ে থাকুন। যাতে রাক্ষসটা আপনাদের খুঁজে না পায়। খুঁজে পেলে আপনার মেয়ের লাশ কবর থেকে উঠাতেও দ্বিধা করবে না।’
রায়হান খান হালকা কেঁপে উঠলো। তবে দেখলেন শেষের কথাগুলো বলার সময় মেয়েটার চোখ, গলার স্বর কেমন কঠিন বর্ণ ধারণ করলো।
রুহানি চোখ দিয়ে পরিমাপ করতে লাগলো রায়হান খানের মতিগতি। বুঝতে পেরে নিজে থেকেই বললেন,
‘আপনার নিশ্চয়ই এখনো কোন কিছু বিশ্বাস হচ্ছে না।আপনি চাইলে নিজের মেয়ের লাশটা দেখে নিতে পারেন।’
রায়হান দুঃখ ভারাক্রান্ত মনে বললো,
‘সেটাই ভালো।’
রুহানি দ্রুত পায়ে গিয়ে গাড়ির দরজা খুললো। ফ্রিজিং গাড়ির ভেতর থেকে হু হু করে এক দমকা হাওয়া এসে গায়ে লাগলো৷ রুহানি ভেতরে ঢুকে পরলো। রায়হান খানের পা দুটো চলছে না। তবুও টেনেটুনে নিজেকে ভেতরে নিয়ে গেলেন। কফিনের ওপর ঝুঁকতেই নিজের একমাত্র মেয়ে ফ্লোরা দৃষ্টিগোচর হলো। মেয়ের সাদা ফ্যাকাশে, পাণ্ডুর মুখটা দেখে রায়হান খান স্থির থাকতে পারলেন না। মাথা ঘূর্ণি দিলো। টলতে টলতে পরে যেতে নিলে রুহানি ধরে ফেললো। ঠোঁট চেপে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। নিজের একমাত্র মেয়ের করুন দশা সে সহ্য করতে পারছেন না। রুহানি তাকে ধরে বাইরে নিয়ে এলো। মাসুমের থেকে পানি নিয়ে তা খাওয়ালো।
রায়হান খান কিছুটা স্বাভাবিক হতেই রুহানি তাড়া দিয়ে বললো,
‘চাচা, বেশি সময় দেরী করা ঠিক হবে না। এতখন নিশ্চয়ই মন্ত্রী টের পেয়ে গেছে। সে সারা জেলা চষে ফেলবে। একবার যদি ফ্লোরার লাশ ওর হাতে পরে যায় তাহলে সারাজীবনের জন্য মেয়ের লাশ কবরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।’
‘আমার স্ত্রী প্রতিদিন কেঁদেকেটে আল্লাহর কাছে আর্জি জানায়। নিশ্চয়ই আল্লাহ মহান। তিনি আমাদের কথা শুনেছেন। তুমি কে মা?’
রুহানি মিষ্টি হেসে বললো,
‘ধরুন, আমি আপনারি আরেক মেয়ে।’
ওমর বাসায় বসে বসে বোরিং হচ্ছিলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো তবুও ইয়াসফির আসার খবর নেই। এতো কল দিচ্ছে তবুও কল ধরছে না। বাসার মোটামুটি সব কাজ করা শেষ। আজকে একটা নতুন গৃহ পরিচারিকা আসার কথা ছিলো। সেও এলো না। বিরক্তি ভাব কমাতে টিভি অন করলো।
চ্যানেল পাল্টাতে পাল্টাতে কোলিং বেল বেজে উঠলো। ফোঁস করে বিরক্তির শ্বাস ছেড়ে উঠে দরজা খুলে দিলো।দরজার অপরপাশে শ্যাম বর্ণের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ঢোলাঢুলা সেলোয়ার-কামিজ। চোখ মোটা করে কাজল পরায় তার চোখ দুটো ভীষণ মায়াবী দেখাচ্ছে। ওমর এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে রইলো। ভাসা ভাসা চোখ দুটোতে অস্থির ছটফটানি। নিজেকে এক মুহুর্তে হারিয়ে ফেলেছিলো। মেয়েটা অপ্রস্তুত হয়ে গেলো। অস্থির চিত্তে এদিক সেদিক তাকালো। রিনরিন গলায় জিজ্ঞেস করলো,
‘মন্ত্রী সাব আছে?’
‘জ্বি?’
‘জিগাইলাম মন্ত্রী সাব আছে?’
ওমরের ঘোর কাটলো। নিজের এহেন ব্যবহার নিজেই লজ্জিত হলো৷ নিজেকে সামলে উত্তর দিলো।
‘না। আপনি কে?’
‘আমি কাজের মেয়ে হিসেবে জয়েন করতে আইছিলাম।’
‘ওহ আচ্ছা। ভেতরে আসুন।’
‘না, আজকে আমু না। কালকের থিকা জয়েন করমু তাই কইতে আইছিলাম।’
ওমর মেয়েটার নাম জানার জন্য উসখুস আরম্ভ করলো। কিন্তু জিজ্ঞেস করতে পারছিলো না। সেটা মেয়েটা টের পেয়ে নিজেই বলে উঠলো,
‘আপনি কি কিছু কইতে চান?’
‘না মানে হ্যাঁ। আপনার নাম কি?’
‘রু…..
রু শব্দটুকু বলে থেমে গেলো। ওমর চোখ গোল করে জিজ্ঞেস করলো,
‘রু কি?’
‘রুবি, মোর নাম রুবি।’
সারা রুমের জিনিসপত্র এলোমেলো হয়ে পরে আছে। কিছু জিনিসপত্রে ভেঙে এদিক সেদিক ছিটকে রয়েছে। রুমটা দেখে বোঝার উপায় নেই ঘন্টা খানিক আগেও এটার অবস্থা ভালো ছিলো। দুই হাতে মাথা চেপে ফ্লোরে চুপ করে বসে আছে ইয়াসফি। সে খুব বেশি রাগলে তার মাথা চেপে বসে থাকে। চোখ দুটো টকটকে লাল। মনে হচ্ছে এই বুঝি চোখ ফেটে রক্ত গড়িয়ে পরলো। সারা দুপুর, বিকেল, সন্ধ্যা এক করেও ফ্লোরার লাশের কোন সন্ধান সে পায়নি। এতেই তার মাথা নষ্ট। তার ভালোবাসার মানুষকে সে কখনো দেখতে পারবে না এটা ভাবলেই তার মাথা খারাপ হয়ে যায়। হাতের কাছে থাকা ফুলদানিটা দেয়ালে ছুঁড়ে মেরে বিরবির করে উঠলো,
‘আমি তোকে ছাড়বো না। তুই আমার থেকে একে একে সব কেড়ে নিচ্ছিস। অপেক্ষা কর আমিও তোর সব কেড়ে নিবো।’
চিনামাটির ফুলদানি ভেঙে খান খান হয়ে গেলো। টুকরো গুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পরে গেলো। ল্যাম্পশেটের পাশ থেকে মোবাইলটা নিয়ে অপুকে কল লাগালো। রিসিভ হলো ত্রিশ সেকেন্ড পর।
‘হ্যালো ভাই।’
‘কোন খোঁজ খবর পেলে?’
অপু শুকনো ঢোক গিললো। না শব্দটা বলতে তার ভীষণ ভয় করছে। গলার কাছে আটকে রয়েছে। গিলতেও পারছে না বের করতেও পারছে না। ইয়াসফি ধমকে উঠলো,
‘বলছো না কেনো? খবর পেলে?’
‘না।’
অপুর না বলতে দেরী ইয়াসফির মোবাইলটা আছাড় মারতে দেরী নয়। আছাড়ের শব্দে অপু কেঁপে উঠলো। হ্যালো, হ্যালো করেও রেসপন্স না পেয়ে দ্রুত বুকে থুথু দিলো। ভয়ে তার হাত-পা শুদ্ধ কাঁপছে।
ইয়াসফি হাঁটুতে মাথা দিয়ে চুপ করে বসে রইলো। মাথার ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তখুনি শব্দ করে মোবাইলটা বেজে উঠলো। ইয়াসফি ভ্রু কুঁচকে মাথা উঠালো। মাত্র মোবাইলটা আছাড় মারলো এর মধ্যে বাজছে কি করে? ইয়াসফি হাতে নিয়ে দেখলো মোবাইল কিছুই হয়নি। ড্রপ খেয়ে ফ্লোরে থাকা একটা বালিশের ওপর পরেছে। কোণার দিকে একটু খানি স্ক্রিনের কাচ নষ্ট হয়েছে। আননোন নাম্বার দেখে রিসিভ করবে কি করবে না তা ভেবে দ্বিধায় পরে গেলো। অবশেষে রিসিভ করলে। রিসিভ করে কানে দিতেই অপরপাশ থেকে তার মামাতো বোন তিশার গলার আওয়াজ ভেসে এলো।
‘ইয়াসফি মাহবুব তার নিজের বন্ধু নিহানকে চিনতে পারেনি। লোকে জানলে তো ছিঃ ছিঃ করবে। বিষয়টা কেমন ঘাপলা লাগছে।’
তিশাকে সে এমনিতেও এড়িয়ে চলে। আর সেই মেয়ে নিজ থেকে কল করেছে। বিষয়টা মোটেও সুখবর নয়।ইয়াসফির বুকটা ধ্বক করে উঠলো। নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো,
‘কেন কল দিয়েছো?’
তিশা খিলখিল করে হেসে উঠলো। ইয়াসফির বুকের ভেতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে। সে প্রশ্ন করলো আর মেয়েটা হাসছে। তিশা হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে গেলো। গমগমে গলায় শুধালো,
‘আপনি কে বলুন তো?’
#চলবে